বিসিএস ১৮তম
১. Adult Cell ক্লোন করে যে ভেড়ার জন্ম হয়েছে তার নাম দেয়া হয়েছে-
[ বিসিএস ২৬তম | বিসিএস ১৮তম ]
স্কটল্যান্ডের এডিনবরার রোসলিন ইনস্টিটিউটের সামনে ১৯৯৬ সালের ৫ জুলাই ক্লোন ভেড়া ডলির জন্ম হয়। রোসলিন ইনস্টিটিউটের ভ্রূণতত্ত্ববিদ ড. আয়ান উইলসুট ভেড়াটিকে ক্লোন করেন। ১৯৯৭ সালে ডলির জন্মের বিষয়টি ঘোষণা করা হয়।
২. বাংলা বর্ণমালায় মাত্রাবিহীন বর্ণের সংখ্যা কায়টি?
[ বিসিএস ১৮তম ]
বাংলা বর্ণমালায় মাত্রাবিহীন বর্ণের সংখ্যা ১০টি।
এগুলো হলো:
স্বরবর্ণ: এ, ঐ, ও, ঔ
ব্যঞ্জনবর্ণ: ঙ, ঞ, ৎ, ং, ঃ, ঁ
৩. ‘তার বয়স বেড়েছে কিন্তু বুদ্ধি বাড়েনি’- এটা কোন ধরনের বাক্য?
[ বিসিএস ১৮তম ]
পরস্পর নিরপেক্ষ দুই বা ততোধিক সরল বা মিশ্র বাক্য মিলিত হয়ে একটি সম্পূর্ণ বাক্য গঠন করলে তাকে যৌগিক বাক্য বলে। প্রশ্নে প্রদত্ত বাক্যটি যৌগিক। কারণ, এখানে দুটি নিরপেক্ষ বাক্য রয়েছে। ১. তার বয়স বেড়েছে ২. তার বুদ্ধি বাড়েনি- বাক্য দুটি অব্যয় দ্বারা যুক্ত।
৪. ‘একাদশে বৃহস্পতি’ এর অর্থ কি?
[ বিসিএস ১৮তম ]
হঠাৎ কারো ভাগ্য সুপ্রসন্ন হলে তাকে ‘একাদশে বৃহস্পতি’ বলে।
৫. লিঙ্গান্তর হয় না এমন শব্দ কোনটি?
[ বিসিএস ১৮তম ]
লিঙ্গান্তর হয় না এমন পুরুষবাচক শব্দ: কাজী, কুস্তিগীর, পুরোহিত, জামাতা, কবিরাজ, ঢাকী, কৃতদার, অকৃতদার, মৃতদার । অন্য শব্দগুলোর লিঙ্গান্তর হলো : সাহেব–বিবি, বেয়াই–বেয়াইন, সঙ্গী–সঙ্গিনী।
৬. সাধু ভাষা সাধারণত কোথায় অনুপযোগী?
[ বিসিএস ১৮তম ]
সাধুরীতির বৈশিষ্ট্য হলো : ১. এ ভাষারীতি সুনির্ধারিত ব্যাকরণ নিয়ম অনুসারে চলে এবং এর পদবিন্যাস সুনিয়ন্ত্রিত ও সুনির্দিষ্ট । ২. এ ভাষারীতি গুরুগম্ভীর ও তৎসম শব্দবহুল। ৩. এ রীতি নাটক, সংলাপ ও বক্তৃতায় অনুপযোগী। ৪. এ রীতিতে সর্বনাম ও ক্রিয়াপদ বিশেষ গঠন পদ্ধতি মেনে চলে।
৭. দুটি পুরুষবাচক শব্দ রয়েছে কোনটির?
[ বিসিএস ১৮তম ]
ননদের দুটি পুরুষবাচক শব্দ আছে। ননদ–দেবর/ ননদাই। প্রিয়–প্রিয়া, শিষ্য–শিষ্যা,খানসামা–আয়া।
৮. বিভক্তিহীন নাম শব্দকে কি বলে?
[ বিসিএস ১৮তম ]
প্রাতিপদিক হলো বিভক্তিহীন নামশব্দ। নামপদ হলো যে পদ দ্বারা নাম বুঝায়; উপপদ হলো যে পদের পরবর্তী ক্রিয়ামূলের সঙ্গে কৃৎ প্রত্যয় যুক্ত হয়; উপমিত পদ হচ্ছে সাধারণ গুণের উল্লেখবিহীন উপমেয় পদের সাথে উপমান পদের মিলন।
৯. কোন বাক্যটি দ্বারা অনুরোধ বুঝায়?
[ বিসিএস ১৮তম ]
আদেশ অর্থে : তুই বাড়ি যা। প্রার্থনা অর্থে : ক্ষমা করা মোর অপরাধ। অনুরোধ অর্থে : কাল একবার এসো। ভর্ৎসনা অর্থে : দূর হও।
১০. ধাতুর পর কোন প্রত্যয় যুক্ত করে ভাববাচক বিশেষ্য বুঝায় ?
[ বিসিএস ১৮তম ]
প্রত্যয় | বর্ণনা | উদাহরণ |
---|---|---|
আন | বিশেষ্য গঠনে প্রযোজক ধাতু ও কর্মবাচ্যের ধাতুর পরে 'আন/আনো' প্রত্যয় যুক্ত হয়। | চাল + আন = চালান |
আই | ভাববাচক বিশেষ্য গঠনে ব্যবহৃত হয়। | সিল + আই = সিলাই |
আল | 'আল' প্রত্যয় যুক্ত পদ। | রাখ্ + আল = রাখাল; চণ্ড + আল = চণ্ডাল |
আও | ভাববাচক বিশেষ্য গঠনে ব্যবহৃত হয়। | পাকড় + আও = পাকড়াও |
১১. বচন অর্থ কি?
