আমাদের স্কুল

সেটিং

বহুনির্বাচনি প্রশ্নের দেখানোর অপশনঃ
শুধুমাত্র উত্তর 2 অপশন
3 অপশন 4 অপশন
বহুনির্বাচনি প্রশ্নের অপশন প্রদর্শনঃ
রো আকারে কলাম আকারে
বহুনির্বাচনি প্রশ্নের উত্তরঃ
লুকান বোল্ড করুন
দেখান দেখান ও বোল্ড করুন
বহুনির্বাচনি প্রশ্নের ব্যাখ্যাঃ
দেখান লুকান নিচে লুকান
থিম নির্বাচন করুনঃ
ফন্ট সাইজঃ
16

বিসিএস ১৭তম

পরীক্ষারঃ বিসিএস প্রিলিমিনারি টেস্ট

মোট বহুনির্বাচনি প্রশ্নঃ 100

মোট মার্কঃ 100

পরীক্ষার সময়ঃ 02:00:00

প্রকাশের তারিখঃ 01.01.1995

ক. পর্বতারোহণ সামগ্রী
খ. ছোট কুকুর
গ. বাদ্যযন্ত্র
ঘ. ছোট কম্পিউটার
ব্যাখ্যাঃ

ল্যাপটপ হলো- ব্রিফকেস আকৃতির এক ধরনের ছোট কম্পিউটার । এটি সহজেই বহনযোগ্য এবং যে কোন স্থানে রেখে কাজ করা যায়। ল্যাপটপের মতো আরোও কিছু ছোট কম্পিউটার হলো লাইফ বুক, নেটবুক, নেটটপ, নোটবুক ইত্যাদি।

ক. প্লাইস্টোসিন যুগের
খ. টারশিয়ারী যুগের
গ. মায়োসিন যুগের
ঘ. ডেবোনিয়াস যুগের
ব্যাখ্যাঃ

বাংলাদেশের প্রায় দুই তৃতীয়াংশই গঙ্গা - ব্রহ্মপুত্র -মেঘনা নদীদ্বারা বাহিত পলিমাটির সাহায্যে গঠিত সমতলভূমি দিয়ে আবৃত। কেবল পূর্বদিকে সিলেট, কুমিল্লা, চট্টগ্রাম, এলাকার পূর্বাংশ বরাবর পাহাড় শ্রেণি উত্তর-দক্ষিণে বিস্তৃত। বাংলাদেশে বৃহত্তর বেঙ্গল বেসিন ( Bengal Basin)-এ অবস্থিত। বেঙ্গল বেসিন পশ্চিমে পশ্চিমবঙ্গ থেকে পূর্বে ভারতের ত্রিপুরা রাজ্য এবং উত্তরে শিলং মালভূমির পাদদেশ থেকে দক্ষিণে বঙ্গোপসাগর বরাবর বিস্তৃত। এ বেসিন মূলত টারশিয়ারি যুগের শিলাস্তর দিয়ে পরিপূর্ণ । তবে উত্তরবঙ্গে ভূগর্ভে অতি প্রাচীন পারসিয়ান যুগের শিলাস্তর বিদ্যমান।

ক. তেঁতুলিয়া
খ. পঞ্চগড়
গ. বাংলাবান্ধা
ঘ. নকশালবাড়ি
ব্যাখ্যাঃ

বাংলাদেশের সর্ব উত্তরে অবস্থিত বাংলাবান্ধা পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলার একটি ইউনিয়ন। এই ইউনিয়নের সর্বউত্তরের স্থানের নাম জায়গীরজোত। বর্তমানে এটি একটি স্থলবন্দর।

ক. একটি খেলার মাঠ
খ. একটি প্লাবন ভূমির নাম
গ. বঙ্গোপসাগরের একটি খাদের নাম
ঘ. ঢাকা সেনানিবাসের পোলো গ্রাউন্ডের নাম
ব্যাখ্যাঃ

‘সোয়াচ অব নো গ্রাউন্ড’ বঙ্গোপসাগরের সর্বনিম্ন খাদের নাম। এর সর্বোচ্চ গভীরতা ১,২০০ মিটার প্রায় । সুন্দরবনের দুবলার চর থেকে প্রায় ৩০-৪০ কিলোমিটার দক্ষিণে এই খাদের অবস্থান। এখানে প্রচুর মাছ ও ডলফিন পাওয়া যায় । সোয়াচ অব নো গ্রাউন্ডের অন্য নাম গঙ্গাখাত।

ক. রাজা ত্রিদিব রায়
খ. রাজা ত্রিভুবন চাকমা
গ. জুম্মা খান
ঘ. জান বখশ খাঁ
ক.
খ.
গ.
ঘ.
ব্যাখ্যাঃ ধরি, () প্রথমে ভগ্নাংশটির হারের মান বের করি: =()=() এখন, এই মানটির উপর শক্তি প্রয়োগ করি: () এই মানটির উপর প্রয়োগ করতে হবে: (()) এখন আমরা শক্তির নিয়ম প্রয়োগ করি: (())=()=() এখন শক্তি সরল করি: ()=() শেষে, ()= অতএব, () এর সরল প্রকাশ হলো
ক. N
খ. N
গ. N
ঘ. N
ব্যাখ্যাঃ ধরুন দুটি লম্বালম্বি শক্তির পরিমাণ যথাক্রমে F1= N এবং F2= N

তাহলে, তাদের লব্ধি পরিমাণ R হবে: R=F12+F22 অতএব, R=2+2 R=+ R= অতএব, দুটি লম্বালম্বি শক্তির লব্ধি পরিমাণ হলো  N
ক. ৭১
খ. ৪১
গ. ৩১
ঘ. ৩৯
ব্যাখ্যাঃ আমরা প্রথমে ৩, ৫ ও ৬ এর লব্ধিবল বের করি, অর্থাৎ লসাগু (LCM) নির্ণয় করি।

৩, ৫ ও ৬ এর লসাগু: LCM(3,5,6)=30 এখন, ক্ষুদ্রতম সংখ্যাটি খুঁজে বের করতে যা ৩০ দ্বারা বিভাজ্য এবং ৩, ৫ ও ৬ দ্বারা ভাগ করলে ভাগশেষ হবে ১: সংখ্যাটি=30k+1 ক্ষুদ্রতম সংখ্যার ক্ষেত্রে k=1: সংখ্যাটি=30×1+1=31 অতএব, ৩১ হলো ক্ষুদ্রতম সংখ্যা যা ৩, ৫ ও ৬ দ্বারা ভাগ করলে ভাগশেষ হবে ১।
ক. ৩ গুণ
খ. ৪ গুণ
গ. ৫ গুণ
ঘ. ৮ গুণ
ব্যাখ্যাঃ ধরুন ছোট টুকরোটির দৈর্ঘ্য x

তাহলে, বড় টুকরোটির দৈর্ঘ্য 3x

টুকরো দুটি সংযুক্ত করা হলে সংযুক্ত টুকরোটির মোট দৈর্ঘ্য হবে: x+3x=4x অতএব, সংযুক্ত টুকরোটির দৈর্ঘ্য ছোট টুকরোর x চেয়ে 4x বড়,
অর্থাৎ সংযুক্ত টুকরোটি ছোট টুকরোর ৪ গুণ বড় হবে।
ক. দ্বিতীয়
খ. তৃতীয়
গ. পঞ্চম
ঘ. ষষ্ঠ
ব্যাখ্যাঃ

ন্যাম সদস্যসমূহ এবং ৭৭-জাতি গোষ্ঠীর পক্ষ থেকে তৃতীয় বিশ্বের দেশগুলোর অর্থনৈতিক মুক্তি ও অগ্রগতির লক্ষ্যে প্রণীত পরিকল্পনা হলো নয়া আন্তর্জাতিক অর্থনৈতিক ব্যবস্থা বা NIEO। এটি ১৯৪৭ সালের ৩০ এপ্রিল জাতিসংঘ সাধারণ পরিষদে (ষষ্ঠ বিশেষ অধিবেশন) পাশ হয়।

ক. তাজিকিস্তান
খ. কাজাখস্তান
গ. উজবেকিস্তান
ঘ. কিরগিজস্তান
ব্যাখ্যাঃ

সাবেক সোভিয়েত ইউনিয়নের অন্তর্ভুক্ত মধ্য এশিয়ার দেশগুলো তাজিকিস্তান, কাজাখস্তান, উজবেকিস্তান, কিরগিজস্তান, ও তুর্কমেনিস্তান। এদের মধ্যে আয়তনে কাজাখস্তান (২৭,১৭,৩০০ বর্গ.কি.মি) সবচেয়ে বড়।

ক. হারারে, ১৯৮৯ সালে
খ. বেলগ্রেডে, ১৯৬১ সালে
গ. হাভানা, ১৯৭৩ সালে
ঘ. কায়রো, ১৯৭০ সালে
ব্যাখ্যাঃ

