বিসিএস ১৫তম
১. ‘সুন্দর হে, দাও দাও সুন্দর জীবন। হউক দূর অকল্যাণ সকল অশোভন।’ - চরণ দুটি কার লেখা?
[ বিসিএস ১৫তম ]
হিন্দু-মুসলমানের সম্প্রীতিতে বিশ্বাসী লেখক হিসেবে পরিচিত শেখ ফজলল করিমের (১৮৮২-১৯৩৬) ‘পরিত্রাণ কাব্য’ কবিতার চরণ এটি।
২. আকাবা কোন দেশের সমুদ্র বন্দর?
[ বিসিএস ১৫তম ]
জর্ডানের একমাত্র সমুদ্রবন্দর আকাবা। মিয়ানমারের সমুদ্রবন্দর সিটওয়ে, ইরাকের সমুদ্রবন্দর বসরা, ইসরাইলের সমুদ্রবন্দর হাইফা।
৩. ‘ক্রুজিরো’ কোন দেশের মুদ্রার নাম?
[ বিসিএস ১৫তম ]
লুক্সেমবার্গের মুদ্রা ইউরো, ব্রাজিলের সাবেক মুদ্রা ক্রুজিরো, তবে বর্তমান মুদ্রা রিয়াল, কম্বোডিয়ার মুদ্রা রিয়াল, মঙ্গোলিয়ার মুদ্রা তুগরিক।
৪. The World Economic Forum কর্তৃক নির্ধারিত International Competitiveness Ranking –এ ১৯৯৩ সালে কোন দেশ সর্বোচ্চ স্থান অধিকার করেছে?
[ বিসিএস ১৫তম ]
২০২০ সালের ১৬ ডিসেম্বর প্রকাশিত World Economic Forum (WEF) –এর বৈশ্বিক প্রতিযোগিতার সক্ষমতা প্রতিবেদন অনুযায়ী শীর্ষ দেশ সিঙ্গাপুর ও সর্বনিম্ন দেশ ভেনেজুয়েলা।
UNFPA -এর বিশ্ব জনসংখ্যা রিপোর্ট ২০২২ অনুযায়ী বাংলাদেশ বিশ্বের ৮ম জনসংখ্যার দেশ। জনসংখ্যা ১৬ কোটি ৭৯ লাখ।
৬. বাংলাদেশের ভূ-উপগ্রহ কেন্দ্রের সংখ্যা কয়টি?
[ বিসিএস ১৫তম ]
ভূ-উপগ্রহ হলো আন্তর্জাতিক টেলিযোগাযোগ মাধ্যম। ১৯৭৫ সালে রাঙ্গামাটির বেতবুনিয়াতে অবস্থিত ভূ-উপগ্রহ কেন্দ্রটি হলো দেশের প্রথম ভূ-উপগ্রহ কেন্দ্র। দেশের অন্যান্য ভূ-উপগ্রহ কেন্দ্রগুলো হলো- গাজীপুরের তালিবাবাদ (স্থাপিত ১৯৮২ সালে), মহাখালী ভূ-উপগ্রহ কেন্দ্র (স্থাপিত ১৯৯৫ সালে) এবং সিলেট ভূ-উপগ্রহ কেন্দ্র (স্থাপিত ১৯৯৭ সালে)।
৭. গঙ্গা-ব্রহ্মপুত্র –মেঘনার সম্মিলিত নদী অববাহিকার কত শতাংশ বাংলাদেশের অন্তর্ভুক্ত?
[ বিসিএস ১৫তম ]
ভারতের আসামের দুটি প্রধান স্রোতধারা দিবাং ও লোহিত ‘ব্রহ্মপুত্র’ নামে ৭২৫ কি.মি. ভেতর দিয়ে পশ্চিম দিকে প্রবাহিত হয়ে কুড়িগ্রামের মাজহিয়ালীতে বাংলাদেশে প্রবেশ করেছে ও আরো অগ্রসর হয়ে যমুনা নামে গোয়ালন্দের নিকট পদ্মা (গঙ্গা) নদীর সাথে মিশেছে। তবে ব্রহ্মপুত্রের মূল স্রোতধারাটি দেওয়ানগঞ্জের কাছে দিক পরিবর্তন করে ভৈরববাজারের নিকট মেঘনা নদীর সাথে মিশেছে। ব্রহ্মপুত্র-মেঘনা এ সম্মিলিত নদী অববাহিকার প্রায় ৩৩ শতাংশ বাংলাদেশে অবস্থিত।
৮. গ্রিনিচ মান সময় অপেক্ষা বাংলাদেশ সময় কত ঘণ্টা আগে?
[ বিসিএস ১৫তম ]
গ্রিনিচ মানমন্দির লন্ডনে অবস্থিত শহর। বাংলাদেশের অবস্থান ৮৮°১' - ৯২°৪১' দ্রাঘিমায় হওয়ায় এর স্থানীয় সময় গ্রিনিচ সময় থেকে ৪ × ৯০ = ৩৬০ মিনিট বা ৬ ঘণ্টা আগে।
৯. The speaker failed to make the audience __ to him patiently. - Which of the following is the correct verb form in the blank above?
[ বিসিএস ১৫তম ]
make শব্দটির পর ব্যক্তি/বস্তু বসলে এর পর verb-এর মূলরূপটি ব্যবহৃত হয়। সুতরাং make the audience listen হবে।
Literary age-গুলো সাজালে বুঝা যায়, Georgian age হলো প্রদত্ত age গুলোর মধ্যে সর্বশেষ।Augustan age হলো ১৭০০ থেকে ১৭৯৮ পর্যন্ত, Victorian age হলো ১৮৩২ থেকে ১৯০০ পর্যন্ত, Georgian age হলো ১৯১০ থেকে ১৯৩৬ পর্যন্ত এবং Restoration Age হলো ১৬৬০ থেকে ১৭০০ পর্যন্ত। প্রদত্ত age গুলোর মধ্যে Georgian হলো latest। সঠিক উত্তর ‘গ’।
১১. Wisdom শব্দের বাংলা অর্থ-
[ বিসিএস ১৫তম ]
Wisdom শব্দটির অর্থ প্রজ্ঞা।
১২. The first English dictionary was completed by-
[ বিসিএস ১৫তম ]
Samuel Johnson কে ‘Father of the English Dictionary’ বলা হয়। তিনি শেক্সপিয়রের একজন সমালোচক ছিলেন। শেক্সপিয়রকে নিয়ে লেখা তার সমালোচনা গ্রন্হের নাম ‘Preface to Shakespeare’.
১৩. স্বাধীনতা যুদ্ধকালে বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়েছিল?
[ বিসিএস ১৫তম ]
মুক্তিযুদ্ধ চলাকালীন ৪ এপ্রিল সিলেটে মুক্তিফৌজ গঠিত হয় এবং ৯ এপ্রিল এর নামকরণ করা হয় মুক্তিবাহিনী। পরবর্তীতে ১১ এপ্রিল যুদ্ধ পরিচালনার সুবিধার্থে সমগ্র বাংলাদেশকে ১১টি সেক্টরে বিভক্ত করা হয়।
১৪. নিম্নের কোন আন্তর্জাতিক সংস্থার সদর দপ্তর বাংলাদেশে অবস্থিত?
