বিসিএস ২৬তম
১. Ballad কি?
[ বিসিএস ২৬তম ]
Ballad শব্দের বাংলা পরিভাষা ‘গীতি-কাহিনি কাব্য’ বা ‘গীতিকা’। এটা একটা গান, গল্প বা গল্প ও কথা- যার কোনো সাহিত্যিক রূপ নেই বা সাহিত্যের ভাণ্ডারে লিখিত হয়ে বিধৃত হয়নি। এটা অলিখিত অবস্থায় লোকের মুখে মুখে চলে এসেছে ইংরেজীতে একে বলা হয় ব্যালাড (Ballad)। এই শব্দটি ল্যাটিন Balare থেকে এসেছে। ইউরোপে প্রাচীনকালে নাচের সাথে যে কবিতা গীত হতো তাকেই ‘Ballad’ বা গীতিকা বলা হতো।
২. ‘শাহ্নামা’ মৌলিক গ্রন্থটি কার?
[ বিসিএস ২৬তম ]
ইরানের বিখ্যাত মহাকাব্য ‘শাহ্নামা’ গজনির পজনভি রাজবংশের অধিপতি সুলতান মাহমুদের রাজসভার কবি আবুল কাসিম মনসুর ফেরদৌসী রচনা করেন।
৩. ড. মুহম্মদ শহীদুল্লাহর বাংলা সাহিত্যের ইতিহাস গ্রন্থের নাম-
[ বিসিএস ২৬তম ]
ড. মুহম্মদ শহীদুল্লাহ তার কর্মময় জীবনে বহু গ্রন্থ রচনা করে গেছেন। তার রচিত গবেষণা ও ভাষাতত্ত্ব বিষয়ক গ্রন্থগুলোর মধ্যে রয়েছে- ‘বাংলা সাহিত্যের কথা’ (১ম খণ্ড ১৯৫৩, ২য় খণ্ড ১৯৬৫), বাংলা ভাষার ইতিবৃত্ত (১৯৬৫), ভাষা ও সাহিত্য (১৯৩১) ইত্যাদি। ‘বঙ্গভাষা ও সাহিত্য’ গ্রন্থটি লিখেছেন ডা. দীনেশচন্দ্র সেন; ‘বাঙ্গালা সাহিত্যের ইতিহাস’ (প্রবন্ধ/৪ খণ্ড) গ্রন্থটি লিখেছেন ড. সুকুমার সেন এবং ‘বাংলা সাহিত্যের ইতিবৃত্ত’ (প্রবন্ধ) লিখেছেন মুহাম্মদ আব্দুল হাই ও সৈয়দ আলী আহসান যৌথভাবে।
৪. ‘চৌ-হদ্দি’ শব্দটি কোন কোন ভাষার শব্দ মিলে হয়েছে?
[ বিসিএস ২৬তম ]
‘চৌ-হদ্দি’ হলো চৌ + হদ্দি। এখানে ‘চৌ’ অংশটুকু ফারসি এবং ‘হদ্দ’ অংশটুকু আরবি ভাষার শব্দ। ফারসি ‘চৌ’ অর্থ চার এবং ‘হদ্দ’ অর্থ সীমানা। সুতরাং চৌ-হদ্দি শব্দের অর্থ চতুঃসীমা। যেমন- বাড়ি বা জমির চৌহদ্দি।
৫. ‘রুপ লাগি আঁখি ঝুরে গুণে মন ভোর’ কার রচনা?
[ বিসিএস ২৬তম ]
চৈতন্য পরবর্তী বৈষ্ণব পদাবলীর কবি জ্ঞানদাস (ষোড়শ শতাব্দী) রচিত উক্ত পদটি কৃষ্ণানুরাগ বিষয়ক বিখ্যাত পদ। তার রচিত পদের স্বাভাবিক সৌন্দর্য; মাধুর্য ও সূক্ষ্মতা একমাত্র চণ্ডীদাসের পদের সাথেই তুলনা হতে পারে। আক্ষেপানুরাগ, রূপানুরাগ ও মাথুরবিষয়ক পদ রচনায় তিনি অসাধারণ কৃতিত্ব প্রদর্শন করেন।
৬. ‘সাজাহান’ নাটকের প্রথম রচয়িতা কে?
[ বিসিএস ২৬তম ]
‘সাজাহান’ একটি ঐতিহাসিক নাটক। দ্বিজেন্দ্রলাল রায় (১৮৬৩-১৯১৩) রচিত এ নাটকটি ১৯০৯ সালে প্রথম প্রকাশিত হয়। দ্বিজেন্দ্রলাল রায় রচিত অন্যান্য ঐতিহাসিক নাটকের মধ্যে রয়েছে- নূরজাহান (১৯৮০), প্রতাপসিংহ (১৯০৫), সিংহল বিজয় (১৯১৬) ইত্যাদি।
৭. ‘নেমেসিস’ নাটকে নূরুল মোমেন কোন বিষয়কে তুলে ধরেছেন?
[ বিসিএস ২৬তম ]
নেমেসিস নাটকে নূরুল মোমেন দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর দুর্ভিক্ষ, মজুতদারদের পিশাচবৃত্তি ও নিরন্নদের হাহাকারের বাস্তব চিত্র তুলে ধরেছেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ঘটনাবলি এ নাটকের উপজীব্য নয়। নাটকটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে সংঘটিত পঞ্চাশের মন্বন্তর (১৩৫০ বঙ্গাব্দ) বা ১৯৪৩ সালের দুর্ভিক্ষকে উপজীব্য করে রচিত। প্রশ্নে ‘উনপঞ্চাশের মন্বন্তরের পরিবর্তে ‘পঞ্চাশের মন্বন্তর’ থাকলে তা হতো সঠিক উত্তর।
৮. ভারতচন্দ্র রায়গুণাকর কোন রাজসভার কবি?
[ বিসিএস ২৬তম ]
ভারতচন্দ্র রায়গুণাকর আঠারো শতকের বাংলা মঙ্গলকাব্য ধারার অন্যতম কবি। তিনি নবদ্বীপাধিপতি মহারাজ কৃষ্ণচন্দ্রের রাজসভায় ‘সভাকবি’ নিযুক্ত হন। কৃষ্ণচন্দ্রের আদেশে তিনি ‘অন্নদামঙ্গল’ (১৭৫২) কাব্যটি রচনা করেন। পরবর্তীতে এ রচনা তাকে মহারাজ কর্তৃক ‘রায়গুণাকর’ উপাধি লাভ করিয়ে দেয়। তিনিই মধ্যযুগের শেষ কবি।
সঠিক হবে প্রযোজক ধাতু। মৌলিক ধাতুর পরে প্রেরণার্থ (অপরকে নিয়োজিত করা অর্থে) ‘আ’ প্রত্যয় যোগ করে যে ধাতু গঠিত হয় তাকেই প্রযোজক বা ণিজন্ত ধাতু বা কখনও কখনও কর্মবাচ্যের ধাতু বলা হয়। অন্যদিকে নাম ধাতু হলো বিশেষ্য, বিশেষণ ও অনুকার অব্যয়ের পরে ‘আ’ প্রত্যয় যোগে গঠিত ধাতু এবং সংযোগমূলক ধাতু হলো বিশেষ্য, বিশেষণ বা ধ্বন্যাত্মক অব্যয়ের সাথে কর, দে, পা, খা, ছাড় ইত্যাদি মৌলিক ধাতুর সংযোগে গঠিত ধাতু। যেমন-ঘুম (বিশেষ্য) + আ + ক্রিয়া বিভক্তি = ঘুমাচ্ছে (নাম ধাতু) যোগ (বিশেষ্য) + কর (ধাতু) = যোগ কর (সংযোগমূলক ধাতু)
১০. ‘মহুয়া’ পালাটির রচয়িতা-
[ বিসিএস ২৬তম ]
মহুয়া ময়মনসিংয়ের পূর্বাঞ্চল থেকে সংগৃহীত একটি পালা গান। দ্বিজ কানাই প্রণীত এই পালা চন্দ্রকুমার দে সংগ্রহ করেন এবং পরবর্তীতে তা ময়মনসিংহ গীতিকায় অন্তর্ভুক্ত হয়।
১১. ফোর্ট উইলিয়াম কলেজে বাংলা বিভাগ খোলা হয়-
[ বিসিএস ২৬তম ]
ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলায় কর্তৃত্ব প্রতিষ্ঠা করার পর প্রশাসন চালাতে এ দেশী ভাষাজ্ঞান, সাহিত্য, সমাজ, ইতিহাস ইত্যাদি জানার প্রয়োজন অনুভব করে ১৮০০ খ্রিস্টাব্দের ১৮ আগস্ট ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করে। কোম্পানির তরুণ কর্মকর্তাদের প্রশিক্ষণ দানই ছিল এর প্রধান কাজ। ১৮০১ খ্রিস্টাব্দে উইলিয়াম কেরির নেতৃত্বে ফোর্ট উইলিয়াম কলেজে বাংলা বিভাগ চালু করা হয়।
১২. কে সর্বপ্রথম বাংলা টাইপ সহযোগে বাংলা ব্যাকরণ মুদ্রণ করেন?
[ বিসিএস ২৬তম ]
১৭৪৩ খ্রিস্টাব্দে পর্তুগিজ পাদ্রি মানো এল দা আসসুম্পসাঁও পর্তুগিজ ভাষায় একটি বাংলা ব্যাকরণ ও একটি পর্তুগিজ বাংলা শব্দকোষ প্রণয়ন করেন, যা ছিল বাংলা ভাষার প্রথম ব্যাকরণ ও শব্দকোষ। পরবর্তীতে ১৭৭৮ খ্রিস্টাব্দে নাথানিয়েল ব্রাসি হ্যালহেড নামক ইংরেজ পণ্ডিত ইংরেজি ভাষায় ‘A Grammar of the Bengal Language’ নামে প্রথম বাংলা ব্যাকরণ রচনা করেন। এ গ্রন্থ মুদ্রণে সর্বপ্রথম ধাতুতে খোদাই বাংলা হরফ ব্যবহৃত হয়। গ্রন্থটির আংশিক বাংলা হরফে মুদ্রণ করা হয়েছিল।
১৩. ‘তত্ত্ববোধিনী’ পত্রিকার সম্পাদক ছিলেন-
[ বিসিএস ২৬তম ]
সাহিত্য, বিজ্ঞান, দর্শন, ইতিহাস, রাজনীতি, সামাজিক ও অর্থনৈতিক সমস্যা ইত্যাদি বিষয় নিয়ে ১৮৪৩ সালে ‘তত্ত্ববোধিনী’ পত্রিকাটি যাত্রা শুরু করে। তখন পত্রিকার সম্পাদনা করতেন অক্ষয়কুমার দত্ত। অন্যদিকে ঈশ্বরচন্দ্র গুপ্তের সম্পাদনায় ‘সংবাদ প্রভাকর’ (১৮৩১) ও ‘সংবাদ রত্নাবলী’ (১৮৩২) এবং বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সম্পাদনায় ‘বঙ্গদর্শন’ (১৮৭২) পত্রিকা প্রকাশিত হয়। প্যারীচাঁদ মিত্রের সম্পাদনায় মাসিক পত্রিকা (১৮৫৪) প্রকাশিত হয়।
১৪. কোনটি দীনবন্ধু মিত্রের রচনা?
[ বিসিএস ২৬তম ]
দীনবন্ধু মিত্র (১৮৩০-১৮৭৩ খ্রি) বাংলা সাহিত্যের একজন প্রখ্যাত নাট্যকার। তার উল্লেখযোগ্য নাটকগুলোর মধ্যে রয়েছে- ‘নীলদর্পণ’ (১৮৬০), ‘সধবার একাদশী’ (১৮৬৬), ‘কমলে কামিনী’ (১৮৭৩), ‘নবীন তপস্বিনী’ (১৮৬৩), ইত্যাদি। ‘ভদ্রার্জুন’ হলো তারাচরণ শিকদার রচিত নাটক, যা বাঙালি লিখিত প্রথম মৌলিক নাটক হিসেবে স্বীকৃত। রামনারায়ণ তর্করত্নের চক্ষুদান প্রহসন মূলক গ্রন্থ।
১৫. কোন গ্রন্থটি মহাকাব্য?
[ বিসিএস ২৬তম ]
মহাকাব্য হলো কোনো জাতির উত্থান-পতনের কাহিনি ওজস্বী ছন্দে বর্ণিত সাহিত্যকর্ম। কিছু বিখ্যাত মহাকাব্য হলো রামায়ণ (বাল্মীকি), মহাভারত (কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস), মেঘনাদবধ কাব্য (মাইকেল মধুসূদন দত্ত, ১৮৬১), বৃত্রসংহার-১ম ও ২য় খণ্ড (হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়, ১৮৭৫ ও ১৮৭৭), মহাশ্মশান (কায়কোবাদ, ১৯০৪), স্পেন বিজয় (সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী, ১৯১৪), ইলিয়াড (হোমার), প্যারাডাইস লস্ট (মিল্টন) ইত্যাদি। ‘বৃত্র’ নামক অসুর কর্তৃক স্বর্গবিজয় ও দেবরাজ ইন্দ্র কর্তৃক স্বর্গের অধিকার পুনঃস্থাপন ও বৃত্রাসুরের নিধনই ‘বৃত্রসংহার’ মহাকাব্যের উপজীব্য।
১৬. ‘বত্রিশ সিংহাসন’ কার রচনা?
[ বিসিএস ২৬তম ]
ভাষাবিদ মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার (১৭৬২-১৮১৯) ছিলেন উইলিয়াম কেরির অধীন পণ্ডিত। তিনি অধ্যাপনার পাশাপাশি ফোর্ট উইলিয়াম কলেজের লেখকগণের মধ্যে সর্বশ্রেষ্ঠ লেখক হিসেবে প্রতিষ্ঠিত ছিলেন। তিনি উইলিয়াম কেরির উৎসাহে বত্রিশ সিংহাসন (১৮০২), রাজাবলি (১৮০৮), হিতোপদেশ (১৮০৮), বেদান্তচন্দ্রিকা (১৮১৭) ও প্রবোধচন্দ্রিকা (১৮৩৩) গ্রন্হগুলো রচনা করেন।
১৭. ‘ঠকচাচা’ চরিত্রটি কোন উপন্যাসের?
[ বিসিএস ২৬তম ]
গ্রন্থের নাম | গ্রন্থের ধরন | রচয়িতা | উল্লেখযোগ্য চরিত্র |
---|---|---|---|
আলালের ঘরের দুলাল | উপন্যাস | প্যারীচাঁদ মিত্র | ঠকচাচা |
বুড় সালিকের ঘাড়ে রোঁ | প্রহসন | মধুসূদন দত্ত | ভক্তপ্রসাদ বাবু, পুঁটি |
সধবার একাদশী | প্রহসন | দীনবন্ধু মিত্র | নিমচাঁদ, কেনারাম |
হুতোম প্যাঁচার নক্শা | উপন্যাস | কালীপ্রসন্ন সিংহ | দনুবাবু |
১৮. ‘উদাসীন পথিকের মনের কথা’ কোন জাতীয় রচনা?
