প্রশ্নঃ কতজন নারী ২০২৩ সালে বেগম রোকেয়া পদক পেয়েছেন?
[ বিসিএস ৪৬তম ]
ক. ৩
খ. ৪
গ. ৫
ঘ. ৬
উত্তরঃ ৫
ব্যাখ্যাঃ
২০২৩ সালে পাঁচজন নারী বেগম রোকেয়া পদক পেয়েছেন।
নারী জাগরণ ও নারী অধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য এই পাঁচ বিশিষ্ট নারীকে এই পদক প্রদান করা হয়।
প্রশ্নঃ নিচের কোনটি ‘SMART Bangladesh’ এর উপাদান?
[ বিসিএস ৪৬তম ]
ক. Smart Democracy
খ. Smart Politics
গ. Smart Society
ঘ. Smart Parliament
উত্তরঃ Smart Society
প্রশ্নঃ হিলি স্থল বন্দরটি বাংলাদেশের কোথায় অবস্থিত?
[ বিসিএস ৪৬তম ]
ক. বিরামপুর, দিনাজপুর
খ. ঘোড়াঘাট, দিনাজপুর
গ. হাকিমপুর, দিনাজপুর
ঘ. পাঁচ বিবি, জয়পুর হাট
উত্তরঃ হাকিমপুর, দিনাজপুর
প্রশ্নঃ দেশের কোন জেলায় সর্ববৃহৎ সৌরবিদ্যুৎ কেন্দ্র অবস্থিত?
[ বিসিএস ৪৫তম ]
ক. চট্টগ্রাম
খ. ফেনী
গ. নরসিংদী
ঘ. ময়মনসিংহ
উত্তরঃ ময়মনসিংহ
প্রশ্নঃ নভেরা আহমেদের পরিচয় কী হিসাবে?
[ বিসিএস ৪৫তম ]
ক. কবি
খ. নাট্যকার
গ. কণ্ঠশিল্পী
ঘ. ভাস্কর
উত্তরঃ ভাস্কর
প্রশ্নঃ বাংলার সর্বপ্রাচীন জনপদের নাম কী?
[ বিসিএস ৪৪তম ]
ক. পুণ্ড্র
খ. তাম্রলিপ্ত
গ. গৌড়
ঘ. হরিকেল
উত্তরঃ পুণ্ড্র
ক. সমতট
খ. পুণ্ড্র
গ. বঙ্গ
ঘ. হরিকেল
উত্তরঃ বঙ্গ
ক. মৌর্য
খ. গুপ্ত
গ. পাল
ঘ. মুসলিম
উত্তরঃ মুসলিম
ক. কিলাে-ক্লাস
খ. মিং-ক্লাস
গ. ডলফিন-ক্লাস
ঘ. শ্যাং-ক্লাস
উত্তরঃ মিং-ক্লাস
প্রশ্নঃ ব্রিটিশ কৃষি বিপ্লব কখন সংগঠিত হয়েছিলো?
[ বিসিএস ৪২তম ]
ক. উনবিংশ শতাব্দীতে
খ. অষ্টাদশ শতাব্দীতে
গ. ষোড়শ শতাব্দীতে
ঘ. চতুর্দশ শতাব্দীতে
উত্তরঃ অষ্টাদশ শতাব্দীতে
ব্যাখ্যাঃ ব্রিটিশ কৃষি বিপ্লব বা দ্বিতীয় কৃষি বিপ্লব সংঘটিত হয়েছিল সপ্তদশ শতাব্দীর মধ্যভাগে এবং ঊনবিংশ শতাব্দীর শেষ দিকে। ১৭৭০ সালে কৃষি উৎপাদন বৃদ্ধি জনসংখ্যা বৃদ্ধির চেয়ে বহুগুণে বৃদ্ধি পেয়েছিল।
প্রশ্নঃ বঙ্গবন্ধুকে জুলিও কুরি অ্যাওয়ার্ড প্রদান করা হয়?