[ বিসিএস ১৮তম ]
‘বচন শব্দের অর্থ সংখ্যার ধারণা। বচন ২ প্রকার। যথা: একবচন ও বহুবচন।
যেসব বাক্য অন্য পদের সাথে কোনো সম্বন্ধ না রেখে স্বাধীনভাবে নানাবিধ ভাব প্রকাশে ব্যবহৃত হয় তাকে অনন্বয়ী অব্যয় বলে। উচ্ছ্বাস প্রকাশে : মরি মরি! কী সুন্দর প্রভাতের রূপ। যেসব অব্যয় অব্যক্ত রব, শব্দ বা ধ্বনির অনুকরণে গঠিত হয়, সেগুলোকে অনুকার অব্যয় বলে। যেমন- নূপুরের আওয়াজ – রুম ঝুম, বাতাসের গতি – শন শন।
১৩. দোলনা’ শব্দের সঠিক প্রকৃতি-প্রত্যয় কোনটি
[ বিসিএস ১৮তম ]
দুল্ + অনা = দুলনা > দোলনা (কৃত প্রত্যয়)।
১৪. ‘কৌশলে কার্যোদ্ধার’- কোনটির অর্থ
[ বিসিএস ১৮তম ]
গাছে তুলে মই কাড়া : সাহায্যের আশা দিয়ে সাহায্য না করা। এক ক্ষুরে মাথা মোড়ানো (কামানো): একই স্বভাবের। ধরি মাছ না ছুঁই পানি : কৌশলে কার্যোদ্ধার। আকাশের চাঁদ হাতে পাওয়া: দুর্লভ বস্তু হাতে পাওয়া।
১৫. ‘সন্ধি’ ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়?
[ বিসিএস ১৮তম ]
ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয়: সন্ধি, ণ-ত্ব বিধান, ষ-ত্ব বিধান, ধ্বনির উচ্চারণস্থান, উচ্চারণপ্রণালি ইত্যাদি। শব্দতত্ত্ব/ রূপতত্ত্বের আলোচ্য বিষয়: শব্দ, প্রত্যয়, পুরুষ, উপসর্গ, কারক ও বিভক্তি, বচন, সমাস, লিঙ্গ ইত্যাদি। বাক্যতত্ত্বের আলোচ্য বিষয়: পদবিন্যাস, বাক্যরীতি, বাক্য বিন্যাস, বাচ্য পরিবর্তন, বাগধারা, বাক্য সংকোচন, বিরাম চিহ্ন ইত্যাদি।
১৬. কোনটি অপ্রাণীবাচক শব্দের বহুবচনে ব্যবহৃত হয়?
[ বিসিএস ১৮তম ]
গণ, বৃন্দ, মণ্ডলী, বর্গ উন্নত প্রাণিবাচক (মনুষ্য) শব্দের বহুবচনে ব্যবহৃত হয়। যেমন : সুধীবৃন্দ, মন্ত্রিবর্গ। কুল, সকল, সব, সমূহ প্রাণিবাচক ও অপ্রাণিবাচক শব্দের বহুবচনে ব্যবহৃত হয়। যেমন-কবিকুল, পক্ষীকুল। গ্রাম: অপ্রাণিবাচক শব্দের বহুবচনে ব্যবহৃত হয়। যেমন-গুণগ্রাম (গুণাবলি)।
১৭. বাক্যের ক্ষুদ্রতম একক কোনটি?
[ বিসিএস ১৮তম ]
বাক্যের ক্ষুদ্রতম একক হলো শব্দ। শব্দ হল ভাষার মৌলিক উপাদান, যা এক বা একাধিক বর্ণ দিয়ে গঠিত হয় এবং একটি স্বতন্ত্র অর্থ বহন করে। শব্দগুলি একত্রিত হয়ে বাক্য গঠন করে।
উদাহরণস্বরূপ, "বাংলা" একটি শব্দ, এবং এটি একটি বাক্যের অংশ হতে পারে, যেমন: "বাংলা আমার মাতৃভাষা।"
১৮. সন্ধির প্রধান সুবিধা কি?
[ বিসিএস ১৮তম ]
সন্ধি হলো পাশাপাশি দুই বর্ণের মিলন। এর মাধ্যমে স্বাভাবিক উচ্চারণে সহজ প্রবণতা ও ধ্বনিগত মাধুর্য সম্পাদন করা যায়।
১৯. কোন বানানটি শুদ্ধ?
[ বিসিএস ১৮তম ]
শুদ্ধ বানানটি হলো সমীচীন।
অন্যান্য অপশনগুলো (সমিচীন, সমীচিন, সমিচিন) ভুল বানান।
২০. কোন বইটি কবি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত নয়?
[ বিসিএস ১৮তম ]
রবীন্দ্রনাথ ঠাকুর রচিত গ্রন্হ ‘শেষের কবিতা’ (উপন্যাস), ‘সোনারতরী’ (কাব্যগ্রন্হ), ‘মানসী’ (কাব্যগ্রন্হ) । ‘দোলন চাঁপা’ কাজী নজরুল ইসলাম রচিত কাব্যগ্রন্হ ।
২১. কাজী ইমদাদুল হক-এর ‘আবদুল্লাহ’ উপন্যাসের উপজীব্য কি?
[ বিসিএস ১৮তম ]
উপন্যাস | রচয়িতার নাম | উপজীব্য বিষয় |
---|---|---|
আবদুল্লাহ | কাজী ইমদাদুল হক | মুসলিম সমাজের কাহিনি অবলম্বনে 'আবদুল্লাহ' উপন্যাসটি রচিত। তৎকালীন কুসংস্কারাচ্ছন্ন মুসলিম সমাজব্যবস্থার চিত্রাঙ্কনই এ উপন্যাসের উপজীব্য। |
বিখ্যাত নাট্যকার মুনীর চৌধুরী রচিত নাটক ‘কবর’। ৫২-এর ভাষা আন্দোলনের পটভূমিতে নাটকটি রচিত। তিনি ১৯৫৩ সালে ১৭ জানুয়ারি ঢাকা কেন্দ্রীয় কারাগারে বসে নাটকটি রচনা করেন। নাটকটি জেলের রাজবন্দিদের দ্বারা অভিনীত হয়।
২৩. ‘সততা সবোৎকৃষ্ট পন্থা’-কোনটির অনুবাদ?