১৯৫৫ সালে ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত সম্মেলনে NAM এর ভিত্তি প্রতিষ্ঠিত হলেও ১৯৬১ সালে যুগোশ্লাভিয়ার রাজধানী বেলগ্রেডে প্রথম সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিক যাত্রা সূচিত হয়। সর্বশেষ অষ্টাদশ সম্মেলন অনুষ্ঠিত হয় ২৫-২৬ অক্টোবর ২০১৯ আজারবাইজানের বাকুতে। পরবর্তী উনিশতম সম্মেলন ২০২৩ অনুষ্ঠিত হবে উগান্ডা।

ক. ইতালির মিলান শহর, মালদিনীয়ানি
খ. জার্মানির হামবুর্গ শহর, ক্যাসানোভা
গ. স্পেনের মাদ্রিদ শহর, কাসা বোতিল
ঘ. ফ্রান্সের টুলোন শহর, লাফ্রাসে
ব্যাখ্যাঃ

১৭২৫ সালে স্পেনের মাদ্রিদ শহরে বিশ্বের প্রাচীনতম রেস্তোরাঁ চালু হয়েছিল। রেস্তোরাঁটির নাম ‘কাসা বোটিন’ (Casa Botín)। এটি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে বিশ্বের প্রাচীনতম রেস্তোরাঁ হিসেবে স্বীকৃত।

ক. কনসেনট্রেটেড সালফিউরিক এসিড
খ. কনসেনট্রেটেড নাইট্রিক এসিড
গ. কনসেনট্রেটেড সালফিউরিক এবং কনসেনট্রেটেড্ নাইট্রিক এসিডের মিশ্রণ
ঘ. কনসেনট্রেটেড নাইট্রিক ও হাইড্রোক্লোরিক এসিডের মিশ্রণ
ব্যাখ্যাঃ এক মোল গাঢ় নাইট্রিক এসিড (HNO3) এবং তিন মোল গাঢ় হাইড্রোক্লোরিক এসিডের (HCI) মিশ্রণকে ‘ অ্যাকোয়া রেজিয়া’ বা রাজাম্ল বলে। স্বর্ণ, প্লাটিনাম প্রভৃতি ধাতু গলাতে এটি ব্যবহৃত হয়।
ক. ১ মিটার
খ. ১০ মিটার
গ. ১৫ মিটার
ঘ. ৩০ মিটার
ব্যাখ্যাঃ

বায়ুমণ্ডলের স্বাভাবিক চাপ ১০ মিটারের অধিক বায়ুস্তরকে ধরে রাখতে পারে না। লিফট পাম্প স্বাভাবিক বায়ুর চাপের দ্বারা পানি ওঠায়, তাই ১০ মিটারের উপরে উঠাতে পারে না।

ক. ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ
খ. ডক্টর সুনীতিকুমার চট্টোপাধ্যায়
গ. হরপ্রাসাদ শাস্ত্রী
ঘ. ডক্টর সুকুমার সেন
ব্যাখ্যাঃ

বাংলা সাহিত্যের আদি নিদর্শন চর্যাপদ। রাজা রাজেন্দ্রলাল মিত্র ১৮৮২ সালে ‘Sanskrit Buddist Literature in Nepal’ গ্রন্হে সর্বপ্রথম নেপালের বৌদ্ধতান্ত্রিক সাহিত্যের কথা প্রকাশ করেন। মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী নেপালে তাঁর তৃতীয় ভ্রমণে নেপালের রয়েল লাইব্রেরি থেকে ১৯০৭ সালে ‘চর্যাচর্যবিনিশ্চয়’ নামক পুঁথিটি আবিষ্কার করেন । তার সম্পাদনায় ১৯১৬ সালে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে ‘হাজার বছরের পুরাণ বাঙ্গালা ভাষায় বৌদ্ধগান ও দোহা’ নামে প্রকাশিত হয়।

ক. দৌলত উজীর বাহরাম খান
খ. সৈয়দ সুলতান
গ. আব্দুল করিম সাহিত্য বিশারদ
ঘ. আলাওল
ব্যাখ্যাঃ

আলাওল ছিলেন আরাকান রাজসভার শ্রেষ্ঠ কবি । তার শ্রেষ্ঠ রচনা পদ্মাবতী। এটি হিন্দি কবি মালিক মোহাম্মদ জায়সীর ‘পদুমাবৎ’ অবলম্বনে রচিত। আলাওল রচিত ‘পদ্মাবতী’ কাব্যটি সম্পাদনা করেন আবদুল করিম সাহিত্যবিশারদ।

ক. ১৮৪১ সালে
খ. ১৮৪২ সালে
গ. ১৮৫০ সালে
ঘ. ১৮৪৩ সালে
ব্যাখ্যাঃ

১৮৩৯ সালে জোড়াসাঁকোর ঠাকুর বাড়িতে প্রতিষ্ঠিত হয় তত্ত্ববোধিনী সভা। এই সভার মুখপত্র হিসেবে ১৮৪৩ সালে ‘তত্ত্ববোধিনী’ পত্রিকাটি প্রকাশিত হয়। সংবাদ প্রচারের চেয়ে ব্রাহ্ম সমাজের মাহাত্ম্য প্রচারই ছিল এ পত্রিকার লক্ষ্য। পত্রিকাটির সম্পাদক ছিলেন অক্ষয় কুমার বড়াল । তবে প্রতিষ্ঠাকালীন সম্পাদক ছিলেন দেবেন্দ্রনাথ ঠাকুর।

ক. অব্যয় ও শব্দাংশে
খ. নতুন শব্দ গঠনে
গ. উপসর্গ থাকে সামনে, প্রত্যয় থাকে পেছনে
ঘ. ভিন্ন অর্থ প্রকাশে
ব্যাখ্যাঃ

কতগুলো বর্ণ বা বর্ণসমষ্টি ধাতু বা শব্দের পূর্বে বসে নতুন শব্দ গঠন করে ও অর্থের পরিবর্তন সাধন করে, এই রূপ বর্ণ বা বর্ণসমষ্টিকে উপসর্গ বলে । ক্রিয়া ও নাম প্রকৃতির সঙ্গে যে ধ্বনি বা ধ্বনিসমষ্টি যুক্ত হয় তাকে প্রত্যয় বলে। প্রত্যয় শব্দ বা ধাতুর পরে বসে নতুন অর্থবোধক শব্দ গঠন করে।

ক. স্বরবৃত্ত
খ. পয়ার
গ. মাত্রাবৃত্ত
ঘ. অক্ষরবৃত্ত
ব্যাখ্যাঃ

বাংলা ছন্দ তিন প্রকার: ক. অক্ষরবৃত্ত খ. মাত্রাবৃত্ত বা বর্ণবৃত্ত গ. স্বরবৃত্ত । অক্ষরবৃত্ত: মূল পর্ব ৮ বা ১০ মাত্রার হয়। মাত্রাবৃত্ত বা বর্ণবৃত্ত: মূল পর্ব সাধারণত ৬ মাত্রার হয়। স্বরবৃত্ত: মূল পর্বের মাত্রা সংখ্যা ৪।

২১. The sentence with correct punctuations-

[ বিসিএস ১৭তম ]

ক. Maria, my student, is on leave to-day
খ. Maria my student, is on leave to-day
গ. Maria my student is on leave to-day
ঘ. Maria my student is, on leave to-day

২২. The antonym for ‘inimical’-

[ বিসিএস ১৭তম ]

ক. Hostile
খ. Friendly
গ. Indifferent
ঘ. Agnry
ব্যাখ্যাঃ

inimical- বৈরী, প্রতিকূল, ক্ষতিকর । এখন, (ক) তে আছে, Hostile- শত্রুভাবাপন্ন, বৈরী (সমার্থক)। (খ) তে আছে, Friendly- বন্ধুভাবাপন্ন, অনুকূল (বিপরীতার্থক)। (গ) তে আছে, Indifferent- অনীহ, নিরুৎসক, উদাসীন (সম্পর্কহীন)। (ঘ) তে আছে, Angry- রাগান্বিত (সম্পর্কহীন)।

২৩. The synonym for ‘efface’-

[ বিসিএস ১৭তম ]

ক. Improve
খ. Exhaust
গ. Rub out
ঘ. Cut out
ব্যাখ্যাঃ

Efface- মুছে ফেলা, নিশ্চিহ্ন করা, বিলোপ করা। choice (ক) তে আছে, Improve – উন্নতি সাধন করা, উন্নতর করা (সমার্থক নয়) (খ) তে আছে, Exhaust- নিঃশেষ করা (সমার্থক নয়)। (গ) তে আছে, Rub out- মুছে ফেলা (সমার্থক)। (ঘ) তে আছে, Cut out- থেমে যাওয়া, কেটে নেয়া (সমার্থক নয়) ।

ক. we are not liked by idle people
খ. Idle people are not like us
গ. Idle people are not liked by us
ঘ. Idle people are not of our liking
ব্যাখ্যাঃ

