আমাদের স্কুল

সেটিং

বহুনির্বাচনি প্রশ্নের দেখানোর অপশনঃ
শুধুমাত্র উত্তর 2 অপশন
3 অপশন 4 অপশন
বহুনির্বাচনি প্রশ্নের অপশন প্রদর্শনঃ
রো আকারে কলাম আকারে
বহুনির্বাচনি প্রশ্নের উত্তরঃ
লুকান বোল্ড করুন
দেখান দেখান ও বোল্ড করুন
বহুনির্বাচনি প্রশ্নের ব্যাখ্যাঃ
দেখান লুকান নিচে লুকান
থিম নির্বাচন করুনঃ
ফন্ট সাইজঃ
15

ক. যান্ত্রিক শক্তিকে তাপশক্তিতে রূপান্তর
খ. তাপশক্তিকে যান্ত্রিকশক্তিতে রূপান্তর
গ. বিদ্যুৎশক্তিকে যান্ত্রিকশক্তিতে রূপান্তর
ঘ. তাপশক্তিকে বিদ্যুৎশক্তিতে রূপান্তর
উত্তরঃ তাপশক্তিকে যান্ত্রিকশক্তিতে রূপান্তর
ব্যাখ্যাঃ

তাপ ইঞ্জিনের প্রধান কাজ হলো তাপশক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করা

এটি একটি এমন যন্ত্র যা একটি উচ্চ তাপমাত্রার উৎস থেকে তাপশক্তি শোষণ করে, সেই তাপশক্তির কিছু অংশকে কার্যকর যান্ত্রিক কাজে রূপান্তরিত করে এবং অবশিষ্ট তাপশক্তিকে একটি নিম্ন তাপমাত্রার তাপগ্রাহকে বর্জন করে।

উদাহরণস্বরূপ, গাড়ির ইঞ্জিন (পেট্রোল বা ডিজেল ইঞ্জিন), বাষ্পীয় ইঞ্জিন এবং বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের টারবাইনগুলো তাপ ইঞ্জিনের উদাহরণ।

ক. ১ ক্যালরি
খ. ২ ক্যালরি
গ. ৩ ক্যালরি
ঘ. ৪ ক্যালরি
উত্তরঃ কোনটি সঠিক নয়।
ব্যাখ্যাঃ এক গ্রাম পানির তাপমাত্রা ২০°C থেকে ৩০°C পর্যন্ত বৃদ্ধি করতে প্রয়োজনীয় তাপের পরিমাণ নির্ণয়ের জন্য, আমরা নির্দিষ্ট তাপ ধারণ ক্ষমতার সূত্রটি ব্যবহার করব: \[ Q = mc\Delta T \] যেখানে, - \( Q \) = প্রয়োজনীয় তাপ (জুল) - \( m \) = পানির ভর (গ্রাম) = 1 গ্রাম - \( c \) = পানির নির্দিষ্ট তাপমাত্রাধারণ ক্ষমতা = 4.18 J/g°C - \( \Delta T \) = তাপমাত্রার পরিবর্তন = 30°C - 20°C = 10°C এখন, মান বসিয়ে হিসাব করি: \[ Q = (1 \text{ g}) \times (4.18 \text{ J/g°C}) \times (10°C) \] \[ Q = 41.8 \text{ J} \] অর্থাৎ, এক গ্রাম পানির তাপমাত্রা ২০°C থেকে ৩০°C পর্যন্ত বৃদ্ধি করতে ৪১.৮ জুল তাপের প্রয়োজন।
ক. পেট্রোল ইঞ্জিনে
খ. ডিজেল ইঞ্জিনে
গ. রকেট ইঞ্জিনে
ঘ. বিমান ইঞ্জিনে
উত্তরঃ পেট্রোল ইঞ্জিনে
ব্যাখ্যাঃ

মোটর গাড়ির যে প্রকোষ্ঠে বায়ু ও পেট্রোল মিশ্রিত করা হয় তাই হলো কার্বুরেটর। বায়ু ও পেট্রোলের মিশ্রণ তৈরি হওয়ার পরে এটিকে দহন প্রকোষ্ঠে পাঠিয়ে দেয়া হয়। সব ইঞ্জিনে কার্বুরেটর থাকে না। শুধু পেট্রোল ইঞ্জিনে এটি থাকে।

