বিসিএস ১৪তম
১. “বউ কথা কও, বউ কথা কও কও কথা অভিমানিনী সেধে সেধে কেদেঁ কেদেঁ যাবে কত যামিনী”-এই কবিতাংশটুকুর কবি কে?
[ বিসিএস ১৪তম ]
উল্লিখিত অংশটুকু কাজী নজরুল ইসলামের ‘নজরুল গীতিকা’ সংগীত গ্রন্হ থেকে সংকলন করা হয়েছে।
২. বাংলা সাহিত্যে ‘ভোরের পাখি’ বলা হয় কাকে?
[ বিসিএস ১৪তম ]
বিহারীলাল চক্রবর্তী বাংলা গীতিকবিতার জনক। বাংলা সাহিত্যের আধুনিক যুগের প্রথম দিকে সফল গীতিকবিতা রচনার জন্য বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বিহারীলাল চক্রবর্তীকে ‘ভোরের পাখি’ উপাধি দেন। তার প্রকাশিত কাব্যগ্রন্হ হলো- স্বপ্নদর্শন, সঙ্গীত শতক, বঙ্গসুন্দরী, নিসর্গ সন্দর্শন, বন্ধুবিয়োগ, প্রেম প্রবাহিনী ও সারদামঙ্গল।
৩. বাংলা সাহিত্যে প্রথম মুসলিম নাট্যকার রচিত নাট্যগ্রন্থ কোনটি?
[ বিসিএস ১৪তম ]
বাংলা সাহিত্যের প্রথম মুসলিম নাট্যকার ও ঔপন্যাসিক মীর মশাররফ হোসেন। তার রচিত নাটকের মধ্যে বসন্তকুমারী, জমীদার দর্পণ, বেহুলা গীতাভিনয়, টালা অভিনয় উল্লেখযোগ্য। তার বিখ্যাত উপন্যাস হলো বিষাদ-সিন্ধু ও উদাসীন পথিকের মনের কথা। মীর মশাররফ হোসেন রচিত ‘রত্নবতী’ (১৮৬৯) মুসলিম রচিত প্রথম বাংলা উপন্যাস।
৫. কোন খ্যাতিমান লেখক ‘বীরবল’ ছদ্মনামে লিখতেন?
[ বিসিএস ১৪তম ]
বাংলা গদ্যে চলিত রীতির প্রবর্তক প্রমথ চৌধুরী। বীরবল ছদ্মনামে তিনি লিখেছেন ‘বীরবলের হালখাতা’। চলিত রীতিকে বাংলা গদ্যে প্রতিষ্ঠা করার জন্য তিনি সম্পাদনা করেন বিখ্যাত পত্রিকা ‘সবুজপত্র’ (১৯১৪)। তার রচিত বিখ্যাত প্রবন্ধগ্রন্হ- তেল নুন লাকড়ি, বীরবলের হালখাতা ও রায়তের কথা; গল্পগ্রন্হ- চার ইয়ারী কথা ও আহুতি; কাব্যগ্রন্হ- সনেট পঞ্চাশৎ।
৬. You should show good manners. in the company of young Iadies.
is the appropriate phrase for the underline expression above?
[ বিসিএস ১৪তম ]
Show good manners – ভালো আচরণ বা ব্যবহার প্রদর্শন করা। অর্থাৎ বিনম্র ব্যবহার করা। behave gently- নম্রভাবে ব্যবহার করা; practice manners – প্রথা বা পদ্ধতি চর্চা করা; behave yourself- নিজে ব্যবহার করা (নিজের মত); do not talk rudely- কথা বলো না (অভদ্রভাবে)।
Turn over a new leaf- নতুন পাতা উল্টানো। অর্থাৎ নতুন অধ্যায়ের সূচনা করা। Created a new history- নতুন ইতিহাস সৃষ্টি করেছে। Began a new civilization- নতুন সভ্যতার সূচনা করেছে। Opened a new chapter- নতুন অধ্যায়ের সূচনা করেছে। Created a sensation – নতুন উত্তেজনাকর ঘটনার সৃষ্টি করেছে।
Against strong opposition- শক্তিশালী প্রতিপক্ষের বিপরীতে। এখানে against- কবল, খপ্পর, বিপক্ষ, বিপরীতক্রম। in the wake of- পেছন পেছন। in the guise of – ছদ্মবেশে চলে। in the plea of – অজুহাতে, কৈফিয়তে। in the teeth of – প্রবল শক্তির বিরুদ্ধে, কারো শক্ত বিরোধিতার বিপরীতে।
৯. Not many people can commit such a heinous crime in cold blood. -What does the italicized idiom above mean?
[ বিসিএস ১৪তম ]
In cold blood – ঠাণ্ডা মাথায় চিন্তাভাবনা করে, বিনা উত্তেজনায়। in cool brain and calculated thought- ঠাণ্ডা মাথায় এবং পরিকল্পিত চিন্তায় হিসাব- নিকাশ। so patiently and thoughtfully- খুবই ধৈর্যসহ এবং বিবেচনা সহকারে। so impatiently and thoughtlessly- খুবই অধৈর্যভাবে এবং অবিবেচনা প্রসূতভাবে। stirred by sudden emotion – হঠাৎ আবেগে জেগে উঠে বা উত্তেজিত হয়ে।
So miserable that it can not be described in words- এত দুর্দশাপূর্ণ যে ভাষায় প্রকাশ করা অসম্ভব। beggar (s) description- বর্ণনাতীত অর্থাৎ বর্ণনা সম্ভব নয়। cut (s) of the quick- মনে কষ্ট দেয়া। boil (s) down (to this) – আয়তনে কমানো, সার-সংক্ষেপ করা। keep (s) open house- গৃহস্থালির দায়িত্ব পালন করা।
১১. দহগ্রাম ছিটমহল কোন জেলায় অবস্থিত?
[ বিসিএস ১৪তম ]
প্রশাসিনক ও রাজনৈতিকভাবে দহগ্রামের অবস্থান লালমনিরহাট জেলায়। কিন্তু ভৌগোলিকভাবে ভারতের কোচবিহার জেলায় অবস্থিত। যাতায়াতের জন্য করিডোর ব্যবস্থা চালু থাকায় গত ১ আগস্ট, ২০১৫ বাংলাদেশ-ভারতের মধ্যে ১৬২টি ছিটমহলের বিনিময় হলেও দহগ্রামের কোনো পরিবর্তন হয়নি।
১২. ‘দক্ষিণ তালপট্টি’ দ্বীপ কোন নদীর মোহনায় অবস্থিত?
