প্রশ্নঃ Can you tell me where ____ ?
Which of the following is the best clause in the above sentence?
[ বিসিএস ১৪তম ]
WH question word (When, Where, While) বাক্যের মধ্যে বসলে এর পর সরাসরি Verb বসে না। বরং নতুন করে Subject + Verb বসে।
Related MCQ
প্রশ্নঃ Put the right word in the blank.
"He reached the ______ of his literary career."
[ বিসিএস ৪৫তম ]
সঠিক উত্তরটি হলো খঃ acme.
সঠিক বাক্যটি হলো: "He reached the acme of his literary career."
Acme শব্দের অর্থ হলো সর্বোচ্চ বিন্দু, চূড়া, বা উন্নতির চরম শিখর। এটি "zenith"-এর মতোই অর্থ বহন করে এবং সাহিত্যিক কর্মজীবনের সর্বোচ্চ পর্যায় বোঝাতে উপযুক্ত।
অন্যান্য বিকল্পগুলোর অর্থ:
- abattoir (অ্যাব্যাটয়ার): কসাইখানা।
- admonish (অ্যাডমনিশ): তিরস্কার করা, মৃদু ভর্ৎসনা করা।
- abdicate (অ্যাবডিকেট): সিংহাসন ত্যাগ করা, পদত্যাগ করা।
সুতরাং, সাহিত্যিক কর্মজীবনের সর্বোচ্চ শিখর বোঝাতে "acme" শব্দটিই সবচেয়ে উপযুক্ত।
প্রশ্নঃ One whose attitude is ‘eat, drink and be merry’ is ___
[ বিসিএস ৪১তম ]
যার মনোভাব ‘খাও, দাও আর ফূর্তি করো’ তাকে বাংলায় ভোগবাদী বা সুখবাদী বলা যেতে পারে।
তবে, ইংরেজি শব্দগুলোর মধ্যে সবচেয়ে উপযুক্ত হলো epicurean। এপিকিউরিয়ান বলতে এমন ব্যক্তিকে বোঝায় যে ইন্দ্রিয়সুখ, বিশেষ করে ভালো খাবার ও পানীয় উপভোগে বিশেষভাবে আগ্রহী।
অন্যান্য বিকল্পগুলোর বাংলা অর্থ:
- Materialistic: বস্তুবাদী (আধ্যাত্মিক বা বুদ্ধিবৃত্তিক বিষয়ের চেয়ে বস্তুগত possessions-এর প্রতি অত্যধিক আগ্রহী)।
- Cynic: নিন্দুক, সংশয়বাদী (যারা মনে করে মানুষ সম্পূর্ণরূপে স্বার্থ দ্বারা চালিত; মানুষের আন্তরিকতা বা সততার প্রতি অবিশ্বাসী)।
- Stoic: নির্বিকার, ধৈর্যশীল (যে কষ্ট বা প্রতিকূলতা কোনো রকম আবেগ বা অভিযোগ ছাড়াই সহ্য করতে পারে)।
প্রশ্নঃ An extra message added at the end of a letter after it is signed is called _____.
[ বিসিএস ৪০তম ]
চিঠির শেষে স্বাক্ষর করার পর অতিরিক্ত কোনো বার্তা যোগ করা হলে তাকে postscript বলা হয়। এটিকে সংক্ষেপে P.S. লেখা হয়।
অন্যান্য অপশনগুলোর অর্থ:
- corrigendum: ভুল সংশোধনীর তালিকা।
- NB (nota bene): মনোযোগ আকর্ষণ করার জন্য ব্যবহৃত একটি ল্যাটিন শব্দবন্ধ, যার অর্থ "ভালোভাবে লক্ষ্য করুন"।
- RSVP (répondez s'il vous plaît): একটি ফরাসি শব্দবন্ধ, যার অর্থ "অনুগ্রহ করে উত্তর দিন"। এটি সাধারণত কোনো আমন্ত্রণপত্রে উত্তরের অনুরোধ জানাতে ব্যবহৃত হয়।
প্রশ্নঃ A soporific speech is likely to ___.