[ বিসিএস ১৮তম ]
২৬. INFRINGE means-
[ বিসিএস ১৮তম ]
Infringe – ভঙ্গ করা, লঙ্ঘন করা, অতিক্রম করা। Transgress – লঙ্ঘন করা, ভঙ্গ করা; Purloin – হামলা করা, হানা দেয়া; Invad – হামলা করা, হানা দেওয়া; Intrude – জোর করে প্রবেশ করা। সুতরাং সঠিক উত্তর (ক)।
২৭. BROCHURE means-
[ বিসিএস ১৮তম | প্রা.বি.স.শি. 08-12-2023 ]
Brochure – (সংক্ষিপ্ত বিবরণ সমৃদ্ধ) পুস্তিকা। Opening-উদ্বোধন, সূচনা; Pamphlet – পুস্তিকা; Bureau – দফতর; Censor – কেটে বাদ দেয়া, পরীক্ষা করা।
২৮. EQUIVOCAL means-
[ বিসিএস ১৮তম ]
Equivocal-দ্ব্যর্থবোধক, অস্পষ্ট, সন্দেহজনক। choice, (ক) Universal – সার্বজনীন।(খ) Mistaken – ভ্রান্ত, ভ্রমাত্মক। (গ) Quaint – খেয়ালী। (ঘ) Clear – স্পষ্ট, স্বচ্ছ, সন্দেহ মুক্তি।
২৯. ILLUSIVE means-
[ বিসিএস ১৮তম ]
Illusive – অলীক, ইন্দ্রজালিক, মায়াবী। অপশন (ক) তে Not deceptive – ভ্রান্তিকর নয়, প্রতারণামূলক নয়। (খ) তে Not Certain– অনিশ্চিত, সন্দেহপূর্ব, অবিশ্বাসযোগ্য। (গ) তে Not obvious – স্পষ্ট নয় এমন, অস্পষ্ট, অপরিষ্কার । (ঘ) Not coherent – অসঙ্গতিপূর্ণ, প্রাঞ্জল নয়।
Painter (চিত্রশিল্পী) এবং brush (তুলি), Lower (আইনজীবী) এবং brief (সংক্ষীপ্ত), Seamstress (মেয়ে দর্জি) এবং Scissiors (কাঁচি দিয়ে কাঁটা)। যেহেতু Carpenter (কাঠমিস্ত্রী) Saw দিয়ে কাঠ কাটে এবং seamstress (মহিলা দর্জি) Scissor দিয়ে কাপড় কাটে।
Accident- দুর্ঘটনা; delay- দেরি করা। Water- পানি; waves- ঢেউ। Wood- কাঠ; splinters- বন্ধফলক বাঁধিয়া দেওয়া। Fire জ্বলে নিঃশেষ হলে শুধু থাকে Ashes (ছাই). Event শেষ হলে থাকে শুধু memories (স্মৃতি)।
Stare অরথ স্থিরদৃষ্টিতে তাকানো; Glance অর্থ এক পলক দেখা gulp অর্থ ঢকঢক করে খাওয়া; sip চুমুক দিয়ে খাওয়া।
৩৩. Although a few years ago the fundamental fact about the milky ___ way seemed fairly well ___ now even its mass and radius have come into–
[ বিসিএস ১৮তম ]
ইংরেজি শব্দ | বাংলা অর্থ | বিপরীতার্থক সম্পর্ক |
---|---|---|
Determined | নিরূপিত, সঠিকভাবে নির্ণীত | বিপরীতার্থক নয় |
Resolution | দৃঢ়তা, সংকল্পে অটল | |
Established | প্রতিষ্ঠিত সত্য, সন্দেহাতীত | পরস্পরের বিপরীতার্থক |
Question | প্রশ্ন, সন্দেহ, আপত্তি | |
Ignored | অবহেলিত, তাচ্ছিল্য করা হয় এমন | বিপরীতার্থক নয় |
Danger | বিপদ, আপদ | বিপরীতার্থক নয় |
Diminished | হ্রাসকৃত, হ্রাসপ্রাপ্ত | |
Disrepute | কুখ্যাতি, দুর্ণাম | বিপরীতার্থক নয় |
৩৪. Because she had reputation for ____ we were surprised and pleased when she greeted us so ___
[ বিসিএস ১৮তম ]
৩৫. A ___ Statement is an ___ comparison; it does not compare. Things explicitly but suggest a likeness between them.
[ বিসিএস ১৮তম ]
Blatant (অনায়াসে চোখে পড়ে) এবং overt (প্রকাশ্য) অবশ্যই explicitly (স্পষ্ট)।
৩৬. If a ruby is heated it ___ temporarily loose its color.
[ বিসিএস ১৮তম ]
সাধারণত If + present indefinite + future indefinete হয়।
৩৭. All of the people at the AAME conference are -
[ বিসিএস ১৮তম ]
Mathematics শব্দটি এখানে Adjective হিসেবে ব্যবহৃত হয়েছে এবং sentence এ যেহেতু are আছে সেহেতু teacher এর plural noun (teachers) হবে।
৩৮. Prices for bicycles can run ___ Tk. 2,00,00.
[ বিসিএস ১৮তম ]
Affirmative sentence এ parallel বলতে as + adjective + as বসে।
৩৯. Travellers ___ their reservations well in advance if they want to fly during the Eid holidays.
[ বিসিএস ১৮তম ]
Had better/would rather এরা modal auxiliary। এদের পরে bare infinitive বসে এবং এদের পরে verb এর base form বসে।
৪০. A seventeen year old is not ____ to vote in an election.
[ বিসিএস ১৮তম ]
Enough শব্দটি adjective বা Adverb এর পরে বসে কিন্তু noun এর আগে বসে। এখানে old শব্দটি যেহেতু adjective তাই old শব্দটি enough শব্দটির আগে বসবে।
৪১. Almost everyone fails ___ one the first try.
[ বিসিএস ১৮তম ]
Fail, agree, attempt, decide forget, expect, demand শব্দগুলোর পর to + verb বসে।
৪৬. মুক্তিযুদ্ধ জাদুঘর ঢাকার কোন এলাকায় অবস্থিত?
