আমাদের স্কুল

সেটিং

বহুনির্বাচনি প্রশ্নের দেখানোর অপশনঃ
শুধুমাত্র উত্তর 2 অপশন
3 অপশন 4 অপশন
বহুনির্বাচনি প্রশ্নের অপশন প্রদর্শনঃ
রো আকারে কলাম আকারে
বহুনির্বাচনি প্রশ্নের উত্তরঃ
লুকান বোল্ড করুন
দেখান দেখান ও বোল্ড করুন
বহুনির্বাচনি প্রশ্নের ব্যাখ্যাঃ
দেখান লুকান নিচে লুকান
থিম নির্বাচন করুনঃ
ফন্ট সাইজঃ
16

ক. ২৫
খ. ২৬
গ. ২৭
ঘ. ২৮
ব্যাখ্যাঃ

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ এর ১১ নভেম্বর ২০২০ জাতীয় সংসদে দেওয়া তথ্য অনুসারে বর্তমানে বাংলাদেশে লাইসেন্সপ্রাপ্ত বেসরকারি টিভি চ্যানেলের সংখ্যা ৪৫টি, যার মধ্যে ৩০টি পূর্ণ সম্প্রচারে রয়েছে। বাকি ১৫টির মধ্যে ১১টি সম্প্রচারের অপেক্ষায় আছে এবং বাকি ৪টি এখনো ফ্রিকোয়েন্সি পায়নি।

ক. ১১
খ. ২১
গ. ৯
ঘ. ১৫
ক. চট্টগ্রাম
খ. রাঙ্গামাটি
গ. চাঁপাইনবাবগঞ্জ
ঘ. জামালপুর
ব্যাখ্যাঃ

রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ এলাকায় এ সঙ্গীতের প্রচলন রয়েছে। সমাজের নানা অসঙ্গতি তুলে ধরা ও এ সম্পর্কে নানা করণীয় দিক অত্যন্ত সুন্দরভাবে সঙ্গীতের মধ্যে উপস্থাপনই সারাদেশে গম্ভীরার সুপরিচিতির কারণ। এ সঙ্গীতের মূল চরিত্র হলো নানা ও নাতির কথোপকথন।

ক. চিকিৎসক
খ. দার্শনিক
গ. জ্যোতির্বিদ
ঘ. সেনাপতি
ব্যাখ্যাঃ

‘ক্ল্যাডিয়াস টলেমি’ ছিলেন বিখ্যাত জ্যোতির্বিদ। তার বিখ্যাত তিনটি গ্রন্হ ‘গাইড টু জিওগ্রাফি’, ‘অ্যালমাজেন্ট’ এবং ‘অপটিকস’।

ক. টোকিও
খ. প্যারিস
গ. নিউইয়র্ক
ঘ. ভিয়েনা
ব্যাখ্যাঃ

UNIDO-এর পূর্ণরূপ হলো United Nations Industrial Development Organization. এর সদর দপ্তর অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনার ভিয়েনা ইন্টারন্যাশনাল সেন্টারে অবস্থিত। এটি ১৭ নভেম্বর ১৯৬৬ সালে প্রতিষ্ঠিত হয়। ১৯৮৫ সালে জাতিসংঘের বিশেষ সংস্থা হয়।

ক. ১৭ এপ্রিল, ১৯৭১
খ. ২৬ মার্চ, ১৯৭১
গ. ১১ এপ্রিল, ১৯৭১
ঘ. ১০ জানুয়ারি, ১৯৭২
ব্যাখ্যাঃ

মেহেরপুর জেলার মুজিবনগরে ১৯৭১ সালের ১০ এপ্রিল গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অস্থায়ী সরকার গঠিত হয় এবং ১৭ এপ্রিল শপথ গ্রহণ করে। ১৭ এপ্রিল অধ্যাপক এম. ইউসুফ আলী স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করেন।