[ বিসিএস ১৪তম ]
দক্ষিণ তালপট্টি দ্বীপটি সাতক্ষীরা জেলার দক্ষিণে সীমান্ত নদী হাড়িয়াভাঙ্গা ও রায়মঙ্গল নদীর মোহনায় অবস্থিত। এ দ্বীপটি বাংলাদেশের সীমানায় অবস্থিত হলেও ভারত এ দ্বীপের মালিকানা দাবি করে। ভারত এ দ্বীপের নাম দিয়েছে পূর্বাশা বা নিউমুর। ১৯৭৮ সালে ভাটার সময় এ দ্বীপের আয়তন ছিল প্রায় ৫ কিলোমিটার। বর্তমানে এ দ্বীপের কোনো অস্তিত্ব নেই।
১৩. জাতীয় স্মৃতিসৌধের স্থপতি কে?
[ বিসিএস ১৪তম ]
মইনুল হোসেন জাতীয় স্মৃতিসৌধের স্থপতি। হামিদুর রহমান কেন্দ্রীয় শহীদ মিনারের, তানভীর কবির মুজিবনগর স্মৃতিসৌধের এবং নিতুন কুণ্ডু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবাশ বাংলাদেশের স্থপতি।
১৪. বাংলাদেশের লোকশিল্প জাদুঘর কোথায় অবস্থিত?
[ বিসিএস ১৪তম ]
বাংলাদেশের লোকশিল্পের অতীত কীর্তিসমূহ- নক্শী কাঁথা, মাটির পাত্র, বেত, কাঁসা, মসলিন বস্ত্র, তৈজসপত্র ইত্যাদি সংরক্ষণের জন্য নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁওয়ে লোকশিল্প জাদুঘর স্থাপন করা হয়েছে। ১৯৯৬ সালের ৬ অক্টোবর সোনারগাঁও লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের নাম পরিবর্তন করে ‘ শিল্পাচার্য জয়নুল আবেদিন’ জাদুঘর করা হয়েছে।
১৫. ১৯৯৭ সালে এশিয়ার কোন রাষ্ট্রে ‘একদেশ, দুই নীতি’ চালু হবে?
[ বিসিএস ১৪তম ]
চীনের সাথে হংকং-এর অন্তর্ভুক্ত হওয়ার সময় হংকং-এর মুক্তবাজার অর্থনীতি বহাল রাখার জন্য এ নীতি গৃহীত হয়। পরবর্তীতে পর্তুগিজ কলোনি ম্যাকাও চীনের অন্তর্ভুক্ত হলে ম্যাকাওতে এ ব্যবস্থা চালু করা হয়।
১৬. এশিয়ায় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতির মূল ভিত্তি কি?
[ বিসিএস ১৪তম ]
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতিতে অঞ্চলকেন্দ্রিক পশ্চিম ইউরোপ, মধ্যপ্রাচ্যের পরই পূর্ব এশিয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। পূর্ব এশিয়ার অন্যতম প্রধান অর্থনৈতিক সংগঠন হচ্ছে আসিয়ান। যুক্তরাষ্ট্র আসিয়ানকে সমর্থনের মাধ্যমে এর সাথে সংশ্লিষ্ট হতে এবং নিজস্ব মুক্তবাজার অর্থনীতির বিস্তারে প্রয়াসী।
১৭. কমনওয়েলথের কোন দেশটি যুক্তরাজ্যের রাজা ও রানীকে তাদের রাষ্ট্রপ্রধান হিসেবে স্বীকার করে?
[ বিসিএস ১৪তম ]
যুক্তরাজ্য এবং সাবেক ব্রিটিশ উপনিবেশভুক্ত ১৭ টি দেশ ব্রিটেনের রাজা/রানিকে তাদের প্রতীকী রাষ্ট্রপ্রধান হিসেবে মান্য করে। দেশগুলো হলো- অ্যান্টিগুয়া অ্যান্ড বারমুডা, অস্ট্রেলিয়া, কানাডা, বাহামাস, বার্বাডোস, বেলিজ, গ্রানাডা, জ্যামাইকা, নিউজিল্যান্ড, পাপুয়া নিউগিনি, সেন্ট কিটস অ্যান্ড নেভিস, সেন্ট লুসিয়া, সেন্ট ভিনসেন্ট অ্যান্ড গ্রানাডাইন্স, সলোমন দ্বীপপুঞ্জ এবং টুভ্যালু।
অস্ট্রিয়ার অফিসিয়াল ভাষা জার্মান। এ দেশের প্রায় সব লোক জার্মান ভাষায় কথা বলে।
রাজীব গান্ধীকে হত্যার জন্য বোমা বহনকারী আত্মঘাতী মহিলার নাম ছিল থানু।
২০. রেলওয়ে স্টেশনে আগমনরত ইঞ্জিনে বাঁশি বাজাতে থাকলে প্লাটফরমে দাঁড়ানো ব্যক্তির কাছে বাঁশির কম্পনাঙ্ক–
[ বিসিএস ১৪তম ]
স্টেশনের দিকে এগিয়ে আসা ট্রেনের ক্ষেত্রে শব্দের উৎস ও শ্রোতার মধ্যকার আপেক্ষিক বেগ বৃদ্ধি পেতে থাকে বলে শব্দের কম্পাঙ্ক ক্রমশ বৃদ্ধি পায়। ফলে শব্দ আসলের চেয়ে বেশি হবে। শব্দের উৎস যদি কম্পাংকের দিকে অগ্রসর হয় তবে কম্পাংকের তীব্রতা বাড়ে। তাই প্লাটফর্মে দাঁড়ানো ব্যক্তির কাছে আগমনরত ইঞ্জিনের বাঁশির কম্পাংক আসলের চেয়ে বেশি হবে।
২১. দৃশ্যমান বর্ণালির ক্ষুদ্রতম তরঙ্গদৈর্ঘ্য কোন রঙের আলোর?
