আমাদের স্কুল

সেটিং

বহুনির্বাচনি প্রশ্নের দেখানোর অপশনঃ
শুধুমাত্র উত্তর 2 অপশন
3 অপশন 4 অপশন
বহুনির্বাচনি প্রশ্নের অপশন প্রদর্শনঃ
রো আকারে কলাম আকারে
বহুনির্বাচনি প্রশ্নের উত্তরঃ
লুকান বোল্ড করুন
দেখান দেখান ও বোল্ড করুন
বহুনির্বাচনি প্রশ্নের ব্যাখ্যাঃ
দেখান লুকান নিচে লুকান
থিম নির্বাচন করুনঃ
ফন্ট সাইজঃ
15

ক. Ultra-violet
খ. Infrared
গ. Visible
ঘ. X-ray
উত্তরঃ Infrared
ব্যাখ্যাঃ

জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ প্রধানত ইনফ্রারেড (অবলোহিত) রেডিয়েশন ব্যবহার করে মহাবিশ্ব পর্যবেক্ষণ করে। এর কারণগুলো হলো:

  • মহাজাগতিক লোহিত সরণ (Cosmological Redshift)
  • ধুলো এবং গ্যাসের মধ্য দিয়ে দেখার ক্ষমতা
  • ঠান্ডা বস্তুর বিকিরণ

ওয়েব টেলিস্কোপ 0.6 থেকে 28.5 মাইক্রন তরঙ্গদৈর্ঘ্যের ইনফ্রারেড আলোতে কাজ করার জন্য চারটি অত্যাধুনিক বৈজ্ঞানিক সরঞ্জাম (NIRCam, NIRSpec, NIRISS, and MIRI) দিয়ে সজ্জিত। যদিও এটি কিছুটা দৃশ্যমান আলোও (লাল প্রান্তের দিকে) সনাক্ত করতে পারে, তবে এর প্রধান মনোযোগ ইনফ্রারেড পর্যবেক্ষণের উপর।

ক. ৫ ফুট
খ. ৪ ফুট
গ. ৩ ফুট
ঘ. ২ ফুট
উত্তরঃ ২ ফুট
ক. প্রতিসরণ
খ. বিচ্ছুরণ
গ. অপবর্তন
ঘ. অভ্যন্তরীণ প্রতিফলন
উত্তরঃ অভ্যন্তরীণ প্রতিফলন
ব্যাখ্যাঃ

অপটিক্যাল ফাইবারে আলোর যে ঘটনাটি ঘটে তা হলো পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন (Total Internal Reflection)

ব্যাখ্যা

অপটিক্যাল ফাইবার এমনভাবে তৈরি করা হয় যে এর মূল অংশ (core) এবং বাইরের আবরণ (cladding)-এর প্রতিসরাঙ্ক ভিন্ন হয়। আলোর রশ্মি যখন বেশি ঘনত্বের মাধ্যম (core) থেকে কম ঘনত্বের মাধ্যমে (cladding) যাওয়ার চেষ্টা করে এবং আপতন কোণ সংকট কোণের চেয়ে বেশি হয়, তখন আলোকরশ্মি প্রতিসরিত না হয়ে ভেতরের দিকে প্রতিফলিত হয়। এই প্রক্রিয়া বারবার ঘটতে থাকে, ফলে আলো কোনো শক্তি না হারিয়ে আঁকাবাঁকা পথেও অনেক দূর পর্যন্ত ভ্রমণ করতে পারে।

ক. খুব সরু এবং নমনীয় কাচ তন্তুর আলোক নল
খ. খুব সূক্ষ্ম সুপরিবাহী তামার তার তন্তু নল
গ. খুব সরু এসবেস্টোস ফাইবার নল
ঘ. সূক্ষ্ম প্লাস্টিক ঘটিত নল
উত্তরঃ খুব সরু এবং নমনীয় কাচ তন্তুর আলোক নল
ব্যাখ্যাঃ