[ বিসিএস ২৬তম ]
‘উদাসীন পথিকের মনের কথা’ মুসলমান নাট্যকার মীর মশাররফ হোসেন রচিত একটি আত্মজৈবনিক উপন্যাস।
১৯. ‘তাজকেরাতুল আওলিয়া’ অবলম্বনে ‘তাপসমালা’ কে রচনা করেন?
[ বিসিএস ২৬তম ]
শেখ ফরীদুদ্দীন সাত্তারের ফারসি ভাষায় রচিত ‘তাজকেরাতুল আওলিয়া’ অবলম্বনে ভাই গিরিশচন্দ্র সেন ‘তাপসমালা’ গ্রন্থ টি রচনা করেন। উল্লেখ্য, গিরিশচন্দ্র সেন প্রথম বাংলায় পূর্ণাঙ্গ কুরআন শরীফ অনুবাদ করেন।
২০. কোন নাটকটি সেলিম আল দীনের?
[ বিসিএস ২৬তম ]
‘মুনতাসীর ফ্যান্টাসী’ বিশিষ্ট নাট্যকার সেলিম আল দীনের একটি প্রতীকাশ্রয়ী কৌতুক নাটক। নাট্যকার তার নাট্যচর্চার শুরুর দিকে লেখা ও নাটকটির নাম ‘মুনতাসীর ফ্যান্টাসী’ রাখলেও পরে ফ্যান্টাসী বাদ দিয়ে শুধুই ‘মুনতাসীর’ নামকরণ করেন। ‘পায়ের আওয়াজ পাওয়া যায়’ সৈয়দ শামসুল হকের, ‘কবর’ (১৯৬৬) মুনীর চৌধুরীর এবং ‘বহুব্রীহি’ হুমায়ূন আহমেদের উল্লেখযোগ্য সাহিত্যকর্ম।
২১. আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কোন সালে স্বীকৃত হয়?
[ বিসিএস ২৬তম ]
বাঙালি জাতির ১৯৫২ সালের আত্মত্যাগের দীর্ঘ ৪৭ বছর পর ১৯৯৯ সালের ১৭ নভেম্বর UNESCO ২১ ফেব্রুয়ারিকে ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ হিসেবে স্বীকৃতি প্রদান করে। ২০০০ সালের ২১ ফেব্রুয়ারি UNESCO-র ১৮৮ টি সদস্য রাষ্ট্রে এটি প্রথমবারের মতো পালিত হয়।
২২. বাংলা একাডেমি কোন সালে প্রতিষ্ঠিত হয়?
[ বিসিএস ২৬তম ]
ভাষা আন্দোলনের পরিপ্রেক্ষিতে ১৯৫৫ সালের ৩ ডিসেম্বর বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয়। বাংলা একাডেমি ভবনের পূর্বনাম বর্ধমান হাউস। বাংলা একাডেমির প্রথম পরিচালক ড. মুহম্মদ এনামুল হক এবং প্রথম মহাপরিচালক ড. মাযহারুল ইসলাম।
২৩. ‘দারিদ্র্য’ কবিতাটি নজরুল ইসলামের কোন কাব্যের অন্তর্ভুক্ত?
[ বিসিএস ২৬তম ]
বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের (১৮১৯-১৯৭৬) ‘সিন্ধু-হিন্দোল’ কাব্যগ্রন্থের অর্ন্তভুক্ত ‘দারিদ্র্য’ কবিতাটি। কাব্যগ্রন্থটি ১৯২৭ সালে প্রকাশিত হয়।
২৪. কোন শব্দটি ফারসি?
[ বিসিএস ২৬তম ]
‘পেরেশান’ শব্দটি ফারসি শব্দ, যার অর্থ উদ্বিগ্ন বা চিন্তিত। ‘তকদির’ শব্দটি আরবি শব্দ, যার অর্থ অদৃষ্ট, নসিব বা ভাগ্য। ‘মুসাফির’ শব্দটি আরবি শব্দ,যার অর্থ বিদেশে ভ্রমণকারী ব্যক্তি। ‘মজলুম’ শব্দটিও আরবি শব্দ ,যার অর্থ অত্যাচারিত।
২৫. উপসর্গ কোনটি?
[ বিসিএস ২৬তম ]
‘অতি’ একটি সংস্কৃত বা তৎসম উপসর্গ। এটা অধিক, অতিক্রান্ত, অনুচিত ইত্যাদি অর্থে বাক্যে যুক্ত করা হয় । অন্যদিকে থেকে, চেয়ে ও দ্বারা তিনটি অব্যয় পদ।
২৬. দাপ্তরিক কোন শব্দটি ইংরেজি ভাষা থেকে আগত?
[ বিসিএস ২৬তম ]
‘এজেন্ট’ (agent) ইংরেজি ভাষা থেকে আগত একটি শব্দ। এটার অর্থ শাসক, ব্যবসায়ী বা অন্য কারো প্রতিনিধি বা উকিল। ‘দাখিল’ শব্দটি এসেছে আরবি ভাষা থেকে যার অর্থ পেশ বা উপস্থাপন করা । ‘আইন’ শব্দটি এসেছে ফারসি ভাষা থেকে, যার অর্থ সরকারি বিধি, বিধান বা কানুন। ‘মুচলেকা’ শব্দটি এসেছে তুর্কি ভাষা থেকে, যার অর্থ শর্তভঙ্গ করলে দণ্ডভোগ করতে হবে- এই মর্মে লিখিত অঙ্গীকারপত্র।
২৭. ‘নেমেসিস’ কোন জাতীয় রচনা?
[ বিসিএস ২৬তম ]
বিশিষ্ট নাট্যকার নূরুল মোমেন (১৯০৬-১৯৮৯) রচিত ‘নেমেসিস’ একটি নিরীক্ষাধর্মী নাটক। নূরুল মোমেন সামাজিক সংকটের পটভূমিকায় অন্তর্দ্বন্দ্বমূলক নাট্য-চরিত্র অঙ্কন করেই অধিক খ্যাতি অর্জন করেন। নেমেসিস (১৯৪৮) নাটকটিও এ আলোকেই রচিত। তার এরূপ আরো কিছু নাটক হলো - রূপান্তর (১৯৪৭), আলোছায়া (১৯৬২), আইনের অন্তরালে (১৯৬৭) ইত্যাদি।
কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ‘তোমার সৃষ্টির পথ’ কবিতার অন্তর্গত আলোচ্য অংশটুকু তার ‘শেষলেখা’ কাব্য থেকে উদ্ধৃত হয়েছে। কবি কলকাতা থাকাকালীন জোড়াসাঁকোতে ১৯৪১ সালের ৩০ জুলাই (১৪ শ্রাবণ ১৩৪৮) কবিতাটি রচনা করেন।
২৯. ‘জয়গুন’ কোন উপন্যাসের চরিত্র?
[ বিসিএস ২৬তম ]
আবু ইসহাক (১৯২৬-২০০২ খ্রি) রচিত ‘সূর্য-দীঘল বাড়ী’ উপন্যাসের প্রধান চরিত্র হলো ‘জয়গুন’। ১৯৬২ সালে রচিত এ উপন্যাসে তিনি গ্রামীণ আর্থ-সামাজিক অবস্থা জয়গুনের সংগ্রামী জীবনের মধ্য দিয়ে ফুটিয়ে তুলতে সচেষ্ট হয়েছেন। অন্যদিকে শহীদুল্লাহ কায়সারের ‘সারেং বৌ’ উপন্যাসের উল্লেখযোগ্য চরিত্র কদম সারেং ও নবিতুন, জহির রায়হানের ‘হাজার বছর ধরে’ উপন্যাসের উল্লেখযোগ্য চরিত্র টুনি, মন্তু, মকবুল এবং শওকত ওসমানের জননী উপন্যাসের উল্লেখযোগ্য চরিত্র দরিয়া বিবি।
৩০. ‘নবান্ন’ শব্দটি কোন প্রক্রিয়ায় গঠিত?
[ বিসিএস ২৬তম ]
নবান্ন এর সন্ধি বিচ্ছেদ = নব + অন্ন।
৩১. কোনটির অর্থ পক্ক অর্থে প্রকাশ পায়?
[ বিসিএস ২৬তম ]
পাকা’ শব্দটি সাধারণত পক্ক, শুভ্র বা শুক্ল, স্থায়ী, নিপুণ, সম্পূর্ণ, খাঁটি ইত্যাদি হওয়া অর্থে ব্যবহৃত হয়। এখানে পক্ক অর্থ বোঝানো হচ্ছে 'পাকা আম' দ্বারা । অন্যদিকে পাকা বাড়ি বলতে ইটের তৈরি বাড়ি; পাকা রং বলতে স্থায়ী রং এবং পাকা কাজ বলতে নিপুণতার সাথে কৃতকাজকে বোঝানো হয়।
৩২. ‘পাখি সব করে রব রাতি পোহাইল’-পংক্তিটির রচয়িতা কে?
[ বিসিএস ২৬তম ]
মদনমোহন তর্কালঙ্কার কর্তৃক রচিত ‘শিশু শিক্ষা’ - এর একটি বিখ্যাত পঙ্ক্তি। শিশুদের শিক্ষার প্রাথমিক বই হিসেবে বইটি পাঠ্যপুস্তকরূপে অত্যন্ত জনপ্রিয়।
৩৩. ‘বনফুল’ কার ছদ্মনাম?
[ বিসিএস ২৬তম ]
ছদ্মনামটি বাংলা সাহিত্যের প্রখ্যাত কথাসাহিত্যিক বলাইচাঁদ মুখোপাধ্যায়ের (১৮৯৯-১৯৭৯খ্রি)। তিনি ‘পদ্মভূষণ’ উপাধিতে ভূষিত। প্রখ্যাত সাহিত্যিক প্রমথ চৌধুরীর (১৮৬৮-১৯৪৬খ্রি) ছদ্মনাম ‘বীরবল’ । বিশিষ্ট কবি, প্রাবন্ধিক ও সাহিত্যিক মোহিতলাল মজুমদারের (১৮৮৮-১৯৫২খ্রি) ছদ্মনাম ‘সত্যসুন্দর দাস’। বিশিষ্ট কবি যতীন্দ্রমোহন বাগচীর (১৮৭৮-১৯৪৮ খ্রি) বিশেষ কোনো ছদ্মনাম নেই।
৩৪. কাজী নজরুল ইসলামের উপন্যাস কোনটি?
[ বিসিএস ২৬তম | বিসিএস ২৪তম ]
বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের (১৮৯৯-১৯৭৬ খ্রি) দ্বিতীয় উপন্যাস ‘মৃত্যুক্ষুধা’ ১৯৩০ সালে তিনি রচনা করেন। ব্রিটিশ বিরোধী অসহযোগ আন্দোলনের পটভূমিতে উপন্যাসটি রচিত। অন্যদিকে ঝিলিমিলি (১৯৩০), আলেয়া (১৯৩২) এবং মধুমালা (১৯৫৮) তার রচিত তিনটি নাটক।
যে পূর্ণ বাক্যে একটি প্রধান খণ্ডবাক্য ও এক বা একাধিক অপ্রধান খণ্ডবাক্য পরস্পর সম্পর্কযুক্ত থাকে তাকে মিশ্র বা জটিল বাক্য বলে। যেমন - যারা মনোযোগ দিয়ে লেখাপড়া করে, তারা পরীক্ষায় কৃতকার্য হয়। সুতরাং আলোচ্য বাক্যটি মিশ্র বাক্য।
৩৬. ‘লাঠালাঠি’- এটি কোন সমাস?
[ বিসিএস ২৬তম ]
ব্যতিহার বহুব্রীহি সমাস হলো যে সমাসে একই রূপ দুটি বিশেষ্যপদ এক সাথে বসে পরস্পর একই জাতীয় কাজ করে যেমন- কানে কানে যে কথা = কানাকানি। তৎপুরুষ সমাস হলো যে সমাসে পূর্বপদের বিভক্তি লোপ পায় এবং পরপদের অর্থ প্রধানরূপে প্রতীয়মান হয়। যেমন- ঢেঁকিতে ছাঁটা = ঢেঁকিছাঁটা। কর্মধারয় সমাস হলো বিশেষণ ও বিশেষ্যপদ মিলে যে সমাস এবং বিশেষ্যের বা পরপদের অর্থই প্রধানরূপে প্রতীয়মান হয়। যেমন- নীল যে পদ্ম = নীলপদ্ম। এখানে লাঠালাঠি = লাঠিতে লাঠিতে যে যুদ্ধ, অর্থাৎ এটি ব্যতিহার বহুব্রীহি সমাস। প্রাদি সমাস হলো প্র, প্রতি, অনু প্রভৃতি অব্যয়ের সাথে কৃৎ প্রত্যয় সাধিত বিশেষ্যের সমাস। যেমন-পরি (চতুর্দিকে) যে ভ্রমণ = পরিভ্রমণ।
৩৭. ‘ভানুসিংহ ঠাকুরের পদাবলী’-এর রচয়িতা কে?
[ বিসিএস ২৬তম ]
বাংলা সাহিত্যের সর্বশ্রেষ্ঠ প্রতিভা, কবি, নাট্যকার, ঔপন্যাসিক, ছোট গল্পকার, প্রাবন্ধিক ও সুরস্রষ্টা রবীন্দ্রনাথ ঠাকুর রচিত (১৮৬১-১৯৪১ খ্রি) ‘ভানুসিংহ ঠাকুরের পদাবলী’ কাব্যগ্রন্থটি ১৮৮৪ সালে প্রকাশিত হয়।
৩৮. প্র, পরা, অপ-
[ বিসিএস ২৬তম ]
বাংলা ভাষায় ব্যবহৃত যেসব উপসর্গ সংস্কৃত ভাষা থেকে বাংলা ভাষায় ব্যবহৃত হচ্ছে সেসব উপসর্গকে বলা হয় তৎসম বা সংস্কৃত উপসর্গ। সংস্কৃত উপসর্গ প্রধানত ২০ টি । যথা: প্র, পরা, অপ, সম্, নি, অনু, অব, নির , দুর, বি, অধি, সু, উৎ, পরি, প্রতি, অভি, অতি, অপি, উপ, আ।
৩৯. টা, টি, খানা ইত্যাদি-
[ বিসিএস ২৬তম ]
পদাশ্রিত নির্দেশক হলো এক ধরনের অব্যয় বা প্রত্যয় বিশেষ, যা পদের সংখ্যা বা পরিমাণ প্রকাশ করে। যেমন - টি, টা, টু, টুকু, টুক, খান, খানা, খানি, গুলি, গুলো ইত্যাদি। পদাশ্রিত নির্দেশক বিশেষ্য ও সর্বনাম পদকে নির্দেশ করে।
৪০. কাজী নজরুল ইসলাম কোন কবিতা রচনার জন্য কারাবরণ করেন?