এ বাক্যটি Present indefinite tense দ্বারা গঠিত। সে কারণে, এ tense এর negative বাক্যের passive voice এর গঠন হচ্ছে: Subject + be + not + verb (past participle form) + by + object এ Structure অনুসারে সঠিক বাক্যটি রয়েছে choice (গ) তে ।

২৫. The correct sentence of the followings-

[ বিসিএস ১৭তম ]

ক. The Nile is longest river in Africa
খ. The Nile is longest river in the Africa
গ. Nile is longest river in Africa
ঘ. The Nile is the longest river in Africa
ব্যাখ্যাঃ

Nile- নীলনদ। যেকোনো নদীর নামের পূর্বে The বসে। আবার longest শব্দটি superlative বলে এর পূর্বেও the বসবে। choice (ঘ) তে The Nile এবং the longest আছে বলে এটিই সঠিক উত্তর।

ক. জেলী ও মশলা
খ. ভোজ্য তেল ও সোডা
গ. সাবান ও পাউডার
ঘ. ফ্লোরাইড ও ক্লোরোফিল
ব্যাখ্যাঃ

সাধারণ মানের টুথপেস্টে ৩০% চক পাউডার, ১৫% সাবান, ১০% ট্রাই ও ড্রাই ক্যালসিয়াম ফসফেট এবং ৫.৫% গ্রাম ট্রগোকান্হা মিউসিলেজ রয়েছে।

ক. সান্দ্রতা
খ. স্থিতিস্থাপকতা
গ. প্লবতা
ঘ. পৃষ্ঠটান
ব্যাখ্যাঃ

তরলের পৃষ্ঠটানের জন্য পানির ছোট ফোঁটা গোলাকৃতি হয়ে থাকে।

ক. খোলসের টুকরা
খ. চোখের মণি
গ. প্রদাহের ফল
ঘ. জমাট হরমোন
ব্যাখ্যাঃ

ঝিনুকের খোলসের অভ্যন্তরে কোনো শক্ত বস্তু প্রবেশ করলে ঐ স্থানে প্রদাহের সৃষ্টি হয় এবং ঐ বস্তুকে জড়িয়ে ঝিনুকের শরীর থেকে এক ধরনের পদার্থ নির্গত হয়, যা মুক্তায় রূপ নেয়।

ক. বৃহস্পতিবার
খ. শুক্রবার
গ. রবিবার
ঘ. শনিবার
ব্যাখ্যাঃ

১৯৯৫ সাল লিপ ইয়ার না হওয়ায় ১৯৯৫ সালের ১ ডিসেম্বর হবে ১৯৯৪ সালের ১ ডিসেম্বর যে তারিখ ছিল তার পরের দিন। অর্থাৎ শুক্রবার।

ক. ১০ গজ
খ. ১২ গজ
গ. ১৪ গজ
ঘ. ৭ গজ
ব্যাখ্যাঃ ধরুন, ত্রিভুজটির ক্ষেত্রফল A এবং উচ্চতা h

প্রশ্নে প্রদত্ত অনুযায়ী: A= বর্গগজ h= গজ ক্ষেত্রফলের সূত্র অনুযায়ী: A=×ভূমি×h অতএব, ভূমির দৈর্ঘ্য b নির্ণয় করি: =×b× =b b= b= গজ অতএব, ত্রিভুজটির ভূমির দৈর্ঘ্য হলো ১৪ গজ।

৩১. x[xx(x+1)]- এর মান কত?

[ বিসিএস ১৭তম ]

ক. x+1
খ. 1
গ. 1
ঘ. x1
ব্যাখ্যাঃ প্রশ্নটিকে সরল করি: x[x{x(x+1)}] প্রথমে ভেতরের অংশটি সমাধান করি: x(x+1)=1 এখন, x[x{1}] এর পরবর্তী ধাপ: x[x+1]=xx1=1 অতএব, x[x{x(x+1)}] এর মান হলো -১।
ক. ∠AOD = ∠BOC
খ. ∠AOD = ∠BOD
গ. ∠BOC = ∠AOC
ঘ. ∠AOD > ∠BOC
ব্যাখ্যাঃ

দুটি সরলরেখা পরস্পর ছেদ করলে বিপ্রতীপ কোণদ্বয় পরস্পর সমান হবে। ∴ ∠AOD=∠BOC এবং ∠AOC=∠BOD

ক. ৮
খ. ১০
গ. ১১
ঘ. ১২
ব্যাখ্যাঃ

এক স্টেশন থেকে যাত্রা শুরু করে অপর স্টেশন পর্যন্ত প্রতি ঘণ্টায় একটি ট্রেন মোট ৫টি ট্রেনের দেখা পাবে এবং পথে ৫টি ট্রেন আগে থেকে ছিল । ∴ মোট ট্রেন = (৫ + ৫) = ১০ টি।

ক. ৬
খ. ৯
গ. ১২
ঘ. ১৫
ব্যাখ্যাঃ আমরা প্রথমে দেখি যে সংখ্যাগুলো কোন নির্দিষ্ট ধারায় আছে কি না। দেওয়া সংখ্যাগুলো হলো: ৮১, ২৭, ___, ৩, ১। প্রথম দুটি সংখ্যার ক্ষেত্রে পার্থক্য হলো: = = এখন, দেখতে পাচ্ছি যে এরা ৩ এর ঘাত। চলুন দেখি ধারাটি কীভাবে কাজ করে: = = = = = অতএব, ৮১, ২৭, ৯, ৩, ১।
লুপ্ত সংখ্যা হলো ৯।
ক. ১০৮, ১৪৪
খ. ১১২, ১৪৮
গ. ১৪৪, ২০৮
ঘ. ১৪৪, ২০৪
ব্যাখ্যাঃ ধরুন, সংখ্যা দুটি হলো a এবং b

গ.সা.গু এবং ল.সা.গু এর সূত্র অনুসারে: a×b=গ.সা.গু×ল.সা.গু প্রশ্নে দেয়া তথ্য অনুসারে: a×b=× a×b= এখন, a এবং b এর একটি সম্পর্ক বের করতে হবে। a এবং b এর পার্থক্য হলো ৬০: ab= ধরুন, a=b+ তাহলে, (b+)×b= b2+b= b2+b= এটি একটি দ্বিঘাত সমীকরণ। এখন, আমরা বর্গমূল সূত্র ব্যবহার করে b এর মান বের করি: b=±+× b=±+ b=± b=± দুটি মান পাওয়া যায়: b== b== যেহেতু b একটি ধনাত্মক সংখ্যা, তাহলে b=। এখন a এর মান বের করি: a=+= অতএব, দুটি সংখ্যা হলো ১৪৪ এবং ২০৪।
ক. ৩১ জানুয়ারি
খ. ৩১ মার্চ
গ. ৩০ এপ্রিল
ঘ. ৩১ মে
ব্যাখ্যাঃ

৩১ মে বিশ্ব তামাকমুক্ত দিবস। জনস্বাস্থ্য রক্ষা এবং সামাজিক উন্নয়নে তামাকের বিরূপ প্রতিক্রিয়া, মারাত্মক কয়েকটি রোগের ঝুঁকি এবং আকস্মিক মৃত্যু প্রতিরোধের বিষয়টি বিশ্ববাসীকে অবহিত করার লক্ষ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ১৯৮৭ সালে বিশ্ব তামাক মুক্ত দিবসের সূচনা করে । এরপর থেকেই সারা বিশ্বে প্রতিবছর ৩১ মে বিশ্ব তামাকমুক্ত দিবস হিসেবে পালিত হয়ে আসছে।

ক. যুক্তরাজ্য
খ. ফ্রান্স
গ. জাপান
ঘ. জার্মানি
ব্যাখ্যাঃ

নিউইয়র্কের হাডসন নদীর তীরে অবস্থিত স্ট্যাচু অব লিবার্টি যুক্তরাষ্ট্রের স্বাধীনতার প্রতীক এবং বিশ্বের অন্যতম বৃহৎ ভাস্কর্য। এটি যুক্তরাষ্ট্রকে উপহার হিসেবে প্রদান করে ফ্রান্স। মূর্তিটি ১৮৮৪ সালে প্যারিসে তৈরি সম্পন্ন হয় এবং ১৮৮৫ সালে খণ্ড খণ্ড করে আমেরিকায় পাঠানো হয়। এর উচ্চতা একটি ২২ তলা বিল্ডিং-এর সমান।

ক. নামিবিয়া
খ. সুইজারল্যান্ড
গ. কিউবা
ঘ. পানামা
ব্যাখ্যাঃ

২০০২ সালের ১০ সেপ্টেম্বর সুইজারল্যান্ড জাতিসংঘের ১৯০তম সদস্যপদ লাভ করে। প্রশ্নটি প্রণয়নের সময় সুইজারল্যান্ড জাতিসংঘের সদস্য ছিল না। নামিবিয়া ২৩ এপ্রিল ১৯৯০, কিউবা ২৪ অক্টোবর ১৯৪৫ এবং পানামা ১৩ নভেম্বর ১৯৪৫ জাতিসংঘের সদস্যপদ লাভ করে।