[ বিসিএস ১৫তম ]
IJO–এর সদর দপ্তর বাংলাদেশে অবস্থিত ছিল। বর্তমানে এ সংস্থাটি বিলুপ্ত। এর পরিবর্তে আইজেএসজি (IJSG- International Jute Study Group) নামক সংস্থা প্রতিষ্ঠিত হয়েছে (২৭ এপ্রিল ২০২০) এবং এর সদর দপ্তর ঢাকায়। উল্লেখ্য, সিরডাপ (CIRDAP) –এর সদর দপ্তরও বাংলাদেশে অবস্থিত। (APEC) –এর সদর দপ্তর সিঙ্গাপুরের আলেকজান্দ্রা পয়েন্টে, (SAARC)-এর সদর দপ্তর নেপালের কাঠ কাঠমান্ডুতে অবস্থিত। আর ADB –এর সদর দপ্তর ফিলিপাইনের ম্যানিলায়।
১৫. ওয়াল স্ট্রিট কোথায় অবস্থিত?
[ বিসিএস ১৫তম ]
‘ওয়াল স্ট্রিট’ যুক্তরাষ্ট্রের বৃহত্তম শহর নিউইয়র্কে অবস্থিত। পৃথিবীর সবচেয়ে বড় শেয়ার-বাজার ওয়াল স্ট্রিটে অবস্থিত।
১৬. আকাশ নীল দেখায় কেন?
[ বিসিএস ১৫তম ]
যে আলোর তরঙ্গ দৈর্ঘ্য যতো কম সে আলোর বিক্ষেপণ ততো বেশি। নীল আলোর তরঙ্গ দৈর্ঘ্য কম বলে এর বিক্ষেপণ বেশি। যার ফলে বায়ুমণ্ডলের ধূলিকণায় বিক্ষিপ্ত নীল আলো ছড়ায় বলে আকাশ নীল দেখায়।
১৭. ১ বর্গইঞ্চি কত বর্গ সেন্টিমিটারের সমান?
[ বিসিএস ১৫তম ]
১ ইঞ্চি = ২.৫৪ সে.মি. ∴ ১ বর্গ ইঞ্চি = (২.৫৪ × ২,৫৪) বর্গ সে.মি. = ৬.৪৫ বর্গ সে.মি.
১৮. যে ভূমিতে ফসল জন্মায় না-
[ বিসিএস ১৫তম ]
পতিত – যা ফেলে রাখা হয়েছে। অনুর্বর- যে জমির উর্বরতা শক্তি নেই। ঊষর – যে জমিতে ফসল হয় না। বন্ধ্যা – যে নারীর সন্তান হয় না।
১৯. ‘অপমান’ শব্দের ‘অপ’ উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত?
[ বিসিএস ১৫তম ]
একটি উপসর্গ বিভিন্ন অর্থে ব্যবহৃত হতে পারে। যেমন: অপ উপসর্গ বিপরীত অর্থে: অপমান, অপচয়, অপকার। স্থানান্তর অর্থে: অপহরণ, অপসারণ। নিকৃষ্ট অর্থে: অপসংস্কৃতি, অপকর্ম। বিকৃত অর্থে: অপমৃত্যু।
২০. ‘সোনালী কাবিন’ এর রচয়িতা কে?
[ বিসিএস ১৫তম ]
সোনালী কাবিন আল-মাহমুদ রচিত সনেট জাতীয় কাব্য যা ১৯৭৩ সালে প্রকাশিত হয়।
২১. My uncle has three sons, ___ work in the same office. Which of the following is the best form of pronoun in the above sentence?
[ বিসিএস ১৫তম ]
‘My uncle has three sons অংশটি একটি clause. আবার, work in the same office আরেকটি clause, যা কমা (,) দ্বারা যুক্ত হয়েছে। তাই উভয়ের মধ্যে একটি clause maker (conjunction বা relative pronoun) দরকার। (ক) ও (গ)-তে relative pronoun নেই বলে এগুলো গ্রহণযোগ্য নয়। এখন (খ) ও (ঘ) থেকে সহজেই (ঘ) –কে নেওয়া যায় কারণ। all of whom অর্থ যাদের সকলেই। কিন্তু who all ব্যবহার করা নিয়ম সিদ্ধ নয়। কারণ বাক্যের মধ্যে who (relative pronoun) হিসেবে বসলে এর পর সরাসরি verb ব্যবহার করতে হয়। তাই Who all ভুল।
২২. People always remember patriots.
Which of the following is the best passive form of the above sentence?
[ বিসিএস ১৫তম ]
Sub (obj) am/is/are other words + মূল verb এর past Participle + by + obj (sub)
The patriots are always remembered by people
রবীন্দ্রনাথ ঠাকুর তার ‘বসন্ত’ নাটকটি কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করেন। তেমনি কাজী নজরুল ইসলামও তার ‘সঞ্চিতা’ কাব্যগ্রন্থটি রবীন্দ্রনাথ ঠাকুরকে উৎসর্গ করেন।
২৪. বাংলা একাডেমি থেকে প্রকাশিত ত্রৈমাসিক সাহিত্য পত্রিকার নাম–
[ বিসিএস ১৫তম ]
বাংলা একাডেমি থেকে যে ৬টি পত্রিকা প্রকাশিত হয়, তার মধ্যে ‘উত্তরাধিকার’ একটি। প্রথমে মাসিক পত্রিকা হিসেবে প্রকাশিত হলেও ১৯৮৩ সালে তা ত্রৈমাসিক করা হয়। বর্তমানে আবারও মাসিক প্রত্রিকা হিসেবে প্রকাশিত হচ্ছে।
২৫. ‘ঢাকা মুসলিম সাহিত্য সমাজ’ এর প্রধান লেখক ছিলেন–
[ বিসিএস ১৫তম ]
বাঙালি মুসলমান সমাজে আড়ষ্ট বুদ্ধিকে মুক্ত করে জ্ঞানপিপাসা জাগিয়ে তোলার অভিপ্রায়ে বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষক ও প্রবীণ ছাত্র ১৯২৬ সালের ১৭ জানুয়ারি এটি প্রতিষ্ঠা করেন। সাহিত্য সমাজের মূল ভাবযোগী ছিলেন ঢাকা ইন্টারমিডিয়েট কলেজের শিক্ষক কাজী আবদুল ওদুদ ও কর্মযোগী আবুল হুসেন। ঢাকা মুসলিম সাহিত্য সমাজের বার্ষিক মুখপত্র ‘শিখা’র আপ্তবাক্য ছিল ‘জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি যেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব’।
২৬. পরস্পরকে স্পর্শ করে আছে এমন তিনটি বৃত্তের কেন্দ্র এবং হলে কেন্দ্রিক বৃত্তের ব্যাস হবে-
[ বিসিএস ১৫তম ]
### ধাপ ১: বৃত্তগুলির ব্যাসার্ধ নির্ণয়
ধরি, তিনটি বৃত্তের কেন্দ্র
যেহেতু বৃত্তগুলি পরস্পরকে স্পর্শ করে, তাই:
-
-
-
### ধাপ ২: সমীকরণগুলি সমাধান করা
উপরের সমীকরণগুলি থেকে আমরা পাই:
1.
2.
3.
এই সমীকরণগুলি সমাধান করে:
- সমীকরণ 1 এবং 2 যোগ করলে:
- সমীকরণ 3 থেকে
এখন
২৭. এবং সরল রেখা তিনটি দ্বারা গঠিত ত্রিভুজটি-
[ বিসিএস ১৫তম ]
1.