[ বিসিএস ২৬তম ]
কবি কাজী নজরুল ইসলাম (১৮৯৯-১৯৭৬ খ্রি) তার ‘আনন্দময়ীর আগমনে’ কবিতাটি রচনার জন্য কারারুদ্ধ হন এবং এক বছরের জন্য সশ্রম কারাদণ্ডে দণ্ডিত হন। ‘প্রলয়শিখা’ গ্রন্থের জন্য তিনি ৬ মাস কারাদণ্ডে দণ্ডিত হন। ‘বিদ্রোহী’ কবিতা রচনার জন্য তিনি বিদ্রোহী কবি হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন।
৪১. Choose the correct sentence.
[ বিসিএস ২৬তম ]
Everybody, Anybody, Somebody প্রভৃতি singular noun, তাই এর পরে singular verb বসে।
৪২. Choose the correct sentence.
[ বিসিএস ২৬তম ]
সাধারণত time এর পূর্বে in এবং on দুটি preposition-ই ব্যবহার হয়। কিন্তু এদের মধ্যে একটি সূক্ষ্ম পার্থক্য রয়েছে। যেমন - in time হলো সময় মতো বা সময়ের একটু পূর্বে।আর on time বলতে একেবারে ‘যথা সময়ে অর্থাৎ একটু আগে বা পরে নয়’ বুঝায়। তাছাড়া time এর পূর্বে preposition ‘at’ ও with সাধারণত ব্যবহৃত হয় না।
Interest for ¬- কোনো বিষয় সম্পর্কে অধিক জানার আগ্রহ প্রকাশ করতে এটি ব্যবহৃত হয়। Interest in – যেকোনো বিষয়ে আগ্রহ বোঝাতে এটি বসে। Interest with-এরূপ ব্যবহার দেখা যায় না। Interest at-খেলাধুলায় আগ্রহ বুঝাতে এটি বসে।
সাধারণত infinitive ‘to’ এর পর verb এর present form ব্যবহৃত হয়। কিন্তু ‘with a view to’, ‘forward to’ প্রভৃতি ক্ষেত্রে ব্যতিক্রম দেখা যায়। এসব ক্ষেত্রে preposition ‘to’ এর পর ‘verb + ing’ form ব্যবহৃত হয়। এ নিয়ম অনুসারে to seeing.
Interrogative sentence যদি who দিয়ে শুরু হয় তাহলে একে passive voice -এ পরিবর্তনের সময় By whom দিয়ে শুরু করতে হয় এবং Shall/will পরিবর্তিত হয়ে Shall be/will be হয়।
৪৬. Choose the correct sentence.
[ বিসিএস ২৬তম ]
সাধারণত past perfect tense -এ দুটি clause থাকে। এ দুটি clause ‘before বা after’ দ্বারা যুক্ত থাকে। clause দুটি before দ্বারা যুক্ত হলে, before এর পূর্বের clause টি past perfect tense হয় এবং পরের clause টি হয় past indefinite tense.
Devoid এমন একটি verb যার পর সব সময় ‘of’ preposition বসে। Deviod of মানে শূন্য খালি।
Lest যুক্ত sentence যে tense-এর হোক না কেন lest-এর পর সব সময় auxiliary verb ‘should’ বসে।
৪৯. The Arabian Nights ____ still a great favourite.
[ বিসিএস ২৬তম ]
‘The Arabian Nights’ একটি আরব্য উপন্যাসের নাম। এটি মূলত singular number প্রকাশ করে। তাই এর পর singular verb বসবে। কিন্তু has এবং is দুটি verb ই singular। তবে ‘The Arabian Nights’ Subject হিসেবে নিজেই এখনো প্রিয় । আর Subject যখন নিজেই কিছু হয় বা কোথাও থাকে, তখন ‘to be’ verb ব্যবহৃত হয়। এজন্য ‘be’ verb - এর রূপ হিসেবে ‘is’ ই সঠিক।
Look after- দেখাশুনা করা। Look on- দর্শক হওয়া। Look up - অভিধানে শব্দ খুঁজে বের করা। Look into - তদন্ত করা। সাধারণত পুলিশ কোনো মামলার তদন্ত করে থাকে। তাই এক্ষেত্রে into হবে।
৫১. Choose the correct spelling .
[ বিসিএস ২৬তম ]
Ascertain (অ্যাসারটেইন) একটি verb এবং এটির অর্থ নিশ্চিত করা, নির্ধারণ করা বা নিরূপণ করা কিংবা স্থির করা।
৫২. Select the correct sentence.
[ বিসিএস ২৬তম ]
Relative pronoun ‘who’ দ্বারা দুটি sentence কে যুক্ত করার সময় প্রথম বাক্যটি অপরিবর্তিত অবস্থায় প্রথমে বসে। এরপর দ্বিতীয় বাক্যের subject -এর বদলে who বসে এবং দ্বিতীয় sentence -এর অবশিষ্ট অংশ অপরিবর্তিত অবস্থায় বসে। প্রথম বাক্যের subject এবং দ্বিতীয় বাক্যের subject একই ব্যক্তি বা বস্তু হলে সাধারণত প্রথম বাক্যের subject-এর পরই who বসে।
৫৩. Complete the sentence with the correct verb from:
‘Neela ___ her hand when she was cooking dinner.
[ বিসিএস ২৬তম ]
Sequence of tense (Principal Clause -এর verb -এর tense অনুযায়ী subordinate clause -এর verb -এর নিয়ম নির্ধারিত হওয়ায় নিয়মই হলো sequence of tense)-এর নিয়মানুসারে (কিছু ব্যতিক্রম ছাড়া) principal clause -এর verb যদি past tense হয় তবে subordinate clause-এর verb ও past tense হবে। উল্লিখিত sentence টির subordinate clauses past tense এ রয়েছে। সুতরাং principal clause টিও past tense হবে।
Blow away অর্থ-এক স্থান থেকে অন্য স্থানে সরিয়ে নিয়ে যাওয়া (বাতাসে)। যেমন- We fixed the tent securely so that it wouldn't be blown away in the strong wind. Blow up অর্থ-বিস্ফোরক ব্যবহার করে ধ্বংস করা; Blow off অর্থ-অবস্থান সরানো (বাতাসে), Blow out-অর্থ আগুন নেভানো ।
‘going to’ যুক্ত active sentence কে passive voice -এর পরিবর্তন করার সময় auxiliary verb-এর tense অপরিবর্তিত থাকে। তাছাড়া ‘going to’ এর ও কোনো পরিবর্তন হয় না এবং এর পর be বসে ও principal verb এর past participle form হয়। এছাড়া voice পরিবর্তনের অন্যান্য নিয়ম অপরিবর্তিত থাকে।
৫৬. Identify the correct synonym for the word ‘Magnanimous.’
[ বিসিএস ২৬তম ]
Magnanimous | মহানুভব | Revengeful | প্রতিশোধ/হিংসাপরায়ণ |
Generous | উদার, সহৃদয় | Friendly | বন্ধুভাবাপন্ন |
Unkind | নির্দয়, নিষ্ঠুর, কঠোর |
৫৭. Fill in the blank with the correct phrase:
___ your shoes before entering the mosque.
[ বিসিএস ২৬তম ]
Put out | নিভানো | Put on | পরিধান করা |
Put off | খুলে ফেলা | Put away | কোনো জিনিস যথাস্থানে/সরিয়ে রাখা |
৫৮. Fill in the blank with the correct phrase:
He ____ arrested if he had tried to leave the country.
[ বিসিএস ২৬তম ]
Conditional Sentence এ if যুক্ত অংশ যদি past perfect tense এ হয়, তাহলে অপর অংশটিতে would have/ could have/ might have বসবে।
৫৯. Choose the right word to fill the blank:
Two of the children have to sleep in one bed, but the other three have ___ ones.
[ বিসিএস ২৬তম ]
different | বিভিন্ন/ভিন্ন | complete | সম্পূর্ণ |
seperate | পৃথক | lonely | একাকী |
৬০. Choose the right word to fill the blank:
The Democratic party’s candidate ___ defeat in the small hours of the morning.
[ বিসিএস ২৬তম ]
consent | সম্মতি দেয়া | accept | গ্রহণ করা |
agree | রাজি হওয়া | grant | অনুমোদন/মঞ্জুর করা |
৬১. The proper function of the press is surely to ___ the man in the street with facts.
[ বিসিএস ২৬তম ]
Equip | সজ্জিত করা | Proffer | দেবার প্রস্তাব, দিতে চাওয়া |
Deliver | বিলি করা | Provide | সরবরাহ করা |
৬২. Choose the right word to fill the blank:
Since his retirement, Mr. Chowdhury, who was ___ a teacher, has written four novels.
[ বিসিএস ২৬তম ]
usually | সচরাচর | already | ইতোমধ্যে |
presently | অচিরে, এক্ষুণি | formerly | সাবেক/পূর্বে/পূর্বকালে |
৬৩. Choose the right word to fill the blank:
I should appreciate it if you could complete this work ____ Thursday.
[ বিসিএস ২৬তম ]
til | পর্যন্ত/অবধি/যে পর্যন্ত না | upto | পর্যন্ত/অবধি |
until | যে পর্যন্ত না | by | নির্ধারিত সময়ের মধ্যে |
৬৪. Choose the right word to fill the blank:
It will be your task to make sure the ___ of traffic is maintained without interruption.
[ বিসিএস ২৬তম ]
Circulation | প্রচার/বিস্তার | Procession | শোভাযাত্রা |
Current | স্রোত | Flow | প্রবাহ/গতি |
৬৫. ‘Paediatric’ relates to the treatment of:
[ বিসিএস ২৬তম ]
শিশু সম্পর্কিত চিকিৎসাবিদ্যা- Paediatric
৬৬. The word ‘ecological’ is related to ___:
[ বিসিএস ২৬তম ]
Ecological | বাস্তুসংস্থান সম্পর্কিত | Atmosphere | বায়ুমণ্ডল |
Demography | জনসংখ্যা সম্পর্কিত বিদ্যা | Environment | পরিবেশ |
৬৭. The correct spelling is :
[ বিসিএস ২৬তম ]
Humorous একটি Adjective এবং এটির অর্থ রসাত্মক, সরস কৌতুকপূর্ণ।
৬৮. A ‘pilgrim’ is a person who undertakes a journey to a ____ .
[ বিসিএস ২৬তম ]
Pilgrim-তীর্থযাত্রী (ধর্মীয় স্থানের যাত্রী)। একজন Pilgrim সর্বদাই পবিত্র স্থানে (Holy Place) যাত্রা করে।
৬৯. A person who writes about his own life writes–.
[ বিসিএস ২৬তম ]
Diary | দিনপঞ্জি | Autobiography | আত্মজীবনী |
Biography | জীবনী | Chronicle | ঘটনাপঞ্জি |
৭০. What is the meaning of ‘White Elephant’?
[ বিসিএস ২৬তম ]
White Elephant -একটি Phrases & Idioms যার অর্থ- কাজে আসে না অথচ দামি ও অসুবিধাজনক।
৭১. If we want concrete proof, we are looking for–.
[ বিসিএস ২৬তম ]
বাক্যটির অর্থ : যদি আমরা ষ্পষ্ট প্রমাণ করতে চাই, আমাদের সুনির্দিষ্ট প্রমাণাদি খুঁজতে হবে।
৭২. The lights have been blown ___ by the strong wind.
[ বিসিএস ২৬তম ]
blow out - বায়ু প্রবাহের ফলে নিভে যাওয়া বুঝায় । blow up - বিস্ফোরক দ্রব্য ব্যবহারের মাধ্যমে কোনো কিছু উড়িয়ে দেওয়া। blow off - কোনো কিছু থেকে কোনো কিছু নির্গত হওয়া।
৭৩. As the sun ___, I decided to go out.
[ বিসিএস ২৬তম ]
সাধারণ নিয়মানুযায়ী principal clause যদি past tense -এ থাকে তাহলে subordinate clause অবশ্যই past tense হবে। সে হিসেবে উত্তর ‘ক’, ‘খ’ এবং ‘গ’ ভুল। অতএব, সঠিক উত্তর ‘ঘ’।
৭৪. Maiden speech means-
[ বিসিএস ২৬তম ]
Maiden speech- কোনো বক্তার প্রথম বক্তৃতা (First speech).
৭৫. ‘Out and out’ mean-
[ বিসিএস ২৬তম ]
Out and out- পুরোপুরি/সম্পূর্ণভাবে (Thoroughly).
৭৬. He divided the money ___ the two children.
[ বিসিএস ২৬তম ]
সাধারণত দুয়ের মধ্যে ভাগাভাগি বুঝাতে between বসে আর অনেকের মধ্যে ভাগাভাগি বুঝাতে among বসে। তাছাড়া দুয়ের মাঝে অবস্থিত বুঝালে in between বসে।
৭৭. No one can ___ that he is clever.
[ বিসিএস ২৬তম ]
Deny | অস্বীকার করা | Denounce | সমালোচনা করা |
Defy | দ্বন্দ্বে আহ্বান করা | Discard | পরিত্যাগ করা |
৭৮. Do not make a noise while your father ___?
[ বিসিএস ২৬তম ]
সাধারণত principal clause যদি present tense হয়। তাহলে subordinate clause যে কোনো tense এ হতে পারে। কিন্তু এখানে subordinate clause-এর শুরুতে while থাকায় তা continuous tense হবে।
৭৯. He gave up ___ football when he got married.
[ বিসিএস ২৬তম ]
কোনো বাক্যে পাশাপাশি দুটি verb বসে না। সেক্ষেত্রে দ্বিতীয় verb টির সাথে ing যোগ করে gerund করা হয়। এখানে give up একটি phrasal verb সর্বদাই (give up + verb- ing) হয়।
৮০. He has been ill ___ Friday last.
[ বিসিএস ২৬তম ]
Point of time (কোনো কাজ শুরুর সময়) এর পূর্বে since বসে। যেহেতু সে গত শুক্রবার থেকে অসুস্থ, সেহেতু এটি point of time বুঝাচ্ছে। সুতরাং এর পূর্বে since ব্যবহার করাই শ্রেয়।
৮১. ঢাকায় বাংলার রাজধানী স্থাপনের সময় মোগল সুবেদার কে ছিলেন?
[ বিসিএস ২৬তম ]
মুঘল সম্রাট জাহাঙ্গীর ক্ষমতা গ্রহণ করে শেখ আলাউদ্দিন ইসলাম খান চিশতি বাংলার সুবেদার নিয়োগ করেন। ইসলাম খান ১৬১০ সালে রাজমহল থেকে স্থানান্তরিত করে ঢাকায় বাংলার রাজধানী স্থাপন করেন এবং সম্রাট জাহাঙ্গীরের নামানুসারে ঢাকার নামকরণ করেন জাহাঙ্গীরনগর।
৮২. শিক্ষা বিভাগের ট্রেনিংয়ের শীর্ষ প্রতিষ্ঠান কোনটি?