[ বিসিএস ৩৯তম ]
A soporific speech is likely to put one to sleep
'Soporific' শব্দের অর্থ হলো ঘুমপাড়ানি বা নিদ্রাকারক। তাই, একটি 'soporific speech' এমন একটি বক্তৃতা যা সম্ভবত শ্রোতাকে ঘুম পাড়িয়ে দেবে।
অন্যান্য বিকল্পগুলো ভুল:
- কঃ be incomprehensible: বোধগম্য না হওয়া। ঘুমপাড়ানি বক্তৃতার মূল সমস্যা বোধগম্যতার অভাব নাও হতে পারে, বরং একঘেয়েমি হতে পারে।
- খঃ appeal primarily to emotions: প্রাথমিকভাবে আবেগকে আকৃষ্ট করা। ঘুমপাড়ানি বক্তৃতা সাধারণত আবেগপূর্ণ হয় না।
- ঘঃ stimulate action: কাজ করতে উৎসাহিত করা। ঘুমপাড়ানি বক্তৃতা এর বিপরীত কাজ করে।
প্রশ্নঃ Hospitals _____ the sick.
[ বিসিএস ৩৯তম ]
"Hospitals treat the sick".
ব্যাখ্যা:
- Treat (চিকিৎসা করা): হাসপাতালের প্রধান কাজ হলো অসুস্থদের চিকিৎসা করা।
অন্যান্য বিকল্পগুলোও হাসপাতালের সাথে সম্পর্কিত, কিন্তু 'চিকিৎসা করা' সবচেয়ে উপযুক্ত:
- Operate (অস্ত্রোপচার করা): এটি হাসপাতালের একটি বিশেষ বিভাগ বা কার্যক্রম, তবে হাসপাতালের মূল কাজ নয়।
- Admit (ভর্তি করা): হাসপাতাল রোগীদের ভর্তি করে, তবে এটি চিকিৎসার আগের ধাপ।
- Nurse (সেবা করা): নার্সরা রোগীদের সেবা করেন, তবে চিকিৎসার মূল কাজটি ডাক্তাররা করেন।
সুতরাং, "Hospitals treat the sick" (হাসপাতাল অসুস্থদের চিকিৎসা করে) - এই বাক্যটি সবচেয়ে অর্থপূর্ণ এবং সাধারণভাবে সত্য।
প্রশ্নঃ The novelist has a hold of ____ in writing.
[ বিসিএস ৩৮তম ]
The novelist has a hold of style in writing.
ব্যাখ্যা:
একজন ঔপন্যাসিকের লেখার ক্ষেত্রে 'style' (শৈলী) হলো তার নিজস্ব এবং স্বতন্ত্র লেখার ধরন, যা তার শব্দচয়ন, বাক্য গঠন, বর্ণনা পদ্ধতি, এবং সামগ্রিক প্রকাশভঙ্গিকে বোঝায়। একজন উপন্যাসিকের লেখনীতে তার নিজস্ব শৈলীর উপর নিয়ন্ত্রণ থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
- Style (শৈলী): লেখকের লেখার ধরণ, ভাষার ব্যবহার, বাক্য গঠন, বর্ণনা কৌশল ইত্যাদি।
- Manner (ম্যানার): আচরণ বা রীতিনীতি (এখানে প্রযোজ্য নয়)।
- History (হিস্টরি): ইতিহাস (লেখার উপাদানে হতে পারে, কিন্তু লেখকের লেখার পদ্ধতির উপর তার 'hold' থাকে না)।
- Tradition (ট্রাডিশন): ঐতিহ্য (লেখার বিষয়বস্তু বা প্রেক্ষাপটে থাকতে পারে, কিন্তু লেখকের নিজস্ব লেখার পদ্ধতির উপর এটি সরাসরি 'hold' নির্দেশ করে না)।
তাই, একজন ঔপন্যাসিক তার লেখার শৈলীর (style) উপর ভালো দখল রাখেন।
প্রশ্নঃ The film was directed in the director's usual ___ style.
[ বিসিএস ৩৫তম ]
সঠিক শব্দটি হবে: খঃ idiosyncratic
বাক্যটি হবে: "The film was directed in the director's usual idiosyncratic style."