ক. বেডেন পাওয়েল
খ. ব্যারন পিয়ারে দ্য কুবার্তা
গ. প্যারেজ দ্য কুয়েলার
ঘ. জুয়ান এন্টনিও সামারাঞ্চ
ব্যাখ্যাঃ

প্রাচীন গ্রিসে দেবতা জিউসের সম্মানে অলিম্পাস পর্বতের পাদদেশে গেমসের প্রচলন ছিল যা বর্তমানে অলিম্পিক গেমস নামে পরিচিত। খ্রিষ্টপূর্ব ৩৯৪ অব্দে ক্রীড়াবিমুখ সম্রাট থিওডেরিয়াস এ গেমস বন্ধ করে দেয়। দীর্ঘকাল পর এ গেমস চালুর উদ্যোগ গ্রহণ করেন ফরাসি ব্যক্তিত্ব ব্যারন পিয়ারে দ্য কুবার্তা। তার প্রচেষ্টায় ১৮৮৬ সালে এথেন্সে প্রথম আধুনিক অলিম্পিক গেমস শুরু হয়। তাকে আধুনিক অলিম্পিকের প্রবর্তক বলা হয়।

ক. ব্রিটেন
খ. ফ্রান্স
গ. অস্ট্রেলিয়া
ঘ. নিউজিল্যান্ড
ব্যাখ্যাঃ

মেলানেশিয়া অঞ্চলের দ্বীপদেশ পাপুয়া নিউগিনি ১৬ সেপ্টেম্বর, ১৯৭৫ সালে অস্ট্রেলিয়া থেকে স্বাধীনতা লাভ করে।

ক. মুকুন্দরাম চক্রবর্তী
খ. ভারতচন্দ্র রায়
গ. মদন মোহন তর্কালঙ্কার
ঘ. কামিনী রায়
ব্যাখ্যাঃ

ভারতচন্দ্র রায়গুণাকর ছিলেন মধ্যযুগের বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ ও মঙ্গল কাব্যধারার শেষ কবি। তাকে মধ্যযুগের শেষ বড় কবি এবং নাগরিক কবি হিসেবেও অভিহিত করা হয়। তার রচিত ‘অন্নদামঙ্গল’ কাব্যের একটি বিখ্যাত উক্তি এটি। উক্তিটি করেছিল ঈশ্বরী পাটনী। ভারতচন্দ্র নবদ্বীপের রাজা কৃষ্ণচন্দ্রের সভাকবি ছিলেন। রাজা কৃষ্ণচন্দ্র তার কাব্যপ্রতিভায় মুগ্ধ হয়ে তাকে রায়গুণাকর উপাধি দেন।

ক. f(x)=1
খ. f(0)=1
গ. f(1)=3
ঘ. f(1)=3
ব্যাখ্যাঃ আমরা f(x)=x2+1x+1 সমীকরণের জন্য প্রদত্ত গাণিতিক বাক্যগুলো বিশ্লেষণ করি:

কঃ f(x)=1 x2+1x+1=1 x2+1x=0 এখানে সমীকরণটি সত্য নয় কারণ x এবং 1x একে অপরকে বাতিল করে দিতে পারবে না।

খঃ f(0)=1 f(0) সমীকরণের ক্ষেত্রে বিশ্লেষণ করতে পারি না কারণ 10 অসংজ্ঞায়িত। তাই এটি অনুরূপ নয়।

গঃ f(1)=3 f(1)=(1)2+11+1=11+1=1 যেটা ৩ নয়, তাই এটি সঠিক নয়।

ঘঃ f(1)=3 f(1)=(1)2+11+1=1+1+1=3 যা সঠিক।

অতএব, f(x)=x2+1x+1 সমীকরণের অনুরূপ f(1)=3 গাণিতিক বাক্যটি সঠিক।
ক. ,
খ. (,)
গ. (,)
ঘ. (,)
ব্যাখ্যাঃ দুটি সরলরেখার ছেদ বিন্দু বের করতে তাদের সমীকরণ একসঙ্গে সমাধান করতে হবে।

ধরি,
x+y=0 (প্রথম সরলরেখা)
2xy+3=0 (দ্বিতীয় সরলরেখা)

প্রথম সমীকরণ থেকে y এর মান পাই: y=x এখন দ্বিতীয় সমীকরণে y এর মানটি বসাই: 2x(x)+3=0 2x+x+3=0 3x+3=0 3x=3 x=1 এখন, x=1 মানটি প্রথম সমীকরণে বসাই: y=x y=(1) y=1 অতএব, সরলরেখা দুটি (1,1) বিন্দুতে ছেদ করে।
ক. ৮ গ্রাম
খ. ৬ গ্রাম
গ. ৩ গ্রাম
ঘ. ৪ গ্রাম
ব্যাখ্যাঃ ধরুন, সোনার পরিমাণ 3x এবং তামার পরিমাণ x

প্রশ্নে দেয়া তথ্য অনুযায়ী: 3x+x=16 4x=16 x=4 অতএব, প্রাথমিকভাবে সোনার পরিমাণ হলো: 3x=3×4=12 গ্রাম এখন, নতুন অনুপাত হবে ৪ : ১ এবং মিশ্রণের মোট পরিমাণ (নতুন সোনা সহ): ধরুন y গ্রাম নতুন সোনা মেশাতে হবে।

অতএব, নতুন সোনা মেশানোর পর মোট সোনার পরিমাণ হবে 12+y এবং মোট তামার পরিমাণ হবে ৪ গ্রাম। অনুপাত অনুযায়ী: 12+y4=4 12+y=4×4 12+y=16 y=1612 y=4 গ্রাম অতএব, ৪ গ্রাম সোনা মেশালে অনুপাত ৪ : ১ হবে।
ক. 48
খ. 0
গ. 6
ঘ. 24
ব্যাখ্যাঃ যদি x2+px+6=0 এর মূল দুটি সমান হয়, তবে সমীকরণের বিয়োজনকে Δ=0 হতে হবে।

বিয়োজনের সূত্র অনুযায়ী: Δ=b24ac এখানে, a=1, b=p, এবং c=6

তাহলে, Δ=p24×1×6 0=p224 p2=24 p=24 পরে, p>0 হওয়ার কারণে, p=24 হবে।

অতএব, p এর মান হলো 24
ক. ১৯৭০ সলে
খ. ১৯৭৩ সালে
গ. ১৯৭৪ সালে
ঘ. ১৯৭৮ সালে
ব্যাখ্যাঃ

আরব দেশসমূহ ১৯৭৩ সালের আরব-ইসরায়েল যুদ্ধের সময় পাশ্চাত্যের ওপর তেল অবরোধ করে। এর মূল কারণ ছিল, পশ্চিমা দেশগুলো ইসরায়েলকে সমর্থন করছিল।

তেল অবরোধের পেছনের কারণ:

আরব-ইসরায়েল যুদ্ধ (১৯৭৩): এই যুদ্ধের সময়, পশ্চিমা দেশগুলো, বিশেষ করে যুক্তরাষ্ট্র, ইসরায়েলকে সামরিক ও অর্থনৈতিক সহায়তা প্রদান করে। এতে আরব দেশগুলো ক্ষুব্ধ হয়।
ইসরায়েলের প্রতি পশ্চিমা সমর্থন: আরব দেশগুলো মনে করে, ইসরায়েলের প্রতি পশ্চিমা দেশগুলোর অব্যাহত সমর্থন ফিলিস্তিনিদের অধিকার ক্ষুণ্ণ করছে এবং এই অঞ্চলে অস্থিরতা সৃষ্টি করছে।
* রাজনৈতিক চাপ: আরব দেশগুলো তেলকে একটি রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করে পশ্চিমা দেশগুলোর ওপর চাপ সৃষ্টি করতে চেয়েছিল, যাতে তারা ইসরায়েলের প্রতি তাদের সমর্থন কমিয়ে আনে।

ক. La Martini
খ. La Zola
গ. San Antonio
ঘ. San Hose
ব্যাখ্যাঃ

রাশিয়ান ইহুদি বংশোদ্ভূত জোনাস সাল্ক যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরে ১৯১৪ সালের ২৮ অক্টোবর জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন ভাইরাসবিদ। ১৯৫৫ সালের ১২ এপ্রিল তিনি পোলিও’র টিকা আবিষ্কার করেন। তিনি যুক্তরাষ্ট্রের লা জোলা (La Jolla) শহরে ১৯৯৫ সালের ২৩ জুন ৮০ বছর বয়সে মারা যান।

ক. ৫ মে, ১৯৯৪
খ. ৬ এপ্রিল, ১৯৯৪
গ. ৫ মে, ১৯৯৫
ঘ. ৭ মে, ১৯৯৫
ব্যাখ্যাঃ

বাংলাদেশে প্রথম গবাদিপশুতে ভ্রূণ বদল করা হয়েছিল ১৯৯৫ সালে। বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের বিজ্ঞানীরা এই কাজটি করেছিলেন।