2.
3.
এই সরলরেখাগুলির ছেদবিন্দুগুলি নির্ণয় করে ত্রিভুজের শীর্ষবিন্দুগুলি বের করব।
### ধাপ ১: ছেদবিন্দু নির্ণয়
1. প্রথম ও দ্বিতীয় সরলরেখার ছেদবিন্দু:
2. প্রথম ও তৃতীয় সরলরেখার ছেদবিন্দু:
3. দ্বিতীয় ও তৃতীয় সরলরেখার ছেদবিন্দু:
### ধাপ ২: ত্রিভুজের শীর্ষবিন্দু
ত্রিভুজের শীর্ষবিন্দুগুলি হলো: -
-
-
### ধাপ ৩: ত্রিভুজের ধরণ নির্ণয়
1. বাহুর দৈর্ঘ্য:
-
-
-
2. ত্রিভুজের ধরণ:
- যেহেতু
### চূড়ান্ত উত্তর: ত্রিভুজটি সমদ্বিবাহু।
২৮. ১ থেকে ৯৯ পর্যন্ত সংখ্যার যোগফল-
[ বিসিএস ১৫তম ]
### সমান্তর ধারার যোগফলের সূত্র:
-
-
-
-
### ধাপ ১: মান নির্ণয়
- প্রথম পদ (
- শেষ পদ (
- পদ সংখ্যা (
### ধাপ ২: সূত্রে মান বসিয়ে যোগফল নির্ণয়
১ থেকে ৯৯ পর্যন্ত সংখ্যার যোগফল হলো ৪৯৫০।
২৯. হলে, এর মান কত?
[ বিসিএস ১৫তম ]
ধরি,
প্রথমে, নেতিবাচক চিহ্নগুলিকে সরিয়ে ফেলি:
৩০. ইসলামিক উন্নয়ন ব্যাংককে (IDB) দেয়া বাংলাদেশের চাঁদার হার কত?
[ বিসিএস ১৫তম ]
IDB কার্যক্রম শুরু ২০ অক্টোবর ১৯৭৫। বর্তমান সদস্য ৫৭। এর সদর দপ্তর- জেদ্দা, সৌদি আরব। IDB কে দেয়া বাংলাদেশের চাঁদার হার ১০ মিলিয়ন ইসলামিক দিনার।
৩১. ‘ঠক চাচা’ চরিত্রটি কোন উপন্যাসে পাওয়া যায়?
[ বিসিএস ১৫তম ]
বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস ‘আলালের ঘরের দুলাল’ এর রচয়িতা প্যারীচাঁদ মিত্র। এই উপন্যাসের বিখ্যাত চরিত্র- ঠকচাচা, মতিলাল। জহির রায়হান রচিত ‘হাজার বছর ধরে’ উপন্যাসের চরিত্র – টুনি, মন্তু, মকবুল বুড়ো, রশিদ, ফকিরের মা প্রভৃতি। রুবি, আনসার, মোয়াজ্জেম হলো কাজী নজরুল ইসলামের ‘মৃত্যুক্ষুধা’ উপন্যাসের চরিত্র। মোহাম্মদ মোজাম্মেল হক রচিত ‘জোহরা’ উপন্যাসের উল্লেখযোগ্য চরিত্র- জোহরা, কাশেম।
৩২. ‘বঙ্গদর্শন’ পত্রিকা কোন সালে প্রথম প্রকাশিত হয়?
[ বিসিএস ১৫তম ]
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত বিখ্যাত সাহিত্য পত্রিকা ‘বঙ্গদর্শন’। এটি ১৮৭২ সালে প্রকাশিত হয়।
৩৩. What is the meaning of the word ‘intrepid’?
[ বিসিএস ১৫তম ]
Intrepid- সাহসী, নির্ভীক, ভয়হীন। arrogant- উদ্ধত, বেয়াদব। belligerent – যুদ্ধরত, যুদ্ধমান। questioning- জিজ্ঞাসু। fearless- ভয়হীন, নির্ভীক।
৩৪. What is the meaning of the expression ‘bottom line’?
[ বিসিএস ১৫তম ]
Bottom line –এর অর্থ নির্দিষ্ট পরিমাণ অর্থ যা ব্যবসায়ে লাভ বা ক্ষতি হয়েছে। বা কোনো গুরুত্বপূর্ণ বিষয়/ঘটনা, অথবা সর্বনিম্ন পরিমাণ অর্থ যা ক্রেতা পণ্যের জন্য দিতে কিংবা বিক্রেতা নিতে রাজি থাকে। the final step –চূড়ান্ত পদক্ষেপ; the end of a road –রাস্তার শেষ প্রান্ত; the last line of a book –কোনো বইয়ের শেষ লাইন; the essential point- গুরুত্বপূর্ণ প্রসঙ্গ বা বিষয়।
৩৫. The word ‘plurality’ means-
[ বিসিএস ১৫তম ]
Plurality- বহুত্ব, একের অধিক। বাণিজ্যিক পরিভাষায় একের অধিক ব্যবসায়/অফিস।
৩৬. ‘Paediatric’ relates to the treatment of-
[ বিসিএস ১৫তম ]
Paediatric অর্থ শিশু বিষয়ক চিকিৎসা বিজ্ঞান।
৩৭. ‘Boot leg’ means to-
[ বিসিএস ১৫তম ]
Boot leg- চোরা কারবার করা, বেআইনিভাবে পণ্য পরিবহন। (ক) distribute- বিতরণ করা; (খ) export- আমদানি করা; (গ) import – রপ্তানি করা; (ঘ) smuggle- চোরা কারবার করা।
৩৮. বাংলাদেশে সারা বছর নাব্য নদীপথের দৈর্ঘ্য কত?
[ বিসিএস ১৫তম ]
বর্ষাকালে বাংলাদেশের নদীপথের দৈর্ঘ্য ৬,০০০ কিমি.। তবে দেশের নদীগুলোতে পলি পড়ে যাওয়ায় শুকনো মৌসুমে নদীপথ কমে আসছে। উল্লেখ্য, উপনদী ও শাখানদীসহ বাংলাদেশে নদীর মোট দৈর্ঘ্য ২৪,১৪০ কি.মি.। নাব্য নদীপথের দৈর্ঘ্য ৫,২০০ কি.মি.।
৩৯. বাংলাদেশের GDP –তে কৃষিখাতের অবদান কত শতাংশ?
[ বিসিএস ১৫তম ]
বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা ২০২২ অনুসারে, বাংলাদেশের GDP- তে কৃষিখাতের অবদান ১১.৫০%।
৪০. বাংলাদেশ ও মিয়ানমার কোন নদী দ্বারা বিভক্ত?