- Idiosyncratic (বিশেষণ) মানে কোনো ব্যক্তি বা বস্তুর নিজস্ব, স্বতন্ত্র, বা অদ্ভুত বৈশিষ্ট্যপূর্ণ শৈলী বা আচরণ। এটি এখানে পরিচালকের অনন্য এবং পরিচিত ধরনকে বোঝাতে ব্যবহৃত হয়েছে।
অন্যান্য বিকল্পগুলো হলো:
- Confusion (বিশেষ্য) - বিভ্রান্তি।
- Personifying (ক্রিয়া/বর্তমান কৃদন্ত) - মূর্ত করা বা ব্যক্তিস্বরূপ তুলে ধরা।
- Purifying (ক্রিয়া/বর্তমান কৃদন্ত) - বিশুদ্ধ করা।
সঠিক উত্তরটি হলো কঃ it should be stored।
ব্যাখ্যা
বাক্যটির প্রথম অংশ ("After food has been dried or canned") একটি অধীনস্থ বাক্যাংশ। বাক্যটিকে সম্পূর্ণ করতে একটি স্বাধীন বাক্যাংশ প্রয়োজন, যেখানে একটি কর্তা (subject) এবং একটি ক্রিয়া (verb) থাকবে।
- কঃ it should be stored-এ it (খাদ্যের জন্য ব্যবহৃত) হলো কর্তা এবং should be stored হলো ক্রিয়াপদ। এটি বাক্যটিকে সম্পূর্ণ করে।
- অন্যান্য বিকল্পগুলোতে বাক্যের গঠন অসম্পূর্ণ। যেমন:
- খ এবং ঘ-তে অতিরিক্ত অব্যয় বা সর্বনাম (that, which) ব্যবহৃত হয়েছে যা বাক্যকে অসম্পূর্ণ রাখে।
- গ-তে কর্তার (subject) অভাব রয়েছে।
প্রশ্নঃ He is quite ____ in dealing with people.
[ বিসিএস ৩১তম ]
Unsubtle - অসূক্ষ্মদর্শী; অসুবেদী; imprudent - অবিচক্ষণ; diplomatic - কুশলী, impolite - অভদ্র; অমার্জিত। এখানে diplomatic ছাড়া অন্য word গুলো negative. তাছাড়া diplomatic এর অর্থই এখানে অধিক সঙ্গতিপূর্ণ।
প্রশ্নঃ ____ his earlier study, the professor's new study indicates a general warning trend in global weather.
[ বিসিএস ৩১তম ]
In contrast to একটি prepositional phrase. এর অর্থ বিপরীত।
By fits and starts- অনিয়মিতভাবে, irregularly; at ir-regular intervals. এটি একটি Idiom। তাই শূন্যস্থানে fits বসবে।
প্রশ্নঃ ‘One day women will have what has so long been denied them ____ leisure, money and room to themselves’.
[ বিসিএস ৩১তম ]
প্রশ্নটি Virginia Woolf এর একটি উক্তি। এখানে Liberty অর্থে room ব্যবহৃত হয়েছে।
সঠিক বিকল্পটি হলো গঃ had better get।
ব্যাখ্যা
‘Had better’ একটি ইংরেজি ইডিয়ম, যা কোনো শক্তিশালী পরামর্শ বা সতর্কতামূলক উপদেশ দেওয়ার জন্য ব্যবহৃত হয়। এর গঠন হলো: had better + verb-এর মূল রূপ (base form of the verb)। এখানে ‘get’ হলো verb-এর মূল রূপ, তাই ‘had better get’ সঠিক। অন্য বিকল্পগুলোতে ব্যাকরণগত ভুল রয়েছে।
Entrust- বিশ্বাস স্থাপন করা; endow- টাকা বা সম্পত্তি দান করা; bestow - প্রদান করা; confer- খেতাব বা উপাধি প্রদান করা।
প্রশ্নঃ Rishan walks as if he _____ lame.
[ বিসিএস ৩১তম ]
As if বা though এর পরের clauseটি সর্বদা past tense এ হয়, as if এর পূর্বে present indefinite tense থাকলে past indefinite বসবে এবং সর্বদাই এর plural form- এ বসবে।
Adherence- আনুগত্য; respectful- শ্রদ্ধাশীল; knowledge- জ্ঞান; awareness- সচেতনতা। knowledge এবং aware-ness এর পর preposition ‘of’ বসে। কিন্তু শূন্যস্থানের পরে আছে to। প্রশ্নে and এর পূর্বে আছে discipline, যা noun। respectful হচ্ছে adjective। তাই এটি উত্তর হবে না। ad-herence সঙ্গতিপূর্ণ বিধায়। তাই adherence সঠিক উত্তর।
প্রশ্নঃ Fill in the gap with the suitable word.