[ বিসিএস ৪১তম ]
ক. ২০মে ১৯৭৩
খ. ২২মে ১৯৭৩
গ. ২১মে ১৯৭৩
ঘ. ২৩মে ১৯৭৩
উত্তরঃ ২৩মে ১৯৭৩
ক. নওয়াব আব্দুল লতিফ
খ. স্যার সৈয়দ আহমেদ
গ. নওয়াব স্যার সলিমুল্লাহ
ঘ. খাজা নাজিমুদ্দিন
উত্তরঃ নওয়াব স্যার সলিমুল্লাহ
প্রশ্নঃ কাগমারী সম্মেলন অনুষ্ঠিত হয়?
[ বিসিএস ৪১তম ]
ক. রোজ গার্ডেনে
খ. সিরাজগঞ্জে
গ. সন্তোষে
ঘ. সুনামগঞ্জে
উত্তরঃ সন্তোষে
ব্যাখ্যাঃ ১৯৫৭ সালের ৮ই ফেব্রুয়ারি থেকে ১০ই ফেব্রুয়ারি পর্যন্ত টাঙ্গাইল জেলার সন্তোষ উপজেলার কাগমারী নামক স্থানে কাগমারী সম্মেলন অনুষ্ঠিত হয়।
প্রশ্নঃ জামাল নজরুল ইসলাম কে?
[ বিসিএস ৩৪তম ]
ক. ফুটবল খেলোয়াড়
খ. অর্থনীতিবিদ
গ. কবি
ঘ. বৈজ্ঞানিক
উত্তরঃ বৈজ্ঞানিক
ক. ওরা এগার জন
খ. গেরিলা
গ. আবার তোরা মানুষ হ
ঘ. স্টপ জেনোসাইড
উত্তরঃ গেরিলা
প্রশ্নঃ তামাবিল সীমান্তের সাথে ভারতের কোন শহরটি অবস্থিত?
[ বিসিএস ৩২তম ]
ক. করিমগঞ্জ
খ. খোয়াই
গ. পেট্রাপোল
ঘ. ডাউকি
উত্তরঃ ডাউকি
প্রশ্নঃ রেলপথে ঢাকা থেকে খুলনার দূরত্ব কত?
[ বিসিএস ৩১তম ]
ক. ৬২৭ কি.মি.
খ. ৫২৯ কি.মি.
গ. ৪২০ কি.মি.
ঘ. ৩০৭ কি.মি.
উত্তরঃ কোনটি সঠিক নয়।
ব্যাখ্যাঃ বাংলাদেশে রেলওয়ে ইনফরমেশন বুক-এর তথ্য মতে রেলপথে ঢাকা থেকে খুলনার দূরত্ব ৪১২ কিমি। পক্ষান্তরে ঢাকা থেকে চট্রগ্রামের দূরত্ব ৩৪৬ কিমি, রাজশাহীর দূরত্ব ৪৪১ কিমি, সিলেটের দূরত্ব ৩১৯ কিমি।
প্রশ্নঃ বঙ্গভঙ্গের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন?
[ বিসিএস ২৯তম ]
ক. লর্ড কার্জন
খ. লর্ড ওয়েলেসলি
গ. লর্ড ডালহৌসি
ঘ. লর্ড মাউন্টব্যাটেন
উত্তরঃ লর্ড কার্জন
ব্যাখ্যাঃ বঙ্গভঙ্গের সময় ভারতের গভর্নর জেনারেল ছিলেন লর্ড কার্জন। তিনি ১৯০৩ থেকে ১৯০৫ সাল পর্যন্ত ভারতের গভর্নর জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯০৫ সালে, তিনি বঙ্গভঙ্গ ঘোষণা করেন, যা বাংলার পূর্ব ও পশ্চিম অংশকে আলাদা করে দেয়। এই সিদ্ধান্তের উদ্দেশ্য ছিল হিন্দু-মুসলিম ঐক্য ভাঙা এবং ব্রিটিশ শাসনের প্রতি মুসলিমদের সমর্থন লাভ করা। তবে, বঙ্গভঙ্গের ফলস্বরূপ ভারতে ব্যাপক প্রতিবাদ ও বিরোধিতা সৃষ্টি হয়েছিল, বিশেষ করে ভারতের জাতীয়তাবাদী আন্দোলনকারীদের মধ্যে।
প্রশ্নঃ ঢাকায় সর্বপ্রথম কবে বাংলার রাজধানী স্থাপিত হয়?