[ বিসিএস ২৬তম ]
বিয়াম (BIAM) -এর পূর্ণরূপ বাংলাদেশ ইনস্টিটিউট অব অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ম্যানেজমেন্ট। এ প্রতিষ্ঠানটি বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের ট্রেনিং প্রদান করে। নায়েম (NIEAM) -এর পূর্ণরূপ ন্যাশনাল ইনস্টিটিউট অব এডুকেশনাল অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ম্যানেজমেন্ট। এটি শিক্ষা ক্যাডারের কর্মকর্তাদের বুনিয়াদি প্রশিক্ষণ এবং শিক্ষা প্রশাসন ও ব্যবস্থাপনা বিষয়ে ট্রেনিং প্রদান করে। টিটিসি (TTC) -এর পূর্ণরূপ হলো টিচার্স ট্রেনিং কলেজ। এটি বিএড ট্রেনিং প্রদান করে। ইউজিসি (UGC) হলো ইউনিভার্সিটি গ্র্যান্ট কমিশন বা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। এটি সরকার ও বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে যোগাযোগ বা মধ্যস্থতা বিধান করে।
৮৩. ‘সাবাশ বাংলাদেশ’ ভাস্কর্যটির শিল্পী কে?
[ বিসিএস ২৬তম ]
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মতিহার সবুজ চত্বরে মুক্তাঙ্গনের উত্তর পার্শ্বে ‘সাবাশ বাংলাদেশ’ ভাস্কর্যটি অবস্থিত। এর স্থপতি নিতুন কুণ্ডু। নিতুন কুণ্ডুর অন্যান্য ভাস্কর্যের মধ্যে রয়েছে -সার্ক ফোয়ারা (কারওয়ান বাজার), কদমফুল ফোয়ারা (জাতীয় ঈদগাহ ময়দান), সাম্পান (চট্টগ্রাম বিমানবন্দর) ইত্যাদি।
৮৪. ‘সূর্য দীঘল বাড়ি’ চলচ্চিত্রের পরিচালক কে?
[ বিসিএস ২৬তম ]
‘সূর্য দীঘল বাড়ি’ উপন্যাস অবলম্বনে চলচ্চিত্র নির্মিত হয় শেখ নিয়ামত আলী এবং মসিহউদ্দিন শাকেরের পরিচালনায়। আর মূল উপন্যাসটির রচয়িতা আবু ইসহাক। অন্যদিকে জহির রায়হান পরিচালিত চলচ্চিত্রের মধ্যে রয়েছে- কাঁচের দেয়াল (১৯৬৩), সঙ্গম (১৯৬৪), বেহুলা (১৯৬৬), জীবন থেকে নেয়া (১৯৭০), Stop Genocide (প্রামাণ্য চলচ্চিত্র), A state is Born (প্রামাণ্য চলচিত্র) ইত্যাদি।
৮৫. স্টক শেয়ারে প্রবর্তিত নতুন পদ্ধতি কোনটি?
[ বিসিএস ২৬তম ]
১৯৫৪ সালের ২৮ এপ্রিল পূর্ব পাকিস্তান স্টক এক্সচেঞ্জ অ্যাসোসিয়েশন স্থাপিত হয়। এরপর ১৯৬২ সালের ২৩ জুন এর নাম পরিবর্তন করে পূর্ব পাকিস্তান স্টক এক্সচেঞ্জ লি. এবং ১৯৬৪ সালের ১৪ মে আবার পরিবর্তন করে ঢাকা স্টক এক্সচেঞ্জ লি. (DSE) রাখা হয়। ১৯৯৫ সালে সিকিউরিটি ও এক্সচেঞ্জ কমিশন চট্টগ্রামে দেশের দ্বিতীয় স্টক এক্সচেঞ্জ প্রতিষ্ঠার অনুমোদন দেয়। এ কমিশন স্টক শেয়ারের ক্ষেত্রে বেশ কিছু উন্নয়নমূলক পদক্ষেপ গ্রহণ করে, যেমন - ডিম্যাট (demat) ব্যবস্থার শেয়ার লেনদেনে ডিপজিটরি পদ্ধতি চালু, আন্তর্জাতিক মান ও পদ্ধতি প্রবর্তন, প্রয়োজনীয় অবকাঠামো গড়ে তোলা ইত্যাদি।
৮৬. বাংলাদেশে চিনি শিল্পের ট্রেনিং ইনস্টিটিউট কোথায় অবস্থিত?
[ বিসিএস ২৬তম ]
ঈশ্বরদীতে অবস্থিত বাংলাদেশ ইক্ষু গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট ইক্ষুর ওপর নানা গবেষণা ও ইক্ষু চাষের ওপর নানা প্রশিক্ষণ প্রদান করে থাকে। এ প্রতিষ্ঠানটি ৩০টি উন্নত জাতের উচ্চ ফলনশীল আখ উদ্ভাবন করেছে। বাংলাদেশ ইক্ষু গবেষণা ইনস্টিটিউট-এর বর্তমান নাম বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউট।
৮৭. মানবাধিকার দিবস পালিত হয় কবে?
[ বিসিএস ২৬তম ]
১৯৪৮ সালের ১০ ডিসেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের উদ্যোগে সর্বজনীন মানবাধিকার ঘোষণা করা হয়। তাই প্রতি বছরের ১০ ডিসেম্বর ‘বিশ্ব মানবাধিকার দিবস’ পালিত হয়। অন্যদিকে, ২৬ জুন ‘আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস’, ১ আগস্ট ‘বিশ্ব মাতৃদুগ্ধ দিবস’ এবং ১ মে ‘আন্তর্জাতিক শ্রমিক দিবস’ বা মে দিবস।
৮৮. শহীদ চান্দু স্টেডিয়াম কোন শহরে অবস্থিত?
[ বিসিএস ২৬তম ]
১৯৬২ সালে স্টেডিয়ামটি নির্মাণের জন্য বগুড়া শহরের মালগ্রাম এলাকার ২০.৬২ একর জমি অধিগ্রহণ করা হয়। ১৯৭০ সালে নির্মাণ কাজ শুরু হলেও দুটি গ্যালারি ছাড়া অন্যকিছু নির্মাণ করা হয়নি। অতঃপর ২০০৩ সালের ৩ জুন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া স্টেডিয়ামটির নির্মাণ কাজের উদ্বোধন করেন এবং ৭ ফেব্রুয়ারি ২০০৪ স্টেডিয়ামটি উদ্বোধন করা হয়।
৮৯. বাংলা একাডেমির প্রথম মহাপরিচালক কে ছিলেন?
[ বিসিএস ২৬তম ]
ড. মুহম্মদ এনামুল হক ১৯৫৬ সালের ১ ডিসেম্বর বাংলা একাডেমির প্রথম পরিচালক হিসেবে নিযুক্ত হন। দেশ স্বাধীন হওয়ার পর সরকার পরিচালিত কেন্দ্রীয় বাংলা -উন্নয়ন বোর্ডকে বাংলা একাডেমির সাথে একীভূত করে এর কাঠামোগত পরিবর্তন আনা হয় ও পরিচালকের পদমর্যাদা মহাপরিচালকে উন্নীত করা হয়। বাংলা একাডেমির প্রথম মহাপরিচালক ছিলেন অধ্যাপক মযহারুল ইসলাম (২ জুন ১৯৭২-১২ আগস্ট ১৯৭৪) ।
৯০. বাংলাদেশের সর্ববৃহৎ ঈদের জামাত সাধারণত কোথায় হয়ে থাকে?
[ বিসিএস ২৬তম ]
কিশোরগঞ্জ জেলার শোলাকিয়ায় অনুষ্ঠিত দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ ঈদের জামায়াতে তিন থেকে সাড়ে তিন লক্ষ লোকের জামায়াত হতো। সম্প্রতি দিনাজপুরের গোর-এ শহীদ ময়দানে দেশের সর্ববৃহৎ ঈদের জামাত অনুষ্ঠিত হয়। বৃহৎ এ ঈদের জামাতে ছয় লাখ মুসল্লি একসঙ্গে নামাজ আদায় করেছেন বলে জানায় আয়োজক কমিটি।
৯১. বাংলাদেশের GDP তে কৃষিখাতের অবদান কত?
[ বিসিএস ২৬তম ]
অর্থনৈতিক সমীক্ষা ২০২৩ অনুসারে বাংলাদেশের GDP তে কৃষিখাতের অবদান ১১.২০%, শিল্পখাতের অবদান ৩৭.৫৬% এবং সেবা খাতের অবদান ৫১.২৪%
৯২. দক্ষিণ তালপট্টি দ্বীপ কোন নদীর মোহনায় অবস্থিত?
[ বিসিএস ২৬তম ]
দক্ষিণ তালপট্টি দ্বীপ |
|
৯৩. বাংলাদেশে মোট আবাদযোগ্য জমির পরিমাণ কত?
[ বিসিএস ২৬তম ]
এক নজরে বাংলাদেশ কৃষি পরিসংখ্যান সর্বশেষ তথ্য:
• মোট আবাদযোগ্য জমি ৮৮.২৯ লক্ষ হেক্টর
• জিডিপিতে কৃষিখাতের অবদান ১৩.২৯
• কৃষিতে নিয়োজিত জনশক্তি ২৪.৬৯
উৎস কৃষি ডাইরি-২০২২ (বিবিএস)।
৯৪. বাংলা নববর্ষ পহেলা বৈশাখ চালু করেছিলেন–
[ বিসিএস ২৬তম ]
কৃষিকাজের সুবিধার্থেই মুঘল সম্রাট আকবর ১৫৮৪ খ্রিষ্টাব্দের ১০/১১ মার্চ বাংলা সন প্রবর্তন করেন এবং তা ১৫৫৬ সালের ৫ নভেম্বর তার সিংহাসনে আরোহণের সময় থেকে কার্যকর হয়। হিজরি চান্দ্রাসন ও বাংলা সৌরসনকে ভিত্তি করে বাংলা সন প্রবর্তিত হয়। আর বাংলা নববর্ষ পালন শুরু করেন সম্রাট আকবরই।
৯৫. ‘কান্তজীর মন্দির’ কোন জেলায় অবস্থিত?
[ বিসিএস ২৬তম ]
দিনাজপুর শহরের ১২ মাইল উত্তরে কান্তানগরে কান্তজীর মন্দির অবস্থিত। উল্লেখ্য, কুমিল্লা জেলার ঐতিহাসিক নিদর্শনের মধ্যে রয়েছে ময়নামতি, আনন্দ বিহার, শালবন বিহার ইত্যাদি।
৯৬. মহাখালী ফ্লাইওভারে কয়টি স্প্যান আছে?
[ বিসিএস ২৬তম ]
নির্মাণ সমাপ্তির দিক থেকে মহাখালী ফ্লাইওভার দেশের প্রথম ফ্লাইওভার। মহাখালী ফ্লাইওভার উদ্বোধন করা হয় ৪ নভেম্বর ২০০৪। দৈর্ঘ্য ১০১২ মিটার, প্রস্থ ১৭.৯ মিটার, মোট পাইল ১৮টি, মোট স্প্যান ১৯টি। এর নির্মাণকারী প্রতিষ্ঠান চায়না ফার্স্ট মেটালার্জিকাল কনস্ট্রাকশন কর্পোরেশন।
৯৭. চলতি আর্থিক বাজেটে কৃষিতে ভর্তুকি কত টাকা ধরা হয়েছে?
[ বিসিএস ২৬তম ]
২০২৩-২৪ অর্থবছরে কৃষি খাতে ভর্তুকি ধরা হয়েছে ১৭,৫৫৩ কোটি টাকা।
৯৮. বাংলাদেশের সীমান্তবর্তী কোন জেলার সাথে ভারতের কোন সংযোগ নেই?
[ বিসিএস ২৬তম ]
বান্দরবানের সাথে ভারতের সংযোগ নেই। বান্দরবানের সংযোগ আছে মিয়ানমারের সাথে। বান্দরবান ছাড়া মিয়ানমারের সাথে আরো সংযোগ আছে কক্সবাজার জেলার। ভারতের সাথে বাংলাদেশের সীমান্তবর্তী জেলা ৩০টি এবং মিয়ানমারের সাথে বাংলাদেশর সীমান্তবর্তী জেলা ৩টি। উল্লেখ্য, রাঙ্গামাটিই একমাত্র জেলা, যার সাথে উভয় দেশের সীমান্ত সংযুক্ত রয়েছে।
৯৯. বাংলাদেশের একমাত্র মৎস্য গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত?
[ বিসিএস ২৬তম ]
বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট (BFRI) এর প্রধান কার্যালয় ময়মনসিংহে অবস্থিত এবং মৎস্য সম্পদের প্রকৃতি অনুযায়ী দেশে পাঁচটি গবেষণা কেন্দ্র রয়েছে: 1. স্বাদু পানি কেন্দ্র - ময়মনসিংহ 2. সামুদ্রিক মৎস্য ও প্রযুক্তি কেন্দ্র - কক্সবাজার 3. চিংড়ি গবেষণা কেন্দ্র - বাগেরহাট 4. নদী কেন্দ্র - চাঁদপুর 5. লোনাপানি কেন্দ্র - (এই কেন্দ্রটি কোথায় অবস্থিত, সে বিষয়ে আপনার উল্লেখ অনুপস্থিত ছিল, তবে সাধারণত এটি লোনাপানি বা লবণাক্ত পানি গবেষণার জন্য ব্যবহৃত হয়) এই গবেষণা কেন্দ্রগুলো মৎস্য সম্পদের ব্যবস্থাপনা, উন্নয়ন, এবং গবেষণা কার্যক্রম পরিচালনা করে থাকে, এবং দেশের মৎস্য খাতের জন্য গুরুত্বপূর্ণ অবদান রাখছে।
১০০. বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ কোনটি?
[ বিসিএস ২৬তম ]
কক্সবাজার জেলার অন্তর্গত বাঁশখালী নদীর তীরে অবস্থিত বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ মহেশখালী। দ্বীপটির প্রধান আকর্ষণ শুঁটকি মাছ ও মিঠা পানি। এ দ্বীপের পাহাড়ের ওপর অবস্থিত আদিনাথ মন্দিরকে ঘিরে গড়ে উঠেছে পর্যটনকেন্দ্র।
১০১. বাংলাদেশে সর্বপ্রথম ডিজিটাল টেলিফোন ব্যবস্থা কবে চালু হয়?