[ বিসিএস ১৮তম ]
মুক্তিযুদ্ধ জাদুঘর প্রতিষ্ঠিত হয় ২২ মার্চ, ১৯৯৬। প্রতিষ্ঠাকালীন এটির অবস্থান ছিল ঢাকার সেগুনবাগিচায়। সরকার ২০০৮ সালে পশ্চিম আগারগাঁওয়ের শেরে বাংলা নগরে জাদুঘরটি স্থানান্তরের জন্য ২.৫ বিঘা জমি মুক্তিযুদ্ধ জাদুঘর ট্রাস্টি বোর্ডের কাছে হস্তান্তর করে। ১৬ এপ্রিল, ২০১৭ আনুষ্ঠানিকভাবে দ্বার উন্মোচন করা হয় আগারগাঁওয়ে অবস্থিত মুক্তিযুদ্ধ জাদুঘরের নিজস্ব ভবনের।
৪৭. মুক্তিযুদ্ধের সময় ঢাকা শহর কোন সেক্টরের অধীনে ছিল?
[ বিসিএস ১৮তম ]
মুক্তিযুদ্ধের সময় ঢাকা শহর ২ নম্বর সেক্টরের অধীনে ছিল।
মুক্তিযুদ্ধের বীরত্বের জন্য সর্বোচ্চ ৭ জন ব্যক্তিকে ‘বীরশ্রেষ্ঠ’ খেতাব প্রদান করা হয়। এই খেতাব বাংলাদেশের সর্বোচ্চ সামরিক সম্মান, যা মুক্তিযুদ্ধে অসামান্য অবদান ও আত্মত্যাগের জন্য প্রদান করা হয়।
বীরশ্রেষ্ঠ খেতাবপ্রাপ্ত ৭ জন হলেন:
1. মোহাম্মদ রুহুল আমিন
2. মোস্তফা কামাল
3. মোহাম্মদ হামিদুর রহমান
4. মোহাম্মদ মোস্তফা
5. মুনশী আব্দুর রউফ
6. মোহাম্মদ রুহুল আমিন
7. মাতিউর রহমান
পূর্ব পাকিস্তানের স্বাধিকার প্রশ্ন ১৯৬৬ সালের ৫-৬ ফেব্রুয়ারি লাহোরে বিরোধী দলগুলোর এক মহাসম্মেলন অনুষ্ঠিত হয়। উক্ত সম্মেলনে আওয়ামী লীগ সভাপতি শেখ মুজিবুর রহমান পূর্ব পাকিস্তানের রাজনৈতিক, অর্থনৈতিক ও প্রতিরক্ষার দাবি সম্বলিত একটি কর্মসূচি ঘোষণা করেন। এটাই ইতিহাসে ‘ছয় দফা কর্মসূচি’ নামে পরিচিত। অবশেষে লাহোরে অনুষ্ঠিত একটি সাংবাদিক সম্মেলনে তিনি আনুষ্ঠানিকভাবে ৬ দফা কর্মসূচি পেশ করেন।
বাংলাদেশের সংবিধানের ২১(২) ধারায় বলা হয়েছে:
“সকল সময়ে জনগণের সেবা চেষ্টা করা প্রজাতন্ত্রের কর্মে নিযুক্ত প্রত্যেক ব্যক্তির কর্তব্য।”
এই ধারাটি সংবিধানের মৌলিক কর্তব্য অংশে অন্তর্ভুক্ত, যা প্রজাতন্ত্রের কর্মচারীদের জনগণের সেবা করার দায়িত্বকে নির্দেশ করে।
৫১. বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার জন্য ন্যূনতম বয়স কত দরকার?
[ বিসিএস ১৮তম ]
রাষ্ট্রপতি হওয়ার ন্যূনতম বয়স | ৩৫ বছর |
প্রধানমন্ত্রী হওয়ার ন্যূনতম বয়স | ২৫ বছর |
ভোটাধিকার হওয়ার ন্যূনতম বয়স | ১৮ বছর |
৫২. বাংলাদেশের কোন দেশ থেকে সবচেয়ে বেশি সরাসরি বৈদেশিক বিনিয়োগ (Direct Foreign Investment) হয়েছে?
[ বিসিএস ১৮তম ]
প্রশ্নপত্র প্রণয়নের সময় চট্টগ্রামে কোরিয়ান ইপিজেডে প্রচুর কোরিয়ান বিনিয়োগ হয় এবং তখন কোরিয়া ছিল বাংলাদেশে সর্বাধিক বিনিয়োগকারী দেশ। বিশ্ব বিনিয়োগ রিপোর্ট ২০২২ অনুযায়ী বাংলাদেশে সরাসরি বিনিয়োগে শীর্ষ দেশ যুক্তরাষ্ট্র।
বাংলাদেশে বর্তমানে গ্রামাঞ্চলে মোট তিন স্তরের স্থানীয় সরকার কাঠামো রয়েছে- প্রথম স্তর : ইউনিয়ন পরিষদ, দ্বিতীয় স্তর : উপজেলা পরিষদ ও তৃতীয় স্তর : জেলা পরিষদ। আর শহরাঞ্চলে রয়েছে দুই ধরনের স্থানীয় সরকার ব্যবস্থা- ১. পৌরসভা ২. সিটি কর্পোরেশন।
৫৪. জনাব এফ আর খান বাংলাদেশের জন্য গৌরব। তিনি কি ছিলেন?
[ বিসিএস ১৮তম ]
ফজলুর রহমান খান স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিংয়ের অন্যতম পথিকৃৎ। তিনি আমেরিকার শিকাগো শহরে অবস্থিত বিখ্যাত সিয়ার্স টাওয়ারের স্থপতি। তিনি তার স্বতন্ত্র নির্মাণ কৌশলের স্বীকৃতিস্বরূপ লাভ করেছিলেন নানা আন্তর্জাতিক পুরস্কার ও সম্মাননা। যেমন- ‘কন্সট্রাকশন্স ম্যান অব দ্য ইয়ার’ (১৯৭২), ‘আগা খান পদক’ (১৯৮৩) ইত্যাদি।
৫৫. ‘বাঙ্গালীর ইতিহাস’ বইটির লেখক কে?
