প্রশ্নঃ প্রকৃতিতে সবচেয়ে শক্ত পদার্থ কোনটি?
[ বিসিএস ২৩তম ]
ক. পিতল
খ. হীরা
গ. ইস্পাত
ঘ. গ্রানাইট
উত্তরঃ হীরা
ব্যাখ্যাঃ
প্রকৃতিতে প্রাপ্ত সবচেয়ে কঠিন পদার্থ হীরক। এটি কার্বনের একটি রূপ। এটি কাটতে অসংখ্য সমযোজী বন্ধন ছিন্ন করতে হয় বলে হীরা অত্যন্ত শক্ত। বিশুদ্ধ অবস্থায় হীরক বর্ণহীন। হীরককে হীরক ব্যতিত অন্য কোন কিছু দিয়ে কাটা যায় না। কৃত্রিমভাবে তৈরি সবচেয়ে কঠিন পদার্থ বোরোজেন।