আমাদের স্কুল

সেটিং

বহুনির্বাচনি প্রশ্নের দেখানোর অপশনঃ
শুধুমাত্র উত্তর 2 অপশন
3 অপশন 4 অপশন
বহুনির্বাচনি প্রশ্নের অপশন প্রদর্শনঃ
রো আকারে কলাম আকারে
বহুনির্বাচনি প্রশ্নের উত্তরঃ
লুকান বোল্ড করুন
দেখান দেখান ও বোল্ড করুন
বহুনির্বাচনি প্রশ্নের ব্যাখ্যাঃ
দেখান লুকান নিচে লুকান
থিম নির্বাচন করুনঃ
ফন্ট সাইজঃ
15

বিসিএস ১৯তম

পরীক্ষারঃ বিসিএস প্রিলিমিনারি টেস্ট

মোট বহুনির্বাচনি প্রশ্নঃ 50

মোট মার্কঃ 50

পরীক্ষার সময়ঃ 01:00:00

প্রকাশের তারিখঃ 11.12.1998

ক. পেপসিন
খ. এমাইলেজ
গ. রেনিন
ঘ. ট্রিপসিন
উত্তরঃ রেনিন
ব্যাখ্যাঃ

পাকস্থলীতে দুগ্ধ জমাট বাঁধতে রেনিন নামক জারক রস প্রয়োজন হয়। অপরপক্ষে ‘ট্রিপসিন’ এবং ‘পেপসিন’ নামক এনজাইম প্রোটিন পরিপাকে এবং ‘এমাইলেজ’ কার্বোহাইড্রেড পরিপাকে সহায়তা করে।

ক. মি.জে. এইচ বি হেলেন
খ. লর্ড লিনলিথগো
গ. লর্ড ক্লাইভ
ঘ. ওয়ারেন হেস্টিংস
উত্তরঃ লর্ড লিনলিথগো
ব্যাখ্যাঃ

গবাদি পশুর জাত উন্নয়নে পাক-ভারত উপমহাদেশে প্রথম অগ্রণী ভূমিকা পালন করেন লর্ড লিনলিথগো। তিনি ছিলেন একজন ব্রিটিশ ইউনিয়নবাদী রাজনীতিবিদ, কৃষিবিদ এবং ঔপনিবেশিক প্রশাসক। তিনি ১৯৩৬ থেকে ১৯৪৩ সাল পর্যন্ত ভারতের গভর্নর জেনারেল এবং ভাইসরয়ের দায়িত্ব পালন করেছিলেন।

ক. সিরাজগঞ্জ
খ. দিনাজপুর
গ. বরিশাল
ঘ. ফরিদপুর
উত্তরঃ সিরাজগঞ্জ
ব্যাখ্যাঃ

বাংলাদেশে গো-চারণের জন্য বাথান রয়েছে দুটি জেলায়। যথা-পাবনা ও সিরাজগঞ্জ।

ক. ২০০ মার্কিন ডলার
খ. ২২৫ মার্কিন ডলার
গ. ২৪০ মার্কিন ডলার
ঘ. ২৬০ মার্কিন ডলার
উত্তরঃ ২৬০ মার্কিন ডলার
ব্যাখ্যাঃ

বাংলদেশ অর্থনৈতিক সমীক্ষা ২০২২ অনুযায়ী বাংলাদেশের মাথাপিছু আয় ২৮২৪ মার্কিন ডলার। সংশোধিত সমীক্ষা-২০২২ অনুযায়ী ২৭৯৩ ডলার।

ক. ২ ডিসেম্বর, ১৯৯৭
খ. ৩ ডিসেম্বর, ১৯৯৭
গ. ২২ ডিসেম্বর, ১৯৯৭
ঘ. ৩ জানুয়ারি, ১৯৯৮
উত্তরঃ ২ ডিসেম্বর, ১৯৯৭
ব্যাখ্যাঃ

পাহাড়িদের স্বতন্ত্র জনগোষ্ঠী হিসাবে চিহ্নিত করে সংরক্ষণশীল নীতিভিত্তিক কিছু সুবিধা নিশ্চিত করা হয় ১৯৯৭ সালের ২ ডিসেম্বর সম্পাদিত এক শান্তিচুক্তির মাধ্যমে। এ চুক্তিতে বাংলাদেশ সরকারের পক্ষে স্বাক্ষর করেন আবুল হাসনাত আবদুল্লাহ এবং পাহাড়িদের প্রতিনিধিত্ব করেন জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা ওরফে সন্তু লারমা।

ক. জেনেভা
খ. নিউইয়র্ক
গ. হেগ
ঘ. প্যারিস
উত্তরঃ নিউইয়র্ক
ব্যাখ্যাঃ

জাতিসংঘের সদর দপ্তর যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরের ম্যানহাটনে অবস্থিত।

শহর সদর দপ্তর
নিউইয়র্ক UN, UNDP, UNFPA, UNICEF, UNWOMEN
জেনেভা ILO, ITU, WHO, WMO, WIPO, WTO, UNHCR, UNCTAD, রেডক্রস
হেগ ICJ, ICC
প্যারিস UNESCO, OECD