[ বিসিএস ১৮তম ]
এটি বাঙালিদের নৃতাত্ত্বিক বিশ্লেষণে একটি গবেষণাধর্মী গ্রন্হ। এরূপ ইতিহাস বিষয়ক আরো কিছু গ্রন্হ হলো বাংলা সাহিত্যের ইতিহাস (ড. কাজী দীন মুহম্মদ), মোসলেম বাংলার সামাজিক ইতিহাস (মোহাম্মদ আকরম খাঁ) ইত্যাদি।
৫৬. তৈরি পোশাক থেকে বাংলাদেশের রপ্তানি আয়ের শতকরা কত ভাগ আসে (১৯৯৫-৯৬ এর হিসাব মতে)?
[ বিসিএস ১৮তম ]
ইপিবি এর প্রতিবেদন ২০২২ অনুসারে বাংলাদেশে সবচেয়ে সবচেয়ে বেশি বৈদেশিক মুদ্রা অর্জিত হয় অর্থাৎ বাংলাদেশের সর্বাধিক রপ্তানি আয় (২০২১-২০২২) আসে তৈরি পোশাক থেকে ৪২, ৬১৩.১৬ মিলিয়ন মার্কিন ডলার। এর মধ্যে ওভেন গার্মেন্টস থেকে ১৯, ৩৯৮.৮৪ মিলিয়ন মার্কি ডলার, যা মোট রপ্তানির ৩৭.২৫% এবং নীটওয়্যার থেকে ২৩,২১৪.৩২ মিলিয়ন মার্কিন ডলার, যা মোট রপ্তানির ৪৪.৫৭%।
বাংলাদেশী সালমা খান ১৯৯৭-১৯৯৮ সালে CEDAW– এর চেয়ারপার্সন ছিলেন। CEDAW – তে বাংলাদেশের প্রতিনিধি-১. সালমা খান (মেয়াদ ১৯৯৩-২০০০ ও ২০০৩ - ২০০৬), ২.ফেরদৌস আরা (মেয়াদ ১ জানুয়ারি ২০০৭ - ৩১ ডিসেম্বর ২০১০) ও ৩. ইসমাত জাহান (মেয়াদ ১ জানুয়ারি ২০১১ – ৩১ ডিসেম্বর ২০১৪ ও ২০১৫-২০১৮) ।
গাছের নাম | বৈশিষ্ট্য |
---|---|
চাপালিশ | ক্রান্তীয় চিরসবুজ পাহাড়ি বনে এ গাছ পাওয়া যায়। |
কেওড়া | উপকূলীয় বনায়নের উল্লেখযোগ্য বৃক্ষ। |
গেওয়া | দিয়াশলাই তৈরি ও খুলনার নিউজপ্রিন্ট মিলের কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয়। |
সুন্দরী | খুলনা হার্ডবোর্ড মিলের কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয়। |
৫৯. দিনাজপুর জেলার বড়পুকুরিয়ায় কিসের খনি প্রকল্প কাজ চলছে?
[ বিসিএস ১৮তম ]
বাংলাদেশে প্রথম কয়লাক্ষেত্র আবিষ্কৃত হয়- জামালগঞ্জ, জয়পুরহাট ১৯৬২ সালে। তারপর ১৯৮৫ সালে দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার চৌহালি গ্রামের বড়পুকুরিয়ায় কয়লা পাওয়া যায়। এ পর্যন্ত বাংলাদেশের আবিষ্কৃত কয়লাক্ষেত্র গুলোর মধ্যে বড়পুকুরিয়ার কয়লাই ভূ-পৃষ্ঠে স্বল্প গভীরতায় অবস্থিত। বর্তমানে এখানে থেকে কয়লা উত্তোলন শুরু হয়েছে।
৬০. বাংলাদেশে বিদ্যুৎ শক্তির উৎস-
[ বিসিএস ১৮তম ]
দেশের বিভিন্ন বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে প্রাকৃতিক গ্যাস ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে। তবে বেসরকারি ক্ষুদ্র বিদ্যুৎকেন্দ্রে খনিজ তেল ব্যবহার করা হয়।
৬১. ধলেশ্বরী নদীর শাখা নদী কোনটি?
[ বিসিএস ১৮তম ]
ব্রহ্মপুত্র-যমুনা নদীর উপনদী ধরলা এবং প্রধান শাখানদী পুরানো ব্রহ্মপুত্র ও ধলেশ্বরী। আবার ধলেশ্বরী নদীর প্রশাখা হচ্ছে বুড়িগঙ্গা এবং পুরানো ব্রহ্মপুত্র নদীর প্রশাখা হচ্ছে শীতলক্ষ্যা।
৬২. ‘Existentialism’কি?
[ বিসিএস ১৮তম ]
অস্তিত্ববাদ একটি দার্শনিক মতবাদ। এ মতবাদের প্রবক্তা সেরেন কেয়াকেগার্ড। অস্তিত্ববাদ মন নিরপেক্ষ সত্ত্বার স্বাধীন অস্তিত্ব স্বীকার করে এবং অস্তিত্ব সারসত্তার পূর্বগামী এ ধারণার উপর ও মতবাদ প্রতিষ্ঠিত।
৬৩. ‘Adult Cell’ ক্লোন করে কোন দেশে একটি ভেড়ার জন্ম হয়েছে?
[ বিসিএস ১৮তম ]
যুক্তরাজ্য বা গ্রেট ব্রিটেনের আওতাধীন স্কটল্যান্ডের এডিনবরার রোসলিন ইনস্টিটিউটের সামনে ১৯৯৬ সালের ৫ জুলাই ক্লোন ভেড়া ডলির জন্ম হয়। রোসলিন ইনস্টিটিউটের ভ্রূতত্ত্ববিদ ড. আয়ান উইলমুল ভেড়াটিকে ক্লোন করেন। ১৯৯৭ সালে ডলির জন্মের বিষয়টি ঘোষণা করা হয়।
৬৪. ‘শাহনামা’ -এর লেখক কে?