ক. তরল পদার্থ
খ. বায়বীয় পদার্থ
গ. কঠিন পদার্থ
ঘ. নরম পদার্থ
উত্তরঃ বায়বীয় পদার্থ
ব্যাখ্যাঃ

তাপ প্রয়োগ করলে পদার্থ প্রসারিত হয়। তবে যে পদার্থের অণুগুলোর মধ্যকার আন্তঃআণবিক আকর্ষণ যতো কম সে পদার্থ ততো বেশি প্রসারিত হয়। কঠিন বা তরল পদার্থের তুলনায় বায়বীয় পদার্থের অণুগুলোর মধ্যে আন্তঃআণবিক আকর্ষণ সবচেয়ে কম। তাই তাপ প্রয়োগে বায়বীয় পদার্থ সবচেয়ে বেশি প্রসারিত হয়।

ক. সাদা
খ. কালো
গ. লাল
ঘ. ধূসর
উত্তরঃ কালো
ব্যাখ্যাঃ

কালো রঙের তাপ শোষণ ক্ষমতা বেশি। চায়ের কাপ কালো রঙের হলে চা থেকে অধিক পরিমাণে তাপ শোষণ করবে এবং এতে চা তাড়াতাড়ি ঠাণ্ডা হবে।

ক. সরকারি নির্দেশ
খ. দূর থেকে চোখে পড়বে বলে
গ. তাপ বিকিরণ থেকে বাঁচার জন্য
ঘ. দেখতে সুন্দর লাগে
উত্তরঃ তাপ বিকিরণ থেকে বাঁচার জন্য
ব্যাখ্যাঃ

সাদা রঙ অন্যান্য রঙের চেয়ে তাপের বিকিরণ বেশি করে তাই সাদা ছাতাও সাদা জামা ব্যবহৃত হয়। দূর থেকে চোখে পড়ার জন্য হলুদ বা লাল রঙ ব্যবহৃত হয়।

ক. এটি হালকা ও দামে সস্তা
খ. এটি সব দেশেই পাওয়া যায়
গ. এতে দ্রুত তাপ সঞ্চারিত হয়ে খাদ্যদ্রব্য তাড়াতাড়ি সিদ্ধ হয়
ঘ. এটি সহজে ভেঙ্গে যায় না এবং বেশি গরম সহ্য করতে পারে
উত্তরঃ এতে দ্রুত তাপ সঞ্চারিত হয়ে খাদ্যদ্রব্য তাড়াতাড়ি সিদ্ধ হয়
ব্যাখ্যাঃ

এলুমিনিয়াম একটি তাপ সুপরিবাহী পদার্থ। এলুমিনিয়ামের পাত্রে তাপ প্রয়োগ করলে তা সহজেই সমগ্র পাত্রে ছড়িয়ে যায় এবং দ্রুত খাদ্য বস্তু সিদ্ধ হতে সাহায্য করে। তাছাড়া বাণিজ্যিক দিক দিয়েও এলুমিনিয়াম তুলনামূলকভাবে সস্তা।

ক. সূর্যালোকের অভাবে সালোক সংশ্লেষণে ঘাটতি
খ. তাপ আটকে পড়ে সার্বিক তাপমাত্রা বৃদ্ধি
গ. প্রাকৃতিক চাষের বদলে ক্রমবর্ধমানভাবে কৃত্রিম চাষের প্রয়োজনীয়তা
ঘ. উপগ্রহের সাহায্যে দূর থেকে ভূমণ্ডলের অবলোকন
উত্তরঃ তাপ আটকে পড়ে সার্বিক তাপমাত্রা বৃদ্ধি
ব্যাখ্যাঃ বায়ুমণ্ডলে \(CFC, CO_2, CH_4 ~ ও~ N_2O\) প্রভৃতি গ্যাস দ্বারা স্তর সৃষ্টি হওয়ার কারণে বায়ুমণ্ডলের নিম্নস্তরে তাপ আটকে পড়ে এবং সার্বিক তাপমাত্রা বৃদ্ধি পায়। এই তাপমাত্রা বৃদ্ধিজনিত কারণে পৃথিবী পৃষ্ঠে যে প্রভাব পড়ে তাই গ্রিনহাউজ ইফেক্ট।