ক. বাবা ছেলেকে বললেন, বাবা তুমি দীর্ঘজীবী হও
খ. বাবা ছেলেকে বললেন যে, তোমার দীর্ঘায়ু হোক
গ. বাবা ছেলেকে বললেন, ‘তুমি দীর্ঘজীবী হও’
ঘ. বাবা ছেলেকে বললেন যে, আমি তোমার দীর্ঘায়ু কামনা করি
উত্তরঃ বাবা ছেলেকে বললেন, ‘তুমি দীর্ঘজীবী হও’
ব্যাখ্যাঃ
‘বাবা ছেলেকে বললেন, ‘তুমি দীর্ঘজীবী হও।’’
এখানে মূল উক্তিটিকে উদ্ধৃতি চিহ্নের মধ্যে রাখা হয়েছে এবং বক্তার (বাবা) বক্তব্য সরাসরি তুলে ধরা হয়েছে।