[ বিসিএস ২৮তম ]
ক. ১২০৬ খ্রিস্টাব্দে
খ. ১৩১০ খ্রিস্টাব্দে
গ. ১৬১০ খ্রিস্টাব্দে
ঘ. ১৫২৬ খ্রিস্টাব্দে
উত্তরঃ ১৬১০ খ্রিস্টাব্দে
ব্যাখ্যাঃ ঢাকায় সর্বপ্রথম বাংলার রাজধানী স্থাপিত হয় ১৬১০ খ্রিস্টাব্দে। সুবেদার ইসলাম খান বিহারের রাজমহল থেকে ঢাকায় সর্বপ্রথম রাজধানী স্থানান্তর করেন এবং নামকরণ করেন জাহাঙ্গীরনগর। স্বাধীনতার পূর্বে ঢাকায় সর্বমোট চারবার রাজধানী স্থাপিত হয় ১৬১০, ১৬৬০, ১৯০৫, ১৯৪৭ খ্রিস্টাব্দে।
প্রশ্নঃ বাংলাদেশে গ্রামের সংখ্যা কত?
[ বিসিএস ২৮তম ]
ক. ৮৫৪৫০টি
খ. ৮৪৫০০টি
গ. ৮৫৫০০টি
ঘ. ৮৩৯০০টি
উত্তরঃ কোনটি সঠিক নয়।
ব্যাখ্যাঃ বাংলাদেশে মোট গ্রাম সংখ্যা সম্পর্কে বিভিন্ন উৎসে বিভিন্ন তথ্য পাওয়া যায়। সর্বশেষ তথ্য অনুযায়ী, বাংলাদেশে মোট গ্রাম সংখ্যা প্রায় ৮৭,১৯১টি।
এছাড়া, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বাংলাদেশের মোট গ্রাম সংখ্যা ৮৭,২৩০টি।
এছাড়াও, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের একটি পোস্টে উল্লেখ করা হয়েছে যে, বাংলাদেশের মোট গ্রাম সংখ্যা ৮৭,৩১৯টি।
এছাড়াও, উইকিপিডিয়ার একটি পৃষ্ঠায় উল্লেখ করা হয়েছে যে, বাংলাদেশে মোট গ্রাম সংখ্যা ৬৮,০৩৮টি।
এছাড়া, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বাংলাদেশের মোট গ্রাম সংখ্যা ৮৭,২৩০টি।
এছাড়াও, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের একটি পোস্টে উল্লেখ করা হয়েছে যে, বাংলাদেশের মোট গ্রাম সংখ্যা ৮৭,৩১৯টি।
এছাড়াও, উইকিপিডিয়ার একটি পৃষ্ঠায় উল্লেখ করা হয়েছে যে, বাংলাদেশে মোট গ্রাম সংখ্যা ৬৮,০৩৮টি।
প্রশ্নঃ বাংলাদেশে সর্বপ্রথম কোন মহিলা টেস্টটিউব শিশুর মা হন?
[ বিসিএস ২৭তম ]
ক. পারভীন ফাতেমা
খ. ফিরোজা বেগম
গ. রওশন জাহান
ঘ. কানিজ ফাতেমা
উত্তরঃ ফিরোজা বেগম
ব্যাখ্যাঃ ৩০ মে ২০০১ ধানমণ্ডির সেন্ট্রাল হসপিটালে জন্মলাভ করে হীরা, মণি ও মুক্তা নামে ৩টি টেস্ট টিউব শিশু। এদের বাবা-মা ছিলেন আবু হানিফ ও ফিরোজা বেগম এবং এ প্রকল্পের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ডা. পারভীন ফাতেমা।
প্রশ্নঃ বাংলাদেশের সর্ববৃহৎ ঈদের জামাত সাধারণত কোথায় হয়ে থাকে?