[ বিসিএস ২৬তম ]
বাংলাদেশ টেলিগ্রাফ ও টেলিফোন বোর্ড (বিটিটিবি) যার বর্তমান নাম বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেড (BTCL) । দেশব্যাপী সর্বাধুনিক টেলি সেবা বৃদ্ধির লক্ষ্যে ১৯৯০ সালের ৪ জানুয়ারি সর্বপ্রথম ডিজিটাল টেলিফোন ব্যবস্থা চালু করে।
বাংলাদেশ সংবিধানের প্রথম ভাগ (প্রজাতন্ত্র) -এর ৬ নং ধারায় নাগরিকের নাগরিকত্ব সম্পর্কে বলা হয়েছে। এ ধারার ৬(১) এ বলা হয়েছে “বাংলাদেশের নাগরিকত্ব আইনের দ্বারা নির্ধারিত ও নিয়ন্ত্রিত হইবে” এবং (৬)২ এ বলা হয়েছে “বাংলাদেশের জনগণ জাতি হিসাবে বাঙালী এবং নাগরিকগণ বাংলাদেশী বলিয়া পরিচিত হইবেন।” ৭ ধারায় সংবিধানের প্রাধান্য এবং ৮ ধারায় রাষ্ট্র পরিচালনার মূলনীতির উল্লেখ রয়েছে।
১০৩. বাংলাদেশ OIC-এর সদস্য হয় কোন সনে?
[ বিসিএস ২৬তম ]
বাংলাদেশ অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশন (OIC) এর সদস্য হয় ১৯৭৪ সালে। বাংলাদেশ ১৯৭৪ সালের ১৫ই আগস্ট OIC-এর সদস্যপদ লাভ করে, যখন এটি ইসলামিক সম্মেলন ঐতিহাসিক সম্মেলনে যোগদান করে।
১০৪. কতজন ব্যক্তি নিয়ে গ্রাম সরকার গঠিত?
[ বিসিএস ২৬তম ]
একজন সরকারপ্রধান, একজন উপদেষ্টা ও ১৩ জন সদস্যের সমন্বয়ে মোট ১৫ জন ব্যক্তি নিয়ে গ্রাম সরকার গঠিত। সংশ্লিষ্ট ইউপি সদস্য সরকারপ্রধান এবং মহিলা সদস্য গ্রাম সরকারের উপদেষ্টা সদস্য হবেন। অবশিষ্ট ১৩ জন সদস্য গ্রামের বিভিন্ন শ্রেণীর লোকদের মধ্য থেকে নির্বাচিত হবেন। উল্লেখ্য, ৬ এপ্রিল ২০০৯ জাতীয় সংসদে গ্রাম সরকার (রহিতকরণ) বিল পাস হওয়ার মাধ্যমে গ্রাম সরকার ব্যবস্থা বাতিল হয়ে যায়।
১০৫. মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কোন সনে গঠিত হয়?
[ বিসিএস ২৬তম ]
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় গঠিত হয় ২৩ অক্টোবর ২০০১। সংবিধানের ৫৫(৬) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি ২০০১ সালে ‘মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়’ নামে এ মন্ত্রণালয়টি গঠন করেন।
১০৬. ভারতের সাথে বাংলাদেশের সীমান্ত জেলা কয়টি?
[ বিসিএস ২৬তম ]
ভারতের সাথে বাংলাদেশের সীমান্ত রয়েছে এমন ৩০টি জেলার তালিকা নিচে দেওয়া হলো। এই জেলাগুলি বাংলাদেশের ৬টি বিভাগে বিভক্ত:
রংপুর বিভাগ:
১. পঞ্চগড় ২. ঠাকুরগাঁও ৩. দিনাজপুর ৪. নীলফামারী ৫. লালমনিরহাট ৬. কুড়িগ্রাম
রাজশাহী বিভাগ:
৭. জয়পুরহাট ৮. নওগাঁ ৯. চাঁপাইনবাবগঞ্জ ১০. রাজশাহী ১১. নাটোর
খুলনা বিভাগ:
১২. মেহেরপুর ১৩. কুষ্টিয়া ১৪. চুয়াডাঙ্গা ১৫. ঝিনাইদহ ১৬. যশোর ১৭. সাতক্ষীরা
সিলেট বিভাগ:
১৮. সুনামগঞ্জ ১৯. সিলেট ২০. মৌলভীবাজার ২১. হবিগঞ্জ
ময়মনসিংহ বিভাগ:
২২. শেরপুর ২৩. ময়মনসিংহ ২৪. নেত্রকোনা
চট্টগ্রাম বিভাগ:
২৫. ফেনী ২৬. চট্টগ্রাম ২৭. রাঙ্গামাটি ২৮. বান্দরবান ২৯. খাগড়াছড়ি ৩০. কক্সবাজার
এই জেলাগুলি বাংলাদেশের উত্তর, পশ্চিম, পূর্ব এবং দক্ষিণ-পূর্ব সীমান্তে ভারতের সাথে সংযুক্ত। প্রতিটি জেলার সীমান্ত এলাকায় বাংলাদেশ ও ভারতের মধ্যে বাণিজ্য, যাতায়াত এবং সাংস্কৃতিক বিনিময়ের সুযোগ রয়েছে।
১০৭. বাংলাদেশ কোন সনে বিশ্ব বাণিজ্য সংস্থার সদস্য হয়?
[ বিসিএস ২৬তম ]
WTO-এর পূর্ণরূপ World Trade Organization । এর পূর্ব নাম GATT প্রতিষ্ঠিত হয় ১৯৪৮ সালের ১ জানুয়ারি। ১৯৯৫ সালের ১ জানুয়ারি এর নামকরণ করা হয় WTO। WTO এর সদর দপ্তর অবস্থিত সুইজারল্যান্ডের জেনেভায় । ১ জানুয়ারি ১৯৯৫ বাংলাদেশ এ সংস্থার ২৮তম সদস্যপদ লাভ করে।
১০৮. বাংলাদেশের প্রথম বেসরকারি ব্যাংক কোনটি?
[ বিসিএস ২৬তম ]
বাংলাদেশের প্রথম বেসরকারি ব্যাংক আরব- বাংলাদেশ ব্যাংক। এটি ১৯৮২ সালের ১২ এপ্রিল প্রতিষ্ঠিত হয়। অর্থনৈতিক সমীক্ষা ২০২১ অনুসারে, তফশিলভুক্ত ব্যাংক সংখ্যা ৬১টি।
১০৯. SPARRSO কোন মন্ত্রণালয়ের অধীন?
[ বিসিএস ২৬তম ]
SPARRSO -এর পূর্ণরূপ Space Research and Remote Sensing Organisation অর্থাৎ মহাকাশ গবেষণা এবং দূর অনুধাবন কেন্দ্র। ১৯৮০ সালে প্রতিষ্ঠিত প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন ঘূর্ণিঝড় ও দুর্যোগের ক্ষেত্রে বাংলাদেশের একমাত্র পূর্বাভাস কেন্দ্র SPARRSO ঢাকার আগারগাঁওয়ে অবস্থিত।
১১০. বাংলাদেশে রঙিন টিভি সম্প্রচার কোন সনে শুরু হয়?
[ বিসিএস ২৬তম ]
১৯৮০ সালের ১ ডিসেম্বর তারিখে রামপুরা টিভি কেন্দ্র থেকে বাংলাদেশে প্রথম রঙিন টেলিভিশন সম্প্রচার শুরু হয়। উল্লেখ্য, বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ১৯৬৪ সালের মার্চ মাসে প্রতিষ্ঠার উদ্যোগ নেয়া হয় এবং ২৫ ডিসেম্বর উদ্বোধন করা হয়।
১১১. বাংলাদেশের বৃহত্তম সেচ প্রকল্প কোনটি?
[ বিসিএস ২৬তম ]
তিস্তা সেচ প্রকল্প বাংলাদেশের বৃহত্তম সেচ প্রকল্প। রংপুরের দোয়ানীতে তিস্তা নদীতে বাঁধ দিয়ে বৃহত্তর রংপুর ও দিনাজপুর অঞ্চলের প্রায় ৩৫টি উপজেলার প্রায় সাড়ে ১৮ লক্ষ একর জমিতে পানি সেচের ব্যবস্থা করা এ প্রকল্পের উদ্দেশ্য।
১১২. ‘মনপুরা-৭০’ কি?
[ বিসিএস ২৬তম ]
১৯৭০ সালের ভয়াবহ জলোচ্ছ্বাসের প্রেক্ষাপট নিয়ে শিল্পাচার্য জয়নুল আবেদিনের আঁকা চিত্রকর্ম হলো ‘মনপুরা-৭০’।
১৯৭৯ সালের আর্মড পুলিশ ব্যাটালিয়ন অ্যাক্ট সংশোধন করে গঠিত র্যাব আমর্ড পুলিশ ব্যাটালিয়নের মূল কাঠামোর অধীনে একটি অতিরিক্ত ব্যাটালিয়ন হিসেবে গণ্য হয় । ৬ জুন, ২০০৩ র্যাব বিল সংসদে পাস হয় এবং ৮ জুন, ২০০৩ রাষ্ট্রপতির স্বাক্ষরের মাধ্যমে আইনে পরিণত হয়। এটি আনুষ্ঠানিকভাবে গঠিত হয় ২৬ মার্চ ২০০৪ ।
১৯৯৭ সালের ২-৪ ফেব্রুয়ারি প্রথম মাইক্রোক্রেডিট সম্মেলন অনুষ্ঠিত হয়। বাংলাদেশের গ্রামীণ ব্যাংকের উদ্যোগে প্রবর্তিত ক্ষুদ্র ঋণ কর্মসূচি বিশ্বের দরিদ্র জনগোষ্ঠীর মধ্যে ছড়িয়ে দেয়ার জন্য সর্বপ্রথম এ সম্মেলনের আয়োজন করা হয়। উল্লেখ্য, গ্রামীণ ব্যাংক এবং গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ড. মুহাম্মদ ইউনূস ২০০৬ সালে যৌথভাবে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করে।
১১৫. ‘ইরাটম’ কি?
[ বিসিএস ২৬তম ]
বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) উদ্ভাবিত একটি উন্নত জাতের ধানের নাম ইরাটম। এরূপ আরো কিছু উন্নতজাতের ধান হলো - ব্রি হাইব্রিড-১, চান্দিনা, মালা, বিপ্লব, দুলাভোগ, সুফলা ইত্যাদি।
ওজোন স্তরে ক্ষত সৃষ্টি হলে পৃথিবীর উষ্ণতা বৃদ্ধি পেয়ে কৃষি ও পরিবেশের ওপর যে বিরূপ প্রভাব ফেলে একেই গ্রিন হাউজ প্রভাব (Green House Effect) বলা হয়। গ্রিন হাউজ ইফেক্টের ফলে বায়ুমণ্ডল উত্তপ্ত হচ্ছে। ফলে মেরু অঞ্চলের বরফ ক্রমে গলে যাচ্ছে। এর ফলে পৃথিবীর নিম্নভূমি ক্রমশ নিমজ্জিত হবে।
১১৭. বেসরকারি বিল কাকে বলে?
[ বিসিএস ২৬তম ]
মন্ত্রী ছাড়া অন্য সংসদ সদস্য কর্তৃক উত্থাপিত বিলকে বেসরকারি বিল বলে। সংসদের ৭২(১) বিধি অনুসারে মন্ত্রী ব্যতীত সকল সংসদ সদস্য সংসদে বেসরকারি বিল উত্থাপনের নোটিশ দিতে পারে। উল্লেখ্য, সংসদে মন্ত্রিপরিষদের সদস্যদের উত্থাপিত বিলকে সরকারি বিল বলা হয়।
১১৮. বাংলাদেশে কৃষিক্ষেত্রে ‘বলাকা’ ও ‘দোয়েল’ নাম দুটি কিসের?
[ বিসিএস ২৬তম ]
বলাকা ও দোয়েল ছাড়াও উন্নতজাতের আরো কিছু গম শস্য হলো সোনালিকা, আকবর, আনন্দ, কাঞ্চন, বরকত, অগ্রণী, ইনিরা ৬৬, জোপাটেকো।
১১৯. প্রথম আইসিসি ট্রফিতে বাংলাদেশ দলের অধিনায়ক কে ছিলেন?
[ বিসিএস ২৬তম ]
১৯৯১ সালে ইংল্যান্ডে অনুষ্ঠিত প্রথম আইসিসি ট্রফিতে বাংলাদেশ অংশগ্রহণ করে। বাংলাদেশ দলের অধিনায়কত্ব করেন শফিকুল হক হীরা। এটি ছিল কোন আন্তর্জাতিক ক্রিকেট আসরে বাংলাদেশের প্রথম অংশগ্রহণ।
সুরমা ও কুশিয়ারা হবিগঞ্জের আজমিরীগঞ্জে মিলিত হয়ে কালনি নাম ধারণ করে এবং ভৈরববাজারের নিকট মেঘনা নাম ধারণ করে বঙ্গোপসাগরে পতিত হয়েছে।
১২১. নাসাউ কোন দেশটির রাজধানী?
[ বিসিএস ২৬তম ]
বাহামা দ্বীপপুঞ্জের রাজধানী নাসাউ। অন্যদিকে, নিকোবর দ্বীপপুঞ্জের রাজধানী পোর্ট ব্লেয়ার, মাদাগাস্কার দ্বীপপুঞ্জের রাজধানী আন্টানানারিভো, ফিজির রাজধানী সুভা।
১২২. জাপানের পার্লামেন্টের নাম কি?
[ বিসিএস ২৬তম ]
জাপানের পার্লামেন্টের নাম ডায়েট। অন্যদিকে, রাইখস্ট্যাগ জার্মানির, রিকসড্যাগ সুইডেনের এবং ফোকেটিং ডেনমার্কের পার্লামেন্টের নাম।
১২৩. শান্তির জন্য প্রথম কোন মহিলা নোবেল পুরস্কার পান?
[ বিসিএস ২৬তম ]
শান্তিতে প্রথম মহিলা নোবেল বিজয়ী বার্থাভন সুটনার (অস্ট্রিয়া, ১৯০৫ সালে)। তবে উল্লিখিত চারজনের মধ্যে প্রথম নোবেল জয়ী মাদার তেরেসা। মাদার তেরেসা (আলবেনীয় বংশোদ্ভুত ) ১৯৭৯ সালে, আলভা মায়ারডাল (সুইডেন) ১৯৮২ সালে, অং সান সুচি (মিয়ানমার) ১৯৯০ সালে এবং শিরিন এবাদি (ইরান) ২০০৩ সালে নোবেল বিজয়ী হন।
জাতিসংঘ গঠনের দ্বিতীয় পদক্ষেপ আটলান্টিক সনদ। ১৯৪১ সালের ১৪ আগস্ট মার্কিন প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টোন চার্চিল ব্রিটিশ নৌ-তরী প্রিন্স অব ওয়েলস-এ মিলিত হয়ে বিশ্বশান্তি ও নিরাপত্তার জন্য আটলান্টিক সনদ স্বাক্ষর করেন।
১২৫. গ্রিনপিস (Green Peace) কোন দেশের পরিবেশবাদী গ্রুপ?