ক. সুইডেন, নরওয়ে, ফিনল্যান্ড
খ. চেক প্রজাতন্ত্র, পোল্যান্ড, জার্মানি
গ. বেলজিয়াম, নেদারল্যান্ড, লুক্সেমবার্গ
ঘ. ইংল্যান্ড, আইরিশ প্রজাতন্ত্র, ফ্রান্স
ব্যাখ্যাঃ

১৯৫৮ সালে প্রতিষ্ঠিত বেনেলাক্স (BENELUX) একটি অর্থনৈতিক জোট। এর সদস্য তিনটি। এগুলো হলো বেলজিয়াম, নেদারল্যান্ডস ও লুক্সেমবার্গ। সদস্য দেশগুলোর নামের অংশ বিশেষের সমন্বয়ে বেনেলাক্স নামকরণ করা হয়।

ক. গোয়ালন্দ
খ. বাহাদুরাবাদ
গ. ভৈরববাজার
ঘ. নারায়ণগঞ্জ
ব্যাখ্যাঃ

বাংলাদেশের রাজশাহী সীমান্ত দিয়ে প্রবেশ করে পদ্মা নদী (ভারতীয় নাম ‘গঙ্গা’)। ব্রহ্মপুত্র-যমুনার সাথে রাজবাড়ী জেলার গোয়ালন্দে মিশেছে। মিলিত প্রবাহ পদ্মা নামে চাঁদপুরে মেঘনা নদীর সাথে মিলিত হয়েছে এবং এরপর মেঘনা নামে বঙ্গোপসাগরে পতিত হয়েছে।

ক. সদরঘাটে
খ. চাঁদনীঘাটে
গ. পোস্তগোলায়
ঘ. শ্যামবাজারে
ব্যাখ্যাঃ

১৮৭৪ সালে চাঁদনীঘাটে পরিচালিত পানি সরবরাহ প্রকল্পের অর্থ যোগান দেয় ঢাকার নবাব পরিবার। সর্বশেষ ২০০২ সালে পানি সরবরাহ কার্যক্রম স্থাপিত হয় ঢাকার সায়েদাবাদে। যেটা দেশের সর্ববৃহৎ পানি সরবরাহ কার্যক্রম। এখানে প্রতিদিন ২২.৫ কোটি গ্যালন পানি শোধন করা যায়।

ক. চকবাজার
খ. সদরঘাট
গ. লালবাগ
ঘ. ইসলামপুর
ব্যাখ্যাঃ

১৬৬৪ সালে বাংলার সুবাদার শাহ মুহাম্মদ সুজা বড় কাটরা নামে ঐতিহাসিক অট্টালিকা নির্মাণ করেন ঢাকার চকবাজারে। সুবাদার শায়েস্তা খান ১৬৬৩-৬৪ সালে নিজের বসবাস ও সুবাদারি কার্যক্রম পরিচালনার জন্য ঢাকার চকবাজারে ছোট কাটরা নির্মাণ করেন।

ক. টেবিল
খ. চেয়ার
গ. বালতি
ঘ. শরবত
ব্যাখ্যাঃ

পর্তুগিজ ভাষা হতে আগত অন্যান্য বাংলা শব্দ হলো আলকাতরা, আলপিন, আলমারি, পেরেক, জানালা, বারান্দা, কামরা, ইংরেজ, গুদাম, গির্জা, পাদ্রি, কেরানি, আয়া, পেঁপে, পেয়ারা, আতা, আচার, পাউরুটি, তামাক, বোতাম, ফিতা, টুপি, সেমিজ, কামিজ, সাবান, তোয়ালে, গামলা, বালতি ইত্যাদি। টেবিল, চেয়ার ইংরেজি শব্দ; শরবত আরবি শব্দ।

ক. ম্যাকাও
খ. হাইতি
গ. ওকিনাওয়া
ঘ. ভিয়েতনাম
ব্যাখ্যাঃ

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ওকিনাওয়ার যুদ্ধে নিহতদের স্মরণে নির্মিত স্মৃতিসৌধ। দ্বিতীয় বিশ্বযুদ্ধ সমাপ্তির এবং ওকিনাওয়া যুদ্ধের ৫০তম বার্ষিকী উপলক্ষে ১৯৯৫ সালের ২৩ জুন এ স্মৃতিসৌধটি উদ্বোধন করা হয়।

ক. রাজ কাঁকড়া
খ. গন্ডার
গ. পিপীলিকাভুক্ত ম্যানিস
ঘ. স্নো লোরিস
ব্যাখ্যাঃ

জীবন্ত ফসিল হলো এমন কতগুলো জীব, দূর অতীতে জন্ম হলেও যাদের বংশধরেরা আজও পৃথিবীতে বেঁচে আছে। অথচ এদের সমসাময়িক ও সমগোত্রীয় সকল প্রাণীই বহু পূর্বে পৃথিবী থেকে বিলুপ্ত হয়েছে। বিবর্তনের ইতিহাসে এদের অঙ্গ প্রত্যঙ্গের কোনো পরিবর্তন হয়নি। যেমন– ‘প্লাটিপাস’, মাছের মধ্যে ‘সিলাকান্হ’, সরীসৃপেদের মধ্যে ‘স্কেনোডন’, উদ্ভিদ শ্রেণির মধ্যে ডিঙ্গো বাইলোবা ইত্যাদি। বাংলাদেশের জীবন্ত ফসিলের উদাহরণ হচ্ছে ‘রাজ কাঁকড়া’।

ক. Two Voice
খ. The Scholar Gipsy
গ. Andreadel Sarto
ঘ. Oneone
ব্যাখ্যাঃ

Tueo voice → Lord Tennyson The scholar Gipsy → Mathew Arnold, Oneone → Lord Tennyson.

ক. Whether
খ. Incase
গ. Unless
ঘ. Perhaps
ব্যাখ্যাঃ

পূর্ব সর্তকতা অবলম্বন করার ক্ষেত্রে Incase ব্যবহৃত হয়।

৫৮. The synonym of ‘Franchise’-

[ বিসিএস ১৭তম ]

ক. Privilege
খ. Utility
গ. French
ঘ. Frankness
ব্যাখ্যাঃ

Franchise- অধিকার ভোটাধিকার Privilege- সুবিধা, Utility- উপযোগিতা, French- ফরাসি ভাষা, Frankness- খোলাখুলি।

৫৯. The opposite word of ‘sluggish’-

[ বিসিএস ১৭তম ]

ক. Animated
খ. Dull
গ. Heavy
ঘ. Slow
ব্যাখ্যাঃ

Sluggish- মন্দ, মন্থর, ধীর, Animated- প্রানবন্ত উদ্দীপ্ত। Dull-মুর্খ, Heavy-ভারী, slow-ধীরে।

৬০. The correct spelling is-

[ বিসিএস ১৭তম ]

ক. Humourous
খ. Humourious
গ. Humorous
ঘ. Humorious
ব্যাখ্যাঃ

Humorous- কৌতুকপূর্ণ।

৬১. ‘Equivocation’ means-

[ বিসিএস ১৭তম ]

ক. A true statement
খ. Equal opportunity to get a job
গ. Free expression of opinions
ঘ. Two contrary things in the same statement
ব্যাখ্যাঃ

‘Equivocation’ – এর অর্থ- দুটি অর্থ প্রকাশ করে এমন বা বিপরীত ধর্মী বিষয় ভিন্নধর্মী বিষয় একত্রে কখন বা বাকচাতুরী।

৬২. Natural protein-এর কোড নাম -

[ বিসিএস ১৭তম ]

ক. protein-P 53
খ. protein-P 51
গ. protein-P 49
ঘ. protein-P 54
ব্যাখ্যাঃ

কার্বন, হাইড্রোজেন, নাইট্রোজেন ও অক্সিজেন দ্বারা গঠিত জটিল জৈব পদার্থ হচ্ছে প্রোটিন। এটি দেহকোষ গঠনসহ এনজাইম ও হরমোন তৈরিতে অংশগ্রহণ করে।

ক. ৪ এপ্রিল, ১৯৪৯
খ. ৩ জানুয়ারী, ১৯৫৪
গ. ২৬ মে, ১৯৫৫
ঘ. ১ ফেব্রুয়ারী, ১৯৫৬
ব্যাখ্যাঃ

কমিউনিজম তথা ওয়ারশ জোট রোধকল্পে ধনতান্ত্রিক দেশসমূহের সামরিক জোট NATO ১৯৪৯ সালের ৪ এপ্রিল গঠিত হয়। বর্তমানে এর সদস্য সংখ্যা ৩১। এর প্রতিষ্ঠাকালীন সদর দপ্তর ছিল ব্রিটেনের লন্ডনে, ১৬ এপ্রিল ১৯৫২ সালে সদর দপ্তর ফ্রান্সের প্যারিসে স্থানান্তর করা হয়। সর্বশেষ ১৯৬৭ সালে ব্রাসেলসে সদর দপ্তর স্থানান্তর করা হয়।