ক. ১৭ এপ্রিল, ১৯৯১
খ. ১৬ ডিসেস্বর, ১৯৭২
গ. ৭ মার্চ, ১৯৭২
ঘ. ২৬ মার্চ, ১৯৭৩
ব্যাখ্যাঃ

১৯৭২ সালের ১১ জানুয়ারি অস্থায়ী সংবিধান আদেশ জারির পর ২৩ জুন রাষ্ট্রপতি গণপরিষদ আদেশ জারি করেন। ১০ এপ্রিল গণপরিষদের প্রথম অধিবেশন বসে। এ অধিবেশনে খসড়া সংবিধান প্রণয়নের জন্য ৩৪ সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়। এ কমিটির সভাপতি ছিলেন ড. কামাল হোসেন। এ কমিটি গণপরিষদে খসড়া সংবিধান পেশ করে ১৯৭২ সালের ১২ অক্টোবর, যা ৪ নভেম্বর গণপরিষদ কর্তৃক গৃহীত হয় এবং ১৯৭২ সালের ১৬ ডিসেম্বর থেকে কার্যকর হয়।

ক. মহাস্থানগড়ে
খ. শাহজাদপুরে
গ. নেত্রকোনায়
ঘ. রামপালে
ব্যাখ্যাঃ

বিখ্যাত ‘শাহ্ সুলতান বলখী মহীসওয়ার’ এর মাজারটি বগুড়া শহর থেকে ১০ কি.মি. দূরে মহাস্থানের দক্ষিণ-পূর্ব কোণে অবস্থিত। মহাস্থানগড়ের প্রধান নিদর্শনগুলো হলো বৈরাগী ভিটা, গোবিন্দ ভিটা, খোদাই পাথর ভিটা, সভাবাটি, শীলা দেবীর ঘাট, পরশুরামের প্রাসাদ ইত্যাদি।

ক. চট্টগ্রামে
খ. বগুড়ায়
গ. সোনারগাঁওয়ে
ঘ. রামপালে
ব্যাখ্যাঃ

বাংলাদেশের লোকশিল্পের অতীত কীর্তিসমূহ (নক্‌শী কাঁথা, মাটির পাত্র, বেত, কাঁসা, মসলিন বস্ত্র, তৈজসপত্র ইত্যাদি) সংরক্ষণের জন্য নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁওয়ে লোকশিল্প জাদুঘর স্থাপন করা হয়েছে। ১৯৯৬ সালের ৬ অক্টোবর সোনারগাঁও লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের নাম পরিবর্তন করে ‘শিল্পাচার্য জয়নুল আবেদিন’ জাদুঘর করা হয়েছে।

ক. ইংরেজরা
খ. ওলন্দজরা
গ. ফরাসিরা
ঘ. পর্তুগিজরা
ব্যাখ্যাঃ

পঞ্চদশ শতকের শেষভাগে পর্তুগিজ নাবিক ভাস্কো-দা-গামা আফ্রিকার পশ্চিম-পূর্ব উপকূলে ঘুরে বরাবর সমুদ্রপথে ভারতবর্ষে আসার পথ আবিষ্কার করেন। ১৫১৪ খ্রিষ্টাব্দে পর্তুগিজ বণিকগণ উড়িষ্যার অন্তর্গত পিপলি নামক স্থানে সর্বপ্রথম বাণিজ্য কুঠি স্থাপন করে। ১৫৩৬ খ্রিষ্টাব্দে বাংলার সুলতান মাহমুদ শাহ শের শাহের বিরুদ্ধে পর্তুগিজদের সাহায্যের আাশায় চট্টগ্রাম ও সপ্তগ্রামে (হুগলি) বাণিজ্য কুঠি নির্মাণের অনুমতি দেন। এভাবে বাংলায় পর্তুগিজদের প্রতিষ্ঠা হয়। উল্লেখ্য, ১৬০২ সালে ওলন্দাজরা, ১৬০০ সালে ইংরেজরা এবং ১৬৬৪ সালে ফরাসিরা বাংলায় আগমন করেন।