[ বিসিএস ২৬তম ]
গ্রিনপিস হল্যান্ড বা নেদারল্যান্ডসভিত্তিক একটি বেসরকারি পরিবেশবাদী সংস্থা। ১৯৭১ সালে এটি প্রতিষ্ঠিত হয়।
১২৬. ব্রিটেনের রানী কোন দেশটির সাংবিধানিক রাষ্ট্রপ্রধান নন?
[ বিসিএস ২৬তম ]
যুক্তরাজ্য সহ সাবেক ব্রিটিশ উপনিবেশভুক্ত ১৫টি দেশ ব্রিটেনের রাজা/রানীকে তাদের প্রতীকী রাষ্ট্রপ্রধান হিসেবে মান্য করে। দেশগুলো হলো- ১. কানাডা ২. অস্ট্রেলিয়া ৩. নিউজিল্যান্ড ৪. জ্যামাইকা, ৫. বার্বাডোস, ৬. বাহামা দ্বীপপুঞ্জ ৭. গ্রানাডা ৮. পাপুয়া নিউগিনি ৯. সলোমন দ্বীপপুঞ্জ, ১০. টুভ্যালু, ১১. সেন্ট লুসিয়া, ১২. সেন্ট ভিনসেন্ট অ্যান্ড দ্য গ্রানাডাইন্স, ১৩. বেলিজ, ১৪. এন্টিগুয়া অ্যান্ড বারমুডা ১৫. সেন্ট কিটস অ্যান্ড নেভিস।
১২৭. ফ্রান্সের মহান সম্রাট নেপোলিয়নের জীবনাবসান হয় কোথায়?
[ বিসিএস ২৬তম ]
সম্রাট নেপোলিয়ন ১৮১৫ সালে ওয়াটার লু যুদ্ধে ইংরেজ সেনাপতি লর্ড ওয়েলিংটনের নেতৃত্বে সম্মিলিত বাহিনীর নিকট পরাজিত হয়ে আত্মসমর্পণ করেন। মিত্রবাহিনী তাকে সেন্ট হেলেনা দ্বীপে নির্বাসন দেয় এবং সেখানে তিনি ১৮২১ সালে মারা যান।
১২৮. গারুদা কোন দেশের বিমান সংস্থা?
[ বিসিএস ২৬তম ]
গারুদা ইন্দোনেশিয়ার বিমান সংস্থা। অন্যদিকে, গ্রিসের বিমান সংস্থা অলিম্পিক এয়ারওয়েজ, জার্মানির বিমান সংস্থার নাম লুফথানসা এবং নেদারল্যান্ডের বিমান সংস্থার নাম রয়েল ডাচ এয়ারলাইন্স (কেএলএ) ।
১২৯. কোনটি ভারতের সেভেন সিস্টার্স রাজ্যসমূহের অন্তর্ভুক্ত নয়?
[ বিসিএস ২৬তম ]
সেভেন সিস্টার্স হলো বাংলাদেশের উত্তর-পূর্বে অবস্থিত ভারতের সীমান্ত থেকে প্রায় বিচ্ছিন্ন সাতটি রাজ্য, যারা ভারতের নিকট থেকে স্বাধীনতার জন্য লড়াই করছে। রাজ্যগুলো হলো আসাম, ত্রিপুরা, মণিপুর, মেঘালয়, মিজোরাম, অরুণাচল ও নাগাল্যান্ড। অন্যদিকে, কেরালা দক্ষিণ ভারতের রাজ্য।
ফিলিস্তিনের প্রেসিডেন্ট ইয়াসির আরাফাত ১১ নভেম্বর ২০০৪ প্যারিসের পার্সি সামরিক হাসপাতালে ইন্তেকাল করেন। ইসরায়েলের নিষেধাজ্ঞার কারণে তার অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠিত হয় মিশরের কায়রোতে এবং সেখানে বিশ্বের বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানগণ অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানে যোগদান করেন। অনুষ্ঠান শেষে তাকে রামাল্লায় দাফন করা হয়।
১৩১. United Nations Conference on Trade and Development (UNCTAD)-এর সদর দপ্তর কোথায়?
[ বিসিএস ২৬তম ]
জাতিসংঘের সাধারণ পরিষদের অঙ্গসংস্থা UNCTAD প্রতিষ্ঠিত হয় ১৯৬৪ সালে। এর সদর দপ্তর সুইজারল্যান্ডের জেনেভায় অবস্থিত। অন্যদিকে হেগে (নেদারল্যান্ড) আন্তর্জাতিক আদালত, নিউইয়র্কে (যুক্তরাষ্ট্র) জাতিসংঘ, UNDP, UNFPA ও UNICEF এবং ক্যানবেরায় (অস্ট্রেলিয়া) ANZUS -এর সদর দপ্তর অবস্থিত।
১৩২. যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হতে হলে ন্যূনতম কত ইলেক্টোরাল ভোটের প্রয়োজন?
[ বিসিএস ২৬তম ]
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন সরাসরি ভোটের মাধ্যমে না হলেও ৫৩৮ (১০০ সিনেটর + ৪৩৫ রিপ্রেজেন্টেটিভ + ৩ সদস্য ডিস্ট্রিক্ট অব কলম্বিয়া) সদস্যের ইলেক্টোরাল কলেজের পছন্দের ওপর প্রেসিডেন্ট প্রার্থীর জয় -পরাজয় নির্ভর করে থাকে। যুক্তরাষ্ট্রের প্রতিটি রাজ্যে ৩ থেকে সর্বোচ্চ ৫৫ জন ইলেক্টোরাল প্রতিনিধি রয়েছে। কোনো প্রার্থীকে প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হওয়ার জন্য ইলেক্টোরাল কলেজের ২৭০ টি ভোট পেতে হয়।
১৩৩. ইন্টারপোলের সদর দপ্তর কোথায় অবস্থিত?
[ বিসিএস ২৬তম ]
ইন্টারপোলের সাবেক সদর দপ্তর প্যারিসে হলেও বর্তমানে ফ্রান্সের লিঁও শহরে ইন্টারপোলের সদর দপ্তর অবস্থিত। অন্যদিকে, লন্ডনে (যুক্তরাজ্য) কমনওয়েলথ ও অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, রোমে (ইতালি) FAO, IFAD ও WFP এবং প্যারিসে (ফ্রান্স) OECD- এর সদর দপ্তর অবস্থিত।
১৩৪. ফিলিস্তিনিদের মাতৃভূমিতে কখন ইসরাইল রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়?
[ বিসিএস ২৬তম ]
দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষে ব্রিটেন ম্যান্ডেটভুক্ত অঞ্চল (মধ্যপ্রাচ্য) থেকে সৈন্য প্রত্যাহারের প্রস্তাব করলে ২৯ নভেম্বর ১৯৪৭ জাতিসংঘের ৮১ নং প্রস্তাব অনুসারে ফিলিস্তিন রাষ্ট্র বিভক্তি ও ইসরাইল রাষ্ট্র প্রতিষ্ঠার প্রস্তাব গৃহীত হয়। কিন্তু শক্তিধর রাষ্ট্রগুলোর প্রত্যক্ষ প্রভাবে জাতিসংঘ প্রস্তাব উপেক্ষা করে ১৪ মে ১৯৪৮ ফিলিস্তিনিদের মাতৃভূমিতে ইসরাইল রাষ্ট্র প্রতিষ্ঠিত হয় ।
১৩৫. পশ্চিম তিমুর-এর বর্তমান মর্যাদা কি?
[ বিসিএস ২৬তম ]
খ্রিষ্টান অধ্যুষিত পূর্ব তিমুর ২০০২ সালের ২০ মে ইন্দোনেশিয়ার নিকট থেকে স্বাধীন হলেও পশ্চিম তিমুর স্বাধীন নয়। পশ্চিম তিমুর ইন্দোনেশিয়ার একটি প্রদেশ বা অঙ্গরাজ্য।
আফ্রিকা থেকে নিয়োগকৃত জাতিসংঘের প্রথম মহাসচিব ড. বুট্রোস ঘালি (১৯৯১-৯৬)। তিনি মিশরের অধিবাসী ছিলেন। পরবর্তীতে ১৯৯৭ সালে কফি আনান আফ্রিকা মহাদেশ থেকে নিয়োগকৃত জাতিসংঘের দ্বিতীয় মহাসচিব হিসেবে নিয়োগপ্রাপ্ত হন। তার মেয়াদ শেষ হয় ৩১ ডিসেম্বর ২০০৬। জাতিসংঘের বর্তমান তথা নবম মহাসচিব অ্যান্টনিও গুতেরেস (পর্তুগাল)।
১৩৭. TI-এর সদর দপ্তর কোথায়?
[ বিসিএস ২৬তম ]
TI-এর পূর্ণ অভিব্যক্তি ‘Transparency International’। জার্মানির বার্লিনভিত্তিক এ সংস্থা পৃথিবীর বিভিন্ন দেশের দুর্নীতি সংক্রান্ত তথ্য বিশ্লেষণ করে এবং দুর্নীতির সূচক প্রদান করে। এর প্রধান কার্যালয় জার্মানির বার্লিনের গুটেনবার্গ বিশ্ববিদ্যালয়ে অবস্থিত।
২০০৪ সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন কেনিয়ার ওয়ানগারি মাথাই। পরিবেশ রক্ষায় Green belt movement, এর জন্য প্রথম আফ্রিকান নারী হিসেবে তিনি নোবেল পুরস্কার পান। শান্তিতে ২০২৩ সালে নোবেল পুরস্কার পেয়েছেন ইরানের কারাবন্দি মানবাধিকারকর্মী নার্গিস মোহাম্মদী।
১৩৯. ভারতীয় লোকসভার নির্বাচিত সদস্য সংখ্যা কত?
[ বিসিএস ২৬তম ]
দ্বি-কক্ষ বিশিষ্ট ভারতীয় কেন্দ্রীয় পার্লামেন্টের নিম্নকক্ষের নাম লোকসভা। ভারতের সংবিধান অনুযায়ী লোকসভার আসন সংখ্যা হতে পারবে সর্বোচ্চ ৫৫২। তবে বর্তমান লোকসভার সদস্য সংখ্যা ৫৪৫। এর মধ্যে নির্বাচিত সদস্য সংখ্যা ৫৪৩। (২ জন Anglo-Indian থেকে নির্বাচন করা হয়।
১৪০. সুয়েজ খাল কোন দুটি সাগরকে সংযোজিত করে?
[ বিসিএস ২৬তম ]
লোহিত সাগর ও ভূমধ্যসাগরকে সংযোগকারী জলপথ সুয়েজ খাল খনন করেন ফরাসি ইঞ্জিনিয়ার ফার্ডিনান্ড ডি লিসেপস ১৮৬৯ সালে এবং ১৯৫৬ সালে মিশর এটিকে জাতীয়করণ করে। ১৯৬৭ সালে আরব-ইসরাইল যুদ্ধের কারণে এটিকে বন্ধ করে দেয়া হয় এবং ১৯৭৪ সালে আবার খুলে দেয়া হয়।
১৪১. কোন তারিখে আন্তর্জাতিক পরিবেশ দিবস পালিত হয়?
[ বিসিএস ২৬তম ]
৫ জুন আন্তর্জাতিক পরিবেশ দিবস। অন্যদিকে, ২১ মার্চ বিশ্ব বন দিবস, আন্তর্জাতিক বর্ণবৈষম্য বিলোপ দিবস, বিশ্ব কবিতা দিবস এবং ২১ জুন বিশ্ব সঙ্গীত দিবস, বিশ্ব হাইড্রোগ্রাফিক দিবস।
১৪২. লেবানন কোন দেশের কাছ থেকে স্বাধীনতা লাভ করে?
[ বিসিএস ২৬তম ]
১৯৪৩ সালের ২২ নভেম্বর লেবানন ফ্রান্সের কাছ থেকে স্বাধীনতা লাভ করে। লীগ অব নেশন্স -এর সিদ্ধান্ত অনুযায়ী প্রথম বিশ্বযুদ্ধের পরাজিত শক্তি জার্মানি ও তুরস্কের উপনিবেশগুলোকে ম্যান্ডেট ব্যবস্থার মাধ্যমে মিত্রশক্তির নিকট হস্তান্তর করা হয়।
১৪৩. গ্রিনিচ মান সময়ের সঙ্গে বাংলাদেশের সময়ের পার্থক্য কত ঘণ্টা?
[ বিসিএস ২৬তম ]
বাংলাদেশের অবস্থান ৯০° দ্রাঘিমা রেখায় এবং গ্রিনিচের অবস্থান ০° দ্রাঘিমায় হওয়ায় উভয়ের মধ্যে ৯০° অর্থাৎ (৪×৯০) ৩৬০ মিনিট বা ৬ ঘণ্টা সময়ের ব্যবধান রয়েছে। বাংলাদেশের অবস্থান গ্রিনিচ মান মন্দিরের পূর্ব দিকে হওয়ায় বাংলাদেশের স্থানীয় সময়= গ্রিনিচ মান +৬ ঘণ্টা।
১৪৪. ভারতের কোন রাজ্যের রাজধানী ইম্ফল?
[ বিসিএস ২৬তম ]
ভারতের ‘সেভেন সিস্টার্স’ খ্যাত সাতটি রাজ্যের চারটির নাম এখানে উল্লেখ করা হয়েছে। যার মধ্যে মণিপুরের রাজধানী ইম্ফল। অন্যদিকে, মিজোরামের রাজধানী আইজল, মেঘালয়ের রাজধানী শিলং এবং অরুণাচলের রাজধানী ইটানগর।
১৪৫. ইউরো মুদ্রা কখন চালু হয়?
[ বিসিএস ২৬তম ]
ইউরো মুদ্রা চালু হয় ১ জানুয়ারি ১৯৯৯, ইউরো ব্যাংক নোটের প্রচলন হয় ১ জানুয়ারি ২০০২। সদস্য দেশগুলোর নিজস্ব ব্যাংক নোট ও মুদ্রা বাতিল হয় ১ জুলাই ২০০২। ইউরো মুদ্রার জনক রবার্ট মুন্ডেল। ২০২৩ সালের ১ জানুয়ারি ক্রোয়েশিয়া ২০তম সদস্য দেশ হিসেবে ইউরো মুদ্রা গ্রহণ করে।
২০০০ সালের সেপ্টেম্বরে জাতিসংঘ আয়োজিত বিশ্ব সম্মেলনে গৃহীত লক্ষ্য ও উদ্দেশ্যগুলোই মূলত ‘মিলেনিয়াম ডেভলপমেন্ট গোল’ (MDG) নামে পরিচিত। এই লক্ষ্যমাত্রা সঠিকভাবে বাস্তবায়নের জন্য বিশ্ব নেতৃবৃন্দ ২০১৫ সাল পর্যন্ত সময়সীমা নির্ধারণ করে।
১৪৭. আবু সায়েফ গেরিলা গোষ্ঠী কোন দেশে তৎপর?