To stay healthy, we must plan to have a balanced ___.
[ বিসিএস ২৭তম ]
উপরিউক্ত Sentence -এ balanced adjective টির সাথে diet হওয়াই সম্ভব; কারণ স্বাস্থ্য ঠিক রাখার জন্য শুধু খাদ্য (food) , পানীয় (drink), বা পরিবেশ (environment) নয়, প্রয়োজন সুষম খাদ্যাভ্যাস বা ডায়েট।
Lest যুক্ত sentence যে tense-এর হোক না কেন lest-এর পর সব সময় auxiliary verb ‘should’ বসে।
প্রশ্নঃ Fill in the blank with the correct phrase:
He ____ arrested if he had tried to leave the country.
[ বিসিএস ২৬তম ]
Conditional Sentence এ if যুক্ত অংশ যদি past perfect tense এ হয়, তাহলে অপর অংশটিতে would have/ could have/ might have বসবে।
প্রশ্নঃ Choose the right word to fill the blank:
Two of the children have to sleep in one bed, but the other three have ___ ones.
[ বিসিএস ২৬তম ]
| different | বিভিন্ন/ভিন্ন | complete | সম্পূর্ণ |
| seperate | পৃথক | lonely | একাকী |
প্রশ্নঃ Choose the right word to fill the blank:
The Democratic party’s candidate ___ defeat in the small hours of the morning.
[ বিসিএস ২৬তম ]
| consent | সম্মতি দেয়া | accept | গ্রহণ করা |
| agree | রাজি হওয়া | grant | অনুমোদন/মঞ্জুর করা |
প্রশ্নঃ Choose the right word to fill the blank:
Since his retirement, Mr. Chowdhury, who was ___ a teacher, has written four novels.
[ বিসিএস ২৬তম ]
| usually | সচরাচর | already | ইতোমধ্যে |
| presently | অচিরে, এক্ষুণি | formerly | সাবেক/পূর্বে/পূর্বকালে |
প্রশ্নঃ Choose the right word to fill the blank:
I should appreciate it if you could complete this work ____ Thursday.
[ বিসিএস ২৬তম ]
| til | পর্যন্ত/অবধি/যে পর্যন্ত না | upto | পর্যন্ত/অবধি |
| until | যে পর্যন্ত না | by | নির্ধারিত সময়ের মধ্যে |
প্রশ্নঃ Choose the right word to fill the blank:
It will be your task to make sure the ___ of traffic is maintained without interruption.
[ বিসিএস ২৬তম ]
| Circulation | প্রচার/বিস্তার | Procession | শোভাযাত্রা |
| Current | স্রোত | Flow | প্রবাহ/গতি |
প্রশ্নঃ The word ‘ecological’ is related to ___:
[ বিসিএস ২৬তম ]
| Ecological | বাস্তুসংস্থান সম্পর্কিত | Atmosphere | বায়ুমণ্ডল |
| Demography | জনসংখ্যা সম্পর্কিত বিদ্যা | Environment | পরিবেশ |
Pilgrim-তীর্থযাত্রী (ধর্মীয় স্থানের যাত্রী)। একজন Pilgrim সর্বদাই পবিত্র স্থানে (Holy Place) যাত্রা করে।
প্রশ্নঃ He divided the money ___ the two children.
[ বিসিএস ২৬তম ]
সাধারণত দুয়ের মধ্যে ভাগাভাগি বুঝাতে between বসে আর অনেকের মধ্যে ভাগাভাগি বুঝাতে among বসে। তাছাড়া দুয়ের মাঝে অবস্থিত বুঝালে in between বসে।
প্রশ্নঃ No one can ___ that he is clever.
[ বিসিএস ২৬তম ]
| Deny | অস্বীকার করা | Denounce | সমালোচনা করা |
| Defy | দ্বন্দ্বে আহ্বান করা | Discard | পরিত্যাগ করা |
প্রশ্নঃ He has been ill ___ Friday last.
[ বিসিএস ২৬তম ]
Point of time (কোনো কাজ শুরুর সময়) এর পূর্বে since বসে। যেহেতু সে গত শুক্রবার থেকে অসুস্থ, সেহেতু এটি point of time বুঝাচ্ছে। সুতরাং এর পূর্বে since ব্যবহার করাই শ্রেয়।
প্রশ্নঃ Stockings are ___ socks.
