প্রশ্নঃ কোন পানিতে অক্সিজেনের পরিমাণ বেশি?
[ বিসিএস ৪১তম ]
ক. পুকুরের পানিতে
খ. লেকের পানিতে
গ. নদীর পানিতে
ঘ. সাগরের পানিতে
প্রশ্নঃ স্টেইনলেস স্টিলের অন্যতম উপাদান-
[ বিসিএস ৩৩তম ]
ক. তামা
খ. দস্তা
গ. ক্রোমিয়াম
ঘ. এলুমিনিয়াম
প্রশ্নঃ সংকর ধাতু পিতলের উপাদান-
[ বিসিএস ৩৩তম ]
ক. তামা ও টিন
খ. তামা ও দস্তা
গ. তামা ও সীসা
ঘ. তামা ও নিকেল
প্রশ্নঃ পিতলের উপাদান হলো-
[ বিসিএস ৩২তম ]
ক. তামা ও টিন
খ. তামা ও নিকেল
গ. তামা ও সিসা
ঘ. তামা ও দস্তা
প্রশ্নঃ রাসায়নিক অগ্নিনির্বাপক কাজ করে অগ্নিতে-
[ বিসিএস ২৪তম ]
ক. প্রচুর পরিমাণ অক্সিজেন সরবরাহ করে
খ. অক্সিজেন সরবরাহে প্রতিবন্ধকতা সৃষ্টি করে
গ. নাইট্রোজেন সরবরাহ করে
ঘ. হাইড্রোজেন সরবরাহ করে
ব্যাখ্যাঃ রাসায়নিক অগ্নিনির্বাপক জ্বলন্ত অগ্নিতে প্রচুর পরিমাণ কার্বন ডাই-অক্সাইডের সংমিশ্রণ ঘটিয়ে অক্সিজেন সরবরাহের প্রতিবন্ধকতা সৃষ্টির মাধ্যমে আগুনকে নিয়ন্ত্রণে আনে।
প্রশ্নঃ অ্যাসবেসটস কি?
[ বিসিএস ২৪তম ]
ক. অগ্নি নিরোধক খনিজ পদার্থ
খ. কম ঘনত্ববিশিষ্ট তরল পদার্থ
গ. বেশি ঘনত্ববিশিষ্ট তরল পদার্থ
ঘ. এক ধরনের রাসায়নিক পদার্থ
ব্যাখ্যাঃ আঁশযুক্ত অগ্নিরোধক কঠিন পদার্থ বিশেষ। ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়াম সিলিকেট এর প্রধান উপাদান। অ্যাসবেসটস তাপসহ ও তাপ নিরোধক। এ বৈশিষ্ট্যের জন্য ‘অ্যাসবেসটস’ দমকল বাহিনীর পোশাক তৈরিতে ব্যবহৃত হয়।