প্রশ্নঃ মানব দেহে সাধারণভাবে ক্রোমোজোম থাকে–
[ বিসিএস ৩১তম ]
ক. ২৫ জোড়া
খ. ২৪ জোড়া
গ. ২৩ জোড়া
ঘ. ২০ জোড়া
ব্যাখ্যাঃ
মানবদেহে সাধারণত ২৩ জোড়া ক্রোমোজোম থাকে। এর মধ্যে ২২ জোড়া স্ত্রী ও পুরুষে একই রকম। এদের অটোজোম বলা হয়। বাকি এক জোড়া মানুষের লিঙ্গ নির্ধারণ করে বলে এদের সেক্স ক্রোমোজোম বলে।