ক. লক্ষ্মণ সেন
খ. ইলিয়াস শাহ
গ. আকবর
ঘ. বিজয় সেন
ব্যাখ্যাঃ

কৃষিকাজের সুবিধার্থে মোগল সম্রাট আকবর ১৫৮৪ খ্রিষ্টাব্দের ১০/১১ মার্চ বাংলা সন প্রবর্তন করেন এবং তা ১৫৫৬ সালের ৫ নভেম্বর তার সিংহাসনে আরোহণের সময় থেকে কার্যকর হয়।

ক. উত্তরা গণভবন
খ. উত্তরবঙ্গ সংসদ ভবন
গ. গণভবন
ঘ. বঙ্গভবন
ব্যাখ্যাঃ

দিঘাপতিয়া রাজবাড়ি বা উত্তরা গণভবন আঠারো শতকে নির্মিত দিঘাপতিয়া মহারাজাদের বাসস্থান ছিল। প্রায় ৩০০ বছর আগে ১৭৩৪ খ্রিষ্টাব্দে দয়ারাম রায় উত্তরা গণভবন খ্যাত দিঘাপতিয়া রাজবাড়ির গোড়াপত্তন করেন।

ক. Finland
খ. Denmark
গ. Poland
ঘ. Sweden
ব্যাখ্যাঃ

ন্যাটোতে যোগ দেওয়া ইস্যুতে রাশিয়া সম্প্রতি ফিনল্যান্ডে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দিয়েছে।

২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের পর পশ্চিমা সামরিক জোট ন্যাটোতে যোগ দেওয়ার পরিকল্পনা করে ফিনল্যান্ড। ফিনল্যান্ডের ন্যাটোতে যোগদানের ঘোষণায় রাশিয়া ক্ষুব্ধ হয়ে প্রতিশোধমূলক পদক্ষেপ হিসেবে ফিনল্যান্ডে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেয়।

ক. উদ্ভাবন ও বিজ্ঞান
খ. ব্যবস্থাপনা ও উন্নয়ন
গ. তথ্য যোগযোগ ও প্রযুক্তি
ঘ. পেশাগত জ্ঞান, দক্ষতা ও অনুশীলন
ক. ২০০৮
খ. ২০২২
গ. ২০১৪
ঘ. ২০১৫
ব্যাখ্যাঃ

বাংলাদেশে সর্বশেষ আদমশুমারি অনুষ্ঠিত হয় ২০২২ সালে। এর আগে ২০১১ সালে আদমশুমারি অনুষ্ঠিত হয়েছিল।

২০০১ সালের পর ২০১১ সালে বাংলাদেশে পঞ্চম আদমশুমারি অনুষ্ঠিত হয়। এটি ১৫ মার্চ থেকে ১৯ মার্চ ২০১১ পর্যন্ত চলেছিল। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) দশ বছর পর পর আদমশুমারি পরিচালনা করে থাকে। ২০১১ সালের আদমশুমারি অনুযায়ী, বাংলাদেশের জনসংখ্যা ছিল ১৪ কোটি ৯৭ লক্ষ ৭২ হাজার ৩৬৪ জন।

ক. ময়মনসিংহ
খ. রংপুর
গ. পার্বত্য চট্টোগ্রাম
ঘ. সিলেট
ব্যাখ্যাঃ

বৈসাবি বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর প্রধান সামাজিক উৎসব। এই অঞ্চলের তিনটি প্রধান ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, চাকমা, মারমা এবং ত্রিপুরা সম্প্রদায়ের নিজস্ব বর্ষবরণ উৎসব রয়েছে, যা সম্মিলিতভাবে বৈসাবি নামে পরিচিত।