[ বিসিএস ১৫তম ]
এটি বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে ৫৬ কিলোমিটার সীমানা নির্ধারণ করছে। ভাগীরথী ভারতের নদী, কর্ণফুলী পার্বত্য চট্টগ্রামের ওপর আসামের লুসাই পাহাড় থেকে উৎপত্তির পর রাঙামাটির উজানে বরকলের কিছু উত্তরে পার্বত্য চট্টগ্রামে প্রবেশ করে পরবর্তীতে পাবর্ত্য চট্টগ্রাম ও চট্টগ্রাম জেলার ভেতর দিয়ে বঙ্গোপসাগরে পড়েছে এবং নবগঙ্গা কুষ্টিয়া ও ঝিনাইদহ জেলার ওপর দিয়ে প্রবাহিত হয়েছে।
IDA –এর পূর্ণ রূপ International Development Agency. ১৯৬০ সালের সেপ্টেম্বরে এটি প্রতিষ্ঠিত হয়। বিশ্বব্যাংকের ঋণ যতটা সম্ভব সহজ শর্তে দারিদ্র দেশসমূহকে প্রদানের লক্ষ্যে এ সংস্থাটি গঠিত হয়।
Horns of Africa মূলত একটি অঞ্চল, যাকে মানচিত্র দেখতে Horn বা শিং- এর মতো মনে হয়। এ অঞ্চলে সোমালিয়া, ইথিওপিয়া ও জিবুতি- তিনটি দেশ অবস্থিত। তবে Horn –এর শীর্ষে অবস্থিত সোমালিয়া।
৪৩. ১৯৯৬ সালের অলিম্পিক গেমস কোথায় অনুষ্ঠিত হয়েছিল?
[ বিসিএস ১৫তম ]
১৯৯৬ সালের অলিম্পিক গেমস আটলান্টা জর্জিয়া অনুষ্ঠিত হয় এবং ৩২তম অলিম্পিক ২০২১ সালে জাপানের টোকিওতে অনুষ্ঠিত হবে।
১৯৯২ সালের Wimbledon টেনিস প্রতিযোগিতায় men’s singles –এ চ্যাম্পিয়ন হন আন্দ্রে আগাসি। উল্লেখ্য, ২০২২ সালে পুরুষ এককে (men’s single) চ্যাম্পিয়ন হন নোভাক জোকোভিচ (সার্বিয়া)।
৪৫. কোন নেতা ফরায়েজী আন্দোলনের নেতৃত্ব দেন?
[ বিসিএস ১৫তম ]
হাজী শরীয়তউল্লাহর নেতৃত্বে মুসলমানদের ফরজ কাজসমূহ পালনে উদ্বুদ্ধ করার আন্দোলন হলো ফরায়েজি আন্দোলন। তার মৃত্যুর পর ফরায়েজি আন্দোলনের নেতৃত্ব দেন তার একমাত্র পুত্র দুদু মিয়া। দুদু মিয়ার বিখ্যাত উক্তি হলো “জমি থেকে খাজনা আদায় আল্লাহর আইনের পরিপন্থী”।
৪৬. তেঁতুলিয়া কোন জেলায় অবস্থিত?
[ বিসিএস ১৫তম ]
পঞ্চগড় জেলায় অবস্থিত তেঁতুলিয়া বাংলাদেশের সর্বউত্তরের উপজেলা। বাংলাদেশের সর্বউত্তরের ইউনিয়ন বাংলাবান্ধা ও স্থান জায়গীরজোত।
৪৭. কে বাংলার রাজধানী ঢাকা থেকে মুর্শিদাবাদে স্থানান্তরিত করেন?
[ বিসিএস ১৫তম ]
আওরঙ্গজেব দিল্লির সম্রাট হওয়ার পর ১৭০০ খ্রিষ্টাব্দে মুর্শিদকুলী খাঁকে ঢাকার দেওয়ান করে পাঠান। ১৭০১ সালে মুর্শিদকুলী খাঁ তার দপ্তর ঢাকা থেকে পশ্চিমবঙ্গের মকসুদাবাদে স্থানান্তর করেন। কর্মদ্ক্ষতার গুণে তিনি নায়েব সুবেদার এবং পরে ১৭১৭ সালে বাংলা, বিহার, উড়িষ্যার সুবাদার পদে উন্নীত হন। তার নাম অনুসারে মকসুদাবাদের নাম হয় মুর্শিদাবাদ।
৪৮. ১৯০৫ সালে নবগঠিত প্রদেশের প্রথম লেফটেন্যান্ট গভর্নর ছিলেন-
[ বিসিএস ১৫তম ]
ওয়ারেন হেস্টিংস ১৭৭২ সালে শেষ গভর্নর এবং ১৭৭৪ সালে প্রথম গভর্নর জেনারেল হিসেবে নিযুক্ত হন। লর্ড মিন্টো ১৮০৭ সালে গভর্নর জেনারেল নিযুক্ত হন। লর্ড কার্জন ১৮৯৯ সালে ভাইসরয় নিযুক্ত হন। তিনি ১৯০৫ সালে বেঙ্গল প্রেসিডেন্সিকে বিভক্ত করলে নবগঠিত পূর্ববাংলা ও আসাম প্রদেশের প্রথম লেফটেন্যান্ট গভর্নর নিযুক্ত হন মি. ব্রামফিল্ড ফুলার।
৪৯. হিমছড়ি কোন শহরের নিকট অবস্থিত?
[ বিসিএস ১৫তম ]
কক্সবাজার জেলায় অবস্থিত হিমছড়ি হচ্ছে বাংলাদেশের নৈসর্গিক সৌন্দর্যের অন্যতম লীলাভূমি। হিমছড়ি পর্যটকদের জন্য একটি আকর্ষণীয় স্থান হিসেবে পরিচিত।
৫০. Are you doing anything special ___ the weekend?
in the gap with appropriate preposition.
[ বিসিএস ১৫তম ]
The weekend-সাপ্তাহিক ছুটি এর পূর্বে at বসে। কারণ the weekend অর্থ at the end of the week. End এর পূর্বে at বসে বলেই Weekend এর পূর্বেও at বসে।
৫১. বাংলাদেশের কোন অঞ্চলকে ‘৩৬০ আউলিয়ার দেশ’ বলা হয়?
[ বিসিএস ১৫তম ]
বাংলাদেশের সিলেট অঞ্চলকে ৩৬০ আউলিয়ার দেশ বলা হয়। শাহজালাল ও তার সফরসঙ্গী ৩৬০ জন আউলিয়ার সিলেট আগমন ইতিহাসের একটি উল্লেখযোগ্য ঘটনা। তাদের কারণেই সিলেটকে ৩৬০ আউলিয়ার দেশ বলা হয়। চট্টগ্রামকে বলা হয় ১২ আউলিয়ার দেশ। চট্টগ্রামকে বাংলাদেশের প্রবেশদ্বারও বলা হয়। ঢাকাকে বলা হয় মসজিদের শহর এবং রিকশার নগরী।
৫২. বাংলাদেশের পানি সম্পদের চাহিদা সবচেয়ে বেশি কোন খাতে?
[ বিসিএস ১৫তম ]
বাংলাদেশ কৃষিপ্রধান দেশ। আর কৃষিকার্যের জন্য পানির ব্যবহার অপরিহার্য। তাই বাংলাদেশের পানি সম্পদের চাহিদা সবচেয়ে বেশি কৃষিখাতে।
পিএলও এবং ইসরাইল পারস্পরিক চুক্তি স্বাক্ষর করে ১৩ সেপ্টেম্বর, ১৯৯৩। চুক্তির স্থান ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র। পক্ষসমূহ ইসরাইল ও ফিলিস্তিন মু্ক্তির সংস্থা। এ চুক্তির মাধ্যমে ইসরাইল ও ফিলিস্তিন পরস্পরকে স্বীকৃতি দান করে।
৫৪. রিওডি জেনিরিওতে অনষ্ঠিত ‘ধরিত্রী সম্মেলন’ –এ কত দেশের প্রতিনিধি অংশগ্রহণ করেছিল?
