আমাদের স্কুল

সেটিং

বহুনির্বাচনি প্রশ্নের দেখানোর অপশনঃ
শুধুমাত্র উত্তর 2 অপশন
3 অপশন 4 অপশন
বহুনির্বাচনি প্রশ্নের অপশন প্রদর্শনঃ
রো আকারে কলাম আকারে
বহুনির্বাচনি প্রশ্নের উত্তরঃ
লুকান বোল্ড করুন
দেখান দেখান ও বোল্ড করুন
বহুনির্বাচনি প্রশ্নের ব্যাখ্যাঃ
দেখান লুকান নিচে লুকান
থিম নির্বাচন করুনঃ
ফন্ট সাইজঃ
16

ক. হাইড্রোজেন
খ. নাইট্রোজেন
গ. মিথেন
ঘ. ইথেন
ব্যাখ্যাঃ

প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান হল মিথেন (CH₄)

প্রাকৃতিক গ্যাসের প্রায় ৭০% থেকে ৯০% পর্যন্ত মিথেন থাকে। এর সাথে সামান্য পরিমাণে অন্যান্য হাইড্রোকার্বন যেমন ইথেন, প্রোপেন, বিউটেন এবং কিছু নিষ্ক্রিয় গ্যাস যেমন কার্বন ডাই অক্সাইড ও নাইট্রোজেনও মিশ্রিত থাকে। তবে, মূল উপাদান হল মিথেন।

ক. নাইট্রোজেন গ্যাস
খ. মিথেন গ্যাস
গ. হাইড্রোজেন গ্যাস
ঘ. কার্বন মনোক্সাইড
ব্যাখ্যাঃ

প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান হলো মিথেন (Methane - CH₄)

সাধারণত, প্রাকৃতিক গ্যাসে ৮০% থেকে ৯০% বা তারও বেশি মিথেন থাকে। এর সাথে অল্প পরিমাণে ইথেন, প্রোপেন, বিউটেন এবং অন্যান্য হাইড্রোকার্বন গ্যাসও থাকে। এছাড়া, অল্প পরিমাণে কার্বন ডাই অক্সাইড, নাইট্রোজেন এবং হাইড্রোজেন সালফাইডও থাকতে পারে।

ক. ৪০ – ৫০ ভাগ
খ. ৬০ – ৭০ ভাগ
গ. ৮০ – ৯০ ভাগ
ঘ. ৩০ – ২৫ ভাগ
ব্যাখ্যাঃ প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান হলো মিথেন (CH4)

বিশ্বব্যাপী প্রাপ্ত প্রাকৃতিক গ্যাসে মিথেনের পরিমাণ সাধারণত ৮০% থেকে ৯৫% বা তারও বেশি থাকে।

বিশেষ করে, বাংলাদেশে প্রাপ্ত প্রাকৃতিক গ্যাসে মিথেনের পরিমাণ সাধারণত ৯৩.৬৮% থেকে ৯৯% পর্যন্ত হতে পারে, যা এটিকে অত্যন্ত বিশুদ্ধ এবং কার্যকর জ্বালানি হিসেবে গণ্য করে। মিথেন ছাড়াও প্রাকৃতিক গ্যাসে অল্প পরিমাণে ইথেন, প্রোপেন, বিউটেন, পেন্টেন এবং কিছু পরিমাণে কার্বন ডাই অক্সাইড, নাইট্রোজেন ও হাইড্রোজেন সালফাইড থাকে।
ক. ৯০ শতাংশ
খ. ৯৪ শতাংশ
গ. ৯৮ শতাংশ
ঘ. ৯৯.৯৭ শতাংশ
ব্যাখ্যাঃ

বায়ুমণ্ডলের মোট শক্তির প্রায় ৯৯.৯৭% সূর্য থেকে আসে।

সূর্য থেকে আসা এই শক্তিই পৃথিবীর বায়ুমণ্ডল এবং পৃষ্ঠকে উষ্ণ রাখে, যা পৃথিবীর জলবায়ু ও আবহাওয়া নিয়ন্ত্রণ করে। যদিও বায়ুমণ্ডল সূর্যের কিছু শক্তি শোষণ করে, তবে মূল উৎস হলো সৌর বিকিরণ।

ক. মেঘের অসংখ্য জলকণা/বরফকণার মধ্যে চার্জ সঞ্চিত হলে
খ. দুখণ্ড মেঘ পরস্পর সংঘর্ষ হলে
গ. মেঘের মধ্যে বিদ্যুৎ কোষ তৈরি হলে
ঘ. মেঘ বিদ্যুৎ পরিবাহী অবস্থায় এলে
ব্যাখ্যাঃ

‘ধনাত্মক’ ও ‘ঋণাত্মক’ চার্জযুক্ত দুটি মেঘ কাছাকাছি আসলে আকর্ষণের ফলে চার্জ এক মেঘ থেকে অন্য মেঘে দ্রুত ছুটে যায়। ফলে ইলেক্ট্রনের (চার্জ) গতিপথে যে তীব্র আলোক উৎপন্ন হয় তাকে বিজলী চমকানো বলে।

ক. বিদ্যুৎ
খ. তাপ
গ. চুম্বক
ঘ. কিছুই হয় না
ব্যাখ্যাঃ

ফটোইলেকট্রিক কোষ হলো বিশেষ এক ধরনের ডায়োড, যার ওপর আলোক পড়লে আলোক শক্তি বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত হয়। গতিশীল চার্জের কারণে চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হয়।

ক. উষ্ণতা থেকে রক্ষার জন্য
খ. অত্যধিক ঠাণ্ডা থেকে রক্ষার জন্য
গ. আলো থেকে রক্ষার জন্য
ঘ. ঝড়-বৃষ্টি থেকে রক্ষার জন্য
ব্যাখ্যাঃ

শীত প্রধান দেশে অত্যধিক ঠাণ্ডার কারণে গাছপালা জন্মাতে পারে না। তাই শীতপ্রধান দেশে অত্যধিক ঠাণ্ডা থেকে রক্ষা করার জন্য গ্রীন হাউজে গাছ লাগানো হয়। গ্রীন হাউজ হচ্ছে কাঁচের তৈরি বিশেষ এক ধরনের ঘর। সূর্য থেকে আগত ক্ষুদ্র তরঙ্গদৈর্ঘ্যের বিকীর্ণ তাপ কাঁচের মধ্য দিয়ে গ্রীন হাউসের ভিতরে প্রবেশ করতে পারলেও ভিতর থেকে বের হতে চাওয়া তাপের তরঙ্গদৈর্ঘ্য বেশি থাকায় তা বাইরে যেতে পারে না। ফলে কাচের তৈরি গ্রীন হাউজটি বেশ গরম থাকে এবং এর ভিতরে লাগানো গাছপালাকে সব সময়ই প্রয়োজনীয় তাপমাত্রায় রাখে।

ক. মাটির অনেক গভীরে থাকে
খ. ভিজা ও নরম
গ. পাহাড়ি এলাকায় পাওয়া যায়
ঘ. দহন ক্ষমতা কয়লার তুলনায় অধিক
ব্যাখ্যাঃ

‘পিট কয়লা’ তুলনামূলকভাবে নিম্নমানের কয়লা। এর বৈশিষ্ট্য হচ্ছে এটি ভেজা ও নরম। বিটুমিনাস কয়লা সবচেয়ে উন্নতমানের।