[ বিসিএস ২৬তম ]
১৯৯১ সালে প্রতিষ্ঠিত স্বাধীনতাকামী আবু সায়েফ গ্রুপ (ASG) ফিলিপাইনের মুসলিম অধ্যুষিত মিন্দানাও প্রদেশে তৎপর। তারা দীর্ঘদিন ধরে মুসলিম সংখ্যাগরিষ্ঠ মিন্দানাও প্রদেশে একটি স্বাধীন মুসলিম রাষ্ট্র প্রতিষ্ঠার লড়াইয়ে রত।
১৪৮. মাদার তেরেসা কোন দেশে জন্মগ্রহণ করেন?
[ বিসিএস ২৬তম ]
মাদার তেরেসা ১৯১০ সালের ২৬ আগস্ট দক্ষিণ -পূর্ব ইউরোপের যুগোশ্লাভিয়ার স্কোপজে (বর্তমানে মেসিডোনিয়া) শহরে জন্মগ্রহণ করেন। ১৯৭৯ সালে শান্তিতে প্রথম ভারতীয় হিসেবে নোবেল পুরস্কার পান।
১৪৯. জাতিসংঘের প্রথম মহাসচিব কে ছিলেন?
[ বিসিএস ২৬তম ]
জাতিসংঘের প্রথম মহাসচিব ট্রাইগভেলাই (নরওয়ে, ১৯৪৬-১৯৫২)। বর্তমান (নবম) মহাসচিব অ্যান্টনিও গুতেরেস (পর্তুগাল) দায়িত্ব গ্রহণ ১ জানুয়ারি ২০১৭। বর্তমানেও তিনি কর্মরত আছেন।
১৫০. নারীর প্রতি সকল রকম বৈষম্য নির্মূল কনভেনশন (UN Convention on the Elimination of All Forms of Discrimination Against Women) স্বাক্ষরিত হয়-
[ বিসিএস ২৬তম ]
জাতিসংঘের সাধারণ পরিষদ ১৯৭৯ সালে নারীর বিরুদ্ধে সকল প্রকার বৈষম্য দূরীকরণ সনদ (Convention on the Elimination of all Forms of Discrimination Against Women, CEDAW) অনুমোদন করে। এটি ১৯৮১ সাল থেকে কার্যকর করা হয়।
ডেমোক্রেট দলের প্রধান ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট ১৯৩৩ সাল থেকে ১৯৪৫ সাল পর্যন্ত ১২ বছর টানা তিন বার প্রেসিডেন্ট নির্বাচিত হন। অন্যদিকে, ডেমোক্রেট -রিপাবলিকের যুক্তপ্রার্থী জেমস মনরো ১৮১৭ থেকে ১৮২৫ পর্যন্ত এবং ডেমোক্রেট দলের হ্যারি এস ট্রুম্যান ১৯৪৫ থেকে ১৯৫৩ সাল পর্যন্ত আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন।
যুক্তরাষ্ট্রের ইলেকটোরাল ভোট জনসংখ্যার অনুপাতে নির্ধারিত হয়। ক্যালিফোর্নিয়া যুক্তরাষ্ট্রের সবচেয়ে জনবহুল রাজ্য এবং এর জনসংখ্যা দ্বিতীয় জনবহুল অঙ্গরাজ্যের প্রায় দ্বিগুণ। ফলে এ অঙ্গরাজ্যেই ইলেকটোরাল ভোটের সংখ্যা বেশি। ক্যালিফোর্নিয়ায় ইলেকটোরাল ভোটের সংখ্যা ৫৫।
১৫৩. শেনজেন চুক্তি হচ্ছে-
[ বিসিএস ২৬তম ]
জল, স্থল ও আকাশ পথে এক ভিসায় কিংবা ভিসা ব্যতীত জাতীয় পরিচয়পত্র দিয়ে ইউরোপ ভ্রমণ করার লক্ষ্যে ১৯৮৫ সালের ১৪ জুন লুক্সেমবার্গের শেনজেন শহরে স্বাক্ষরিত চুক্তি। ১৯৮৫ সালে বেলজিয়াম, ফ্রান্স, পশ্চিম জার্মানি, লুক্সেমবার্গ ও নেদারল্যান্ড এ চুক্তিতে স্বাক্ষর করে। চুক্তির ফলশ্রুতিতে ১৬ মার্চ ১৯৯৫ থেকে ভিসামুক্ত ইউরোপের যাত্রা শুরু হয়।
১৫৪. অভিন্ন ইউরোপ গঠনের লক্ষ্যে ম্যাসট্রিক্ট চুক্তি অনুমোদনের জন্য কোন দেশ দুবার গণভোটের আয়োজন করেছিল?
[ বিসিএস ২৬তম ]
অভিন্ন ইউরোপ গঠনের লক্ষ্যে ম্যাসট্রিক্ট চুক্তি অনুমোদনের জন্য ডেনমার্ক প্রথম ২ জুন ১৯৯২ এবং দ্বিতীয় ১৮ মে ১৯৯৩ মোট দুইবার গণভোটের আয়োজন করেছিল।
১৫৫. যুক্তরাষ্ট্র ইউনিয়নে কোন স্টেট সর্বশেষে যোগ দেয়?
[ বিসিএস ২৬তম ]
১৯৫৯ সালের ২১ আগস্ট সর্বশেষ ৫০তম স্টেট হিসেবে যোগ দেয় হাওয়াই রাজ্য।
১৫৬. জাপান ও রাশিয়ার মধ্যকার বিরোধপূর্ণ দ্বীপটির নাম কি?
[ বিসিএস ২৬তম ]
দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের সামরিক বিপর্যয় ঘটলে ১৯৪৫ সালে তৎকালীন সোভিয়েত ইউনিয়ন (বর্তমান রাশিয়া) জাপানের উত্তরাঞ্চলীয় কয়েকটি দ্বীপ দখল করে নেয়, যা কুড়িল দ্বীপপুঞ্জ নামে পরিচিতি পায়। এ দ্বীপপুঞ্জের মালিকানা নিয়ে রাশিয়া ও জাপানের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। মার্শাল দ্বীপপুঞ্জ অনেকগুলো দ্বীপের সমন্বয়ে গঠিত একটি দেশ যা ওশেনিয়া মহাদেশে অবস্থিত। দিয়াগো গার্সিয়া ভারত সাগরে অবস্থিত যুক্তরাজ্যের একটি দ্বীপ। গ্রেট বেরিয়ার রিফ বিশ্বের সবচেয়ে বড় কোরল রিফ সিস্টেম যা অস্ট্রেলিয়াতে অবস্থিত।
১৫৪১ সালে হার্নান্দো সতো আবিষ্কার করেন লুইসিয়ানা। এরপর ১৬৭৩ সালে ফরাসিরা এটা পুনঃআবিষ্কার করে এবং সেখানে তাদের উপনিবেশ স্থাপন করে। সর্বশেষ যুক্তরাষ্ট্র এই লুইসিয়ানা রাজ্যটি ফ্রান্সের কাছ থেকে ১৯০৩ সালে কিনে নেয়।
১৫৮. উরুগুয়ে রাউন্ডের সংলাপ কত বছর ধরে চলেছিল?
[ বিসিএস ২৬তম ]
গ্যাট (GATT)-এর উদ্যোগে ১৯৮৬ সালের সেপ্টেম্বরে উরুগুয়েতে এই আলোচনাপর্ব শুরু হয় এবং ১৯৯৩ সালের ১৫ ডিসেম্বর এক চুক্তি সম্পাদনের মাধ্যমে দীর্ঘ ৭ বছর ৪ মাসব্যাপী এই উরুগুয়ে রাউন্ড আলোচনার সমাপ্তি ঘটে বাণিজ্য ও শুল্কের ব্যাপারে যেসব পর্যায়ক্রমিক আলোচনা অনুষ্ঠিত হয়, এটি ছিল তার শেষ রাউন্ড।
১৫৯. বিশ্বব্যাংকের SOFT LOAN WINDOW হলো-
[ বিসিএস ২৬তম ]
বিশ্বব্যাংক গ্রুপের ৫টি অঙ্গসংগঠনের মধ্যে IDA (International Development Association) দরিদ্র দেশগুলোকে সহজ শর্তে ঋণ প্রদান করে বলে এটি ‘Soft Loan Window’ নামে পরিচিত। বিশ্বব্যাংক গ্রুপের অন্য ৪ টি অঙ্গ সংগঠন হলো- IBRD, IFC, MIGA ও ICSID।
১৬০. IAEA- এর নির্বাহী প্রধান হলেন-
[ বিসিএস ২৬তম ]
IAEA-এর নির্বাহী প্রধান হলেন রাফায়েল মারিয়ানো গ্রোসি (Rafael Mariano Grossi)। তিনি ২০১৯ সালের ডিসেম্বর মাসে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (International Atomic Energy Agency - IAEA)-এর মহাপরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। গ্রোসি আর্জেন্টিনার একজন কূটনীতিক এবং পরমাণু শক্তি বিষয়ে বিশেষজ্ঞ। তিনি IAEA-এর পূর্ববর্তী মহাপরিচালক ইউকিয়া আমানো (Yukiya Amano)-এর স্থলাভিষিক্ত হন।
১৬১. কোন ভিটামিন ক্ষতস্থান হতে রক্ত পড়া বন্ধ করতে সাহায্য করে?
[ বিসিএস ২৬তম ]
ভিটামিন |
|
১৬২. আকাশে বিজলী চমকায়-
[ বিসিএস ২৬তম ]
‘ধনাত্মক’ ও ‘ঋণাত্মক’ চার্জযুক্ত দুটি মেঘ কাছাকাছি আসলে আকর্ষণের ফলে চার্জ এক মেঘ থেকে অন্য মেঘে দ্রুত ছুটে যায়। ফলে ইলেকট্রনের (চার্জ) গতিপথে যে তীব্র আলোক উৎপন্ন হয় তাকে বিজলী চমকানো বলে।
বর্তনী সম্পূর্ণ করতে ধনাত্মক ও ঋণাত্মক চার্জের সংযোগের প্রয়োজন হয়। কিন্তু বিদ্যুৎবাহী তারে পাখি বসলে বর্তনী পূর্ণ হয় না বলে পাখি বিদ্যুতায়িত হয়ে মারা যায় না। কিন্তু পাখিটি যদি অন্য তার স্পর্শ করে কিংবা ভূ-সংযুক্ত কোনো পরিবাহীর সংস্পর্শে আসে, তাহলে বর্তনী পূর্ণ হবে এবং এর ভেতর দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হওয়ার ফলে পাখিটি মারা যাবে।
১৬৪. সালোকসংশ্লেষণ সবচেয়ে বেশি পরিমাণে হয়-
[ বিসিএস ২৬তম ]
বর্ণালীবিক্ষণ যন্ত্র (Spectroscope)-এর সাহায্যে জানা গেছে যে, দৃশ্যমান বর্ণচ্ছটার মধ্যে সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় লাল আলোই সর্বাপেক্ষা কর্মক্ষম। নীল আলো তুলনামূলকভাবে কম কর্মক্ষম। বেগুনী আলোয় আরও কম সালোকসংশ্লেষণ হয়। সূর্যালোকে সবুজ আলো শোষিত না হওয়ায় সবুজ আলোতে সালোকসংশ্লেষণ একেবারেই হয় না। সালোক সংশ্লেষণে বিভিন্ন আলোর কার্যকারিতা তাদের তরঙ্গ দৈর্ঘ্যের ওপর অনেকাংশে নির্ভর করে।
১৬৫. ম্যালিক এসিড-
[ বিসিএস ২৬তম ]
আমলকিতে অক্সালিক এসিড, কমলালেবুতে অ্যাসকরবিক এসিড, আঙ্গুরে টারটারিক এসিড এবং টমেটোতে ম্যালিক অ্যাসিড পাওয়া যায়।
১৬৬. হাড় ও দাঁতকে মজবুত করে-
[ বিসিএস ২৬তম ]
ফসফরাস দাঁত ও অস্থি গঠন, রক্ততঞ্চন, পেশী সংকোচন ইত্যাদি গুরুত্বপূর্ণ কাজ করে। আয়োডিনের অভাবে থাইরয়েড গ্লান্ডের কর্মকাণ্ড ব্যাহত হয় এবং গলগণ্ড, বামনত্ব প্রভৃতি দেখা দেয়। আয়রন রক্তের হিমোগ্লোবিনের অন্যতম প্রধান উৎস। ম্যাগনেসিয়াম শরীর গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
১৬৭. নিউমোনিয়া রোগে আক্রান্ত হয় মানব দেহের-
[ বিসিএস ২৬তম ]
ফুসফুসের প্রদাহকে নিউমোনিয়া বলে। এটি ব্যাকটেরিয়া ঘটিত রোগ। অপরদিকে যকৃতের প্রদাহকে হেপাটাইটিস (ভাইরাস ঘটিত) এবং কিডনির প্রদাহকে নেফ্রাইটিস বলে।
১৬৮. শুষ্ক বরফ বলা হয়-
[ বিসিএস ২৬তম ]
‘শুষ্ক বরফ’ বা ‘ড্রাই আইস’ জমাট কার্বন-ডাই-অক্সাইড। এ কঠিনীকৃত কার্বন-ডাই-অক্সাইড -78.5℃ উষ্ণতায় কঠিন অবস্থা থেকে তরল না হয়ে সরাসরি গ্যাসে পরিণত হয়, তাই এর নাম ‘শুষ্ক বরফ’ বা ‘ড্রাই আইস’।
১৬৯. বৈদ্যুতিক ইস্ত্রি এবং হিটারে ব্যবহৃত হয়-
[ বিসিএস ২৬তম ]
নাইক্রোম তার হচ্ছে নিকেল ও ক্রোমিয়াম ঘটিত সংকর ধাতু নির্মিত এক ধরনের তার। এর আপেক্ষিক রোধ বেশি এবং বিদ্যুৎ প্রবাহের ফলে দ্রুত উত্তপ্ত হয়ে উঠে। তাই বৈদ্যুতিক ইস্ত্রি এবং হিটারে এটি ব্যবহৃত হয়। ‘টাংস্টেন’ তার বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্ট হিসেবে ব্যবহৃত হয়।
১৭০. শব্দের তীব্রতা নির্ণায়ক যন্ত্র-
[ বিসিএস ২৬তম ]
অ্যামিটার তড়িৎ প্রবাহ পরিমাপক যন্ত্র, অডিওফোন কানে লাগিয়ে শোনার যন্ত্র, অলটিমিটার উচ্চতা পরিমাপক যন্ত্র এবং অডিও মিটার দ্বারা শব্দের তীব্রতা নিয়ন্ত্রণ করে শব্দ পরিমাপ করা হয়।
১৭১. ডিজিটাল ঘড়ি বা ক্যালকুলেটরে কালচে অনুজ্জ্বল যে লেখা ফুটে উঠে তা কিসের ভিত্তিতে তৈরি?