[ বিসিএস ১৪তম ]
আলো | তরঙ্গদৈর্ঘ্য |
---|---|
বেগুনি | 380 - 424 nm |
নীল | 424 - 450 nm |
আসমানি | 450 - 500 nm |
সবুজ | 500 - 575 nm |
হলুদ | 575 - 590 nm |
কমলা | 590 - 647 nm |
লাল | 647 - 780 nm |
২২. কোন মাধ্যমে শব্দের গতি সবচেয়ে কম?
[ বিসিএস ১৪তম ]
মাধ্যম ছাড়া শব্দ চলাচল করতে পারে না বিধায় শূন্য মাধ্যমে শব্দ গতিহীন। মাধ্যমের ঘনত্বের উপর শব্দের গতি নির্ভরশীল। মাধ্যম যতো ঘন হবে শব্দের গতি ততো বেশি হবে। তাই লোহার ঘনত্ব বেশি হওয়ায় পানি বা বাতাসের চেয়ে লোহায় শব্দের গতি বেশি। স্বাভাবিক অবস্থায় বাতাসে শব্দের দ্রুতি ৩৩২ মি/সে, পানিতে ১৪৫০ মি/সে এবং লোহায় ৫২২১ মি/সে।
২৩. বজ্রপাতের সময় আপনি নিজের গাড়ি করে যাচ্ছেন। নিজেকে সুরক্ষিত রাখার জন্য আপনি কোন উপায়টি গ্রহণ করবেন?
[ বিসিএস ১৪তম ]
বজ্রপাতের সময় ‘শক ওয়েভ’ সৃষ্টি হয় এবং বিদ্যুৎ অপরিবাহী বায়ু ভেদ করে ভূ-পৃষ্ঠের উঁচু স্থানে আকর্ষিত হয়। সেক্ষেত্রে বাইরে এসে মাটিতে উপুড় হয়ে শুয়ে পড়া নিরাপদ।
২৪. কিসের সাহায্যে সমুদ্রের গভীরতা নির্ণয় করা হয়?
[ বিসিএস ১৪তম ]
সমুদ্রের গভীরতা মাপার জন্য ‘ফ্যাদোমিটার’-এর সাহায্যে শব্দ সৃষ্টি করা হয় এবং এই শব্দ সমুদ্রের গভীরে গিয়ে প্রতিধ্বনি সৃষ্টি হয়ে সমুদ্র পৃষ্ঠে ফিরে আসে। আর এ সময়ের পার্থক্য থেকে সমুদ্রের গভীরতা নির্ণয় করা হয়।
২৫. দুই অঙ্কবিশিষ্ট একটি সংখ্যার এককের অঙ্ক দশকের অঙ্ক অপেক্ষা ৩ বেশি। সংখ্যাটি এর অঙ্কদ্বয়ের সমষ্টির তিনগুণ অপেক্ষা ৪ বেশি। সংখ্যাটি কত?
[ বিসিএস ১৪তম ]
প্রশ্ন অনুযায়ী:
1. এককের অঙ্ক দশকের অঙ্ক অপেক্ষা ৩ বেশি:
প্রথম সমীকরণ থেকে:
অতএব, সংখ্যাটি হলো ২৫।
তাহলে, ১২টা বাজানোর জন্য মোট সময় হবে:
ভাঙ্গা অংশটি ভূমির সাথে
২৯. বাংলা ভাষার আদি স্তরের স্থিতিকাল কোনটি?
[ বিসিএস ১৪তম ]
বাংলা ভাষার আদিস্তর ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায়ের মতে, দশম থেকে চতুর্দশ শতাব্দী। ড. মুহাম্মদ শহীদুল্লাহর মতে, সপ্তম থেকে দ্বাদশ শতাব্দী।
৩০. যৌগিক বাক্যের অন্যতম গুণ কি?
[ বিসিএস ১৪তম ]
পরস্পর নিরপেক্ষ দুই বা ততোধিক সরল বাক্য বা মিশ্রবাক্য মিলিত হয়ে একটি সম্পূর্ণ বাক্য গঠন করলে তাকে যৌগিক বাক্য বলে। যেমন: উদয়াস্ত পরিশ্রম করব, তথাপি অন্যের দারস্থ হব না।
৩১. ‘রাবণের চিতা’ বাগধারাটির অর্থ কি?
[ বিসিএস ১৪তম ]
অনিষ্টে ইষ্ট লাভ- শাপে বর। অরাজক দেশ – মগের মুল্লুক। সামান্য কিছু নিয়ে ঝগড়া লাগানো – ফুটো পয়সার লড়াই; চির অশান্তি- রাবণের চিতা।
৩২. কোনটি ইব্রাহিম খাঁর গ্রন্থ নয়?
[ বিসিএস ১৪তম ]
ইব্রাহিম খাঁ রচিত গ্রন্থ: আনোয়ার পাশা (নাটক); ইস্তাম্বুল যাত্রীর পত্র (ভ্রমণকাহিনী) এবং সোনার শিকল (গল্পগ্রন্থ); ‘কুচবরণের কন্যা’ বন্দে আলী মিয়া রচিত কাব্য গ্রন্থ।
৩৩. কোন প্রবচনটি ‘হতভাগ্য’ অর্থে ব্যবহৃত?
[ বিসিএস ১৪তম ]
আট কপালে- হতভাগ্য; উড়নচণ্ডী – অমিতব্যয়ী; ছা-পোষা- পোষ্য ভারাক্রান্ত; ভূশণ্ডির কাক- দীর্ঘায়ু ব্যক্তি।
৩৪. কার সম্পাদনায় ‘সংবাদ প্রভাকর’ প্রথম প্রকাশিত হয়?