[ বিসিএস ২৬তম ]
ক. বায়তুল মোককাররম-ঢাকা
খ. শাহ মখদুম মসজিদ-রাজশাহী
গ. জাতীয় ঈদগাহ-ঢাকা
ঘ. শোলাকিয়া-কিশোরগঞ্জ
উত্তরঃ কোনটি সঠিক নয়।
ব্যাখ্যাঃ কিশোরগঞ্জ জেলার শোলাকিয়ায় অনুষ্ঠিত দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ ঈদের জামায়াতে তিন থেকে সাড়ে তিন লক্ষ লোকের জামায়াত হতো। সম্প্রতি দিনাজপুরের গোর-এ শহীদ ময়দানে দেশের সর্ববৃহৎ ঈদের জামাত অনুষ্ঠিত হয়। বৃহৎ এ ঈদের জামাতে ছয় লাখ মুসল্লি একসঙ্গে নামাজ আদায় করেছেন বলে জানায় আয়োজক কমিটি।
প্রশ্নঃ সদ্য ঘোষিত তিতাস উপজেলা কোন জেলায় অবস্থিত?
[ বিসিএস ২৫তম ]
ক. নোয়াখালী
খ. কুমিল্লা
গ. রংপুর
ঘ. সিলেট
উত্তরঃ কুমিল্লা
ব্যাখ্যাঃ তিতাস দেশের ৪৭০তম উপজেলা। এটি কুমিল্লা জেলার অন্তর্ভুক্ত। বর্তমানে দেশে মোট উপজেলার সংখ্যা ৪৯৫টি। সর্বশেষ উপজেলা মাদারীপুরের ডাসার, সুনামগঞ্জের মধ্য নগর এবং কক্সবাজারের ঈদগাওঁ।
ক. থাইল্যান্ড
খ. মিয়ানমার
গ. ভিয়েতনাম
ঘ. ভুটান
উত্তরঃ ভিয়েতনাম
ব্যাখ্যাঃ ভিয়েতনামের তৎকালীন রাষ্ট্রপ্রধান ট্রান দুক লুয়ং ২০০৪ সালে প্রথম (২২-২৪ মার্চ) বাংলাদেশ সফর করেন।
ক. মেজর জেনারেল জিয়াউর রহমান
খ. মেজর জেনারেল মঞ্জুর
গ. মেজর জেনারেল কে এম শফিউল্লাহ
ঘ. মেজর জেনারেল এইচ এম এরশাদ
উত্তরঃ মেজর জেনারেল কে এম শফিউল্লাহ
ব্যাখ্যাঃ মেজর জেনারেল কে এম শফিউল্লাহ ১৯৭২ সালের এপ্রিল থেকে ১৯৭৫ সালের ১৫ আগস্ট পর্যন্ত বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান ছিলেন।
ক. ২৩ জুন, ১৯৯৬
খ. ১২ ডিসেম্বর, ১৯৯৬
গ. ২ ডিসেম্বর, ১৯৯৭
ঘ. ১০ মার্চ, ১৯৯৮
উত্তরঃ ২ ডিসেম্বর, ১৯৯৭
ব্যাখ্যাঃ ১৯৯৭ সালের ২ ডিসেম্বর তখনকার পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় কমিটির চেয়ারম্যান আবুল হাসনাত আব্দুল্লাহ ও জনসংহতি সমিতির পক্ষে জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমার (সন্তু লারমা) মধ্যে ঐতিহাসিক পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি স্বাক্ষরিত হয়।
প্রশ্নঃ বর্তমানে বাংলাদেশের বৃহৎ সাহায্যদানকারী দেশ কোনটি?
[ বিসিএস ২১তম ]
ক. জাপান
খ. জার্মানি
গ. যুক্তরাষ্ট্র
ঘ. যুক্তরাজ্য
উত্তরঃ জাপান
ব্যাখ্যাঃ বর্তমানে বাংলাদেশের সবচেয়ে বড় দ্বিপাক্ষিক উন্নয়ন সহযোগী দেশ হলো জাপান। জাপান বিভিন্ন সময়ে বাংলাদেশকে বিভিন্ন প্রকল্পে আর্থিক ও কারিগরি সহায়তা প্রদান করেছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো যমুনা নদীর উপর বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতু নির্মাণ, ঢাকা মেট্রোরেল প্রকল্প এবং মাতারবাড়ী গভীর সমুদ্র বন্দর নির্মাণ।
প্রশ্নঃ বাংলাদেশের জেলা সংখ্যা কত?