[ বিসিএস ১৮তম ]
পারস্য তথা ইরানের বিখ্যাত মহাকাব্য ‘শাহনামা’। মহাকবি ফেরদৌসী ৯৮০-১০১০ খ্রিষ্টাব্দে দীর্ঘ ৩০ বছর কঠোর পরিশ্রম করে ‘শাহনামা’ রচনা করেন। এর ভাষা ক্লাসিক ফারসি।
৬৫. ‘মেসোপটেমিয়া’ এলাকার বেশির ভাগ বর্তমানে কোন দেশে?
[ বিসিএস ১৮তম ]
খ্রিষ্টপূর্ব ২৫০০ অব্দে টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর মধ্যবর্তী উর্বর অঞ্চলে মেসোপটেমীয় সভ্যতা গড়ে ওঠে। এ অঞ্চলে সিরিয়া, ইরাক ও তুরস্ক জুড়ে বিস্তৃত হলেও অধিকাংশই বর্তমান ইরাকের অন্তর্ভুক্ত। ইরাককে প্রাচীনকালে মেসোপটেমিয়া নামে অভিহিত করা হতো।
৬৬. টলেমি কি ছিলেন?
[ বিসিএস ১৮তম ]
‘ক্ল্যাডিয়াস টলেমি’ ছিলেন বিখ্যাত জ্যোতির্বিদ। তার বিখ্যাত তিনটি গ্রন্হ ‘গাইড টু জিওগ্রাফি’, ‘অ্যালমাজেন্ট’ এবং ‘অপটিকস’।
৬৭. নোবেল পুরস্কারের প্রবর্তক আলফ্রেড নোবেল ধনী হয়েছিলেন-
[ বিসিএস ১৮তম ]
আলফ্রেড নোবেল জন্মগ্রহণ করেন সুইডেনের স্টকহোমের এক সম্ভ্রান্ত পরিবারে ১৮৩৩ সালের ২১ অক্টোবর। তিনি তার বাবার আবিষ্কৃত নাইট্রোগ্লিসারিনের সাথে ‘কিজেলগুর’ মিশিয়ে তৈরি করেন ‘ডিনামাইট’। এ ডিনামাইট আবিষ্কার করেই তিনি অর্জন করেন প্রচুর অর্থ। বিজ্ঞানী আলফ্রেড নোবেল মারা যান ১৮৯৬ সালের ১০ ডিসেম্বর । তার মৃত্যু দিবসে ঘোষণা করা হয় নোবেল পুরস্কার।
৬৮. স্টিফেন হকিং বিশ্বের একজন খুব বিখ্যাত–
[ বিসিএস ১৮তম ]
বর্তমান বিশ্বের বিখ্যাত পদার্থবিদ স্টিফেন হকিং ১৯৪২ সালের ৮ জানুয়ারি জন্মগ্রহণ করেন। তার লেখা ‘এ ব্রিফ হিস্ট্রি অফ টাইম’ একটি আলোচিত বই।
৬৯. একজন রাজনীতিবিদ সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন -
[ বিসিএস ১৮তম ]
দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন ১৯৪০-৪৫ এবং পরে ১৯৫১-৫৫ পর্যন্ত ব্রিটেনের প্রধানমন্ত্রী ছিলেন উইনস্টল চার্চিল। বিশ্বযুদ্ধের সময়কার ঘটনা নিয়ে রচনা করেন ‘History of the Second World War’ । এ গ্রন্হটির জন্য রাজনীতিবিদ চার্চিল সাহিত্যিক হিসেবে ১৯৫৩ সালে নোবেল পুরস্কার লাভ করেন।
৭০. ২০০০ সালে অলিম্পিক কোন শহরে অনুষ্ঠিত হবে?
[ বিসিএস ১৮তম ]
২০০৪ সালে গ্রিসের এথেন্সে ও ২০০৮ সালে চীনের বেইজিং – এ অলিম্পিক গেমস অনুষ্ঠিত হয়। ২০১২ সালের অলিম্পিক অনুষ্ঠিত হয় ব্রিটেনের লন্ডনে এবং ২০১৬ সালে ব্রাজিলের রিও ডি জেনেরিও শহরে । ২০২১ সালে অলিম্পিক অনুষ্ঠিত হয়েছে জাপানের টোকিওতে।
১৯৯৭ সালে মালয়েশিয়ার কুয়ালালামপুরে ষষ্ঠ আইসিসি ট্রফি অনুষ্ঠিত হয়। ষষ্ঠ আইসিসি ট্রফিতে কেনিয়াকে পরাজিত করে বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়। এ টুর্নামেন্টের প্রথম রাউন্ডে ২২টি দেশ অংশগ্রহণ করে।
৭২. সবচেয়ে শক্ত বস্তু কোনটি?
[ বিসিএস ১৮তম ]
হীরা |
|
---|
৭৩. জাতিসংঘের কোন মহাসচিব বিমান দুর্ঘটনায় মারা যায়?
[ বিসিএস ১৮তম ]
কঙ্গোতে গৃহযুদ্ধ অবসানের লক্ষ্যে বিমানে যাত্রাকালে বিমান বিধ্বস্ত হয়ে ১৯৬১ সালে জাতিসংঘের দ্বিতীয় মহাসচিব দ্যাগ হ্যামারশোল্ড ( সুইডেন) নিহত হন।
৭৪. ‘মোনালিসা’ চিত্রটির চিত্রকর কে?
[ বিসিএস ১৮তম ]
চিত্রকর | বিখ্যাত চিত্রকর্ম |
---|---|
মাইকেল এঞ্জেলো | মোজেস, পিয়েতা, ডেভিড |
লিওনার্দো দ্যা ভিঞ্চি | মোনালিসা, দ্য লাস্ট সাপার, দ্য ক্যাপটিজম অব খ্রিস্ট |
ভ্যানগগ | সানফ্লাওয়ার |
পাবলো পিকাসো | দ্য ব্লু রুম, গোয়ের্নিকা, পালোমা বা শান্তিকপোত |
৭৫. কোন দেশে ‘তালেবান’ নামক রাজনৈতিক দল ক্ষমতায় অধিষ্ঠিত?
