প্রশ্নঃ নিচের কোনটি জলজ উদ্ভিদ নয়?
[ বিসিএস ৪০তম ]
ক. করচ
খ. হিজল
গ. ডুমুর
ঘ. গজারী
ব্যাখ্যাঃ
গজারী একটি স্থলজ উদ্ভিদ এবং এটি সাধারণত শুকনো ও উঁচু ভূমিতে জন্মে।
অন্যদিকে, করচ, হিজল ও ডুমুর গাছ সাধারণত জলাভূমির কাছাকাছি বা ভেজা মাটিতে জন্মে এবং এদের কিছু প্রজাতি জলজ অভিযোজন দেখায়।
প্রশ্নঃ জলজ উদ্ভিদ সহজে ভাসতে পারে, কারণ–
[ বিসিএস ১০তম ]
ক. এরা অনেক ছোট হয়
খ. এদের কাণ্ডে অনেক বায়ু কুঠুরী থাকে
গ. এরা পানিতে জন্মে
ঘ. এদের পাতা অনেক কম থাকে
ব্যাখ্যাঃ
জলজ উদ্ভিদের কাণ্ডে প্রচুর পরিমাণে বায়ু কুঠুরী রয়েছে, যেগুলোতে বায়ু থাকায় জলজ উদ্ভিদ সহজেই পানির উপর ভেসে থাকতে পারে।