[ বিসিএস ২০তম ]
ক. ৩৬ টি
খ. ৫৪ টি
গ. ৬৪ টি
ঘ. ৪৪ টি
উত্তরঃ ৬৪ টি
ব্যাখ্যাঃ বর্তমানে বাংলাদেশে মোট ৬৪টি জেলা রয়েছে। এই জেলাগুলি ৮টি বিভাগের অধীনে অবস্থিত। বিভাগগুলো হলো:
1. ঢাকা বিভাগ 2. চট্টগ্রাম বিভাগ 3. রাজশাহী বিভাগ 4. খুলনা বিভাগ 5. বরিশাল বিভাগ 6. সিলেট বিভাগ 7. রংপুর বিভাগ 8. ময়মনসিংহ বিভাগ
বাংলাদেশের ৬৪টি জেলার তালিকা নিচে দেওয়া হলো:
ঢাকা বিভাগ:
ঢাকা গাজীপুর নারায়ণগঞ্জ মুন্সিগঞ্জ মানিকগঞ্জ টাঙ্গাইল কিশোরগঞ্জ ফরিদপুর রাজবাড়ী শরীয়তপুর মাদারীপুর গোপালগঞ্জ
চট্টগ্রাম বিভাগ:
চট্টগ্রাম কক্সবাজার রাঙ্গামাটি বান্দরবান খাগড়াছড়ি কুমিল্লা নোয়াখালী ফেনী লক্ষ্মীপুর চাঁদপুর ব্রাহ্মণবাড়িয়া
রাজশাহী বিভাগ:
রাজশাহী বগুড়া চাঁপাইনবাবগঞ্জ নওগাঁ নাটোর পাবনা সিরাজগঞ্জ জয়পুরহাট
খুলনা বিভাগ:
খুলনা যশোর সাতক্ষীরা বাগেরহাট কুষ্টিয়া চুয়াডাঙ্গা মেহেরপুর নড়াইল মাগুরা ঝিনাইদহ
বরিশাল বিভাগ:
বরিশাল পটুয়াখালী ভোলা পিরোজপুর বরগুনা ঝালকাঠি
সিলেট বিভাগ:
সিলেট মৌলভীবাজার হবিগঞ্জ সুনামগঞ্জ
রংপুর বিভাগ:
রংপুর দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় নীলফামারী লালমনিরহাট কুড়িগ্রাম গাইবান্ধা
ময়মনসিংহ বিভাগ:
ময়মনসিংহ জামালপুর শেরপুর * নেত্রকোণা
এছাড়াও, আরও দুইটি নতুন বিভাগ গঠনের প্রস্তাবনা রয়েছে, যেগুলো হলো ফরিদপুর বিভাগ এবং কুমিল্লা বিভাগ। তবে, এখনও পর্যন্ত এই প্রস্তাবনা বাস্তবায়িত হয়নি।
1. ঢাকা বিভাগ 2. চট্টগ্রাম বিভাগ 3. রাজশাহী বিভাগ 4. খুলনা বিভাগ 5. বরিশাল বিভাগ 6. সিলেট বিভাগ 7. রংপুর বিভাগ 8. ময়মনসিংহ বিভাগ
বাংলাদেশের ৬৪টি জেলার তালিকা নিচে দেওয়া হলো:
ঢাকা বিভাগ:
ঢাকা গাজীপুর নারায়ণগঞ্জ মুন্সিগঞ্জ মানিকগঞ্জ টাঙ্গাইল কিশোরগঞ্জ ফরিদপুর রাজবাড়ী শরীয়তপুর মাদারীপুর গোপালগঞ্জ
চট্টগ্রাম বিভাগ:
চট্টগ্রাম কক্সবাজার রাঙ্গামাটি বান্দরবান খাগড়াছড়ি কুমিল্লা নোয়াখালী ফেনী লক্ষ্মীপুর চাঁদপুর ব্রাহ্মণবাড়িয়া
রাজশাহী বিভাগ:
রাজশাহী বগুড়া চাঁপাইনবাবগঞ্জ নওগাঁ নাটোর পাবনা সিরাজগঞ্জ জয়পুরহাট