ক. ইন্দোনেশিয়া
খ. মালয়েশিয়া
গ. থাইল্যান্ড
ঘ. ফিলিপাইন
ব্যাখ্যাঃ

এশীয় দেশ ইন্দোনেশিয়া ও কাতার ওপেকের সদস্য ত্যাগ করায় OPEC - ভুক্ত অ-আরব এশীয় দেশ এখন একটি- ইরান। OPEC এর পূর্ণরূপ Organization of the Petroleum Exporting Countries। ১৯৬০ সালের ১৪ সেপ্টেম্বর এই সংস্থাটি প্রতিষ্ঠিত হয়। এর সদর দপ্তর অস্ট্রিয়ার ভিয়েনায়। প্রতিষ্ঠাকালে এর সদস্য সংখ্যা ৫ থাকলেও বর্তমানে সদস্য সংখ্যা ১২। সদস্য দেশ গুলো হলো- ইরাক, ইরান, কুয়েত, সৌদি আরব, ভেনিজুয়েলা, আলজেরিয়া, নাইজেরিয়া, লিবিয়া, ইকুয়েডর, সংযুক্ত আরব আমিরাত, গ্যাবন, নিরক্ষীয় গিনি ও কঙ্গো প্রজাতন্ত্র (মার্চ, ২০২০)। এ দেশগুলোর মধ্যে অ-আরব সদস্য হলো নাইজেরিয়া, ইরান, ভেনিজুয়েলা, অ্যাঙ্গোলা, গ্যাবন, নিরক্ষীয় গিনি ও কঙ্গো প্রজাতন্ত্র।

ক. রাজনীতিবিদ
খ. ক্রীড়াবিদ
গ. ব্যবসায়ী
ঘ. কূটনীতিবিদ
ব্যাখ্যাঃ

এটি একটি স্প্যানিশ শব্দ। এর দ্বারা অবাঞ্ছিত ব্যক্তি বোঝানো হয়। অবাঞ্ছিত ব্যক্তি শব্দটি সাধারণত কূটনৈতিক ক্ষেত্রে ব্যবহৃত হয়। দেশে দেশে প্রেরিত ব্যক্তি বা নিযুক্ত দূত যদি সে দেশের আস্থাভাজন না হয় তবে তাকে অবাঞ্ছিত ব্যক্তি হিসেবে ঘোষণা করা হয়।

ক. সুয়েজ যুদ্ধ
খ. কোরীয় যুদ্ধ
গ. পাক-ভারত যুদ্ধ ১৯৬৫
ঘ. ফকল্যান্ড যুদ্ধ
ব্যাখ্যাঃ

১৯৫০ সালে কোরিয়ান যুদ্ধে যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়ার পক্ষে এবং সোভিয়েত ইউনিয়ন উত্তর কোরিয়ার পক্ষ অবলম্বন করলে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ ‘Uniting for peace resolution’ গ্রহণ করে। যার মূল কথা হলো নিরাপত্তা পরিষদ শান্তিরক্ষায় সিদ্ধান্ত নিতে ব্যর্থ হলে সাধারণ পরিষদ জরুরি অধিবেশনে মিলিত হয়ে সিদ্ধান্ত গ্রহণ করতে পারবে। এর মাধ্যমে কোরীয় সংকট শান্তিপূর্ণ ভাবে সমাধান করা হয়।

ক. ৪৮
খ. ৫০
গ. ৫২
ঘ. ৫৬
ব্যাখ্যাঃ

কমনওয়েলথ হলো ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত স্বাধীন ও আশ্রিত দেশগুলোর সংগঠন। তবে মার্কিন যুক্তরাষ্ট্রসহ অনেকগুলো দেশ এতে যোগ দেয়নি। কমনওয়েলথের বর্তমান সদস্য সংখ্যা ৫৬ । এর সদর দপ্তর লন্ডনের মার্লবরো হাউস অবস্থিত।

ক. দ্বন্দ্ব
খ. বহুব্রীহি
গ. কর্মধারায়
ঘ. তৎপুরুষ
ব্যাখ্যাঃ

লাঠিতে লাঠিতে যে লড়াই – লাঠালাঠি, ব্যতিহার বহুব্রীহি সমাস; অনুরূপভাবে হাতাহাতি, কানাকানি, চুলোচুলি ইত্যাদি ব্যতিহার বহুব্রীহি সমাস ।

ক. সংস্কৃত
খ. পালি
গ. প্রাকৃত
ঘ. অপ্রভ্রংশ
ব্যাখ্যাঃ

বাংলা ভাষা ইন্দো-ইউরোপীয় ভাষা গোষ্ঠীর অন্তর্ভুক্ত। ড. মুহম্মদ শহীদুল্লাহর মতে, খ্রিষ্টীয় সপ্তম শতকে গৌড়ীয় প্রাকৃত ভাষা থেকে বাংলা ভাষার উদ্ভব । অন্যদিকে ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায়ের মতে, বাংলা ভাষার জন্ম হয়েছে মাগধী প্রাকৃত থেকে। প্রাকৃত বলতে সাধারণ জনগণের মুখের ভাষা বোঝায়।

ক. দুই ভাগে
খ. তিন ভাগে
গ. চার ভাগে
ঘ. পাঁচ ভাগে
ব্যাখ্যাঃ

শব্দার্থ অনুসারে বাংলা ভাষার শব্দ সমষ্টিকে তিন ভাগে ভাগ করা যায়। এই ভাগগুলো হলো:

যৌগিক শব্দ:
যেসব শব্দের ব্যুৎপত্তিগত অর্থ ও ব্যবহারিক অর্থ অভিন্ন, তাদেরকে যৌগিক শব্দ বলা হয়। যেমন: গায়ক (গৈ+অক), কর্তব্য (কৃ+তব্য), বাবুয়ানা (বাবু+আনা) ইত্যাদি।

রূঢ় বা রূঢ়ি শব্দ:
যেসব শব্দের ব্যুৎপত্তিগত অর্থ ও ব্যবহারিক অর্থ আলাদা, তাদেরকে রূঢ় বা রূঢ়ি শব্দ বলা হয়। যেমন: হস্তী (হস্ত+ইন), বাঁশি (বাঁশ+ই), তৈল (তিল+অ) ইত্যাদি।

যোগরূঢ় শব্দ:
সমাস নিষ্পন্ন যেসব শব্দ সম্পূর্ণভাবে সমস্যমান পদের অর্থের অনুগামী না হয়ে কোনো বিশিষ্ট অর্থ প্রকাশ করে, তাদেরকে যোগরূঢ় শব্দ বলা হয়।

* যেমন: পঙ্কজ (পঙ্কে জন্মে যা), জলধি (জল ধারণ করে যা), মহাযাত্রা (মহতী যে যাত্রা) ইত্যাদি।

ক. এস ওয়াজেদ আলী
খ. এয়াকুব আলী চৌধুরী
গ. মোঃ লুৎফর রহমান
ঘ. মোঃ ওয়াজেদ আলী
ব্যাখ্যাঃ

চিন্তাশীল ও যুক্তিবাদী প্রাবন্ধিক ডাঃ লুৎফর রহমান রচিত বিখ্যাত প্রবন্ধগ্রন্হ ‘মানবজীবন’, ‘মহৎজীবন’, ‘উন্নতজীবন’। এস ওয়াজেদ আলী রচিত গ্রন্হ ‘মুসলিম সংস্কৃতির আদর্শ’ ‘ভবিষ্যতের বাঙালি’। এয়াকুব আলী চৌধুরী রচিত গ্রন্হসমূহ ‘ধর্মের কাহিনী’, ‘শান্তিধারা’, ‘মানব মুকুট’। মো. ওয়াজেদ আলী রচিত গ্রন্হসমূহ ‘মরুভাস্কর’ ‘মহামানুষ মুহসীন’, ‘মণিচয়নিকা’।

ক. মালেতে
খ. কলম্বোতে
গ. বাঙ্গালোরে
ঘ. কাঠমাণ্ডুতে
ব্যাখ্যাঃ

সার্ক- এর ষষ্ঠ সম্মেলন ১৯৯১ সালের ২১ ডিসেম্বর শ্রীলঙ্কার কলম্বোতে অনুষ্ঠিত হয়। পাকিস্তানে ২০১৬ সালে ১৯ তম সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল । কিন্তু সেপ্টেম্বর ২০১৬ ভারতের জম্মু ও কাশ্মীর রাজ্যের উরি এলাকায় পাকিস্তান জঙ্গিবাহিনীর হামলার প্রতিবাদে ভারত, বাংলাদেশ, আফগানিস্তান ও ভুটান ১৯তম সার্ক সম্মেলনে অংশগ্রহণ না করার ঘোষণা দেয়।

৭৩. When a person says he’s ‘all in’, it means-

[ বিসিএস ১৭তম ]

ক. He is very tired
খ. He has arrived
গ. He has finished packing
ঘ. He has got everything
ব্যাখ্যাঃ

All in- অত্যন্ত পরিশ্রান্ত, যার ইংরেজি very tired.

