প্রশ্নঃ বাংলাদেশের ভৌগলিক নির্দেশক পণ্য কয়টি?
[ বিসিএস ৪৫তম ]
বর্তমানে (মে ৫, ২০২৫) পর্যন্ত বাংলাদেশে ১১টি ভৌগোলিক নির্দেশক (Geographical Indication - GI) পণ্য নিবন্ধিত হয়েছে।
এই পণ্যগুলো হলো:
১. জামদানি (নিবন্ধিত: ২০১৩) ২. ইলিশ (নিবন্ধিত: ২০১৭) ৩. চাঁপাইনবাবগঞ্জের খিরসাপাত আম (নিবন্ধিত: ২০১৯) ৪. দিনাজপুরের কাটারিভোগ চাল (নিবন্ধিত: ২০১৯) ৫. কালিজিরা ধান (নিবন্ধিত: ২০২১) ৬. শতরঞ্জি, রংপুর (নিবন্ধিত: ২০২১) ৭. নাটোরের কাঁচাগোল্লা (নিবন্ধিত: ২০২১) ৮. কুমিল্লার রসমালাই (নিবন্ধিত: ২০২১) ৯. বিজয়পুরের সাদা মাটি (নিবন্ধিত: ২০২৩) ১০. বাগেরহাটের চিংড়ি (নিবন্ধিত: ২০২৩) ১১. মোসলিন (নিবন্ধিত: ২০২৪)
এই তালিকা ভবিষ্যতে আরও বাড়তে পারে।
প্রশ্নঃ ‘গম্ভীরা’ বাংলাদেশের কোন অঞ্চলের লোকসঙ্গীত?
[ বিসিএস ১২তম ]
রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ এলাকায় গম্ভীরা সংগীতের প্রচলন রয়েছে। সমাজের নানা অসঙ্গতি তুলে ধরা ও এ সম্পর্কে নানা করণীয় দিক অত্যন্ত সুন্দরভাবে সংগীতের মধ্যে উপস্থাপনই সারাদেশে গম্ভীরার সুপরিচিতির কারণ।