ক. কয়লা
খ. চুনাপাথর
গ. সাদামাটি
ঘ. গ্যাস
উত্তরঃ গ্যাস
ব্যাখ্যাঃ

বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ হলো – প্রাকৃতিক গ্যাস। প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান মিথেন। প্রাকৃতিক গ্যাস পেট্রোলিয়াম জাতীয় পদার্থ। এ পর্যন্ত বাংলাদেশে ২৮টি গ্যাস ক্ষেত্রে আবিষ্কৃত হয়েছে। বাংলাদেশে প্রথম গ্যাসক্ষেত্র আবিষ্কৃত হয় ১৯৫৫ সালে এবং উত্তোলন শুরু হয় ১৯৫৭ সালে।

ক. জর্জ ওয়াশিংটন
খ. আব্রাহাম লিংকন
গ. রুজভেল্ট
ঘ. কেনেডি
উত্তরঃ আব্রাহাম লিংকন
ব্যাখ্যাঃ

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট আব্রহাম লিংকন ১৮৬৩ সালে ক্রীতদাস প্রথা বিলুপ্ত করেন। তিনি যুক্তরাষ্ট্রে ১৬তম প্রেসিডেন্ট এবং দাস প্রথার চরম বিরোধী। ১৮৬৩ সালে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের দাস প্রথাকে কেন্দ্র করে মার্কিন যুক্তরাষ্ট্রের গৃহযুদ্ধের সময় তিনি উত্তরাঞ্চলীয় ইউনিয়ন বাহিনীর নেতৃত্ব দেন এবং দক্ষিণের কনফেভারেট জোটকে পরাজিত করেন।

ক. ইনসুলিন
খ. থাইরক্সিন
গ. এনড্রোজেন
ঘ. এস্ট্রোজেন
উত্তরঃ ইনসুলিন
ব্যাখ্যাঃ

অগ্ন্যাশয়ের বিটা কোষ থেকে নিঃসৃত ইনসুলিন হরমোন রক্তে গ্লুকোজের পরিমাণ কমায়। রক্তে এই ইনসুলিন হরমোন কমে গেলে গ্লুকোজের পরিমাণ বেড়ে যায় যাকে হাইপারগ্লাইসেমিয়া বলে। এর ফলে ঘন ঘন ক্ষুধা, পিপাসা ও প্রস্রাবের চাপ লাগে যাকে ডায়াবেটিস বা বহুমূত্র রোগ বলে। এই রোগের জন্য ইনসুলিন হরমোন চামড়ার নিচে দেওয়া হয়।

ক. ১৬ বছর
খ. ১৮ বছর
গ. ২০ বছর
ঘ. ২১ বছর
উত্তরঃ ১৮ বছর
ব্যাখ্যাঃ

বাংলাদেশের সংবিধানের ১২২(২) (খ) অনুচ্ছেদ অনুযায়ী বাংলাদেশের ভোটার হওয়ার সর্বনিম্ন বয়স ১৮ বছর। বাংলাদেশে সংসদ সদস্য হওয়ার ন্যূনতম বয়স ২৫ বছর এবং রাষ্ট্রপতি হওয়ার ন্যূনতম বয়স ৩৫ বছর।

ক. উত্তাপ অনেক বেড়ে যাবে
খ. বৃষ্টিপাত কমে যাবে
গ. নিম্নভূমি নিমজ্জিত হবে
ঘ. সাইক্লোনের প্রবণতা বাড়বে
উত্তরঃ নিম্নভূমি নিমজ্জিত হবে
ব্যাখ্যাঃ

গ্রিন হাউজের প্রভাবে পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। এর প্রভাবে আগামী ২০৩০ সাল নাগাদ বায়ুমণ্ডলে তাপমাত্রা বৃদ্ধিকারী গ্যাসের পরিমাণ দ্বিগুণ বৃদ্ধি পাবে। এর ফলে মেরু অঞ্চলের বরফ গলে যাবে এবং সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পাবে। ফলে বাংলাদেশের সমুদ্র উপকূলবর্তী অঞ্চলের অধিকাংশ নিমজ্জিত হবে।

ক. ক্লোরোফ্লোরো কার্বন
খ. কার্বন মনোক্সাইড
গ. কার্বন ডাইঅক্সাইড
ঘ. মিথেন
উত্তরঃ ক্লোরোফ্লোরো কার্বন
ব্যাখ্যাঃ ক্লোরোফ্লোরো কার্বন বায়ুমন্ডলের ওজোনস্তরে পৌঁছে ওজোনের সঙ্গে বিক্রিয়া করে অক্সিজেনে পরিণত করে \((CFC+ O_3→O_2+…….)\) । এর ফলে ওজোনস্তর হালকা বা ফুটো হয়ে যায়। এ ফাটল দিয়ে মহাজাগতিক বিভিন্ন রশ্মি পৃথিবীতে এসে জীবজগতের ক্ষতিসাধন করে।
ক. ১৬ শতাংশ
খ. ২০ শতাংশ
গ. ২৫ শতাংশ
ঘ. ৩০ শতাংশ
উত্তরঃ ২৫ শতাংশ
ব্যাখ্যাঃ