[ বিসিএস ১৫তম ]
ব্রাজিলের সাবেক রাজধানী রিও ডি জেনেরিও গুয়ানাবার উপসাগরের তীরে অবস্থিত। ১৯৯২ সালের বিশ্বের ১৭৯ দেশের অংশগ্রহণে ধরিত্রী সম্মেলন অনুষ্ঠিত হয়।
৫৫. ‘Club of Vienna’ কি?
[ বিসিএস ১৫তম ]
Club of Vienna পশ্চিম ইউরোপের চিত্রশিল্পীদের একটি সংগঠন যা ২৪ সদস্য এবং সামাজিক বৈজ্ঞানিক, অর্থনৈতিক এবং পরিবেশগত বিষয়ে আগ্রহী।
৫৬. জাতিসংঘ ‘আদিবাসী বর্ষ’ হিসেবে কোন সালকে ঘোষণা করেছে?
[ বিসিএস ১৫তম ]
জাতিসংঘ ১৯৯৩ সালকে ‘আদিবাসী বর্ষ’এবং প্রতিবছর ৯ আগস্টকে আন্তর্জাতিক আদিবাসী দিবস ঘোষণা করে। জাতিসংঘ ১৯৯২ সালকে আন্তর্জাতিক মহাশূন্য বর্ষ এবং ১৯৯৪ সালকে আন্তর্জাতিক পরিবার বর্ষ ঘোষণা করে।
৫৭. ১৯৯৩ সালে জাতিসংঘের তত্ত্বাবধানে কম্বোডিয়ায় অনুষ্ঠিত নির্বাচনে কোন দল বিজয়ী হয়েছে?
[ বিসিএস ১৫তম ]
১৯৯৩ সালে কম্বোডিয়ায় জাতিসংঘ মিশন UNAMIC (UN Advance Mission in Combodia) –এর তত্ত্ববধানে নির্বাচনে নরোদম সিহানুকের FUNCINPEC দল জয়লাভ করে এবং সিপিপি –এর সাথে অ্যালায়েন্স করে সরকার গঠন করে। পরবর্তীতে ১৯৯৮ সালের নির্বাচনে সিপিপি জয়লাভ করে এবং নিকটবর্তী ফুনসিনপেকের সাথে অ্যালায়েন্সে সরকার গঠন করে।
৫৮. ‘স্ট্রোক’ আকস্মিক অজ্ঞান বা মৃত্যুর কারণ হতে পারে- এটি কি ?
[ বিসিএস ১৫তম ]
কোনো কারণে মস্তিষ্কের কোথাও রক্ত সরবরাহ বন্ধ হলে বা মস্তিষ্কের কোনো শিরা বা ধমনী ছিঁড়ে গেলে সে অবস্থাকে স্ট্রোক বলে। স্ট্রোকের ফলে মস্তিষ্কে রক্তক্ষরণ দ্রুত সংঘটিত হয় ও সঙ্গে সঙ্গে রোগী জ্ঞান হারিয়ে ফেলে।
৫৯. কোনটি রক্তের কাজ নয়?
[ বিসিএস ১৫তম ]
রক্তের সাধারণ কার্যাবলির মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে কলা হতে বর্জ্য পদার্থ ফুসফুসে বাহিত করা, খাদ্য সারবস্তু বিভিন্ন কলা ও অঙ্গে বাহিত করা, হরমোন, উৎসেচক, লিপিড প্রভৃতি বিভিন্ন অঙ্গে বাহিত করা, কার্বনডাই-অক্সাইড পরিবহন, দৈহিক উষ্ণতা নিয়ন্ত্রণ প্রভৃতি কিন্তু জারক রস বিতরণ করা রক্তের কাজ নয়।
৬০. ডিজিটাল ঘড়ি বা ক্যালকুলেটরে কালচে অনুজ্জ্বল যে লেখা ফুটে ওঠে তা কিসের ভিত্তিতে তৈরি?
[ বিসিএস ১৫তম ]
চিপ হলো সিলিকনের তৈরি সলিডস্টেট সেমিকন্ডাক্টর ডিভাইস, যার মধ্যে একটি IC –এর বিভিন্ন ধরনের পার্টস (ডায়োড, ট্রানজিস্টর, রেজিস্টর, কাপাসিটর) থাকে। এই সিলিকন চিপের ভিত্তিতেই ডিজিটাল ঘড়ি বা ক্যালকুলেটরে কালচে অনুজ্জ্বল লেখা ফুটে ওঠে।
৬১. Whcih of the following is a correct sentence?
[ বিসিএস ১৫তম ]
আমরা জানি, So + adjective + that clause. আর, too + adjective + to + verb word. কিন্তু (খ) তে so থাকলেও that নেই। আবার, too clever to miss the point অর্থ এত চতুর যে বিষয়টি বাদ দেবে না। অর্থাৎ too + adj + to যুক্ত বাক্যে একটি hidden বা উহ্য no/not থাকে। ফলে not ব্যবহারের প্রয়োজন হয় না। তাই (ক) সঠিক নয়। আবার, চতুর হলে বিষয়টি বাদ দেওয়ার কথা নয়। এজন্য (গ) কে নেয়া যায়। কিন্তু grasp – আঁকড়ে ধরা। অর্থাৎ too clever to grasp the point অর্থ এত চতুর যে বিষয়টি আঁকড়ে ধরতে পারে না। কিন্তু চতুর হলে বরং বিষয়টি আঁকড়ে ধরার কথা। অর্থাৎ বাদ না দেওয়াটাই স্বাভাবিক তাই সঠিক উত্তর (গ)
৬২. The ‘Poet Laureate’ is -
[ বিসিএস ১৫তম ]
ইংল্যান্ডের রাজ কবিকে poet laureate বলা হয়। এর অন্যনাম court poet. কয়েকজন Poet Laureate- 1. John Dryden, 2. Robert Southey, 3. William Wordsworth, 4. Alfred Lord Tennyson.
৬৩. Which of the following school of literary writings is connected with a medical theory?
[ বিসিএস ১৫তম ]
Comedy of Humours এক ধরনের বিশেষ নাট্যরূপ যেখানে মানুষের আচার আচরণের ব্যাপারে আলোকপাত করা হয়, তাই এটি Medical theory এর সাথে সম্পর্কযুক্ত।