[ বিসিএস ১৮তম ]
তালেবান নামক রাজনৈতিক গোষ্ঠী আফগানিস্তানের ক্ষমতায় অধিষ্ঠিত ছিল। ২০০১ সালের ১১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে সন্ত্রাসী হামলার পর ওসামা বিন লাদেনকে আশ্রয়দানের অজুহাত তুলে মার্কিন যুক্তরাষ্ট্র আফগানিস্তান আক্রমণ করে তালেবানদের ক্ষমতাচ্যুত করে। তবে ১৫ই আগস্ট ২০২১ সালে তারা আবার ক্ষমতা দখল করেছে।
৭৬. সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে কতক্ষণ সময় লাগে?
[ বিসিএস ১৮তম ]
• সূর্য থেকে পৃথিবীর দূরত্ব ৯ কোটি ৩০ লক্ষ মাইল। • আলোর গতি প্রতি সেকেন্ডে ১ লক্ষ ৮৬ হাজার মাইল। • সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে ৫০০ সেকেন্ড বা ৮ মিনিট ২০ সেকেন্ড বা ৮.৩২ মিনিট।
৭৭. কোনটি স্তন্যপায়ী প্রাণী নয়?
[ বিসিএস ১৮তম ]
যে সকল প্রাণী বাচ্চা প্রসব করে এবং বাচ্চা মায়ের দুধ পান করে বড় হয় তাকে স্তন্যপায়ী প্রাণী বলে। হাতি, তিমি, বাদুর স্তন্যপায়ী প্রাণী। কুমির ডিম দেয় এবং সরীসৃপ প্রাণী।
৭৮. এই শতাব্দীর সবচেয়ে উজ্জ্বল ধূমকেতু কোনটি?
[ বিসিএস ১৮তম ]
ধূমকেতু | তথ্য |
---|---|
হেলবপ | আবিষ্কারক: মার্কিন জ্যোতির্বিদ এলান হেল ও টমাস বপ (১৯৯৫)। ১৯৯৫ সালের মার্চ-এপ্রিল মাসে বাংলাদেশ হতে এ ধূমকেতুটি দেখা গিয়েছিল। |
৭৯. ‘গ্যালিলিও’ কি?
[ বিসিএস ১৮তম ]
গ্যালিলিও হলো একটি ইউরোপীয় গ্লোবাল স্যাটেলাইট নেভিগেশন সিস্টেম (GNSS)। এটি মূলত একটি অত্যাধুনিক এবং স্বাধীন নেভিগেশন সিস্টেম, যা জিপিএস (GPS) এবং গ্লোনাস (GLONASS) এর মতো অন্যান্য সিস্টেমের পরিপূরক হিসেবে কাজ করে।
মার্কিন বিজ্ঞানী টমাস আলভা এডিসন বিজ্ঞানকে সাধারণ মানুষের কাজে লাগানোর জন্য বিভিন্ন ব্যবহারিক যন্ত্র আবিষ্কার করেন। যেমন- বৈদ্যুতিক বাল্ব, সিনেমাস্কোপ, ফনোগ্রাফ ইত্যাদি।
কোনো নির্দিষ্ট সময়ে পৃথিবীর একদিকে রাত এবং অপর দিকে দিন হয়। অর্থাৎ পৃথিবীর একদিক আলোকিত থাকে এবং অপর দিক অন্ধকারাচ্ছন্ন থাকে। পৃথিবীর এ আলোকিত ও অন্ধকারাচ্ছন্ন অংশের সীমারেখাকে ছায়াবৃত্ত বলে। প্রভাতের কিছুক্ষণ পূর্বে যে ক্ষীণ আলো দেখতে পাওয়া যায় তাকে ঊষা বলে এবং সন্ধ্যার কিছুক্ষণ পূর্বে যে সময় ক্ষীণ আলো থাকে সে সময়কে বলা হয় গোধূলি।
৮২. সমুদ্র পৃষ্ঠে বায়ুর স্বাভাবিক চাপ কত?
[ বিসিএস ১৮তম ]
বায়ু তার ওজনের জন্য চতুর্দিকে যে চাপ দেয় তাকে বায়ুর চাপ বলে। সমুদ্র সমতল অর্থাৎ নিম্নস্তরে বায়ুর চাপ সবচেয়ে বেশি। কারণ নিম্নস্তরে বায়ুর ওজন ও গভীরতা বেশি থাকে। সমুদ্র পৃষ্ঠে বায়ুর চাপ প্রতিবর্গ সে.মি. এ ১০ নিউটন বা ৭৬ সে.মি.।
৮৩. ভূমধ্যসাগর ও আটলান্টিক মহাসাগরের মধ্যে কোন প্রণালীর অবস্থান?
[ বিসিএস ১৮তম ]
জিব্রাল্টার প্রণালি মরক্কো ও স্পেনকে পৃথক করেছে। হরমুজ, দার্দানেলিশ ও বসফরাস প্রণালি যথাক্রমে পারস্য উপসাগর–ওমান উপসাগর, ইজিয়ান সাগর-মর্মর সাগর, মর্মর সাগর-কৃষ্ণ সাগরের মধ্যে অবস্থিত।
৮৪. আকাশের উজ্জ্বলতম নক্ষত্র কোনটি?
[ বিসিএস ১৮তম ]
আকাশের উজ্জ্বলতম নক্ষত্র হচ্ছে ‘লুব্ধক’। ‘ধ্রুবতারা’ হচ্ছে উত্তর গোলার্ধের আকাশের আপাত স্থির উজ্জ্বল নক্ষত্র। ‘প্রক্সিমা সেন্টারাই’ পৃথিবীর (সূর্য ছাড়া) নিকটতম নক্ষত্র এবং পুলহ হচ্ছে সপ্তর্ষিমণ্ডলের একটি নক্ষত্র।
৮৫. জোয়ার-ভাঁটার তেজকটাল কখন হয়?