খুলনা বিভাগ:
খুলনা যশোর সাতক্ষীরা বাগেরহাট কুষ্টিয়া চুয়াডাঙ্গা মেহেরপুর নড়াইল মাগুরা ঝিনাইদহ
বরিশাল বিভাগ:
বরিশাল পটুয়াখালী ভোলা পিরোজপুর বরগুনা ঝালকাঠি
সিলেট বিভাগ:
সিলেট মৌলভীবাজার হবিগঞ্জ সুনামগঞ্জ
রংপুর বিভাগ:
রংপুর দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় নীলফামারী লালমনিরহাট কুড়িগ্রাম গাইবান্ধা
ময়মনসিংহ বিভাগ:
ময়মনসিংহ জামালপুর শেরপুর * নেত্রকোণা
এছাড়াও, আরও দুইটি নতুন বিভাগ গঠনের প্রস্তাবনা রয়েছে, যেগুলো হলো ফরিদপুর বিভাগ এবং কুমিল্লা বিভাগ। তবে, এখনও পর্যন্ত এই প্রস্তাবনা বাস্তবায়িত হয়নি।
প্রশ্নঃ বাংলাদেশের প্রথম ‘ইপিজেড’ কোথায় স্থাপিত হয়?
[ বিসিএস ২০তম ]
ক. সাভারে
খ. চট্টগ্রামে
গ. মংলায়
ঘ. ঈশ্বরদীতে
উত্তরঃ চট্টগ্রামে
ব্যাখ্যাঃ বাংলাদেশের প্রথম ইপিজেড ‘চট্টগ্রাম ইপিজেড’ ১৯৮৩ সালে চট্টগ্রামের পতেঙ্গায় প্রতিষ্ঠিত হয়। বাংলাদেশের দ্বিতীয় ইপিজেড ‘ঢাকা ইপিজেড’ ঢাকার সাভারে ১৯৯৩ সালে প্রতিষ্ঠিত হয়।
ক. এস এম সুলতান
খ. জয়নুল আবেদিন
গ. কামরুল হাসান
ঘ. শফিউল আলম
উত্তরঃ জয়নুল আবেদিন
ব্যাখ্যাঃ ১৯৪৩ সালের দুর্ভিক্ষের ওপর জয়নুলের আঁকা ছবির নাম ‘ম্যডোনা ৪৩’। তিনি বাংলাদেশের শ্রেষ্ঠ চিত্রশিল্পী এবং চারুকলা ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা। তার উল্লেখযোগ্য চিত্রকর্মের মধ্যে রয়েছে- সংগ্রাম (গরু), মইটানা, গায়ের বধূ, সাঁওতাল রমণী, মা ইত্যাদি।
প্রশ্নঃ পার্বত্য চট্টগ্রামে শান্তিচুক্তি কবে সম্পাদিত হয়?
[ বিসিএস ২০তম ]
ক. নভেম্বর ১২, ১৯৯৭
খ. ডিসেম্বর ২, ১৯৯৭
গ. ডিসেম্বর ১৬, ১৯৯৭
ঘ. ডিসেম্বর ২৫, ১৯৯৭
উত্তরঃ ডিসেম্বর ২, ১৯৯৭
ব্যাখ্যাঃ পাহাড়িদের স্বতন্ত্র জনগোষ্ঠী হিসেবে চিহ্নিত করে সংরক্ষণশীল নীতিভিত্তিক কিছু সুবিধা নিশ্চিত করা হয় ১৯৯৭ সালের ২ ডিসেম্বর সম্পাদিত এ শান্তিচুক্তির মাধ্যমে। এ চুক্তিতে বাংলাদেশ সরকারের পক্ষে স্বাক্ষর করেন আবুল হাসনাত আবদুল্লাহ এবং পাহাড়িদের প্রতিনিধিত্ব করেন সন্তু লারমা ।
প্রশ্নঃ বাংলাদেশের পার্বত্য শান্তিচুক্তি স্বাক্ষরিত হয়-