৬৪. Who of the following was both a poet and painter?
[ বিসিএস ১৫তম ]
Poet | Title |
---|---|
John Keats | Poet of beauty, Poet of sensuousness |
John Donne | Poet of love, Metaphysical poet. |
William Blake | Both a poet and painter. |
Edmund Spenser | Poet of poets. |
৬৫. ট্রাজেডি, কমেডি ও ফার্সের মূল পার্থক্য-
[ বিসিএস ১৫তম ]
নাটক বা থিয়েটারের বিভিন্ন ধরণ রয়েছে, যেখানে প্রতিটি ধরণের নিজস্ব বৈশিষ্ট্য এবং উদ্দেশ্য থাকে। ট্রাজেডি, কমেডি ও ফার্স তাদের মধ্যে উল্লেখযোগ্য।
নাটকের ধরণ
ট্রাজেডি (Tragedy)
- বৈশিষ্ট্য: সাধারণত গুরুতর এবং চিন্তাশীল বিষয়বস্তু নিয়ে গঠিত। প্রধান চরিত্র সাধারণত বিপদ বা দুর্দশার মধ্যে পড়ে।
- উদ্দেশ্য: দর্শকদের মনকে গভীরভাবে স্পর্শ করা, সহানুভূতির উদ্রেক করা এবং চরিত্রের বেদনা, দুঃখ ও বিপদের মাধ্যমে দার্শনিক বা নৈতিক বার্তা প্রদান।
- উদাহরণ: উইলিয়াম শেক্সপিয়ারের "হ্যামলেট", "ম্যাকবেথ" এবং "ওথেলো"।
কমেডি (Comedy)
- বৈশিষ্ট্য: হাস্যরসাত্মক এবং মজাদার বিষয়বস্তু নিয়ে গঠিত। প্রধান চরিত্র সাধারণত কৌতুকপূর্ণ পরিস্থিতিতে পড়ে এবং সুখী পরিণতি লাভ করে।
- উদ্দেশ্য: দর্শকদের মনোরঞ্জন করা এবং হাস্যরসের মাধ্যমে জীবনের সুখদুঃখকে হালকা করে দেখা।
- উদাহরণ: শেক্সপিয়ারের "অ্যা মিডসামার নাইটস ড্রিম", "মাচ অ্যাডু অ্যাবাউট নাথিং"।
ফার্স (Farce)
- বৈশিষ্ট্য: অত্যন্ত অতিরঞ্জিত, বোকামি ও অবাস্তব পরিস্থিতির উপর নির্ভরশীল। স্ল্যাপস্টিক হাস্যরস, দ্রুতগতির ঘটনা এবং অত্যন্ত অবাস্তব চরিত্রগুলো নিয়ে গঠিত।
- উদ্দেশ্য: দর্শকদের অবিরাম হাসিতে মাতিয়ে রাখা, অতিরঞ্জিত এবং অবাস্তব দৃশ্যপটের মাধ্যমে মজার সৃষ্টি করা।
- উদাহরণ: মলিয়েরের "দ্য মিসার", রে কুনের "রান ফর ইওর ওয়াইফ"।
৬৬. সাধু ভাষা ও চলিত ভাষার পার্থক্য-
[ বিসিএস ১৫তম ]
সাধু রীতিতে ব্যবহৃত সর্বনাম ও ক্রিয়াপদ চলিত রীতিতে পরিবর্তিত ও সহজতর রূপ লাভ করে।
যেমন:
সাধু ভাষা: তাহারা ভাত খাইতেছিল।
চলিত ভাষা: তারা ভাত খাচ্ছিল।
সাধুরীতি তৎসম শব্দবহুল এবং চলিতরীতি তদ্ভব শব্দবহুল।
৬৭. ‘সমকাল’ পত্রিকার সম্পাদক ছিলেন-
[ বিসিএস ১৫তম ]
সম্পাদক | পত্রিকা |
---|---|
মোহাম্মদ আকরম খাঁ | সাপ্তাহিক মোহাম্মদী (১৯০৮), দৈনিক মোহাম্মদী (১৯২২), মাসিক মোহাম্মদী (১৯২৭), দৈনিক সেবক (১৯২১), আল এসলাম (১৯১৫), দৈনিক আজাদ (১৯৩৫)। |
তফাজ্জল হোসেন মানিক মিয়া | দৈনিক ইত্তেফাক (১৯৫৩) |
সিকান্দার আবু জাফর | সমকাল (১৯৫৭) |
‘প্রভাত চিন্তা’ ‘নিভৃত চিন্তা’, ‘নিশীথ চিন্তা’ প্রভৃতি প্রবন্ধের রচয়িতা কালীপ্রসন্ন ঘোষ। কৃষ্ণচন্দ্র মজুমদার ও কালীপ্রসন্ন সিংহের বিখ্যাত রচনা যথাক্রমে ‘সদ্ভাব শতক’ ও ‘হুতোম প্যাঁচার নকশা’। এস ওয়াজেদ আলীর রচনার মধ্যে গল্পগ্রন্হ- ‘গুলদাস্তা’ ও ‘মাশুকের দরবার’, প্রবন্ধগ্রন্হ- ‘প্রাচ্য ও প্রতীচ্য’ ও ‘ভবিষ্যতের বাঙালী’, উপন্যাস- ‘গ্রানাডার শেষ বীর’ এবং ভ্রমণকাহিনী- ‘মোটর যোগে রাঁচী সফর’ উল্লেখযোগ্য।
৬৯. ‘সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত’ এই উক্তিটি কার?
[ বিসিএস ১৫তম ]
বাংলা গদ্যে চলিত রীতির প্রবর্তক প্রমথ চৌধুরী। বীরবল ছদ্মনামে তিনি লিখেছেন ‘বীরবলের হালখাতা’। চলিত রীতিকে বাংলা গদ্যে প্রতিষ্ঠা করার জন্য তিনি সম্পাদনা করেন বিখ্যাত পত্রিকা ‘সবুজপত্র’ (১৯১৪)। বাংলা কাব্যসাহিত্যে তিনি ইতালীয় সনেটের প্রবর্তন করেন। তার রচিত বিখ্যাত প্রবন্ধগ্রন্হ- তেল নুন লাকড়ি, বীরবলের হালখাতা ও রায়তের কথা; গল্পগ্রন্হ- চার ইয়ারী কথা ও আহুতি; কাব্যগ্রন্হ- সনেট পঞ্চাশৎ। তার আরো কয়েকটি গুরুত্বপূর্ণ উক্তি হলো “ভাষা মানুষের মুখ থেকে কলমের মুখে আসে, উল্টোটা করতে গেলে মুখে শুধু কালি পড়ে”, “সাহিত্য ছেলের হাতের খেলনাও নয়, গুরুর হাতের বেতও নয়”, “সাহিত্য জাতির দর্পণ স্বরূপ”, “বাংলা ভাষা আহত হয়েছে সিলেটে আর নিহত হয়েছে চট্টগ্রামে”, “সাহিত্যের উদ্দেশ্য সকলকে আনন্দ দেওয়া, কারও মনোরঞ্জন করা নয়”।
৭০. বাতাসের নাইট্রোজেন কিভাবে মাটির উর্বরতা বৃদ্ধি করে?
[ বিসিএস ১৫তম ]
উদ্ভিদ বাতাসের নাইট্রোজেন সরাসরি গ্রহণ করতে পারে না। বাতাসের নাইট্রোজেন বজ্রবৃষ্টির সময় বৃষ্টির পানির সাথে মিশে নাইট্রিক এসিড রূপে ভূ- পৃষ্ঠে পতিত হয়। পরবর্তীতে তা নাইট্রেট রূপে বিশ্লেষিত হয়ে উদ্ভিদের গ্রহণোপযোগী হয়। তবে শীম জাতীয় উদ্ভিদের মূলে Rahizobium নামক ব্যাকটেরিয়া নাইট্রোজেনকে নাইট্রেটে পরিণত করতে পারে।
গ্রিন হাউজে ইফেক্টের কারনে পৃথিবী পৃষ্ঠের তাপমাত্রা বৃদ্ধি পায়, ফলে পৃথিবীর মেরুতে বিদ্যমান বরফ গলে নিম্নভূমি স্থায়ীভাবে পানিতে নিমজ্জিত হচ্ছে। এর প্রভাবে বাংলাদেশেরও নিম্নভূমি নিমজ্জিত হবে।
৭২. নিত্য ব্যবহার্য বহু ‘এরোসোলের’ কৌটায় এখন লেখা থাকে ‘সিএফসি’ বিহীন। সিএফসি গ্যাস কেন ক্ষতিকারক?