পরিবেশ বিশেষজ্ঞদের মত অনুসারে, যেকোনো দেশের ভারসাম্য রক্ষার জন্য মোট ভূমির ২৫% বনভূমি থাকা আবশ্যক। বর্তমানে বাংলাদেশে বনভূমির পরিমাণ সরকারি হিসাব অনুযায়ী ১৭.০৮% (প্রায়)। FAO-এর মতে বাংলাদেশে বনভূমি রয়েছে মোট ভূমির ১১% (প্রায়)।

ক. ১৪ ডিসেম্বর
খ. ১৬ ডিসেম্বর
গ. ২১ ডিসেম্বর
ঘ. ২৩ ডিসেম্বর
উত্তরঃ ১৪ ডিসেম্বর
ব্যাখ্যাঃ

বাংলাদেশে মুক্তিযুদ্ধে বাঙালিদের জয় নিশ্চিত দেখে পাকবাহিনী ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর নির্বিচারে বহু বুদ্ধিজীবীকে হত্যা করে। তাই তাদের স্মরণে ১৪ ডিসেম্বরকে ‘শহিদ বুদ্ধিজীবী দিবস’ হিসাবে পালন করা হয়।

ক. ২০ জোড়া
খ. ২২ জোড়া
গ. ২৩ জোড়া
ঘ. ২৫ জোড়া
উত্তরঃ ২৩ জোড়া
ব্যাখ্যাঃ

মানুষের ক্রোমোজোমের সংখ্যা ২৩ জোড়া। এর মধ্যে ২২ জোড়া’ ‘অটোজোম’ এবং ১ জোড়া ‘সেক্স ক্রোমোজোম’। সেক্স ক্রোমোজোম সন্তান-সন্ততির লিঙ্গ নির্ধারণ করে। মহিলাদের সেক্স ক্রোমোজোম XX এবং পুরুষের XY।

ক. রাজশাহী
খ. নওগাঁ
গ. বগুড়া
ঘ. নাটোর
উত্তরঃ নাটোর
ব্যাখ্যাঃ

নাটোর জেলা শহর থেকে ২.৪ কিলোমিটার দূরে অবস্থিত দিঘাপতিয়া মহারাজাদের বাসস্থান দিঘাপতিয়া রাজবাড়ি আঠারো শতকে নির্মিত হয়। নাটোরের রানী ভবানী তাঁর নায়েব দয়ারামের উপরে সন্তুষ্ট হয়ে তাঁকে দিঘাপতিয়া পরগনা উপহার দেন। বাংলাদেশ স্বাধীনের পর ১৯৭২ সালের ৯ ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে এর নাম পরিবর্তন করে রাখেন ‘উত্তরা গণভবন’।

ক. অগ্নিবীণা
খ. বিষের বাঁশি
গ. দোলন চাঁপা
ঘ. বাঁধনহারা
উত্তরঃ অগ্নিবীণা
ব্যাখ্যাঃ

১৯২২ সালে প্রকাশিত ‘অগ্নিবীণা’ কাজী নজরুল ইসলাম রচিত প্রথম কাব্যগ্রন্হ। এই গ্রন্থে ১২টি কবিতা সংকলিত হয়েছে। যথা- প্রলয়োল্লাস, বিদ্রোহী, রক্তাম্বরধারিণী মা, আগমনী, ধূমকেতু, কামালপাশা, আনোয়ার, রণভেরী, সাত-ইল-আরব, খেয়াপারের তরণী, কোরবানী ও মোহররম।

ক. রোনালদো
খ. জিদান
গ. সুকের
ঘ. বেবেতা
উত্তরঃ সুকের
ব্যাখ্যাঃ

১৯৯৮ সালে বিশ্বকাপ ফুটবলে সর্বোচ্চ গোলদাতা ছিলেন ক্রোয়েশিয়ার ডেভর সুকের। তিনি সর্বোচ্চ ৬টি গোল করেন। ২০০২ বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতা হিসেবে গোল্ডেন বুট পান ব্রাজিলের রোনালদো (৮ গোল)। ২০১০ বিশ্বকাপে গোল্ডেন বুট পান জার্মানির থমাস মুলার (৫ গোল)। ২০১৮ বিশ্বকাপে গোল্ডেন বুট পান ইংল্যাল্ডের হ্যারি কেন (৬ গোল)। সর্বশেষ ২০২২ বিশ্বকাপে গোল্ডেন বুট পান ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পে (৮ গোল)।