[ বিসিএস ২৫তম ]
Stockings অর্থ হাঁটু পর্যন্ত বা তার ওপর পর্যন্ত লম্বা মোজা। যেহেতু মোজা হাঁটুর ওপর পর্যন্ত বিস্তৃত বোঝাচ্ছে তাই এটি Short বা small হওয়া বাঞ্ছনীয় নয়। তাই সঠিক উত্তর long অর্থাৎ ‘ক’।
প্রশ্নঃ Climate is a ___ of the environment.
[ বিসিএস ২৫তম ]
Climate অর্থ হলো জলবায়ু, যা একটি নির্দিষ্ট এলাকার কয়েক বছরের আবহাওয়ার গড় অবস্থাকে নির্দেশ করে। এখানে, ক. state - মানে অবস্থা। খ. situation -অবস্থা। তবে এটি গ্রাম, শহরের অবস্থান বুঝাতে ব্যবহৃত হয়। গ. rank- সারি বা ক্রম। ঘ. Size - আকার। এখানে state দিয়ে জলবায়ুর অবস্থা বুঝায়।
প্রশ্নঃ We must look pleased or else he’ll be ___.
[ বিসিএস ২৫তম ]
এখানে, dissatisfied -অসন্তুষ্ট। cross – কাটাকাটি। happy – সুখী। Delight - আনন্দ । বাক্যটি বোঝাচ্ছে যে, আমরা অবশ্যই আনন্দিত থাকব নতুবা সে অসন্তুট হবে।। এখানে ‘নতুবা’ শব্দটি ‘আনন্দিত’ এর বিপরীত কিছু বোঝাচ্ছে।
প্রশ্নঃ He intends to ___ in the country for two months.
[ বিসিএস ২৫তম ]
| live | স্থায়ীভাবে বাস করা | halt | সাময়িক নিবৃত্তি (সৈন্য সম্পর্কে) |
| stay | সাময়িক সময়ের জন্য অবস্থান করা | Stop | থামা |
প্রশ্নঃ The parents became extremely ___ when their son had not returned by eleven o’clock.
[ বিসিএস ২৫তম ]
এখানে, angry – রাগান্বিত। annoy - বিরক্ত করা। disturb - বিরক্ত করা। anxious- উদ্বিগ্ন।
| Difficult | কঠিন | Risky | ঝুঁকিপূর্ণ |
| Dangerous | বিপজ্জনক | Troublesome | কঠিন |
প্রশ্নঃ She has ___ her hair a beautiful shade of brown.
[ বিসিএস ২৫তম ]
| Colored | রঙিন | dry | শুকানো |
| given (give) | দেওয়া | dye | রাঙানো/রঙ করা |
প্রশ্নঃ Choose the correct alternative and mark its letter on your answer sheet:
There are ____ dangerous drivers.
[ বিসিএস ২৪তম ]
যেহেতু object drivers কাজেই এর পরিমাণ নির্দেশক বসবে (a) verb এবং lot of আছে যা এক সাথে বসে না। (b) very এবং many আছে যা একসাথে বসেনা, (c) very এবং much of আছে যা এক সাথে বসে না। তবে very ও much বসে সে ক্ষেত্রে of থাকবে না শুধু (d) তে a lot of দেয়া আসে যা পরিমাণ নির্দেশক।
প্রশ্নঃ I have ____ interest in the matter.
[ বিসিএস ২৪তম ]
কোন sentence এ have মূল verb হিসেবে থাকলে negative করার সময় no ব্যবহার করতে হয়।
প্রশ্নঃ ____ is not the only thing that tourists want to see.
[ বিসিএস ২৪তম ]
সাধারণত abstract noun-এর পূর্বে কোনো article বসে না। scenery একটি abstract noun.
প্রশ্নঃ A person whose ‘head’ is in the clouds is ____.
[ বিসিএস ২৩তম ]
(have ones) head in the clouds অর্থ হলো দিবাস্বপ্নে বিভোর বা অলীক কল্পনায় মগ্ন। অপশনে proud অর্থ হলো গর্বিত; an aviator অর্থ হলো বৈমানিক এবং useless অর্থ হলো যা কোনো কাজে লাগে না। a day dreamer অর্থ হলো দিবাস্বপ্নাচারী এবং এটি অর্থগতভাবে phrase টির সাথে বেশি মিলে।
প্রশ্নঃ I spent ____ with the patient.