[ বিসিএস ১৯তম ]
ক. ২ ডিসেম্বর, ১৯৯৭
খ. ৩ ডিসেম্বর, ১৯৯৭
গ. ২২ ডিসেম্বর, ১৯৯৭
ঘ. ৩ জানুয়ারি, ১৯৯৮
উত্তরঃ ২ ডিসেম্বর, ১৯৯৭
ব্যাখ্যাঃ পাহাড়িদের স্বতন্ত্র জনগোষ্ঠী হিসাবে চিহ্নিত করে সংরক্ষণশীল নীতিভিত্তিক কিছু সুবিধা নিশ্চিত করা হয় ১৯৯৭ সালের ২ ডিসেম্বর সম্পাদিত এক শান্তিচুক্তির মাধ্যমে। এ চুক্তিতে বাংলাদেশ সরকারের পক্ষে স্বাক্ষর করেন আবুল হাসনাত আবদুল্লাহ এবং পাহাড়িদের প্রতিনিধিত্ব করেন জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা ওরফে সন্তু লারমা।
ক. প্রফেসর ড. আব্দুল সালাম
খ. প্রফেসর নরম্যান বোরলগ
গ. ড. আব্দুল কাদের
ঘ. ড. স্বামিনাথন
উত্তরঃ প্রফেসর নরম্যান বোরলগ
ব্যাখ্যাঃ প্রফেসর নরম্যান বোরলগ একজন কৃষিবিজ্ঞানী হলেও তিনি ১৯৭০ সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন। গমের ওপর গবেষণায় তিনি কিছুদিন ভারত ও পাকিস্তানে কাটান।
প্রশ্নঃ ১৮৭৪ সালে ঢাকা শহরে পানি সরবরাহ করার জন্য প্রথম পানি সরবরাহ কার্যক্রম স্থাপিত হয়-
[ বিসিএস ১৭তম ]
ক. সদরঘাটে
খ. চাঁদনীঘাটে
গ. পোস্তগোলায়
ঘ. শ্যামবাজারে
উত্তরঃ চাঁদনীঘাটে
ব্যাখ্যাঃ ১৮৭৪ সালে চাঁদনীঘাটে পরিচালিত পানি সরবরাহ প্রকল্পের অর্থ যোগান দেয় ঢাকার নবাব পরিবার। সর্বশেষ ২০০২ সালে পানি সরবরাহ কার্যক্রম স্থাপিত হয় ঢাকার সায়েদাবাদে। যেটা দেশের সর্ববৃহৎ পানি সরবরাহ কার্যক্রম। এখানে প্রতিদিন ২২.৫ কোটি গ্যালন পানি শোধন করা যায়।
প্রশ্নঃ বাংলাদেশের কোন অঞ্চলকে ‘৩৬০ আউলিয়ার দেশ’ বলা হয়?
[ বিসিএস ১৫তম ]
ক. চট্টগ্রাম
খ. সিলেট
গ. ঢাকা
ঘ. রাজশাহী
উত্তরঃ সিলেট
ব্যাখ্যাঃ বাংলাদেশের সিলেট অঞ্চলকে ৩৬০ আউলিয়ার দেশ বলা হয়। শাহজালাল ও তার সফরসঙ্গী ৩৬০ জন আউলিয়ার সিলেট আগমন ইতিহাসের একটি উল্লেখযোগ্য ঘটনা। তাদের কারণেই সিলেটকে ৩৬০ আউলিয়ার দেশ বলা হয়। চট্টগ্রামকে বলা হয় ১২ আউলিয়ার দেশ। চট্টগ্রামকে বাংলাদেশের প্রবেশদ্বারও বলা হয়। ঢাকাকে বলা হয় মসজিদের শহর এবং রিকশার নগরী।
প্রশ্নঃ সেন্টমার্টিন দ্বীপ-এর অপর নাম কি?