[ বিসিএস ১৪তম ]
ঈশ্বরচন্দ্র গুপ্তের সম্পাদনায় ‘সংবাদ প্রভাকর’ সাপ্তাহিক সংবাদপত্র হিসেবে ১৮৩১ সালের ২৮ জানুয়ারি কলকাতা থেকে প্রকাশিত হয়। এটি ১৮৩৯ সালের ১৪ জুন দৈনিক সংবাদপত্র হিসেবে প্রকাশিত হয়ে বাংলা ভাষার প্রথম দৈনিক পত্রিকা হওয়ার গৌরব অর্জন করে।
৩৫. A speech full of too many word is–
[ বিসিএস ১৪তম ]
যে বক্তব্যে অনেক বেশি শব্দ (words) বা বাগাড়ম্বর থাকে, সাহিত্যের ভাষায় তাকে বলে Verbose Speech । সুতরাং সঠিক উত্তর (ঘ)।
৩৬. To meet trouble half-way means–
[ বিসিএস ১৪তম ]
To meet trouble- সমস্যা মোকাবেলা করা এবং halfway- অর্ধেক। অর্থাৎ পুরোপুরি মোকাবেলার আগেই হাল ছেড়ে দেয়া। অর্থাৎ হতবুদ্ধি হওয়া। অপশন (ক) To be puzzled – হতবুদ্ধি হওয়া। (খ) To get nervous- ভয় পাওয়া। (গ) To be disappointed – হতাশ হওয়া। (ঘ) To bear up- (নিজেকে) শক্ত রাখা। সুতরাং সঠিক উত্তর (ক)।
৩৭. ‘Paradise Lost’ attempted to–
[ বিসিএস ১৪তম ]
Paradise Lost ইংরেজ কবি John Milton এর একটি epic. এ epic এর বিষয়বস্তু হচ্ছে “Justify the ways of God to man”.
৩৮. What is the meaning of the idiom ‘a round dozen’?
[ বিসিএস ১৪তম ]
A round dozen – পূর্ণ ডজন/১২টি অর্থাৎ A full dozen.
৩৯. What is the meaning of ‘Soft Soap’?
[ বিসিএস ১৪তম ]
Soft Soap মোসাহেবি করা, তোষামোদ করা। অপশন (ক) Flatter for self motives- নিজ অভিপ্রায়ে/অভিসন্ধিতে তোষামোদ করা। (খ) To speak ill of others –অন্যের নিন্দা করা। (গ) To speak high of others- অন্যদের সম্পর্কে উঁচু কথা বলা। (ঘ) To recognize other’s good deeds- অন্যের ভালো কাজসমূহ বুঝাতে পারা বা স্বীকৃতি দেয়া।
৪০. পুনর্ভবা, নাগর, কুলিখ ও টাঙ্গন কোন নদীর উপনদী?
[ বিসিএস ১৪তম ]
নদী | উপনদী |
---|---|
মহানন্দা | পুনর্ভবা, নাগর, কুলিখ, পাগলা ও টাঙ্গন প্রভৃতি। |
মেঘনা | শীতলক্ষ্যা, গোমতী, ডাকাতিয়া, ধলেশ্বরী, ব্রহ্মপুত্র প্রভৃতি। |
৪১. ‘ছিয়াত্তরের মন্বন্তর’ নামক ভয়াবহ দুর্ভিক্ষ কত সালে ঘটে?
[ বিসিএস ১৪তম ]
ক্লাইভের দ্বৈতশাসনব্যবস্থার কুফল ও বাংলা ১১৭৬ সালে (ইংরেজি ১৭৭০) দেশব্যাপী দুর্ভিক্ষের ফলে এক মারাত্মক অর্থনৈতিক বিপর্যয় দেখা দেয়। এ বিপর্যয়ে দেশের প্রায় এক-তৃতীয়াংশ লোক প্রাণ হারায় এবং অর্থনৈতিক মেরুদণ্ড সম্পূরূপে ভেঙে পড়ে। ’৭৬ সালের এই ভয়াবহ অবস্থাই ইতিহাসে ‘ছিয়াত্তরের মন্বন্তর’ নামে পরিচিত।
৪২. ‘জমি থেকে খাজনা আদায় আল্লাহর আইনের পরিপন্থী’- এটি কার ঘোষণা?
[ বিসিএস ১৪তম ]
খাজনা আদায়ের জন্য জমিদারদের অত্যাচার রোধকল্পে দুদু মিয়া জমির উপর আল্লাহর সার্বভৌমত্ব প্রতিষ্ঠার জন্য এ উক্তি করেন। হাজী শরীয়তউল্লাহর একমাত্র পুত্র দুদু মিয়া পিতার মৃত্যুর পর ‘ফরায়েজী আন্দোলনের’ নেতৃত্ব গ্রহণ করেন।
৪৩. বীরশ্রেষ্ঠ হামিদুর রাহমানের পদবি কি ছিল?
[ বিসিএস ১৪তম ]
বীরশ্রেষ্ঠের নাম | পদবি |
---|---|
মহিউদ্দিন জাহাঙ্গীর | ক্যাপ্টেন |
হামিদুর রহমান | সিপাহী |
মোস্তফা কামাল | সিপাহী |
রুহুল আমিন | ইঞ্জিনরুম আর্টিফিসার |
মতিউর রহমান | ফ্লাইট লেফটেন্যান্ট |
মুন্সি আব্দুর রউফ | ল্যান্সনায়েক |
নূর মোহাম্মদ শেখ | ল্যান্সনায়েক |
৪৪. যমুনা নদী কোথায় পতিত হয়েছে?
[ বিসিএস ১৪তম ]
হিমালয়ের কৈলাশ শৃঙ্গের মানস সরোবর থেকে উৎপত্তি লাভ করে যমুনা নদী বাংলাদেশের উত্তর অংশ দিয়ে প্রবেশ করে রাজবাড়ী জেলার গোয়ালন্দ নামক স্থানে পদ্মার সাথে মিলিত হয়েছে। পদ্মা পরে চাঁদপুরের নিকট মেঘনার সাথে মিলিত হয়ে মেঘনা নামে বঙ্গোপসাগরে পতিত হয়েছে।
৪৫. বাংলাদেশের সবচেয়ে উত্তরের জেলা কোনটি?
[ বিসিএস ১৪তম ]
জেলা | উপজেলা | স্থান | |
---|---|---|---|
সর্ব উত্তরের | পঞ্চগড় | তেতুঁলিয়া | বাংলাবান্ধা |
সর্ব দক্ষিণের | কক্সবাজার | টেকনাফ | ছেঁড়াদ্বীপ |
সর্ব পূর্বের | বান্দরবান | থানচি | আখাইনঠং |
সর্ব পশ্চিমের | চাপাইনবাবগঞ্জ | শিবগঞ্জ | মনাকশা |
৪৬. দক্ষিণ কোরিয়ার মুদ্রার নাম কি?