৭৪. ‘Bill of fare’ is -

[ বিসিএস ১৭তম ]

ক. A chart of bus fare
খ. A price list
গ. A valuable document
ঘ. A list of dishes at a restaurant
ব্যাখ্যাঃ

Bill of fare→Restaurant-এ খাদ্যের মূল্য তালিকা, A chart of bus fare→ বাস ভাড়ার তালিকা, A price list → মূল্য তালিকা। A valuable document → একটি মূল্যবান নথি, A list of dishy at restaurant→ restaurant এ খাদ্যের মূল্য তালিকা।

৭৫. A ‘bull market’ means, that share prices are-

[ বিসিএস ১৭তম ]

ক. Falling
খ. Rising
গ. Moving
ঘ. Static
ব্যাখ্যাঃ

‘Bull market’ (শেয়ারের ক্ষেত্রে) ঊর্ধ্বগামী, অর্থাৎ বাড়ছে এমন বাজার।

৭৬. ‘Blue chips’ are

[ বিসিএস ১৭তম ]

ক. Securities issued by the government
খ. Industrial shares considered to be a safe investment
গ. Industrial shares considered to be a risky investment
ঘ. Flat plastic counters used as money tokens
ব্যাখ্যাঃ

‘Blue chips’ নির্ভরযোগ্য ও মূল্যবান।

৭৭. ‘Razzmatazz’ means-

[ বিসিএস ১৭তম ]

ক. A musical instrument
খ. A well-planned programme
গ. A noisy activity
ঘ. A musical drama
ব্যাখ্যাঃ

‘Razzmatazz’শোরগোলপূর্ণ/ হৈচৈপূর্ণ/ হুল্লোড়পূর্ণ/ ব্যস্ত কাজকর্ম- যা অন্য মানুষকে আকর্ষণ করার জন্য করা হয়। অর্থাৎ Noisy activity.

ক. তালিম হোসেন
খ. ফররুখ আহমদ
গ. গোলাম মোস্তফা
ঘ. আবুল হোসেন
ব্যাখ্যাঃ

মুসলিম রেনেসাঁর কবি হিসেবে পরিচিত ফররুখ আহমেদের বিখ্যাত কাব্যগ্রন্হ ‘সাত সাগরের মাঝি’। তার অন্যান্য কাব্যগ্রন্থের মধ্যে সিরাজাম মুনীরা, নৌফেল ও হাতেম, মুহূর্তের কবিতা (সনেট সংকলন), হাতেম তায়ী, কাফেলা উল্লেখযোগ্য। কবিদের মধ্যে তিনিই প্রথম ১৯৬০ সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার লাভ করেন।

ক. ষড় + ঋতু
খ. ষড় + ঋতু
গ. ষট + ঋতু
ঘ. ষট্ + ঋতু
ব্যাখ্যাঃ

ষড়ঋতু শব্দের সন্ধি বিচ্ছেদ হলো: ষট্ + ঋতু = ষড়ঋতু।

এটি ব্যঞ্জন সন্ধির নিয়ম অনুসারে গঠিত হয়েছে।

ক. প্রমথ চৌধুরী
খ. ধূর্জটি প্রসাদ মুখোপাধ্যায়
গ. সুধীন্দ্রনাথ দ্ত্ত
ঘ. নবীনচন্দ্র সেন
ব্যাখ্যাঃ

বাংলা গদ্যে চলিত রীতির প্রবর্তক প্রমথ চৌধুরী। বীরবল ছদ্মনামে তিনি লিখেছেন ‘বীরবলের হালখাতা’। চলিত রীতিকে বাংলা গদ্যে প্রতিষ্ঠা করার জন্য তিনি সম্পাদনা করেন বিখ্যাত পত্রিকা ‘সবুজপত্র’ (১৯১৪)। বাংলা কাব্যসাহিত্যে তিনি ইতালীয় সনেটের প্রবর্তন করেন। তার রচিত বিখ্যাত প্রবন্ধগ্রন্হ- তেল নুন লাকড়ি, বীরবলের হালখাতা ও রায়তের কথা; গল্পগ্রন্হ- চার ইয়ারী কথা ও আহুতি; কাব্যগ্রন্হ- সনেট পঞ্চাশৎ।

ক. আরবি ভাষা থেকে
খ. ফরাসি ভাষা থেকে
গ. হিন্দি ভাষা থেকে
ঘ. উর্দু ভাষা থেকে
ব্যাখ্যাঃ

লা আরবি উপসর্গ। বাংলা ভাষায় ব্যবহৃত বিদেশি উপসর্গগুলো হলো: ফারসি- কার, দর, না, নিম, ফি, বদ, বে, বর, ব, কম; ইংরেজি- হাফ, ফুল, হেড ও সাব; আরবি- আম, খাস, লা, গর; হিন্দি/ উর্দু-হর।

ক. Budennovsk
খ. Keldavisk
গ. Dasanova
ঘ. Gariev
ব্যাখ্যাঃ

রাশিয়ার বুদিওনোভস্ক (Budyonnovsk) শহরে হাসপাতালে আক্রমণের পর রাশিয়া চেচনিয়ার সাথে শান্তি বৈঠকে বসতে রাজি হয়েছিল। ১৯৯৫ সালে চেচেন যোদ্ধারা এই হাসপাতালে আক্রমণ করে এবং কয়েকশ মানুষকে জিম্মি করে। এই ঘটনার পর রাশিয়া বাধ্য হয় চেচনিয়ার সাথে শান্তি আলোচনায় বসতে।

ক. ভারত
খ. রাশিয়া
গ. ভুটান
ঘ. নেপাল
ব্যাখ্যাঃ

ভুটান প্রথম দেশ হিসেবে বাংলাদেশকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয় ৬ ডিসেম্বর, ১৯৭১ সালে । উল্লেখ্য, একই দিনে ভারত বাংলাদেশকে দ্বিতীয় হিসেবে স্বীকৃতি দেয়। এছাড়া রাশিয়া (তৎকালীন সোভিয়েত ইউনিয়ন) স্বীকৃতি দেয় ২৪ জানুয়ারি, ১৯৭২ এবং নেপাল স্বীকৃতি দেয় ১৬ জানুয়ারি, ১৯৭২ । আরব ভূখণ্ডের মধ্যে প্রথম ইরাক (৮ জুলাই, ১৯৭২) এবং প্রথম অনারব মুসলিম দেশ হিসেবে সেনেগাল (১ ফেব্রুয়ারি, ১৯৭২) বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে।

ক. নোয়াখালী ছাগলনাইয়া
খ. চট্রগ্রামের বাঁশখালি
গ. খুলনার মংলা
ঘ. পটুয়াখালীর কুয়াকাটা
ব্যাখ্যাঃ

১২০ কিলোমিটার দীর্ঘ কক্সবাজার সমুদ্র সৈকত পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত। এ সমুদ্র সৈকতের পাশ দিয়েই ৮০ কিলোমিটার দীর্ঘ বিশ্বের বৃহত্তম মেরিন ড্রাইভ তৈরি করা হয়েছে। সাগরকন্যা হিসেবে খ্যাত কুয়াকাটা সমুদ্র সৈকত পটুয়াখালি জেলায় অবস্থিত। ১৮ কিলোমিটার দীর্ঘ এ সমুদ্র সৈকত থেকে সূর্যোদয় এবং সূর্যাস্ত দেখা যায়।

ক. সাঁওতাল
খ. মাওরি
গ. মুরং
ঘ. গারো
ব্যাখ্যাঃ

মাওরি উপজাতিরা বসবাস করে নিউজিল্যান্ডে। ২৩ মার্চ, ২০১৯ বাংলাদেশ সরকার কর্তৃক প্রকাশিত গেজেটে বাংলাদেশে ৫০টি ক্ষুদ্র নৃগোষ্ঠীর কথা উল্লেখ করে। এর মধ্যে বৃহত্তম ক্ষুদ্র নৃগোষ্ঠী চাকমা, দ্বিতীয় বৃহত্তম সাঁওতাল।

ক. পরীবিবি
খ. ইরান দুখ্ত
গ. জাহানারা
ঘ. মরিয়ম
ব্যাখ্যাঃ

শায়েস্তা খানের কন্যা পরীবিবির আসল নাম ইরান দুখ্‌ত। পরী বিবির মাজার লালবাগ কেল্লার ভিতরে দরবারগৃহ থেকে ২৭৫ ফুট পশ্চিমে অবস্থিত। এ মাজারে কালো পাথর, শ্বেত বর্ণের মর্মর পাথর, ধূসর বর্ণের বেলে পাথর ইত্যাদি দুষ্প্রাপ্য পাথর সংযোজিত আছে। উল্লেখ্য, ইরান দুখ্‌ত শাহজাদা আযমের বাগদত্তা ছিলেন, কিন্তু বিয়ের পূর্বে তিনি মৃত্যুমুখে পতিত হন।