[ বিসিএস ১৫তম ]
সিএফসি হচ্ছে ক্লোরোফ্লোরো কার্বন (Chloro Flore Carbon) । এ গ্যাস বায়ুমণ্ডলের ওজোনস্তরকে ফুটো করে দেয়। ফলে সূর্যের অতিবেগুনি রশ্মি পৃথিবীতে এসে পৌঁছে। এতে মানুষের চর্ম ক্যান্সার ও অন্যান্য মারাত্মক রোগ দেখা দেয়।
৭৩. ৬৪ কিলোগ্রাম বালি ও পাথরের টুকরোর মিশ্রণে বালির পরিমাণ ২৫%। কত কিলোগ্রাম বালি মিশালে নতুন মিশ্রণে পাথর টুকরোর পরিমাণ ৪০% হবে?
[ বিসিএস ১৫তম ]
৭৪. কোন সংখ্যার অংশ ৬৪- এর সমান?
[ বিসিএস ১৫তম ]
প্রশ্ন অনুযায়ী,
ধাপ ১: সমস্যা বিশ্লেষণ
- মইয়ের দৈর্ঘ্য (
- দেওয়ালের উচ্চতা (
- মইয়ের অপর প্রান্ত হতে দেওয়ালের দূরত্ব (
ধাপ ২: পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ
পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী:
মইয়ের অপর প্রান্ত হতে দেওয়ালের দূরত্ব ৩০ মিটার।
৭৬. হলে এর মান কত?
[ বিসিএস ১৫তম ]
প্রথমে মূল সমীকরণটি লিখি:
৭৭. কোন সংখ্যাটি বৃহত্তম?
[ বিসিএস ১৫তম ]
কঃ
খঃ
গঃ
ঘঃ
তাহলে, বৃহত্তম সংখ্যাটি হলো
৭৮. শুদ্ধ বানানটি নির্দেশ করুন-
[ বিসিএস ১৫তম ]
শুদ্ধ বানানটি হলো মুহুর্মুহু।
৭৯. ‘দ্যুলোক’ শব্দের যথার্থ সন্ধি –বিচ্ছেদ কোনটি?
[ বিসিএস ১৫তম ]
দ্যুলোক= দিব্ + লোক; এটি একটি নিপাতনে সিদ্ধ ব্যঞ্জনসন্ধি। নিপাতনে সিদ্ধ আরও কয়েকটি ব্যঞ্জনসন্ধি হলো- আশ্চর্য=আ+চর্য; ষোড়শ= ষট্+দশ; পতঞ্জলি= পতৎ+অঞ্জলি; একাদশ= এক+দশ; বৃহস্পতি=বৃহৎ+পতি; গোষ্পদ= গো+পদ; বনস্পতি=বন+পতি; পরস্পর=পর+পর; তষ্কর= তৎ+কর; মনীষা= মনস্+ঈষা।
৮১. আলট্রাসনোগ্রাফি কি?
[ বিসিএস ১৫তম ]
স্বাভাবিকভাবে মানুষের কানে শ্রুতিগোচর হয় না এমন শব্দকে আলট্রা সাউন্ড বা অতিশব্দ বলে। অতিশাব্দিক ক্ষুদ্র তরঙ্গের সাহায্যে কোনো বস্তুকে স্ক্যান করে যে সংকেত পাওয়া যায় তা ব্যবহার করে ফটো তোলার প্রক্রিয়ার সাধারণ নাম আলট্রাসনোগ্রাফি। রোগ নির্ণয়, ধাতব বস্তুর ভেতরে কোনো ত্রুটি থাকলে তা ধরা ইত্যাদি নানা কাজে আলট্রাসনোগ্রাফি ব্যবহৃত হয়।
তরঙ্গ হিসেবে নির্দিষ্ট কোনো রাশি যেমন- শব্দচাপ, বৈদ্যুতিক তীব্রতা তরঙ্গ নির্দেশ করার জন্য অন্যান্য রাশি, সুস্থিত মান থেকে একটি সম্পূর্ণ চক্রে প্রতি একক সময়ে যতবার উঠানামা করে তাই হলো কম্পাঙ্ক (Frequency) । এর সাধারণ একক হলো ‘হার্জ’ (Hertz)।
৮৩. নদীর একপাশ থেকে গুন টেনে নৌকাকে মাঝ নদীতে রেখেই সামনের দিকে নেয়া সম্ভব হয় কিভাবে?
[ বিসিএস ১৫তম ]
রশি দ্বারা যখন নৌকার গুন টানা হয়, তখন নৌকার ওপর প্রযুক্ত বল দুটি উপাংশে ক্রিয়া করে। বলের এক অংশ নৌকাকে সম্মুখ দিকে চালিত করে। অপর অংশ নৌকাকে পাড়ের দিকে চালিত করে। এ অবস্থায় নৌকাটি কিছুদূর এগিয়ে পাড়ে ঠাঁই নেয়ার কথা। কিন্তু গুন টানার সময় নৌকার মাঝি নৌকার হাল যথাযথভাবে ঘুরিয়ে পাড়ে দিকের বলের অংশকে প্রশমিত করে। ফলে সম্মুখ দিকের বলের ক্রিয়ায় নৌকা সামনের দিকে মাঝ নদী বরাবর চলে।
৮৪. নিচের কোন দেশটি Group of Seven (G-7) এর সদস্য নয়?
[ বিসিএস ১৫তম ]
Group of Seven (G-7) হলো আন্তর্জাতিক মুদ্রা তহবিল স্বীকৃত বিশ্বের প্রধান সাতটি উন্নত অর্থনীতির দেশ নিয়ে গঠিত একটি অর্থনৈতিক সংস্থা। ১৯৯৮ সালে এর সদস্য সংখ্যা হয় ৮ এবং এটি জি-৮ নামে পরিচিতি লাভ করে। ২০১৪ সালে রাশিয়া ক্রিমিয়া অধিকার করলে রাশিয়াকে জি-৮ থেকে বহিষ্কার করা হয় এবং এর নাম হয় জি-৭। বর্তমানে এর সদস্য দেশগুলো হলো যুক্তরাষ্ট্র, ফ্রান্স, ইতালি, জার্মানি, ব্রিটেন, জাপান ও কানাডা। জাপান জি-৭ এর অন্তর্ভুক্ত একমাত্র এশীয় দেশ।
৮৫. বিশ্বের কোন শহর ‘নিষিদ্ধ শহর’ নামে পরিচিত?
[ বিসিএস ১৫তম ]
তিব্বতের রাজধানী লাসা ঊনবিংশ শতাব্দীতেই বিদেশিদের জন্য নিষিদ্ধ হয়। উলানবাটোর, পিয়ংইয়ং ও কাবুল যথাক্রমে মঙ্গোলিয়া, দক্ষিণ কোরিয়া এবং আফগানিস্তানের রাজধানী।
৮৬. ‘League of Arab States’-এর বর্তমান সদর দপ্তর কোথায় অবস্থিত?