ক. জেনেভা
খ. প্যারিস
গ. লন্ডন
ঘ. রোম
উত্তরঃ রোম
ব্যাখ্যাঃ

১৯৪৫ সালের ১৬ অক্টোবর কুইবেকে অনুষ্ঠিত এক সম্মেলনে জাতিসংঘ খাদ্য ও কৃষি সংস্থা (FAO) প্রতিষ্ঠিত হয়। এর সদর দপ্তর ইতালির রোমে এবং সদস্য রাষ্ট্র ১৯৪টি।

ক. আব্দুল গাফ্ফার চৌধুরী
খ. আলতাফ মাহমুদ
গ. আব্দুল লতিফ
ঘ. আব্দুল আলীম
উত্তরঃ আব্দুল গাফ্ফার চৌধুরী
ব্যাখ্যাঃ

‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ বিখ্যাত এ গানটি প্রথম প্রকাশিত হয় হাসান হাফিজুর রহমান সম্পাদিত ‘একুশে ফেব্রুয়ারি’ (১৯৫৩) গ্রন্হে। গানটির প্রথম সুরকার ও কণ্ঠশিল্পী ছিলেন আব্দুল লতিফ। বর্তমান সুরকার আলতাফ মাহমুদ এবং সমবেত কণ্ঠে গাওয়া হয়।

ক. পরশুরাম
খ. নীললোহিত
গ. ভানুসিংহ ঠাকুর
ঘ. গাজী মিয়া
উত্তরঃ ভানুসিংহ ঠাকুর
ব্যাখ্যাঃ
সাহিত্যিক ছদ্মনাম
রবীন্দ্রনাথ ঠাকুর ভানুসিংহ ঠাকুর
রাজশেখর বসু পরশুরাম
সুনীল গঙ্গোপাধ্যায় নীল লোহিত, নীল উপাধ্যায়, সনাতন পাঠক
মীর মশাররফ হোসেন গাজী মিয়া, উদাসীন পথিক, গৌড়তটবাসী মশা
ক. রফিকুল ইসলাম
খ. রশীদ করিম
গ. মেজর জেনারেল সুখওয়ান্ত সিং
ঘ. কর্নেল সিদ্দিক মালিক
উত্তরঃ মেজর জেনারেল সুখওয়ান্ত সিং
ব্যাখ্যাঃ

১৯৭৮ সালে প্রকাশিত ভারতীয় সেনাবাহিনীর মেজর জেনারেল সুখওয়ান্ত সিং ইংরেজি ভাষার ‘The Liberation of Bangladesh’ গ্রন্হটি রচনা করেন।

ক. আশি
খ. একাশি
গ. ষাট
ঘ. চৌষট্টি
উত্তরঃ একাশি
ব্যাখ্যাঃ

বাগেরহাটের ষাটগম্বুজ মসজিদটি সুলতানি আমলে নির্মিত। খান জাহান আলী কর্তৃক মসজিদটি নির্মিত হয়। বাংলাদেশের প্রাচীন আমলের মসজিদগুলোর মধ্যে এটি বৃহত্তম। ‘ষাটগম্বুজ’ নাম হলেও এ মসজিদের গম্বুজসংখ্যা ৮১টি। ওপরে ৭৭টি এবং চারকোণে ৪টি।

ক. ১৯টি
খ. ৯টি
গ. ৮টি
ঘ. ১১টি
উত্তরঃ ১১টি
ব্যাখ্যাঃ

মুক্তিযুদ্ধ চলাকালীন ৪ এপ্রিল সিলেটে মুক্তিফৌজ গঠিত হয় এবং ৯ এপ্রিল এর নামকরণ করা হয় মুক্তিবাহিনী। পরবর্তীতে জুলাই মাসে সেনাপতি এম.এ.জি ওসমানী প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদের পরামর্শে সমগ্র বাংলাদেশকে ১১টি সেক্টর ও ৩টি ব্রিগেডে ভাগ করেন।

ক. ময়না
খ. কাক
গ. শালিক
ঘ. দোয়েল
উত্তরঃ দোয়েল
ব্যাখ্যাঃ
বাংলাদেশের জাতীয় বিষয়াবলি
পাখি দোয়েল
পশু রয়েল বেঙ্গল টাইগার
ফল কাঁঠাল
ফুল শাপলা
বৃক্ষ আম গাছ
সংগীত আমার সোনার বাংলা
ক. পলল গঠিত সমভূমি
খ. বরেন্দ্রভূমি
গ. চলনবিল
ঘ. পাহাড়পুর
উত্তরঃ বরেন্দ্রভূমি
ব্যাখ্যাঃ

বাংলাদেশে করতোয়া নদীর পশ্চিম তীরের লালমাটি সমৃদ্ধ অঞ্চলকে বরেন্দ্রভূমি বলা হয়। বৃহত্তর বগুড়া ও বৃহত্তর রাজশাহী জেলা এবং দিনাজপুরের দক্ষিণাংশ ও গাইবান্ধার পশ্চিম-দক্ষিণাংশ এর আওতায় পড়েছে।