[ বিসিএস ১৮তম ]
অমাবস্যা ও পূর্ণিমা তিথিতে জোয়ার-ভাটার তেজকটাল হয়। এই সময় সূর্য, চন্দ্র ও পৃথিবী প্রায় একই সরলরেখায় অবস্থান করে। ফলে সূর্য ও চন্দ্রের মিলিত আকর্ষণ পৃথিবীর জলরাশির ওপর সবচেয়ে বেশি প্রভাব ফেলে এবং স্বাভাবিকের চেয়ে উঁচু জোয়ার ও নিচু ভাটার সৃষ্টি হয়। অমাবস্যার সময় সূর্য ও চন্দ্র পৃথিবীর একই পাশে থাকে, তাই তাদের মিলিত আকর্ষণ সবচেয়ে শক্তিশালী হয়। অন্যদিকে, পূর্ণিমার সময় সূর্য ও চন্দ্র পৃথিবীর বিপরীত পাশে থাকে, কিন্তু তাদের আকর্ষণও একই সরলরেখায় কাজ করে। তাই উভয় তিথিতেই জোয়ার-ভাটার তেজকটাল দেখা যায়।
প্রশ্নে দেয়া শর্ত অনুযায়ী:
প্রথম ৫টি সংখ্যার যোগফল:
৮৮. কোন ভগ্নাংশটি থেকে বড়?
[ বিসিএস ১৮তম ]
এখন দেখি, কোন ভগ্নাংশটি
ক.
খ.
গ.
ঘ.
∴
### ধাপ ১: প্রথম ৪ দ্বারা বিভাজ্য সংখ্যা নির্ণয়
১২ কে ৪ দ্বারা ভাগ করলে ভাগফল হয় ৩, এবং কোনো ভাগশেষ থাকে না। তাই ১২ হলো প্রথম ৪ দ্বারা বিভাজ্য সংখ্যা।
### ধাপ ২: শেষ ৪ দ্বারা বিভাজ্য সংখ্যা নির্ণয়
৯৬ কে ৪ দ্বারা ভাগ করলে ভাগফল হয় ২৪, এবং কোনো ভাগশেষ থাকে না। তাই ৯৬ হলো শেষ ৪ দ্বারা বিভাজ্য সংখ্যা।
### ধাপ ৩: সমান্তর ধারা ব্যবহার করে সংখ্যাগুলো গণনা
এখানে সমান্তর ধারার প্রথম পদ (
সমান্তর ধারার পদ সংখ্যা নির্ণয়ের সূত্র:
৬, ৮, ১০ এর গাণিতিক গড়:
৯১. যদি এবং হয়, তাহলে কত?
[ বিসিএস ১৮তম ]
1.
2.
প্রথম সমীকরণে
৯২. ‘ক’ ও ‘খ’ দুটি সংখ্যা। ‘ক’ এর এবং ‘খ’ এর যোগ করলে ৪৫ হয়। ‘খ’ এর এবং ক এর যোগ করলে ৫০ হয়। ‘ক’ ও ‘খ’ এর মান কত?
[ বিসিএস ১৮তম ]
প্রশ্নে প্রদত্ত শর্ত অনুযায়ী আমরা দুটি সমীকরণ পাই:
1.
2.
প্রথম সমীকরণটি
প্রথমে সমীকরণ (3) কে সমাধান করি:
এখন,
অতএব, ক এবং খ এর মান যথাক্রমে ৫০ এবং ৬০।
৯৩. তিনটি মেশিন একটি কাজ যথাক্রমে ৪, ৫ ও ৬ ঘণ্টায় করতে পারে। দুটি মেশিনে সর্বোচ্চ ক্ষমতায় কাজ করে এক ঘন্টায় কতটুকু কাজ করতে পারবে?
[ বিসিএস ১৮তম ]
মেশিন
মেশিন
মেশিন
সর্বোচ্চ ক্ষমতায় দুটি মেশিন এক ঘন্টায় যতটুকু কাজ করতে পারে, সেটি বের করতে আমাদের তাদের কাজের গড় বের করতে হবে।
সবচেয়ে বেশি কাজ করতে পারে
প্রশ্নে দেয়া শর্ত অনুযায়ী, ৩০% পরীক্ষার্থী পাস করেছে।
অতএব, পাস করেছে
আরও জানা গেছে, যারা পাস করতে পারেনি তাদের সংখ্যা:
৯৫. ৩৬০০ টাকা করে দুটি চেয়ার বিক্রয় করা হয়েছে। একটি ২০% লাভে এবং অন্যটি ২০% লোকসানে বিক্রয় করা হয়েছে। সব মিলিয়ে কত লোকসান হয়েছে?
[ বিসিএস ১৮তম ]
প্রথম চেয়ারটি ২০% লাভে বিক্রি হয়েছে:
এখন, দুটি পাইপ একসঙ্গে ১ ঘন্টায় চৌবাচ্চার যে অংশ ভর্তি করে:
এখন, চৌবাচ্চার
এখন দুইজনের মোট চলার গতি:
৯৮. ৫৬ ফুট ব্যাসের বৃত্তাকার ক্ষেত্রকে একই ক্ষেত্রফলের একটি বর্গক্ষেত্র করলে, বর্গক্ষেত্রের যে কোনো এক দিকের দৈর্ঘ্য কত হবে?
[ বিসিএস ১৮তম ]
তাহলে,
৯৯. একটি বাড়ি ৪০ ফুট উঁচু। একটি মইয়ের তলদেশ মাটিতে বাড়িটির দেয়াল থেকে ৯ ফুট দূরে রাখা আছে। উপরে মইটি বাড়িটির ছাদ ছুঁয়ে আছে। মইটি কত ফুট লম্বা?
[ বিসিএস ১৮তম ]
ধরি, মইটির দৈর্ঘ্য
১০০. ১ হতে ১০০ পর্যন্ত সংখ্যা সমূহের যোগফল কত?
[ বিসিএস ১৮তম ]