ক. ১৩
খ. ১৪
গ. ১৫
ঘ. ১৬
ব্যাখ্যাঃ

২০৩১ সালে বাংলাদেশে ও ভারতে ১৪তম ওয়ানডে বিশ্বকাপ ক্রিকেট অনুষ্ঠিত হবে।

আইসিসি (আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল) ২০২৪ থেকে ২০৩১ সাল পর্যন্ত পুরুষদের বৈশ্বিক টুর্নামেন্টের আয়োজক দেশগুলোর নাম ঘোষণা করেছে। এই চক্রে বাংলাদেশ ও ভারত যৌথভাবে ২০৩১ সালের ওয়ানডে বিশ্বকাপ আয়োজন করবে।

প্রশ্নঃ ‘উইকিপিডিয়া’ কী?

[ প্রা.বি.স.শি. 20-05-2022 ]

ক. উন্মুক্ত সফটওয়্যার
খ. ডেটাবেইজ
গ. মুক্ত বিশ্বকোষ
ঘ. স্মার্ট ফোন
ব্যাখ্যাঃ

উইকিপিডিয়া হলো একটি অনলাইন, বহুভাষিক, মুক্ত বিষয়বস্তুভিত্তিক বিশ্বকোষ প্রকল্প। এটি একটি স্বেচ্ছাসেবী সম্প্রদায় দ্বারা পরিচালিত হয়, যারা সম্মিলিতভাবে জ্ঞানের একটি উন্মুক্ত এবং সর্বজনীন উৎস তৈরি করার জন্য কাজ করে।

ক. হোসেন শহীদ সোহরাওয়ার্দী
খ. মাওলানা ভাসানী
গ. তাজউদ্দিন আহমেদ
ঘ. শেখ হাসিনা
ব্যাখ্যাঃ

বাঙ্গালির আশা -আকাঙ্খার প্রতীক ও স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর 'শেখ হাসিনা ,নির্বাচিত উক্তি ' গ্রন্থে 'রাজনীতির নান্দনিক শিল্পী' হিসেবে আখ্যায়িত করেছেন ।

ক. দেশের ভৌগোলিক অবস্থান
খ. দেশের আয়তন
গ. মাথাপিছু বিদ্যুৎশক্তির ব্যবহার
ঘ. দেশের প্রাকৃতিক সম্পদ
ব্যাখ্যাঃ

কোন দেশ কতটা উন্নত, তা বোঝার জন্য বেশ কয়েকটি বিষয় বিবেচনা করা হয়। এখানে কিছু গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরা হলো:

অর্থনৈতিক অবস্থা:
মাথাপিছু আয়: একটি দেশের মানুষের গড় আয় কেমন, তা একটি গুরুত্বপূর্ণ সূচক।
মোট দেশজ উৎপাদন (জিডিপি): দেশের সামগ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ডের পরিমাণ।
শিল্পায়ন ও প্রযুক্তি: উন্নত দেশগুলোতে শিল্পায়ন ও প্রযুক্তির ব্যবহার বেশি থাকে। সামাজিক অবস্থা:
শিক্ষা ও স্বাস্থ্য: দেশের শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থার মান কেমন, তা একটি গুরুত্বপূর্ণ বিষয়।
জীবনযাত্রার মান: মানুষের জীবনযাত্রার মান, যেমন- বাসস্থান, খাদ্য, পোশাক, বিনোদন ইত্যাদি কেমন, তা বিবেচনা করা হয়।
দারিদ্র্য ও বৈষম্য: দেশে দারিদ্র্য ও বৈষম্যের পরিমাণ কেমন, তা দেখা হয়।
অবকাঠামো:
যোগাযোগ ব্যবস্থা: রাস্তাঘাট, রেলপথ, বিমানবন্দর ইত্যাদি কেমন, তা বিবেচনা করা হয়।
বিদ্যুৎ ও পানি সরবরাহ: দেশের বিদ্যুৎ ও পানি সরবরাহ ব্যবস্থা কেমন, তা দেখা হয়।
যোগাযোগ ব্যবস্থা: ইন্টারনেট ও টেলিযোগাযোগ ব্যবস্থা কেমন, তা বিবেচনা করা হয়।
পরিবেশ:
পরিবেশ দূষণের মাত্রা: দেশের পরিবেশ দূষণের মাত্রা কেমন, তা দেখা হয়।
* প্রাকৃতিক সম্পদের ব্যবহার: দেশ কীভাবে প্রাকৃতিক সম্পদ ব্যবহার করে, তা বিবেচনা করা হয়।

বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা, যেমন- জাতিসংঘ, বিশ্বব্যাংক ইত্যাদি বিভিন্ন সূচকের মাধ্যমে দেশগুলোর উন্নয়ন পরিমাপ করে থাকে। এর মধ্যে মানব উন্নয়ন সূচক (এইচডিআই) একটি গুরুত্বপূর্ণ সূচক।

ক. ১৯৭১
খ. ১৯৫২
গ. ১৯৬৬
ঘ. ১৯৬৯
ব্যাখ্যাঃ

১৯৬৯ সালের ২৩ ফেব্রুয়ারি শেখ মুজিবুর রহমানকে ‘বঙ্গবন্ধু’ উপাধিতে ভূষিত করা হয়।

১৯৬৯ সালের ২৩ ফেব্রুয়ারি ঢাকার রেসকোর্স ময়দানে (বর্তমানে সোহরাওয়ার্দী উদ্যান) এক বিশাল জনসভায় তৎকালীন ছাত্রনেতা তোফায়েল আহমেদ শেখ মুজিবুর রহমানকে ‘বঙ্গবন্ধু’ উপাধিতে ভূষিত করেন। এর আগে ১৯৬৮ সালের ৬ জানুয়ারি থেকে আগরতলা ষড়যন্ত্র মামলা চলাকালীন সময়ে তিনি কারাবন্দী ছিলেন। ১৯৬৯ সালের ২২ ফেব্রুয়ারি ছাত্র সংগ্রাম পরিষদ শেখ মুজিবুর রহমানের নিঃশর্ত মুক্তি দাবি করে এবং ২৩ ফেব্রুয়ারি রেসকোর্স ময়দানে তার সম্মানে সভার আয়োজন করে।

ক. সংবাদ পরিক্রমা
খ. বজ্রসাহস
গ. চরমপাঠ
ঘ. চরমপত্র
ব্যাখ্যাঃ

স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের জনপ্রিয় অনুষ্ঠানগুলোর মধ্যে অন্যতম ছিল 'চরমপত্র'। এম আর আখতার মুকুল রচিত ও উপস্থাপিত এই অনুষ্ঠানটি ছিল স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সবচেয়ে জনপ্রিয় অনুষ্ঠান।

ক. ১৯৯০ সালের ৩রা আগস্ট
খ. ১৯৯০ সালের ৩রা মে
গ. ১৯৯০ সালের ৩ রা জুলাই
ঘ. ১৯৯০ সালের ৩রা সেপ্টেম্বর
ব্যাখ্যাঃ

বাংলাদেশ ২ সেপ্টেম্বর ১৯৯০ সালে শিশু অধিকার সনদ বাস্তবায়নে অঙ্গীকার নেয়।

জাতিসংঘ ১৯৮৯ সালের ২০ নভেম্বর শিশু অধিকার সনদ (Convention on the Rights of the Child) গ্রহণ করে এবং বাংলাদেশ ১৯৯০ সালের ২ সেপ্টেম্বর এই সনদে অনুস্বাক্ষর করে (ratify)। এর মাধ্যমে বাংলাদেশ আন্তর্জাতিকভাবে শিশুদের অধিকার রক্ষা ও বাস্তবায়নে বাধ্যবাধকতা গ্রহণ করে।