ক. ১৯ শতাংশ
খ. ১২ শতাংশ
গ. ১৬ শতাংশ
ঘ. ৯ শতাংশ
উত্তরঃ কোনটি সঠিক নয়।
ব্যাখ্যাঃ

বাংলাদেশে বনাঞ্চলের পরিমাণ নিয়ে বিভিন্ন সময়ে বিভিন্ন ধরণের তথ্য পাওয়া যায়। মূলত বনের প্রকারভেদের উপর নির্ভর করে এই হিসাবগুলো বিভিন্ন রকম হয়। তবে সাম্প্রতিক তথ্য অনুযায়ী, বাংলাদেশে বনের পরিমাণ মোট ভূমির ১৫.৫৮ শতাংশ।

বাংলাদেশে মূলত তিন ধরণের বনভূমি দেখা যায়:

  • ক্রান্তীয় চিরহরিৎ ও আধা-চিরহরিৎ বন
  • ক্রান্তীয় পর্ণমোচী বন
  • উপকূলীয় ম্যানগ্রোভ বন
    পরিবেশের ভারসাম্য রক্ষায় একটি দেশের মোট আয়তনের ২৫ শতাংশ বনভূমি থাকা প্রয়োজন। সেই হিসেবে বাংলাদেশে প্রয়োজনীয় পরিমাণ বনভূমি নেই।
ক. ৪.৮ কি.মি.
খ. ৭.২ কি.মি.
গ. ৬ কি.মি.
ঘ. ৬.২ কি.মি.
উত্তরঃ ৪.৮ কি.মি.
ব্যাখ্যাঃ

বঙ্গবন্ধু সেতুর দৈর্ঘ্য ৪.৮ কিলোমিটার। সেতুটি যমুনা নদীর উপরে অবস্থিত। সেতুটি ১৯৯৮ সালে উদ্বোধন করা হয়। বঙ্গবন্ধু সেতু বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

ক. বলাকা
খ. শাপলা
গ. নৌকা
ঘ. রনতরী
উত্তরঃ কোনটি সঠিক নয়।
ব্যাখ্যাঃ

বাংলাদেশ নৌ-বাহিনীর প্রতীক হলো কাছিবেষ্টিত নোঙর ও এর ওপর শাপলা।

ক. ময়মনসিংহে
খ. বগুড়ায়
গ. সোনারগাঁওয়ে
ঘ. রাঙামাটিতে
উত্তরঃ সোনারগাঁওয়ে
ব্যাখ্যাঃ

বাংলাদেশের লোকশিল্পের অতীত কীর্তিসমূহ- নক্‌শী কাঁথা, মাটির পাত্র, বেত, কাঁসা, মসলিন বস্ত্র, তৈজসপত্র ইত্যাদি সংরক্ষণের জন্য নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁওয়ে লোকশিল্প জাদুঘর স্থাপন করা হয়েছে। ১৯৯৬ সালের ৬ অক্টোবর সোনারগাঁও লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের নাম পরিবর্তন করে ‘শিল্পাচার্য জয়নুল আবেদিন’ জাদুঘর করা হয়েছে।

ক. আলবেনিয়ায়
খ. সার্বিয়ায়
গ. রুমানিয়ায়
ঘ. গ্রিসে
উত্তরঃ কোনটি সঠিক নয়।
ব্যাখ্যাঃ

কসোভো ইউরোপের নবীনতম স্বাধীন দেশ, যার রাজধানী প্রিস্টিনা। ১৭ ফেব্রুয়ারি, ২০০৮ দেশটি সার্বিয়ার নিকট থেকে স্বাধীনতা ঘোষণা করে। ১৮ ফেব্রুয়ারি, ২০০৮ বিশ্বের প্রথম দেশ হিসেবে আফগানিস্তান কসোভোকে স্বীকৃতি দেয়। ২০১৭ সালের ২৭ ফেব্রুয়ারি, ১১৪ তম দেশ হিসাবে বাংলাদেশ কসোভোকে স্বীকৃতি প্রদান করে।

ক. নরওয়ে
খ. নেদারল্যান্ড
গ. রুমানিয়া
ঘ. গ্রিস
উত্তরঃ কোনটি সঠিক নয়।
ব্যাখ্যাঃ

নেদারল্যান্ডের সাবেক মুদ্রার নাম গিল্ডার। ১ জানুয়ারি, ১৯৯৯ ইউরোপে একক মুদ্রা ইউরো চালু হলেও পাশাপাশি গিল্ডার চালু থাকে। তবে ১ জুলাই, ২০০২ স্থানীয় মুদ্রা সরকারিভাবে বিলুপ্ত হলে গিল্ডারও বিলুপ্ত হয় এবং ইউরো নেদারল্যান্ডের একক মুদ্রা হিসাবে চালু হয়।