[ বিসিএস ২৬তম ]
এলসিডি(LCD liquid crystal display) তরল রাসায়নিক পদার্থকে বিদ্যুৎপ্রবাহ দ্বারা প্রয়োজনীয় আকারে প্রদর্শন করে। ডিজিট্যাল ঘড়ি ও ক্যালকুলেটরের লেখা প্রদর্শন করার মাধ্যমে এটি সবচেয়ে দ্রুত পরিচিতি ও জনপ্রিয়তা পায়। বর্তমানে মোবাইল ফোন, কম্পিউটারের মনিটর থেকে বৃহৎ আকৃতির প্রজেকশন টিভিতেও এলসিডি ব্যবহার করা হচ্ছে। এলসিডি সিআরটি - র পরিবর্তে বর্তমানে ব্যাপকভাবে ব্যবহৃত হয়। এতে করে যেসকল যন্ত্রগুলোতে এলসিডি আছে সেগুলো আকার ছোট, ওজনে হালকা, সহজে বহনযোগ্য, কম দামি, বেশি নির্ভরযোগ্য এবং চক্ষু বান্ধব হয় এবং জনপ্রিয়তা লাভ করে। সিআরটি এবং প্লাজমার মত এগুলোর কোন আকার দিতে অসুবিধা হয় না। ফসফরাস ব্যবহার না করায় এতে রং বিকৃত হওয়ার সুযোগ নেই।
১৭২. দিনাজপুর জেলার বড়পুকুরিয়ায় কোন খনিজ প্রকল্পের কাজ চলছে?
[ বিসিএস ২৬তম ]
দিনাজপুর জেলার বড়পুকুরিয়ায় কয়লা খনি প্রকল্পের উন্নয়ন চলছে এবং সম্প্রতি কয়লা উত্তোলন শুরু হয়েছে । বাংলাদেশের সবচেয়ে বড় কয়লা খনি দিনাজপুর জেলার দীঘিপাড়ায় অবস্থিত।
১৭৩. Adult Cell ক্লোন করে যে ভেড়ার জন্ম হয়েছে তার নাম দেয়া হয়েছে-
[ বিসিএস ২৬তম | বিসিএস ১৮তম ]
স্কটল্যান্ডের এডিনবরার রোসলিন ইনস্টিটিউটের সামনে ১৯৯৬ সালের ৫ জুলাই ক্লোন ভেড়া ডলির জন্ম হয়। রোসলিন ইনস্টিটিউটের ভ্রূণতত্ত্ববিদ ড. আয়ান উইলসুট ভেড়াটিকে ক্লোন করেন। ১৯৯৭ সালে ডলির জন্মের বিষয়টি ঘোষণা করা হয়।
১৭৪. বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত-
[ বিসিএস ২৬তম | বিসিএস ১৬তম ]
অর্থাৎ, যে কোনও বৃত্তের পরিধিকে তার ব্যাস দিয়ে ভাগ করলে সর্বদা π পাওয়া যাবে। এই অনুপাতটি বৃত্তের আকার বা আয়তনের উপর নির্ভর করে না।
# গাণিতিকভাবে,
পরিধি / ব্যাস = π
অথবা,
পরিধি = π × ব্যাস
এই সূত্রটি ব্যবহার করে, বৃত্তের পরিধি বা ব্যাস জানা থাকলে অন্যটি সহজেই নির্ণয় করা যায়।
∴ বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত =
১৭৫. মানুষের ক্রোমোজোমের সংখ্যা কত?
[ বিসিএস ২৬তম ]
জীবকোষের নিউক্লিয়াসে এ সুতার মতো আকৃতি বিশিষ্ট উপাদানের নাম ক্রোমোজোম। মানুষের দেহ কোষে ক্রোমোজোমের সংখ্যা ৪৬টি বা ২৩ জোড়া । এর মধ্যে ২২ জোড়া অটোজোম বা সোমাটিক ক্রোমোজোম। এগুলোর মাধ্যমে বংশগতির সাধারণ বৈশিষ্ট্য প্রজন্ম থেকে প্রজন্মে সঞ্চারিত হয়ে থাকে। বাকি ১ জোড়া সেক্স ক্রোমোজোম।
১৭৬. সমুদ্রপৃষ্ঠে বায়ুর চাপ প্রতি বর্গ সে. মি. এ-
[ বিসিএস ২৬তম ]
যে কোনো পদার্থের মতো বায়ুরও ওজন আছে। বায়ুর এ ওজনজনিত কারণে যে চাপের সৃষ্টি হয় তাই বায়ুর চাপ। চাপের মান মিলিবারে দেখানো হয়। সমুদ্রপৃষ্ঠে বায়ুর চাপ প্রতি বর্গ সেন্টিমিটারে ১০ নিউটন বা ৬.৪৫ বর্গ সেন্টিমিটারের বা ৬.৭ কেজি।
১৭৭. কাচ তৈরির প্রধান কাঁচামাল হলো-
[ বিসিএস ২৬তম ]
কাচ হলো সোডিয়াম, ক্যালসিয়াম প্রভৃতি ধাতুর সিলিকেট দিয়ে তৈরি শক্ত, স্বচ্ছ অথবা ঈষৎ স্বচ্ছ অনিয়তাকার ভঙ্গুর পদার্থ। সাধারণত কাচ বালি, সোডিয়াম কার্বনেট ও চুনাপাথর দিয়ে তৈরি করা হয়। তবে কাচ তৈরির প্রধান কাঁচামাল হলো বালি।
১৭৮. জীবাশ্ম জ্বালানি দহনের ফলে বায়ুমণ্ডলে যে গ্রিন হাউজ গ্যাসের পরিমাণ সব চাইতে বেশি বৃদ্ধি পাচ্ছে-
[ বিসিএস ২৬তম ]
জৈব জ্বালানি কার্বনঘটিত যৌগ। এগুলো বায়ুমণ্ডলে দহনের ফলে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়ে বায়ুতে মিশে যায়। জীবাশ্ম জ্বালানি দহনের ফলে তৈরি গ্রিন হাউস গ্যাসে কার্বন-ডাই অক্সাইড ৪৯%, ক্লোরোফ্লোরো কার্বন বা সিএফসি ১৪%, মিথেন ১৮%, নাইট্রাস অক্সাইড ৬% ও অন্যান্য গ্যাস ১৩% থাকে। এদের মধ্যে কলকারখানা ও যানবাহনে জীবাশ্ম জ্বালানি দহনের ফলে কার্বন-ডাই-অক্সাইডের পরিমাণ সবচেয়ে বেশি বৃদ্ধি পাচ্ছে।
১৭৯. বস্তুর ওজন কোথায় সবচেয়ে বেশি?
[ বিসিএস ২৬তম ]
অভিকর্ষজ ত্বরণ (g) -এর প্রভাবে মেরু অঞ্চলে বস্তুর ওজন সবচেয়ে বেশি, বিষুবীয় অঞ্চলে মেরু অঞ্চলের তুলনায় কম, খনি বা পাহাড়ের উপরও মেরু অঞ্চলের তুলনায় কম এবং পৃথিবীর কেন্দ্রে বস্তুর ওজন শূন্য।
১৮০. নাইট্রোজেন গ্যাস থেকে কোন সার প্রস্তুত করা হয়?
[ বিসিএস ২৬তম ]
নাইট্রোজেন গ্যাসকে একটি বিশেষ প্রক্রিয়ায় অ্যামোনিয়ায় রূপান্তরিত করা হয় এবং অ্যামোনিয়া থেকে ইউরিয়া সার উৎপন্ন হয়। এতে নাইট্রোজেনের পরিমাণ ৪৬%।
১৮১. ধারাটির দশম পদ–
[ বিসিএস ২৬তম ]
১৮২. পিতা ও মাতার বয়সের গড় ৪৫ বছর। আবার পিতা, মাতা ও এক পুত্রের বয়সের গড় ৩৬ বছর। পুত্রের বয়স-
[ বিসিএস ২৬তম ]
পিতা ও মাতার বয়সের গড় ৪৫ বছর। এর থেকে আমরা তাদের মোট বয়স বের করতে পারি: মোট বয়স = গড় বয়স × সদস্য সংখ্যা মোট বয়স = ৪৫ বছর × ২ = ৯০ বছর আবার, পিতা, মাতা ও পুত্রের বয়সের গড় ৩৬ বছর। তাদের মোট বয়স হবে: পিতা, মাতা ও পুত্রের মোট বয়স = ৩৬ বছর × ৩ = ১০৮ বছর এখন, পুত্রের বয়স বের করতে হলে পিতা, মাতা ও পুত্রের মোট বয়স থেকে পিতা ও মাতার মোট বয়স বিয়োগ করতে হবে: পুত্রের বয়স = ১০৮ বছর - ৯০ বছর = ১৮ বছর অতএব, পুত্রের বয়স ১৮ বছর।
১৮৩. একটি জারে দুধ ও পানির অনুপাত ৫ : ১। দুধের পরিমাণ যদি পানি অপেক্ষা ৮ লিটার বেশি হয় তবে পানির পরিমাণ কত?
[ বিসিএস ২৬তম ]
ধরা যাক, পানির পরিমাণ W লিটার, তাহলে দুধের পরিমাণ হবে 5W লিটার।
উল্লেখ্য, দুধের পরিমাণ পানি থেকে ৮ লিটার বেশি, অর্থাৎ:
5W = W + 8
⇒ 5W - W = 8
⇒ 4W = 8
⇒ W = 2 অতএব, পানির পরিমাণ ২ লিটার।
এখানে,
ক্রয়মূল্য = ১ টাকায় ৩টি লেবু
অতএব, ১টি লেবুর ক্রয়মূল্য = ১/৩ টাকা
আবার, বিক্রয়মূল্য = ১ টাকায় ২টি লেবু
অতএব, ১টি লেবুর বিক্রয়মূল্য = ১/২ টাকা
সুতরাং, লাভ = বিক্রয়মূল্য - ক্রয়মূল্য
= ১/২ - ১/৩
= (৩ - ২)/৬
= ১/৬ টাকা
অতএব, শতকরা লাভ = (লাভ/ক্রয়মূল্য) × ১০০ = (১/৬)/(১/৩) × ১০০ = (১/৬ × ৩/১) × ১০০ = ১/২ × ১০০ = ৫০% সুতরাং, শতকরা লাভ হবে ৫০%।
১৮৬. লঞ্চ ও স্রোতের গতিবেগ যথাক্রমে ঘণ্টায় ১৮ কি.মি. ও ৬ কি.মি.। নদীপথে ৪৮ কি.মি. অতিক্রম করে পুনরায় ফিরে আসতে সময় লাগবে-
[ বিসিএস ২৬তম ]
নদীপথে লঞ্চের বেগ ১৮ কিমি/ঘন্টা এবং স্রোতের বেগ ৬ কিমি/ঘন্টা। অতএব, অনুকূলে বেগ = ১৮ + ৬ = ২৪ কিমি/ঘন্টা এবং প্রতিকূলে বেগ = ১৮ - ৬ = ১২ কিমি/ঘন্টা এখন, ৪৮ কিমি পথ যেতে অনুকূলে সময় লাগবে = ৪৮/২৪ = ২ ঘন্টা এবং, ৪৮ কিমি পথ ফিরে আসতে প্রতিকূলে সময় লাগবে = ৪৮/১২ = ৪ ঘন্টা সুতরাং, মোট সময় লাগবে = ২ + ৪ = ৬ ঘন্টা। অতএব, নদীপথে ৪৮ কিমি অতিক্রম করে পুনরায় ফিরে আসতে লঞ্চটির ৬ ঘন্টা সময় লাগবে।
১৮৮. ৪৩ থেকে ৬০ এর মধ্যে মৌলিক সংখ্যার সংখ্যা–
[ বিসিএস ২৬তম ]
৪৩ থেকে ৬০ এর মধ্যে মৌলিক সংখ্যা (প্রাইম নম্বর) হল:
৪৩, ৪৭, ৫৩, ৫৯
এই সংখ্যা গুলির মধ্যে মৌলিক সংখ্যা হলো মোট ৪টি।
১৮৯. যদি একটি মৌলিক সংখ্যা হয় তবে -
[ বিসিএস ২৬তম ]
১৯০. - এর মান কত?
[ বিসিএস ২৬তম ]
১৯১. ক এবং খ একত্রে একটি কাজ ১২ দিনে করতে পারে। ক একা কাজটি ২০ দিনে করতে পারে, খ একা কাজটি করতে পারবে-
[ বিসিএস ২৬তম ]
ক এবং খ একত্রে একটি কাজ ১২ দিনে করতে পারে। এর মানে হল তারা ১ দিনে ১/১২ অংশ কাজ করতে পারে। ক একা কাজটি ২০ দিনে করতে পারে, অর্থাৎ ক ১ দিনে ১/২০ অংশ কাজ করতে পারে। এখন, খ একা কাজটি কত দিনে করতে পারবে, তা বের করতে হবে।
যেহেতু ক এবং খ একত্রে ১ দিনে ১/১২ অংশ কাজ করে এবং ক একা ১ দিনে ১/২০ অংশ কাজ করে, তাই খ একা ১ দিনে (১/১২ - ১/২০) অংশ কাজ করে।
(১/১২ - ১/২০) = (৫ - ৩)/৬০ = ২/৬০ = ১/৩০
অতএব, খ একা ১ দিনে ১/৩০ অংশ কাজ করে। সুতরাং, খ একা কাজটি করতে ৩০ দিন সময় নেবে।
উত্তর: খ একা কাজটি ৩০ দিনে করতে পারবে।
১৯২. ৭২ সংখ্যাটির মোট ভাজক আছে-
[ বিসিএস ২৬তম ]
৭২ কে মৌলিক গুণনীয়কে বিশ্লেষণ করলে পাই:
এখানে
১৯৩. দুটি ক্রমিক পূর্ণসংখ্যা নির্ণয় করুন, যাদের বর্গের অন্তর ৪৭-
[ বিসিএস ২৬তম ]
১৯৪. হলে, এর মান –
[ বিসিএস ২৬তম ]
১৯৫. হলে, এর মান–
[ বিসিএস ২৬তম ]
১৯৬. একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য ৮ ফুট হলে, ঐ বর্গক্ষেত্রের কর্ণের ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত?
[ বিসিএস ২৬তম ]
১৯৭. সমান-
[ বিসিএস ২৬তম ]
১৯৮. -এর সঙ্গে কত যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ হবে?
[ বিসিএস ২৬তম ]
১৯৯. এর একটি উৎপাদক-
[ বিসিএস ৩২তম | বিসিএস ২৬তম ]
২০০. ১৩ সেমি ব্যাসার্ধের বৃত্তের কেন্দ্র হতে ৫ সেমি দূরত্বে অবস্থিত জ্যা-এর দৈর্ঘ্য-
[ বিসিএস ২৬তম ]