[ বিসিএস ১৪তম ]
ইয়েন জাপানের মুদ্রার নাম। আর্জেন্টিনা, কিউবা, মেক্সিকোর মুদ্রার নাম পেসো। চীনের মুদ্রার নাম ইউয়ান। দক্ষিণ কোরিয়ার মুদ্রার নাম উয়ন।
UNIIMOG –এর পূর্ণরূপ হচ্ছে United Naitons Iran-Iraq Military Observer Group। জাতিসংঘ নিরাপত্তা পরিষদ কর্তৃক ১৯৮৮ সালের আগস্টে যুগোশ্লাভিয়ার মেজর জেনারেল স্লাভকো জোভিরকে প্রধান করে এটি প্রতিষ্ঠিত হয়। এর সদর দপ্তর করা হয় দুটি। একটি ইরাকের বাগদাদে, অপরটি ইরানের তেহরানে।
৪৮. প্রতি বছর অক্টোবর মাসের কোন দিন বিশ্ব প্রতিবেশ দিবস (World Habitat Day) পালিত হয়ে থাকে?
[ বিসিএস ১৪তম ]
অক্টোবর মাসের প্রথম সোমবার বিশ্ব বসতি বা প্রতিবেশ (Habitat) দিসব। ১৯৮৫ সালে জাতিসংঘ সাধারণ পরিষদের ৪০তম অধিবেশনের ঘোষণা অনুযায়ী ১৯৯১ সাল থেকে প্রতি বছর অক্টোবর মাসের প্রথম সোমবার বিশ্ব প্রতিবেশ দিবস পালিত হয়।
৪৯. কোনটি জাতিসংঘের বহুমুখী কারিগরি ও প্রাক-বিনিয়োগ সহযোগিতা বাস্তবায়নের সর্ববৃহৎ মাধ্যম?
[ বিসিএস ১৪তম ]
UNDP মূলত জাতিসংঘের উন্নয়ন কর্মসূচি। ১৯৬৫ সালে এটি প্রতিষ্ঠিত হয়। সদর দপ্তর নিউইয়র্ক (যুক্তরাষ্ট্র)।
৫০. ক্যাটালন কোন দেশের ভাষা?
[ বিসিএস ১৪তম ]
ক্যাটোলনিয়া স্পেনের একটি প্রদেশ। স্পেনের সরকারি ভাষা স্প্যানিশ হলেও বার্সেলোনাসহ দেশের ৩০ শতাংশ মানুষ ক্যাটালন ভাষায় কথা বলে।
৫১. কোথায় সাঁতার কাটা সহজ?
[ বিসিএস ১৪তম ]
যে পানির ঘনত্ব বেশি সে পানিতে সাঁতার কাটা সহজ। সমুদ্রের পানিতে ২.৫% থেকে ৩.৫% লবণ দ্রবীভূত অবস্থায় থাকে যার ফলে পুকুর, নদী বা বিলের পানির চেয়ে সমুদ্রের পানির ঘনত্ব বেশি। তাই সমুদ্রের পানিতে সাঁতার কাটা সহজ হয়।
৫২. ‘এভিকালচার’ বলতে কি বুঝায়?
[ বিসিএস ১৪তম ]
এপিকালচার | মৌমাছি পালন বিদ্যা |
সেরিকালচার | রেশম চাষ বিদ্যা |
পিসিকালচার | মৎস্য পালন বিদ্যা |
এভিকালচার | পাখি পালন বিদ্যা |
৫৩. এক কুইন্টাল ওজনে কত কিলোগ্রাম হয়?
[ বিসিএস ১৪তম ]
১ কুইন্টাল = ১০০ কিলোগ্রাম।
৫৪. কোন রঙের কাপে চা তাড়াতাড়ি ঠাণ্ডা হয়?
[ বিসিএস ১৪তম ]
কালো রঙের তাপ শোষণ ক্ষমতা বেশি। চায়ের কাপ কালো রঙের হলে চা থেকে অধিক পরিমাণে তাপ শোষণ করবে এবং এতে চা তাড়াতাড়ি ঠাণ্ডা হবে।
বৈদ্যুতিক বাল্বের ভেতরে নাইট্রোজেন গ্যাস ব্যবহারের ফলে ফিলামেন্টের তাপমাত্রা ২৭০০° C এর বেশি উঠতে পারে না। ফলে ফিলামেন্ট গলে যায় না।
৫৬. সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহুদ্বয় যথাক্রমে ৩ ও ৪ সেন্টিমিটার হলে এর অতিভুজের মান কত?
[ বিসিএস ১৪তম ]
পিথাগোরাসের উপপাদ্য অনুসারে:
৫৭. একটি আয়তকার ক্ষেত্রের দৈর্ঘ্য ২০% বৃদ্ধি ও প্রস্থ ১০% হ্রাস করা হলে, ক্ষেত্রফলের শতকরা কত পরিবর্তন হবে?
[ বিসিএস ১৪তম ]
মুল ক্ষেত্রফল হলো:
৫৮. কোনটি সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র?
[ বিসিএস ১৪তম ]
ত্রিভুজের ক্ষেত্রফল =
অতএব,
সামান্তরিকের ক্ষেত্রফল = 2 ×
৫৯. কত?
[ বিসিএস ১৪তম ]
৬০. কখন হবে?
[ বিসিএস ১৪তম ]
অর্থাৎ,
৬১. ‘গ্লাসনস্ত’ – এর অর্থ কি?
[ বিসিএস ১৪তম ]
রুশ শব্দ ‘গ্লাসনস্ত’ মানে খোলানীতি। ১৯৮৭ সালে সোভিয়েত প্রেসিডেন্ট মিখাইল গর্বাচেভ এ নীতি প্রবর্তন করেন। অনেকটা এ নীতির কারণেই ১৯৯১ এ সোভিয়েত ইউনিয়ন ভেঙ্গে যায়।
৬২. কোনটি বিশ্বব্যাংকের অঙ্গ প্রতিষ্ঠান নয়?