ক. সিনেট
খ. পঞ্চায়েত
গ. কংগ্রেস
ঘ. মজলিস
উত্তরঃ কোনটি সঠিক নয়।
ব্যাখ্যাঃ

নেপালের দ্বিতীয় গণপরিষদ ১৮ সেপ্টেম্বর, ২০১৫ নতুন সংবিধান গ্রহণ করে এবং ২০ সেপ্টেম্বর তা কার্যকর হয়। নেপালের আইনসভার নাম ফেডারেল পার্লামেন্ট। পঞ্চায়েত নেপালের স্থানীয় সরকার কাঠামো। মজলিস ইরানের পার্লামেন্ট, সিনেট পাকিস্তান, যুক্তরাষ্ট্র প্রভৃতি দেশের পার্লামেন্টের নাম উচ্চকক্ষ।

ক. গ্রিসে
খ. ইতালিতে
গ. তুরস্কে
ঘ. স্পেনে
উত্তরঃ তুরস্কে
ব্যাখ্যাঃ

ট্রয় নগরী তুরস্কে অবস্থিত। ট্রয় নগরীর সাথে মহাবীর হেক্টরের বীরত্ব ও আত্মত্যাগের ইতিহাস জড়িয়ে রয়েছে। সুন্দরী হেলেনকে কেন্দ্র করে সংঘটিত এ যুদ্ধে হেক্টরকে পরাস্ত করে গ্রিকরা ট্রয় নগরী দখল করে আগুন ধরিয়ে দেয়। গ্রিসের ঐতিহাসিক নগরটির নাম স্পার্টা।

ক. জার্মানি
খ. রাশিয়া
গ. ফ্রান্স
ঘ. যুক্তরাষ্ট্র
উত্তরঃ যুক্তরাষ্ট্র
ব্যাখ্যাঃ

নাসা মার্কিন যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা। নাসার পূর্ণরূপ হলো National Aeronautics and Space Administration। বর্তমানে বিশ্বব্যাপী মহাকাশ গবেষণা ও অভিযানে এ সংস্থা অগ্রণী ভূমিকা পালন করছে।

ক. বাংলাদেশ
খ. পাকিস্তান
গ. সৌদি আরব
ঘ. ইন্দোনেশিয়া
উত্তরঃ ইন্দোনেশিয়া
ব্যাখ্যাঃ

জনসংখ্যার ভিত্তিতে বিশ্বের বৃহত্তম মুসলিম দেশ ইন্দোনেশিয়া। ধর্মবিষয়ক গবেষণা প্রতিষ্ঠান পিউ রিসার্চ সেন্টারের তথ্যমতে, ইন্দোনেশিয়ার মোট জনসংখ্যার ২৪ কোটি মুসলিম। পাকিস্তান দ্বিতীয়, মুসলিম জনসংখ্যা জনসংখ্যা ২১ কোটি ৪০ লাখ। ভারত তৃতীয়, মুসলিম জনসংখ্যা প্রায় ২১ কোটি এবং বাংলাদেশের অবস্থান চতুর্থ মুসলিম জনসংখ্যা প্রায় ১৫ কোটি।

৩৭. ভায়াগ্রা কি?

[ বিসিএস ১৯তম ]

ক. একটি জলপ্রপাত
খ. নতুন একটি ঔষধ
গ. সাড়া জাগানো চলচ্চিত্রের নাম
ঘ. নতুন জাহাজের নাম
উত্তরঃ নতুন একটি ঔষধ
ব্যাখ্যাঃ

সিলডেনাফিল সাইট্রেট যা ভায়াগ্রা এবং অন্যান্য বাণিজ্যিক নামে বিক্রি হয়ে থাকে এমন একটি ঔষুধ যা পুরুষের ধ্বজভঙ্গের (ইরেকটাইল ডিসফাংশান) ক্ষেত্রে ব্যবহার করা হয়। এছাড়াও হৃদপিণ্ডের ধমনীর উচ্চ রক্তচাপের চিকিৎসায় ও ব্যবহৃত হয়ে থাকে। এটি ফাইজার কোম্পানির বিজ্ঞানী এন্ড্রু বেল, ডেভিড ব্রাউন এবং নিকোলাস টেরেট ১৯৯৮ তে আবিষ্কার করেন।

ক. ব্যাংকক
খ. সিঙ্গাপুর
গ. টোকিও
ঘ. ম্যানিলা
উত্তরঃ ম্যানিলা
ব্যাখ্যাঃ

ADB প্রতিষ্ঠিত হয় ২২ আগস্ট, ১৯৬৬ এবং আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করে ১৯৬৬ সালের ১৯ ডিসেম্বর। এর প্রধান কার্যালয় ফিলিপাইন এর ম্যানিলায়। বর্তমানে ADB-এর সদস্য সংখ্যা ৬৭। সর্বশেষ সদস্য জর্জিয়া। সদস্যপদ লাভ করে ২ ফেব্রুয়ারি, ২০০৭।

ক. অলিভেটি
খ. আইবিএম
গ. অ্যাপেল ম্যাকিনটশ
ঘ. মাইক্রোসফট্
উত্তরঃ মাইক্রোসফট্
ব্যাখ্যাঃ

মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থিত বিশ্বের সবচেয়ে বড় সফটওয়্যার কোম্পানির নাম মাইক্রোসফট। এটি একটি মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক বহুজতিক কম্পিউটার প্রযুক্তি (হার্ডওয়্যার ও সফটওয়্যার) উৎপাদনকারী কোম্পানী। এর সদর দপ্তর যুক্তরাষ্ট্রের রেডমন্ড ওয়াশিংটনে অবস্থিত। এর প্রতিষ্ঠাতা বিল গেটস।

ক. ১২ শতাংশ
খ. ১০ শতাংশ
গ. ১৩ শতাংশ
ঘ. ১১ শতাংশ
উত্তরঃ ১৩ শতাংশ
ব্যাখ্যাঃ

ওয়েই রিভার চুক্তি অনুসারে যুক্তরাষ্ট্র ইসরাইলি দখলকৃত ভূমির ১৩.৫ শতাংশ ফিলিস্তিনিদের কাছে হস্তান্তরের প্রচেষ্টা নিয়েছিল। অবশ্য পরবর্তীতে ঘটনাক্রমের প্রতিক্রিয়ায় এ চুক্তি এবং দখলকৃত ভূমি ফেরতদান কোনোটিই সম্ভব হয়নি।

ক. ২%
খ. ১০%
গ. ৬.৫%
ঘ. ১৫%
উত্তরঃ কোনটি সঠিক নয়।
ব্যাখ্যাঃ

বাংলাদেশের জিডিপিতে প্রাণিসম্পদের অবদান নিয়ে বিভিন্ন পরিসংখ্যানে কিছু ভিন্নতা দেখা যায়। সাধারণত, জিডিপিতে প্রাণিসম্পদের অবদান ১.৯০% এর কাছাকাছি। তবে, কিছু কিছু পরিসংখ্যানে এই অবদান ৬.৫% পর্যন্ত উল্লেখ করা হয়েছে। এক্ষেত্রে, প্রাণিসম্পদের অবদান হিসাব করার পদ্ধতির উপর নির্ভর করে এই ভিন্নতা দেখা দেয়।

সরকারি পরিসংখ্যান অনুযায়ী, জিডিপিতে প্রাণিসম্পদ খাতের অবদান প্রায় ১.৯০%। এই পরিসংখ্যানটি সাধারণত বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) দ্বারা প্রকাশিত হয়।

অন্যদিকে, কিছু বেসরকারি পরিসংখ্যানে জিডিপিতে প্রাণিসম্পদ খাতের অবদান ৬.৫% পর্যন্ত উল্লেখ করা হয়েছে। এই পরিসংখ্যানগুলো সাধারণত প্রাণিসম্পদ খাতের সাথে সম্পর্কিত অন্যান্য খাতকেও অন্তর্ভুক্ত করে, যেমন পোল্ট্রি, ডেইরি এবং চামড়া শিল্প।

তাই, জিডিপিতে প্রাণিসম্পদ খাতের প্রকৃত অবদান ১.৯০% থেকে ৬.৫% এর মধ্যে। তবে, সরকারি পরিসংখ্যান অনুযায়ী এই অবদান ১.৯০% এর কাছাকাছি।

ক. ৫০০ কোটি টাকা
খ. ৪০০ কোটি টাকা
গ. ৩০০ কোটি টাকা
ঘ. ১২৫ কোটি টাকা
উত্তরঃ কোনটি সঠিক নয়।
ব্যাখ্যাঃ

বাংলাদেশে গুঁড়োদুধের আমদানি খরচ প্রতি বছর ওঠানামা করে। এর পেছনে মূলত আন্তর্জাতিক বাজারে গুঁড়োদুধের দাম, ডলারের বিপরীতে টাকার মান, এবং দেশে গুঁড়োদুধের চাহিদার মতো বিষয়গুলো কাজ করে।

সাম্প্রতিক কিছু তথ্য অনুযায়ী:

গত অর্থবছরে বাংলাদেশ প্রায় চার হাজার কোটি টাকার গুঁড়োদুধ ও দুগ্ধজাত পণ্য আমদানি করেছে।
আমদানির পরিমাণ কমলেও, ডলারের বিপরীতে টাকার মূল্য কমে যাওয়ায় সামগ্রিকভাবে আমদানি ব্যয় বেড়েছে।
আড়াই কেজি পর্যন্ত প্যাকেটে গুঁড়োদুধ আমদানিতে বর্তমানে মোট করভার ৮৯ দশমিক ৩২ শতাংশ।
বাল্ক আকারে আমদানির ক্ষেত্রে আমদানি শুল্ক ১০ শতাংশ এবং মোট করভার ৩৭ শতাংশ।

গুঁড়োদুধের আমদানি খরচ সম্পর্কে আরও বিস্তারিত জানতে, আপনি বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বা বাণিজ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইটে দেখতে পারেন।

ক. রাজশাহী
খ. চট্টগ্রাম
গ. সিলেট
ঘ. সাভার
উত্তরঃ সাভার
ব্যাখ্যাঃ

কেন্দ্রীয় গো-প্রজনন ও দুগ্ধ খামার মূলত একটি গবেষণা ও সোবামূলক প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি ঢাকা বিভাগের ঢাকাদ জেলার অন্তর্গত সাভার উপজেলাধীন আাশুলিয়া থানায় ঢাকা-আরিচা মহাসড়ক সংলগ্ন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিপরীত পাশে অবস্থিত।