ক. হুমায়ুন আজাদ
খ. আহমদ শরীফ
গ. ওয়াকিল আহমদ
ঘ. আব্দুল মতিন খান
ব্যাখ্যাঃ

বাংলা সাহিত্যে অনন্য অবদানের জন্য ১৯৬০ সাল থেকে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার প্রবর্তন করা হয়। প্রথাবিরোধী লেখক ড. আহমদ শরীফ ১৯৬৮ সালে এবং হুমায়ুন আজাদ ১৯৮৬ সালে এ পুরস্কার লাভ করেন। ২০২০ সালে প্রবন্ধকার হিসেবে বেগম আকতার কামাল বাংলা একাডেমি পুরস্কার লাভ করে।

ক. লালন শাহ
খ. সিরাজ সাঁই
গ. মদন বাউল
ঘ. পাগলা কানাই
ব্যাখ্যাঃ

বাউলসাধক লালন সাঁই রচিত কয়েকটি জনপ্রিয় গান- ‘জাত গেলো জাত গেলো বলে’, ‘আমার ঘরের চাবি পরের হাতে’, ‘আর আমারে মারিসনে মা’, ‘খাঁচার ভিতর অচিন পাখি’, ‘বাড়ির কাছে আরশী নগর’, ‘আমার ঘরখানায় কে বিরাজ করে’, ‘সময় গেলে সাধন হবে না’, ‘মিলন হবে কতদিনে’।

ক. সমক্ষ
খ. পরোক্ষ
গ. প্রত্যক্ষ
ঘ. নিরপেক্ষ
ব্যাখ্যাঃ

সমক্ষ = অক্ষির সমীপে বা চোখের সম্মুখে; পরোক্ষ= অক্ষির অগোচরে, অক্ষির সমক্ষে বর্তমান = প্রত্যক্ষ

ক. মিশ্র
খ. জটিল
গ. যৌগিক
ঘ. সরল
ব্যাখ্যাঃ

এটি সরল বাক্য। কারণ বাক্যটিতে একটি কর্তা ও একটি সমাপিকা ক্রিয়া রয়েছে।

৯১. ‘Blockbuster’ means-

[ বিসিএস ১৭তম ]

ক. A large solid piece of stone
খ. A device to cut off a person’s head as a punishment
গ. Something that makes movement difficult
ঘ. A powerful explosive to demolish buildings
ব্যাখ্যাঃ

Blockbuster- শক্তিশালী বিস্ফোরক বা বোমা যা একত্রে অনেক বাড়ি-ঘর ধ্বংস করতে পারে।

ক. Eliot and Pound
খ. Yeats and Eliot
গ. Pope and Dryden
ঘ. Shelly and Keats
ব্যাখ্যাঃ

Collaborators অর্থ সহযোগী বা সমসাময়িক। Shelley and Keats দুজনই romantie poet হিসেবে একই যুগে কাজ চর্চা করেন।

৯৩. The correct sentence of the followings-

[ বিসিএস ১৭তম ]

ক. A new cabinet has been sworn in Dhaka
খ. A new cabinet has been sworn at Dhaka
গ. A new cabinet has been sworn by in Dhaka
ঘ. A new cabinet has sworn in Dhaka
ব্যাখ্যাঃ

সঠিক উত্তর (ক)। কারণ swear (প্রতিজ্ঞা/শপথ গ্রহণ করা) এর কাজটি cabinet নিজে করে না। প্রধান বিচারপতি বা প্রেসিডেন্ট শপথ গ্রহণ করান। তাই বাক্যটি passive voice হবে।

৯৪. ‘To read between the lines’ means-

[ বিসিএস ১৭তম ]

ক. To read carefully
খ. To read only some lines
গ. To read quickly to save time
ঘ. To read carefully to find out any hidden meaning
ব্যাখ্যাঃ

To read between the lines অর্থ অত্যন্ত গুরুত্বের সাথে খুঁটিয়ে খুঁটিয়ে পাঠ করে অন্তর্নিহিত অর্থ উদ্‌ঘাটন করা।

ক. Works
খ. Thinks
গ. Says
ঘ. Does
ব্যাখ্যাঃ

Handsome is that hondsome does অর্থ- সুন্দরেরা যা করে তাই সুন্দর।

ক. রবীন্দ্রনাথ ঠাকুর
খ. মোহাম্মদ মনিরুজ্জমান
গ. সত্যেন্দ্রনাথ দ্ত্ত
ঘ. নির্মলেন্দু গুণ
ব্যাখ্যাঃ

বাংলা সাহিত্যে ছন্দের রাজা ও ছন্দের জাদুকর বলে খ্যাত সত্যেন্দ্রনাথ দত্ত রচিত ‘খাঁটি সোনা’ কবিতার অংশ বিশেষ উপর্যুক্ত অংশটুকু। তাঁর রচিত বিখ্যাত কাব্যগ্রন্থের মধ্যে সবিতা, সন্ধিক্ষণ, বেণু ও বীণা, কুহু ও কেকা, অভ্র আবীর, হসন্তিকা, বেলা শেষের গান, বিদায় আরতি ও কাব্য সঞ্চয়ন উল্লেখযোগ্য।

ক. ইউরোপের হল্যান্ড থেকে
খ. দক্ষিণ আমেরিকার পেরু-চিলি থেকে
গ. আফ্রিকার মিশর থেকে
ঘ. এশিয়ার থাইল্যান্ড থেকে
ব্যাখ্যাঃ

ব্রিটিশ গভর্নর ওয়ারেন হেস্টিংসের উদ্যোগে নেদারল্যান্ডস বা হল্যান্ড থেকে আগত আলু বাংলাদেশে চাষের বিস্তার লাভ করে। বাংলাদেশে চাষকৃত উন্নতজাতের কয়েকটি আলু হলো- হীরা, ডায়ামন্ড, কার্ডিনাল, চমক, কুফরি সুন্দরী, রাজা, বারাকা, জারলা, বিনেলা, গ্রানোলা ইত্যাদি।

ক. মারিস্যা ভ্যালি
খ. খাগড়া ভ্যালি
গ. জাবরী ভ্যালি
ঘ. ভেঙ্গী ভ্যালি
ব্যাখ্যাঃ
ভ্যালি বা উপত্যকা অবস্থান
হালদা ভ্যালি খাগড়াছড়ি
বালিশিরা ভ্যালি মৌলভীবাজার
নাপিতখালি ভ্যালি কক্সবাজার
সাঙ্গু ভ্যালি চট্টগ্রাম
মাইনমুখী ভ্যালি রাঙামাটি
সাজেক ভ্যালি রাঙামাটি
ভেঙ্গী ভ্যালি কাপ্তাই লেক
ক. সিলেটের মালনীছড়ায়
খ. সিলেটের তামাবিলে
গ. পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়িতে
ঘ. সিলেটের জাফলং এ
ব্যাখ্যাঃ

বাংলাদেশে প্রথম চা চাষ আরম্ভ হয় ১৮৪০ সালে চট্টগ্রাম জেলা শহরের ক্লাব সংলগ্ন এলাকায়। ১৮৫৪ সালে সিলেটের মালনীছড়ায় বাণিজ্যিক ভিত্তিতে প্রথম চা চাষ শুরু হয়। বর্তমানে বাংলাদেশে মোট ১৬৭টি চা বাগান রয়েছে। এর মধ্যে মৌলভীবাজার জেলায় ৯১টি, হবিগঞ্জ জেলায় ২৫টি, সিলেট জেলায় ১৯টি, চট্টগ্রাম জেলায় ২১টি, রাঙামাটি জেলায় ২টি, পঞ্চগড় জেলায় ৮টি এবং ঠাকুরগাঁও জেলায় ১টি চা বাগান রয়েছে। বাংলাদেশে প্রথম অর্গানিক চা উৎপাদন শুরু হয় ২০০০ সালে পঞ্চগড় জেলায়।

ক. নভেরা আহমেদ
খ. হামিদুজ্জামান খান
গ. আবদুল্লাহ খালেদ
ঘ. সুলতানুল ইসলাম
ব্যাখ্যাঃ

হামিদুজ্জামান খানের ‘স্টেপস’ ভাস্কর্যটি ১৯৮৮ সালে দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে অনুষ্ঠিত অলিম্পিকের পার্কে স্থান পেয়েছিল। হামিদুজ্জামান খানের অন্য উল্লেখযোগ্য স্থাপত্যকর্ম হলো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ‘সংশপ্তক’ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘ক্যাম্পাস’ এবং কাজী নজরুল ইসলাম এভিনিউ এ স্থাপিত ‘স্বাধীনতা’।