[ বিসিএস ১৪তম ]
বিশ্বব্যাংক গ্রুপ ৫টি অঙ্গসংস্থার সমন্বয়ে গঠিত- International Bank for Reconstruction and Development (IBRD), International Development Association (IDA), International Finance Corporation (IFC), The Multilateral Investment Guarantee Agency (MIGA) এবং The International Centre for Settlement of Investment Disputes (ICSID), IMF এর পূর্ণরূপ : International Monetary Fund.
৬৩. কোনটি ‘ওআইসি’ –এর অঙ্গসংস্থা নয়?
[ বিসিএস ১৪তম ]
ওআইসি-এর অঙ্গ সংগঠন ১১টি। ১. ইসলামী সম্মেলন, ২. পররাষ্ট্রমন্ত্রী কাউন্সিল, ৩. স্ট্যান্ডিং কমিটি, ৪. নির্বাহী কমিটি, ৫. আন্তর্জাতিক ইসলামী বিচার আদালত, ৬. মানবাধিকার বিষয়ক স্বাধীন স্থায়ী কমিশন, ৭. স্থায়ী প্রতিনিধি কমিটি, ৮. সাধারণ সচিবালয়, ৯. সাবসিডিয়ারি অর্গান, ১০. বিশেষায়িত ইনস্টিটিউট এবং ১১. অনুমোদিত ইনস্টিটিউট।
৬৪. কখন থেকে এশিয়া উন্নয়ন ব্যাংকের লেনদেন শুরু হয়?
[ বিসিএস ১৪তম ]
এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ১৯৬৬ সালের ২২ আগস্ট প্রতিষ্ঠিত হয় এবং ১৯৬৬ সালের ১৯ ডিসেম্বর এর আনুষ্ঠানিক লেনদেন শুরু হয়। এর প্রতিষ্ঠাতা সদস্য ৩১ এবং বর্তমান সদস্য ৬৭। সদর দপ্তর ফিলিপাইনের রাজধানী ম্যানিলায়।
৫ আগস্ট, ২০১৯ ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের বিশেষ সাংবিধানিক মর্যাদা তুলে নেয় দেশটির কেন্দ্রীয় সরকার। রাজ্যসভায় কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এ সংক্রান্ত রাষ্ট্রপতির নির্দেশনামা পড়ে শোনান। এতে প্রায় ৭০ বছর আগে ভারতীয় সংবিধানে কাশ্মীরকে দেয়া বিশেষ মর্যাদা ৩৭০ অনুচ্ছেদ বাতিলের নির্দেশনা দেয়া হয়। বিশেষ মর্যাদা বাতিল করার পাশাপাশি জম্মু-কাশ্মীর রাজ্যকে দ্বিখণ্ডিত করে কেড়ে নেয়া হয় তার পৃথক রাজ্যের মর্যাদাও।
৬৬. মৌলিক শব্দ কোনটি?
[ বিসিএস ১৪তম ]
যে শব্দকে আর বিশ্লেষণ করা যায় না, তাকে মৌলিক শব্দ বলে। যেমন- গোলাপ, নাক, লাল। যে শব্দকে বিশ্লেষণ করলে আলাদা অর্থবোধক শব্দ পাওয়া যায়, তাকে সাধিত শব্দ বলে। এখানে শীতল, নেয়ে, গৌরব সাধিত শব্দ।
৬৭. যার কোনো মূল্য নেই, তাকে বাগধারা দিয়ে প্রকাশ করলে কোনটি হয়?
[ বিসিএস ১৪তম ]
ডাকাবুকা- নির্ভীক; তুলসী বনের বাঘ- ভণ্ড; তামার বিষ- অর্থের কুপ্রভাব; ঢাকের বাঁয়া- যার কোনো মূল্য নেই।
৬৮. ‘আমীর হামজা’ কাব্য রচনা করেন কে?
[ বিসিএস ১৪তম ]
আমীর হামজা কাব্যের রচয়িতা ফকীর গরীবুল্লাহ। তিনি কাজটি অসমাপ্ত রেখে যান। তার অসমাপ্ত কাজ সম্পন্ন করেন সৈয়দ হামজা।
৬৯. বাংলা লিপির উৎস কি?
[ বিসিএস ১৪তম ]
প্রাচীন ভারতীয় লিপি দুটি। ব্রাহ্মী ও খরোষ্ঠী। ব্রাহ্মী লিপি তিন ভাগে বিভক্ত। পূর্বী লিপি, মধ্য ভারতীয় লিপি এবং পশ্চিমা লিপি। পূর্বী লিপির কুটিল রূপ হতে বাংলা লিপির উদ্ভব।
৭০. কোনটি বিশেষণ বাচক শব্দ?
[ বিসিএস ১৪তম ]
জীবন-বিশেষ্য, জীবিকা-বিশেষ্য, জীবনী- বিশেষণ, জীবাণু- বিশেষ্য।
৭১. বর্ণ হচ্ছে-
[ বিসিএস ১৪তম ]
শব্দের ক্ষুদ্রতম অংশকে বলে ধ্বনি। একসঙ্গে উচ্চারিত ধ্বনিগুচ্ছের অর্থবোধক মিলনে শব্দ তৈরি হয়। ধ্বনি নির্দেশক প্রতীক হলো বর্ণ।
প্রশ্নে প্রদত্ত বাক্যটির অর্থ ঐ সকল লোক, যারা মনে করে কোনো পাপই তাদের পতন ঘটাতে পারবে না, বোকার মতো, Ardent – অতিশয় আকুল, অতি উৎসাহী। Complacent- আত্মতুষ্ট, পরিতৃপ্ত। Confident- আত্মবিশ্বাসী। Apprehensive- উদ্বিগ্ন, শঙ্কিত, উৎকুণ্ঠিত। যেহেতু তারা ধরে নিচ্ছে, তাদের পতন ঘটা সম্ভব নয়, কাজেই তারা নিজেদের অর্জনে সন্তুষ্ট বা পরিতৃপ্ত।
যে ব্যক্তি অসঙ্গতভাবে অপরের জন্য এগিয়ে আসে তাকে সাধারণভাবে সবাই অপছন্দ করে। Benevolent- দয়ালু, সদাশয়, জনহিতৈষী। Official- রীতিমাফিক, আনুষ্ঠানিক। Officious- গায়ে পড়ে সাহায্য করে এমন, কর্তৃত্বপরায়ণ। Bureaucratic- আমলাতান্ত্রিক। যেহেতু সে অসঙ্গতভাবে সাহায্য করে, কাজেই সে দয়ালু নয় কিংবা অফিশিয়ালও নয়। আবার আমলাতান্ত্রিকতার বিষয়টি অপরের ধামাধরার সদৃশ বা নেতা/কর্মকর্তার তোষামোদ বিষয়ক।
Suppercilious-অহংকারী, Affable-বন্ধুত্ব পূর্ণ আচরণ, Haughty- অহংকারী, Wicked- দুর্বৃত্ত।