ক. গরু
খ. ছাগল
গ. গয়াল
ঘ. রয়েল বেঙ্গল টাইগার
উত্তরঃ রয়েল বেঙ্গল টাইগার
ব্যাখ্যাঃ

বাংলাদেশের জাতীয় পশু রয়েল বেঙ্গল টাইগার প্রধানত বাংলাদেশ ও ভারতের অন্তর্গত বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবনে পাওয়া যায়। বর্তমানে এই রয়েল বেঙ্গল টাইগারের সংখ্যা দিন দিন হ্রাস পাচ্ছে।

ক. ৮ ভাগ
খ. ১০ ভাগ
গ. ১২ ভাগ
ঘ. ১৩ ভাগ
উত্তরঃ কোনটি সঠিক নয়।
ব্যাখ্যাঃ

২০২৩ সালের তথ্য অনুযায়ী, বাংলাদেশের রপ্তানি আয়ে প্রাণিসম্পদের অবদান প্রায় ১.৫% থেকে ২% এর মধ্যে রয়েছে। প্রাণিসম্পদ খাতের মধ্যে রয়েছে মাংস, ডিম, দুধ, চামড়া ও চামড়াজাত পণ্য ইত্যাদি। তবে এই শতাংশ সময়ের সাথে সাথে পরিবর্তিত হতে পারে, কারণ এটি রপ্তানি পরিস্থিতি, চাহিদা এবং সরকারি নীতির উপর নির্ভরশীল।

সঠিক এবং হালনাগাদ তথ্যের জন্য বাংলাদেশের রপ্তানি সংস্থা বা সংশ্লিষ্ট সরকারি বিভাগের ওয়েবসাইট চেক করা যেতে পারে।

ক. ১ম
খ. ২য়
গ. ৩য়
ঘ. ৪র্থ
উত্তরঃ ২য়
ব্যাখ্যাঃ

চামড়া ও চামড়াজাত পণ্য রপ্তানি হয়েছে ৫২ কোটি ৩০ লাখ। রপ্তানিতে চামড়া খাতের অবস্থান দ্বিতীয় (চলতি অর্থবছর ২০২৩-২৪)।

ক. নেনী
খ. টমি
গ. শেলী
ঘ. ডলি
উত্তরঃ ডলি
ব্যাখ্যাঃ

স্কটল্যান্ডের এডিনবরার রোসলিন ইনস্টিটিউটের সামনে ১৯৯৬ সালের ৫ জুলাই ক্লোন ভেড়া ডলির জন্ম হয়। রোসলিন ইনস্টিটিউটের ভ্রূণতত্ত্ববিদ ড. আয়ান উইলমুট ভেড়াটিকে ক্লোন করেন। ১৯৯৭ সালে ডলির জন্মের বিষয়টি ঘোষণা করা হয়।

ক. ইথেন
খ. এমোনিয়া
গ. মিথেন
ঘ. বিউটেন
উত্তরঃ মিথেন
ব্যাখ্যাঃ

স্তন্যপায়ী প্রাণীর মূত্রে ‘ইউরিয়া’ নামক জৈব পদার্থ থাকে। ব্যাকটেরিয়ার মাধ্যমে ‘ফারমেন্টেশন’ প্রক্রিয়ায় মিথেন উৎপন্ন হয়। ঈস্ট, ব্যাকটেরিয়া প্রভৃতি এনজাইমের প্রভাবে জৈব পদার্থের রাসায়নিক পরিবর্তনের নাম ‘ফারমেন্টেশন’ বা ‘গাঁজন’।

ক. ড. এস ডি চৌধুরী
খ. ড. কাজী ফজলুর রহিম
গ. ড. ওসমান গণি
ঘ. অধ্যাপক মোসলেহ উদ্দিন আহমেদ
উত্তরঃ ড. ওসমান গণি
ব্যাখ্যাঃ

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ১৮ আগস্ট, ১৯৬১ সালে ময়মনসিংহে প্রতিষ্ঠিত হয়। ড. ওসমান গণি ছিলেন এ বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য এবং বর্তমান উপাচার্য হলেন অধ্যাপক ড. লুৎফুল হাসান।

ক. প্রফেসর ড. আব্দুল সালাম
খ. প্রফেসর নরম্যান বোরলগ
গ. ড. আব্দুল কাদের
ঘ. ড. স্বামিনাথন
উত্তরঃ প্রফেসর নরম্যান বোরলগ
ব্যাখ্যাঃ

প্রফেসর নরম্যান বোরলগ একজন কৃষিবিজ্ঞানী হলেও তিনি ১৯৭০ সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন। গমের ওপর গবেষণায় তিনি কিছুদিন ভারত ও পাকিস্তানে কাটান।