[ বিসিএস ১৫তম ]
ক. নারিকেল জিঞ্জিরা
খ. সোনাদিয়া
গ. কুতুবদিয়া
ঘ. নিঝুম দ্বীপ
উত্তরঃ নারিকেল জিঞ্জিরা
ব্যাখ্যাঃ আরবি ‘জাজিরা’ থেকে ‘জিঞ্জিরা’ শব্দটি উদ্ভূত যার অর্থ উপদ্বীপ। নারিকেল গাছের প্রতুলতার জন্য সেন্টমার্টিন দ্বীপটির নাম হয়েছে নারিকেল জিঞ্জিরা। কক্সবাজার জেলার টেকনাফ থানার অন্তর্গত বঙ্গোপসাগরের বুকে অবস্থিত সেন্টমার্টিন বাংলাদেশের সর্ব-দক্ষিণের ইউনিয়ন। এটি বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ এবং এর আয়তন ৮ বর্গকিলোমিটার।
প্রশ্নঃ দহগ্রাম ছিটমহল কোন জেলায় অবস্থিত?
[ বিসিএস ১৪তম ]
ক. কুড়িগ্রাম
খ. নীলফামারী
গ. পঞ্চগড়
ঘ. লালমনিরহাট
উত্তরঃ লালমনিরহাট
ব্যাখ্যাঃ প্রশাসিনক ও রাজনৈতিকভাবে দহগ্রামের অবস্থান লালমনিরহাট জেলায়। কিন্তু ভৌগোলিকভাবে ভারতের কোচবিহার জেলায় অবস্থিত। যাতায়াতের জন্য করিডোর ব্যবস্থা চালু থাকায় গত ১ আগস্ট, ২০১৫ বাংলাদেশ-ভারতের মধ্যে ১৬২টি ছিটমহলের বিনিময় হলেও দহগ্রামের কোনো পরিবর্তন হয়নি।
প্রশ্নঃ ঢাকা মেট্রোপলিটন এলাকার আয়তন প্রায়-
[ বিসিএস ১২তম ]
ক. ১০০ বর্গমাইল
খ. ৯০ বর্গমাইল
গ. ১৬০ বর্গমাইল
ঘ. ৮০ বর্গমাইল
উত্তরঃ কোনটি সঠিক নয়।
ব্যাখ্যাঃ ২৯ নভেম্বর ২০১১ জাতীয় সংসদে স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) (সংশোধন) বিল ২০১১ পাশ হওয়ায় বর্তমানে ঢাকায় সিটি কর্পোরেশন দুটি। একটি ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এবং অন্যটি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন- এর আয়তন যথাক্রমে ৮২.৬৪ বর্গ কি.মি. এবং ৪৭.২১ বর্গ কি.মি.। ঢাকা মেট্রোপলিটন সিটির আয়তন ১৫৩০ বর্গ কি.মি.। ১৮৬৪ সালে পৌরসভার মর্যাদা লাভকারী এ শহরটি ১৯৭৮ সালের ৩০ সেপ্টেম্বর ঢাকা মিউনিসিপ্যাল কর্পোরেশনে উন্নীত হয়। অতঃপর ১৯৯০ সালে এর নামকরণ করা হয় ঢাকা সিটি কর্পোরেশন।
প্রশ্নঃ ঔষধ নীতির প্রধান উদ্দেশ্য হলো–
[ বিসিএস ১১তম ]
ক. অপ্রয়োজনীয় এবং ক্ষতিকর ঔষধ প্রস্তুত বন্ধ করা
খ. ঔষধ শিল্পে দেশীয় কাঁচামালের ব্যবহার নিশ্চত করা
গ. ঔষধ শিল্পে দেশীয় শিল্পপতিদের অগ্রাধিকার দেয়া
ঘ. বিদেশী শিল্পপতিদের দেশীয় কাঁচামাল ব্যবহারে বাধ্য করা
উত্তরঃ অপ্রয়োজনীয় এবং ক্ষতিকর ঔষধ প্রস্তুত বন্ধ করা
ব্যাখ্যাঃ ১৯৮২ সালে প্রথমবারের মতো জাতীয় ঔষুধ নীতি প্রণয়ন করা হয়। কারণ এর আগে ঔষুধ উৎপাদন ও ব্যবহারের বিষয়ে কোনো ধরনের নীতিমালা ছিলো না। এর ২০০৫ সালে এই নীতি নবায়ন করা হয় এবং ২০১৬ সালে আবার এই জাতীয় ঔষুধ জন সাধারণের কাছে পৌঁছে দেওয়া জাতীয় ঔষুধ নীতির লক্ষ্য।