[ বিসিএস ২৩তম ]
| ইংরেজি শব্দ | অর্থ | ইংরেজি শব্দ | অর্থ |
|---|---|---|---|
| Sometimes | মাঝে মাঝে | Sometime | কোনো এক সময় |
| Some time | কিছু সময় |
প্রশ্নঃ To stay healthy, we must plan to have a balanced ____.
[ বিসিএস ২২তম ]
বাক্যে have অর্থ হলো খাওয়া। এক্ষেত্রে balanced food এবং balanced diet ব্যবহারের সম্ভবনা রয়েছে। Outlook (দৃশ্য) এবং figure (সংখ্যা) খাওয়া যায় না। সুতরাং diet এবং food - এর মধ্যে balanced food -এ জাতীয় phrase এর ব্যবহার তেমন দেখা যায় না। তাছাড়া food - এর আগে a বসানো যায় না, diet - এর আগে বসে।
প্রশ্নঃ We must keep our fingers ___ that the weather will stay fine for the picnic tomorrow.
[ বিসিএস ২২তম ]
Keeping fingers raised, keeping fingers pointed or keeping fingers lifted এ জাতীয় phrase সচরাচার দেখা যায় না। কিন্তু keep one's fingers crossed (cressed) অর্থ হলো আশা পোষণ করা, কামনা করা। সুতরাং cressed (crossed).
প্রশ্নঃ If we want concrete proof, we are looking for ____.
[ বিসিএস ২১তম ]
Concrete Proof এর অর্থ: বাস্তব/সঠিক প্রমাণ, look for -এর অর্থ : খোঁজা। সেই অর্থে এখানে Clear evidence- ই প্রযোজ্য।
exactly - নির্ভুলভাবে, সঠিকভাবে। usually - সচরাচর, সাধারণত। truly - যথাযথভাবে, সত্যিকারভাবে। literally - আক্ষরিক অর্থে, মোটামুটি । যেহেতু কত লোক অলিম্পিক প্রত্যক্ষ করেছে তার নির্ভুল সংখ্যা নির্ণয় অসম্ভব তাই exactly এবং truly কে বাদ দেয়া যায়। আর usually দ্বারা repeated present বুঝায় বলে তা past tense -এ ব্যবহার না করাই শ্রেয়। সুতরাং মোটের উপর বিলিয়ন বিলিয়ন লোক দেখেছে - এ অর্থে (ঘ) সঠিক।
প্রশ্নঃ The author thinks that true learning will lead to ___.
[ বিসিএস ২১তম ]
প্রশ্নঃ No one can ___ that he is clever.
[ বিসিএস ২১তম ]
| ইংরেজি শব্দ | অর্থ | ইংরেজি শব্দ | অর্থ |
|---|---|---|---|
| Defy | গ্রাহ্য করা | Admire | প্রশংসা করা |
| Deny | অস্বীকার করা | Denounce | অভিযুক্ত করা |
প্রশ্নঃ To ___ the arrival of spring, Bangladesh Television ____ a special function.
[ বিসিএস ২১তম ]
| ১ম শব্দ | অর্থ | ২য় শব্দ | অর্থ |
|---|---|---|---|
| Commemorate | স্মৃতিরক্ষা করা | Launched | আড়ম্বর করা |
| Announce | ঘোষণা করা | Telecast | প্রচার করা |
| Celebrate | উদযাপন করা | Organized | আয়োজিত করা |
| Welcome | স্বাগতম | Sanctioned | অনুমোদিত |
The margine of society বলতে এখানে সমাজের সীমারেখা বোঝানো হয়েছে। বাক্যটির অর্থ হল “বুদ্ধিজীবীরা সমাজের উর্ধ্বে বাস করতে পারে না” তাই beyond বসবে।
প্রশ্নঃ If a substance is cohesive, it tends to ___
[ বিসিএস ২০তম ]
Cohesive - দৃঢ়ভাবে একত্রে লেগে থাকে এমন। এখন, Retain heat - তাপ অব্যাহত রাখা। Bend without too much difficulty - খুব বেশি কাঠিন্য ছাড়াই বাঁকা হয়। Stick together - একত্রে লেগে থাকা। Break easily - সহজেই ভেঙে যায়।