আমাদের স্কুল

সেটিং

বহুনির্বাচনি প্রশ্নের দেখানোর অপশনঃ
শুধুমাত্র উত্তর 2 অপশন
3 অপশন 4 অপশন
বহুনির্বাচনি প্রশ্নের অপশন প্রদর্শনঃ
রো আকারে কলাম আকারে
বহুনির্বাচনি প্রশ্নের উত্তরঃ
লুকান বোল্ড করুন
দেখান দেখান ও বোল্ড করুন
বহুনির্বাচনি প্রশ্নের ব্যাখ্যাঃ
দেখান লুকান নিচে লুকান
থিম নির্বাচন করুনঃ
ফন্ট সাইজঃ
16

ক. বায়োইনফরমেটিক্স
খ. বায়োমেট্রিক্স
গ. বায়োকেমিস্ট্রি
ঘ. কোনটিই নয়
ব্যাখ্যাঃ

বায়োইনফরমেটিক্স (Bioinformatics): এটি জীববিজ্ঞান, কম্পিউটার বিজ্ঞান এবং পরিসংখ্যানের সমন্বয়ে গঠিত একটি আন্তঃশাস্ত্রীয় ক্ষেত্র। জীববৈজ্ঞানিক ডেটা বিশ্লেষণ, ব্যাখ্যা এবং সংরক্ষণে আইটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

ক. প্রজাতি
খ. বর্গ
গ. রাজ্য
ঘ. শ্রেণি
ব্যাখ্যাঃ

দ্বিপদ নামকরণে দ্বিতীয় নামটি প্রজাতি (species) নির্দেশ করে।


দ্বিপদ নামকরণ (Binomial nomenclature) হলো জীবন্ত প্রাণীদের নামকরণের একটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত পদ্ধতি। এই পদ্ধতিতে প্রতিটি জীবের দুটি অংশের সমন্বয়ে একটি বৈজ্ঞানিক নাম দেওয়া হয়:

  • প্রথম অংশটি হলো গণ (genus)-এর নাম, যা বড় হাতের অক্ষর দিয়ে শুরু হয়।
  • দ্বিতীয় অংশটি হলো প্রজাতি (species)-এর নাম, যা ছোট হাতের অক্ষর দিয়ে শুরু হয়।

উদাহরণস্বরূপ, মানুষের বৈজ্ঞানিক নাম হলো Homo sapiens, যেখানে Homo হলো গণ এবং sapiens হলো প্রজাতি।

ক. চারটি
খ. পাঁচটি
গ. তিনটি
ঘ. দুইটি
ব্যাখ্যাঃ

মানুষের শরীরে প্রধানত ৮টি রক্তের গ্রুপ রয়েছে। এই বিভাজন ABO এবং Rh ফ্যাক্টর নামক দুটি প্রধান রক্তশ্রেণী ব্যবস্থা দ্বারা নির্ধারিত হয়।

ABO রক্তশ্রেণী ব্যবস্থা অনুসারে ৪টি প্রধান গ্রুপ:

  • A
  • B
  • AB
  • O

Rh ফ্যাক্টর অনুসারে প্রত্যেকটি গ্রুপের আবার দুটি ভাগ:

  • Rh পজিটিভ (+): যদি রক্তে Rh অ্যান্টিজেন উপস্থিত থাকে।
  • Rh নেগেটিভ (-): যদি রক্তে Rh অ্যান্টিজেন অনুপস্থিত থাকে।

এই দুটি শ্রেণী একত্র করলে মোট ৮টি রক্তের গ্রুপ পাওয়া যায়:

  1. A+
  2. A-
  3. B+
  4. B-
  5. AB+
  6. AB-
  7. O+
  8. O-

সুতরাং, মানুষের শরীরে প্রধানত আটটি রক্তের গ্রুপ বিদ্যমান।

ক. হাঁস-মুরগি পালন
খ. মৌমাছি পালন
গ. মৎস্য চাষ
ঘ. রেশম চাষ
ব্যাখ্যাঃ

হাঁস-মুরগি পালনকে পোলট্রি, মৌমাছি পালনকে এপিকালচার, মৎস্য চাষকে পিসিকালচার এবং রেশম চাষকে সেরিকালচার বলে।

ক. উড্ডয়ন সংক্রান্ত বিষয়াদি
খ. পাখিপালন বিষয়াদি
গ. বাজ পাখিপালন বিষয়াদি
ঘ. উড়োজাহাজ ব্যবস্থাপনা
ব্যাখ্যাঃ
এপিকালচার মৌমাছি পালন বিদ্যা
সেরিকালচার রেশম চাষ বিদ্যা
পিসিকালচার মৎস্য পালন বিদ্যা
এভিকালচার পাখি পালন বিদ্যা