অপটিক্যাল ফাইবার হচ্ছে খুব সরু এবং নমনীয় কাচ তন্তুর আলোক নল। আলো বহনের কাজে এটি ব্যবহৃত হয়। যখন আলোক রশ্মি কাচ তন্তুর এক প্রান্ত দিয়ে প্রবেশ করে, তখন তন্তুর দেয়ালে বারবার এর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটে, যতক্ষণ না অপর প্রান্ত দিয়ে নির্গত হয়।

ক. ১০ থেকে ৪০০ নে.মি (nm)
খ. ৪০০ থেকে ৭০০ নে.মি (nm)
গ. ১০০ মাইক্রোমিটার (μm) থেকে ১ মি (m)
ঘ. ১ মি (m)-এর ঊর্ধ্বে
উত্তরঃ ৪০০ থেকে ৭০০ নে.মি (nm)
ব্যাখ্যাঃ

দৃশ্যমান আলোর তরঙ্গদৈর্ঘ্য হচ্ছে ৪০০ ন্যানোমিটার থেকে ৭০০ ন্যানোমিটার পর্যন্ত। দৃশ্যমান আলোর মধ্যে লাল আলোর তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে বেশি এবং বেগুনী আলোর তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে কম।

ক. বেগুনী
খ. সবুজ
গ. হলুদ
ঘ. কালো
উত্তরঃ কালো
ব্যাখ্যাঃ

কোনো নির্দিষ্ট রঙের বস্তু শুধু ঐ নির্দিষ্ট রঙের আলোক রশ্মিই প্রতিফলিত করে এবং বাকি সব রঙের আলোক রশ্মিই শোষণ করে নেয়। আমরা জানি সাদা আলো হচ্ছে সাতটি ভিন্ন ভিন্ন রঙের আলোক রশ্মির সমষ্টি। নীল রঙের বস্তুর ওপর সাদা আলোক রশ্মি আপতিত হলে বস্তুটি সাতটি ভিন্ন রঙের আলোক রশ্মির মধ্য থেকে শুধু নীল আলোক রশ্মিই প্রতিফলিত করে এবং বাকি ছয়টি রঙের আলোক রশ্মিকে শোষণ করে নেয়। ফলে আমরা একে নীল দেখি। কিন্তু নীল রঙের বস্তুর ওপর লাল আলোক রশ্মি আপতিত হলে বস্তুটি আলোই আর প্রতিফলিত করে না। এজন্য লাল আলোতে নীল রঙের বস্তু কালো দেখায়।

ক. গামা রশ্মি
খ. বিটা রশ্মি
গ. রঞ্জন রশ্মি
ঘ. কসমিক রশ্মি
উত্তরঃ রঞ্জন রশ্মি
ব্যাখ্যাঃ

পুরনো মডেলের টেলিভিশন বা কম্পিউটার মনিটরে ক্যাথোড রে টিউব (CRT) ব্যবহার করা হয়। ইলেক্ট্রনসমূহ অতি উচ্চ বিভবে থাকার কারণে এ CRT থেকে খুব সামান্য পরিমাণ এক্স-রে নির্গত হয়। এ এক্স-রে বা রঞ্জন রশ্মি জীবন্ত কোষ ধ্বংস করতে সক্ষম। তবে আধুনিক টেলিভিশন (LCD বা LED) থেকে এরূপ এক্স-রে নির্গমন ঘটে না।

ক. উত্তল
খ. অবতল
গ. জুম
ঘ. সিলিন্ড্রিক্যাল
উত্তরঃ অবতল
ব্যাখ্যাঃ

‘অবতল’ লেন্স সাধারণত গোলাকার লেন্স। দর্পণের উপরিতল প্রান্তের দিকে উঁচু আর মাঝের দিকে ক্রমশ নিচু হয়ে যে আকৃতি হয়, তাকে অবতল লেন্স বলে। সিনেমাস্কোপ প্রজেক্টারে এই ধরনের লেন্স ব্যবহার করা হয়।