[ বিসিএস ১৫তম ]
১৯৪৫ সালের ২২ মার্চ আরব লীগ প্রতিষ্ঠিত হয়। এর প্রতিষ্ঠাকালীন সদর দপ্তর স্থাপিত হয় মিশরের রাজধানী কায়রোতে। মিশর ও ইসরাইলের মধ্যকার ক্যাম্প ডেভিড চুক্তি সাক্ষরের পর ১৯৭৯ সালের ২৬ মার্চ মিশরকে আরব লীগ থেকে বহিষ্কার করা হয় এবং সদর দপ্তর তিউনিসিয়ায় স্থানান্তরিত হয়। ১৯৮৯ সালের ২৩ মে মিশর পুনরায় আরব লীগে যোগ দেয় এবং সদর দপ্তর পুনরায় কায়রোতে স্থানান্তরিত হয়। আরব লীগের বর্তমান সদস্য রাষ্ট্র ২২।
৮৭. বাংলাদেশ নিচে উল্লিখিত কোন সময়ের জন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদে অস্থায়ী সদস্য নির্বাচিত হয়েছিল?
[ বিসিএস ১৫তম ]
বাংলাদেশ এ পর্যন্ত দুবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য নির্বাচিত হয়। প্রথমবার নির্বাচিত হয় ১০ নভেম্বর, ১৯৭৮ (মেয়াদকাল ১৯৭৯-৮০) এবং দ্বিতীয়বার নির্বাচিত হয় ১৪ অক্টোবর, ১৯৯৯ (মেয়াদকাল ২০০০-২০০১)।
৮৮. The United Nations University কোন শহরে অবস্থিত?
[ বিসিএস ১৫তম ]
জাতিসংঘ বিশ্ববিদ্যালয় জাপানের রাজধানী টোকিও-এর শিবুইয়ায় অবস্থিত। ১৯৭৩ সালে সাধারণ পরিষদের সিদ্ধান্তে এ বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়।
৮৯. বাংলাদেশের মোট রপ্তানি আয়ে রেডিমেড গার্মেন্টস-এর অংশ কত?
[ বিসিএস ১৫তম ]
ইপিবি এর বার্ষিক প্রতিবেদন ২০২২-২৩ অনুসারে, তৈরি পোশাক খাতে বৈদেশিক মুদ্রা আয়ের পরিমাণ ৪৬,৯৯১.৬১ মিলিয়ন মার্কিন ডলার, যা মোট রপ্তানির ৮৪.৫৭%।
বাংলাদেশের প্রথম জাতীয় সংসদ থেকেই মহিলাদের জন্য আসন সংরক্ষণ করে রাখা হয়। সে সময় সংরক্ষিত আসন ছিল ১৫ টি। সংবিধানের দশম সংশোধনীর মাধ্যমে ৩০। চতুদর্শ সংশোধনীর মাধ্যমে ৪৫ এবং পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে বর্তমানে নারীদের সংরক্ষিত আসন সংখ্যা ৫০ করা হয়েছে। সপ্তদশ সংশোধনীর মাধ্যমে সংরক্ষিত আসন আরও ২৫ বছরের জন্য সংরক্ষণ করা হয়।
৯১. ‘ইচ্ছা’ বিশেষ্যের বিশেষণ নির্দেশ করুন।
[ বিসিএস ১৫তম ]
‘ইচ্ছা’ বিশেষ্যের বিশেষণ হলো ঐচ্ছিক।
৯২. কোন বাক্যটিতে সমধাতুজ কর্ম আছে?
[ বিসিএস ১৫তম ]
বাক্যের ক্রিয়া ও কর্ম যদি একই ধাতু থেকে উৎপন্ন হয় তবে সেই বাক্যের কর্মকে সমধাতুজ কর্ম বলে। এই বাক্যে ‘চাল’ কর্ম এবং চেলেছে ‘ক্রিয়াপদ’ একই ধাতু থেকে উৎপন্ন হয়েছে।
৯৩. What is the synonym of ‘incredible’?
[ বিসিএস ১৫তম ]
Incredible –অবিশ্বাস্য, বিষ্ময়কর, উদ্ভট। এর synonym – Unbelievable, Astonishing, Fantastic, তাছাড়া Unthinkable- অচিন্তনীয়। Unlikely- অসম্ভব। Unthinking –অচিন্ত্যপূর্ব।
৯৪. What is the antonym of ‘famous’?
[ বিসিএস ১৫তম ]
Famous – বিখ্যাত, সুবিদিত, সুপরিচিত। এর antonyms হচ্ছে Infamous, Obscure, Unknown প্রভৃতি। Obscure –অস্পষ্ট, গুপ্ত, অখ্যাত, অপরিচিত, অজ্ঞাত। কিন্তু Opaque –আলো নিরোধক, অনচ্ছ। Illiterate – নিরক্ষর, অশিক্ষিত, মূর্খ। Immature – অপ্রাপ্তবয়স্ক।
৯৫. ‘Plebiscite’ is a term related to ____?
[ বিসিএস ১৫তম ]
Plebiscite অর্থ-গণভোট।
৯৬. Who wrote ‘beauty is truth, truth is beauty’?
[ বিসিএস ১৫তম ]
‘Poet of beauty’ নামে খ্যাত John keats তার ‘Ode on a Grecian Urn’ নামক কবিতায় এই উক্তিটি করেছেন।
৯৭. Many islands make up ____.
[ বিসিএস ১৫তম ]
Island-দ্বীপ, Peninsula- উপদ্বীপ, Isles- উপদ্বীপ, Continent- মহাদেশ Archipelago- দ্বীপপুঞ্জ। অনেকগুলো দ্বীপ মিলে একটি দ্বীপপুঞ্জ গঠিত হয়।
৯৮. বাংলাদেশের সরকারি মেডিকেল কলেজের সংখ্যা কত?
[ বিসিএস ১৫তম ]
দেশে সরকারি মেডিকেল কলেজের সংখ্যা ৩৮টি। এর মধ্যে সাধারণ এমবিবিএস মেডিকেল কলেজ ৩৬টি, ইউনানী অ্যান্ড আয়ুর্বেদিক মেডিকেল কলেজ ১টি ও হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ১টি রয়েছে।
৯৯. সেন্টমার্টিন দ্বীপ-এর অপর নাম কি?
[ বিসিএস ১৫তম ]
আরবি ‘জাজিরা’ থেকে ‘জিঞ্জিরা’ শব্দটি উদ্ভূত যার অর্থ উপদ্বীপ। নারিকেল গাছের প্রতুলতার জন্য সেন্টমার্টিন দ্বীপটির নাম হয়েছে নারিকেল জিঞ্জিরা। কক্সবাজার জেলার টেকনাফ থানার অন্তর্গত বঙ্গোপসাগরের বুকে অবস্থিত সেন্টমার্টিন বাংলাদেশের সর্ব-দক্ষিণের ইউনিয়ন। এটি বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ এবং এর আয়তন ৮ বর্গকিলোমিটার।
১০০. ২০০০ সাল নাগাল বাংলাদেশের জনসংখ্যা দাঁড়াবে-
[ বিসিএস ১৫তম ]
স্বাধীন বাংলাদেশের প্রথম আদমশুমারির অনুষ্ঠিত হয় ১৯৭৪ সালে। সর্বশেষ ষষ্ঠ জনশুমারি ও গৃহগণনা ২০২২ অনুযায়ী দেশে মোট জনসংখ্যা ১৬ কোটি ৫১ লাখের উপরে।