প্রশ্নঃ গ্রাফিন (graphene) কার বহুরূপী?
[ বিসিএস ৪১তম ]
গ্রাফিন হলো কার্বনের একটি বহুরূপী (Allotrope)।
কার্বন প্রকৃতিতে বিভিন্ন রূপে বিদ্যমান থাকে, যাদের ভৌত ধর্ম ভিন্ন হলেও রাসায়নিক ধর্ম একই রকম। গ্রাফিন তেমনই একটি রূপ। কার্বনের অন্যান্য বহুরূপীর মধ্যে হীরা (diamond) এবং গ্রাফাইট (graphite) উল্লেখযোগ্য।
গ্রাফিন হলো কার্বনের একটি পরমাণু পুরুত্বের স্তর, যেখানে কার্বন পরমাণুগুলো একটি ষড়ভুজ জালির মতো কাঠামোতে সজ্জিত থাকে। এটি অত্যন্ত শক্তিশালী, হালকা, স্বচ্ছ এবং বিদ্যুৎ ও তাপের সুপরিবাহী। এই অসাধারণ বৈশিষ্ট্যগুলোর জন্য গ্রাফিনের বিজ্ঞান ও প্রযুক্তির বিভিন্ন ক্ষেত্রে ব্যাপক সম্ভাবনা রয়েছে।
প্রশ্নঃ প্রকৃতিতে সবচেয়ে শক্ত পদার্থ কোনটি?
[ বিসিএস ২৩তম ]
প্রকৃতিতে প্রাপ্ত সবচেয়ে কঠিন পদার্থ হীরক। এটি কার্বনের একটি রূপ। এটি কাটতে অসংখ্য সমযোজী বন্ধন ছিন্ন করতে হয় বলে হীরা অত্যন্ত শক্ত। বিশুদ্ধ অবস্থায় হীরক বর্ণহীন। হীরককে হীরক ব্যতিত অন্য কোন কিছু দিয়ে কাটা যায় না। কৃত্রিমভাবে তৈরি সবচেয়ে কঠিন পদার্থ বোরোজেন।
প্রশ্নঃ সবচেয়ে শক্ত বস্তু কোনটি?
[ বিসিএস ১৮তম ]
হীরা |
|
---|
প্রশ্নঃ কাচ তৈরির প্রধান কাঁচামাল হলো–
[ বিসিএস ১১তম ]
সাধারণ কাচ বালি, সোডিয়াম কার্বনেট, চুনাপাথর প্রভৃতি গলিয়ে কাচ তৈরি করা হয়। বিশেষ গুণসম্পন্ন কাচে সোডিয়ামের পরিবর্তে থাকে সিসা, পটাসিয়াম, বেরিয়াম, কিংবা অন্য ধাতু। তবে কাচ তৈরির প্রধান উপাদান বালি।