প্রশ্নঃ EURO is the currency of-
[ বিসিএস ৩৪তম ]
EURO (ইউরো) হলো Europe (ইউরোপ)-এর মুদ্রা। এটি ইউরোপীয় ইউনিয়নের (European Union) অনেক সদস্য রাষ্ট্রের সাধারণ মুদ্রা।
প্রশ্নঃ সুইডেনের মুদ্রার নাম কি?
[ বিসিএস ২২তম ]
ইউরোপীয় ইউনিয়নভুক্ত পুরাতন সদস্য (১৫টি) রাষ্ট্রের মধ্যে যুক্তরাজ্য, ডেনমার্ক ও সুইডেন ইউরো গ্রহণ করেনি। সুইডেন এখনও মুদ্রা হিসেবে ‘ক্রোনা’ ব্যবহার করছে। অন্যদিকে পাউন্ড যেসব দেশে প্রচলিত সেগুলো হলো- যুক্তরাজ্য (পাউন্ড স্টার্লিং), সিরিয়া, সাইপ্রাস, লেবানন, সুদান ও মিশর । ডলার প্রচলিত রয়েছে এরূপ কিছু দেশ হলো : যুক্তরাষ্ট্র, সিঙ্গাপুর, বাহরাইন, পূর্ব তিমুর, কানাডা, জ্যামাইকা, অস্ট্রেলিয়া ইত্যাদি এবং পেসো প্রচলিত রয়েছে এরূপ কিছু দেশ হলো- ফিলিপাইন, গিনি বিসাউ, মেক্সিকো, কিউবা, আর্জেন্টিনা, চিলি, কলম্বিয়া ইত্যাদি।
প্রশ্নঃ গিল্ডার কোন দেশের মুদ্রার নাম?
[ বিসিএস ১৯তম ]
নেদারল্যান্ডের সাবেক মুদ্রার নাম গিল্ডার। ১ জানুয়ারি, ১৯৯৯ ইউরোপে একক মুদ্রা ইউরো চালু হলেও পাশাপাশি গিল্ডার চালু থাকে। তবে ১ জুলাই, ২০০২ স্থানীয় মুদ্রা সরকারিভাবে বিলুপ্ত হলে গিল্ডারও বিলুপ্ত হয় এবং ইউরো নেদারল্যান্ডের একক মুদ্রা হিসাবে চালু হয়।
প্রশ্নঃ ‘ক্রুজিরো’ কোন দেশের মুদ্রার নাম?
[ বিসিএস ১৫তম ]
লুক্সেমবার্গের মুদ্রা ইউরো, ব্রাজিলের সাবেক মুদ্রা ক্রুজিরো, তবে বর্তমান মুদ্রা রিয়াল, কম্বোডিয়ার মুদ্রা রিয়াল, মঙ্গোলিয়ার মুদ্রা তুগরিক।
প্রশ্নঃ দক্ষিণ কোরিয়ার মুদ্রার নাম কি?
[ বিসিএস ১৪তম ]
ইয়েন জাপানের মুদ্রার নাম। আর্জেন্টিনা, কিউবা, মেক্সিকোর মুদ্রার নাম পেসো। চীনের মুদ্রার নাম ইউয়ান। দক্ষিণ কোরিয়ার মুদ্রার নাম উয়ন।
প্রশ্নঃ মালদ্বীপের মুদ্রার নাম কি?
[ বিসিএস ১১তম ]
ভারত, পাকিস্থান ও নেপালের মুদ্রার নাম রুপী। মালদ্বীপ ও ইন্দোনেশিয়ার মুদ্রার নাম রুপাইয়া। মার্কিন যুক্তরাষ্ট্র, সিঙ্গাপুর, অষ্ট্রেলিয়া, জিম্বাবুয়ে, কানাডার মুদ্রার নাম ডলার। যুক্তরাজ্য, লেবানন, সিরিয়া, সুদানের মুদ্রার নাম পাউন্ড।