৭৫. How many eggs have your hens ___ this month? ____ Which of the following words best completes the above sentence?
[ বিসিএস ১৪তম ]
Have এর পর verb এর past participle হয়। আর যেহেতু কর্তা মুরগি, কাজেই বিষয়টি ডিম পাড়ার সাথে সম্পৃক্ত। এখন, Lay- ডিমপাড়া, Past – laid, past Participle – laid, Lie- মিথ্যা বলা, Past – lied, Past Participle – lied। যেহেতু ডিম পাড়া (lay) এর Past Participle হবে।
৭৬. The walls of our house have been painted ___ green.
Which is the correct preposition in the blank above?
[ বিসিএস ১৪তম ]
এই বাক্যে verb এর পর কোন object এর ব্যবহার হয়নি Green এর পর কোন word থাকলে Preposition.
১৯৭২ সালের ১১ জানুয়ারি অস্থায়ী সংবিধান আদেশ জারির পর ২৩ জুন রাষ্ট্রপতি গণপরিষদ আদেশ জারি করেন। ১০ এপ্রিল গণপরিষদের প্রথম অধিবেশন বসে। এ অধিবেশনে খসড়া সংবিধান প্রণয়নের জন্য ৩৪ সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়। এ কমিটির সভাপতি ছিলেন ড. কামাল হোসেন। এ কমিটি গণপরিষদে খসড়া সংবিধান পেশ করে ১৯৭২ সালের ১২ অক্টোবর যা ৪ নভেম্বর গণপরিষদ কর্তৃক গৃহীত হয় এবং ১৯৭২ সালের ১৬ ডিসেম্বর থেকে কার্যকর হয়।
৭৮. ১৯৫২ সালে তৎকালীন ভাষা আন্দোলন কিসের জন্ম দিয়েছিল?
[ বিসিএস ১৪তম ]
ভাষা আন্দোলন নিখিল পাকিস্তানের শতকরা ৫৬ ভাগ জনগণের মুখের ভাষা বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি আদায়ের আন্দোলন। ভাষা আন্দোলনে এক নতুন জাতীয় চেতনার উন্মেষ ঘটে এবং এ চেতনাই ক্রমে ক্রমে বাঙালি জাতীয়তাবাদের জন্ম দেয়।
৭৯. ঘোড়াশাল সার কারখানায় উৎপাদিত সারের নাম কি?
[ বিসিএস ১৪তম ]
ঘোড়াশাল সার কারখানা নরসিংদীতে অবস্থিত। এ সার কারখানায় প্রাকৃতিক গ্যাস ব্যবহার করে ইউরিয়া সার উৎপন্ন করা হয়।
৮০. বাংলাদেশের মৎস্য আইনে কত সেন্টিমিটারের কম দৈর্ঘ্যের রুই জাতীয় মাছের পোনা মারা নিষেধ?
[ বিসিএস ১৪তম ]
বাংলাদেশের জাতীয় অর্থনীতিতে মৎস সম্পদের অবদান অনস্বীকার্য। তাই দেশের মৎস সম্পদ সংরক্ষণে সরকার মৎস্য আইনে ২৩ সেন্টিমিটারের (প্রায় ৯ ইঞ্চি) কম দৈর্ঘ্যের রুই (কার্প) জাতীয় মাছ ধরা নিষিদ্ধ করে।
৮১. বাংলাদেশের প্রধান জাহাজ নির্মাণ কারখানা কোথায় অবস্থিত?
[ বিসিএস ১৪তম ]
বাংলাদেশে জাহাজ নিমার্ণ ও মেরামত কারখানা ৩টি। এগুলো হলো খুলনা শিপইয়ার্ড, চট্টগ্রাম ডকইয়ার্ড এবং নারায়ণগঞ্জ ডকইয়ার্ড।
ওপিয়াম পপি এক ধরনের মাদক দ্রব্য। দক্ষিণ-পূর্ব এশিয়ার থাইল্যান্ড, মিয়ানমার ও লাওসে ব্যাপক পপি উৎপাদিত হয়।
৮৩. তাসখন্দ চুক্তি কখন স্বাক্ষরিত হয়?
[ বিসিএস ১৪তম ]
১০ জানুয়ারি, ১৯৬৬ তৎকালীন সোভিয়েত প্রজাতন্ত্র উজবেকিস্তানের তাসখন্দ শহরে কাশ্মীরকে কেন্দ্র করে সংঘটিত ভারত ও পাকিস্তানের মধ্যকার যুদ্ধ বন্ধ করার উদ্দেশ্যে এ চুক্তি হয়। চুক্তি স্বাক্ষরকারী ভারতের প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রী, পাকিস্তানের প্রেসিডেন্ট আইয়ুব খান এবং সোভিয়েত প্রধানমন্ত্রী কোসিগান।
৮৪. বিশ্বখ্যাত ‘মোনালিসা’ চিত্রটির চিত্রকর কে?
[ বিসিএস ১৪তম ]
লিওনার্দো দ্য ভিঞ্চি ইতালির বিখ্যাত চিত্রকর। তার জগদ্বিখ্যাত ‘মোনালিসা’ চিত্রকর্মটি বর্তমানে ফ্রান্সের ল্যুভর মিউজিয়ামে সংরক্ষিত আছে। তার আরেকটি নামকরা চিত্রকর্ম হলো ‘দ্য লাস্ট সাপার’।
৮৫. কোন দেশটি আরব লীগের অন্তর্ভুক্ত নয়?
[ বিসিএস ১৪তম ]
আরব লীগের সদস্য আরবি ভাষাভাষী দেশসমূহ। ইরানের ভাষা আরবি নয়, ফারসি। ফলে ইরান সামাজিক ও সাংস্কৃতিকভাবে আরবভুক্ত নয় বরং পার্সিয়ান বা ফারসি।
দক্ষিণ এশিয়াতে বিভিন্ন ভাষা, ধর্ম, জাতির মানুষের সাংস্কৃতিক ক্ষেত্রে পার্থক্য কম এবং এ অঞ্চলের মানুষের সাংস্কৃতিক সহিষ্ণুতা বেশি হওয়ায় এটি রাজনৈতিক ক্ষেত্রে সবচেয়ে কম সংশ্লিষ্ট বিষয়।
৮৭. নিচের কোন বাংলাদেশীয় উপজাতির পারিবারিক কাঠামো পিতৃতান্ত্রিক?
[ বিসিএস ১৪তম ]
বাংলাদেশে বসবাসকারী ৫০টি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মধ্যে খাসিয়া ও গারো এ দুটি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর পারিবারিক কাঠামো মাতৃতান্ত্রিক। বাকি সব ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর পারিবারিক কাঠামো পিতৃতান্ত্রিক।
গ্রামীণ ব্যাংক ১৯৭৬ সালের প্রকল্প হিসেবে যাত্রা শুরু করে এবং ১৯৮৩ সালের ২ অক্টোবর ব্যাংক হিসেবে চালু হয়। গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ড. মুহাম্মদ ইউনুস।
৮৯. চন্দ্রঘোনা কাগজ কলের প্রধান কাঁচামাল কি?
[ বিসিএস ১৪তম ]
রাঙামাটির চন্দ্রঘোনা কাগজ কলের নাম কর্ণফুলী পেপার মিলস। ১৯৫৩ সালে প্রতিষ্ঠিত এ কাগজ কলটি বাংলাদেশের অন্যতম বৃহত্তম কাগজ কল। পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি অঞ্চলে প্রচুর বাঁশ জন্মে এবং বাঁশ ব্যবহার করে কর্ণফুলী পেপার মিলে কাগজ তৈরি হয়।
৯০. বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার কে?
[ বিসিএস ১৪তম ]
মানচিত্রখচিত প্রথম জাতীয় পতাকার নকশা তৈরি করেন শিবনারায়ণ দাস। বর্তমান জাতীয় পতাকার ডিজাইন করেন বাংলাদেশের প্রখ্যাত চিত্রশিল্পী কামরুল হাসান। কামরুল হাসান বাংলাদেশের জাতীয় প্রতীকেরও ডিজাইন করেন।
৯১. মুজিবনগরে কোন তারিখে স্বাধীনতা ঘোষণা করা হয়েছিল?
[ বিসিএস ১৪তম ]
মেহেরপুর জেলার মুজিবনগরে ১৯৭১ সালের ১০ এপ্রিল গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অস্থায়ী সরকার গঠিত হয় এবং ১৭ এপ্রিল স্বাধীনতার ঘোষণাপত্র গৃহীত হয় এবং শপথ গ্রহণ করে। ১৭ এপ্রিল অধ্যাপক এম ইউসুফ আলী স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করেন।
৯২. Can you tell me where ____ ?
Which of the following is the best clause in the above sentence?
[ বিসিএস ১৪তম ]
WH question word (When, Where, While) বাক্যের মধ্যে বসলে এর পর সরাসরি Verb বসে না। বরং নতুন করে Subject + Verb বসে।
William Sydney Porter এর বিখ্যাত সাহিত্যকর্ম হলো- ‘The Gift of the Magi’, ‘Sixes and Sevens’, ‘Roads of Destiny’, ‘Rolling Stone’.
৯৪. Now-a-days many villages are lit ____ electricity.
Which is the correct preposition in the above blank?
[ বিসিএস ১৪তম ]
Transitive verb হিসেবে light এর পর by/with দুটি preposition ই বসে। তবে by সর্বাধিক গ্রহণযোগ্য।
Will be held- অনুষ্ঠিত হবে। অপশন Take (s) off- উড্ডয়ন করা, উল্লম্ফন। Come (s) off – সংঘটিত হওয়া, অনুষ্ঠিত হওয়া। Bring about- দুর্ঘটনা ঘটানো, দিক পরিবর্তন করানো। Come round – আরোগ্য লাভ করা, কাটিয়ে ওঠা।
৯৬. Dog days means –
[ বিসিএস ১৪তম ]
Dog days- বছরের উষ্ণতম সময়। অপশন A period of being carefree- নিরুদ্বিগ্ন সময়। A period of having youthful flings- বেপরোয়া আমোদফূর্তির সময়। A period of misfortune- দুর্ভাগ্যের সময়। Hot weather- উষ্ণ আবহাওয়া।
সূত্র অনুযায়ী,
৯৮. কবি জসিমউদ্দীনের জীবনকাল কোনটি?
[ বিসিএস ১৪তম ]
পল্লীকবি জসীমউদ্দীন ১৯০৩ সালের ১ জানুয়ারি ফরিদপুরের তাম্বুলখানা গ্রামে জন্মগ্রহণ করেন। তার বিখ্যাত কাব্যগ্রন্হ হলো- নকশী কাঁথার মাঠ, সোজন বাদিয়ার ঘাট, রাখালী, বালুচর, ধানক্ষেত, মা যে জননী কান্দে ইত্যাদি। কবর তার একটি বিখ্যাত কবিতা যেটি রাখালী কাব্যগ্রন্হের অন্তর্গত। ১৯৭৬ সালের ১৪ মার্চ তিনি ঢাকায় মৃত্যুবরণ করেন।
‘নির্ঝরের স্বপ্নভঙ্গ’ কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের ‘প্রভাতসঙ্গীত’ কাব্যগ্রন্হের অন্তর্ভুক্ত। এটি রবীন্দ্রনাথের প্রথম জীবনে সর্বাপেক্ষা উজ্জ্বল কবিতা। কবিতার প্রথম লাইন- আজি এ প্রভাতে রবির কর/কেমনে পশিল প্রাণের পর।
১০০. জাতিবাচক বিশেষ্যের দৃষ্টান্ত–
[ বিসিএস ১৪তম ]
নদী- জাতিবাচক বিশেষ্য; সমাজ, মিছিল- সমষ্টিবাচক বিশেষ্য; পানি- বস্তুবাচক বিশেষ্য।