আমাদের স্কুল

সেটিং

বহুনির্বাচনি প্রশ্নের দেখানোর অপশনঃ
শুধুমাত্র উত্তর 2 অপশন
3 অপশন 4 অপশন
বহুনির্বাচনি প্রশ্নের অপশন প্রদর্শনঃ
রো আকারে কলাম আকারে
বহুনির্বাচনি প্রশ্নের উত্তরঃ
লুকান বোল্ড করুন
দেখান দেখান ও বোল্ড করুন
বহুনির্বাচনি প্রশ্নের ব্যাখ্যাঃ
দেখান লুকান নিচে লুকান
থিম নির্বাচন করুনঃ
ফন্ট সাইজঃ
15

ক. ৫০ জন
খ. ৫৭ জন
গ. ০৩ জন
ঘ. ০৭ জন
উত্তরঃ কোনটি সঠিক নয়।
ব্যাখ্যাঃ

২০২৩ সাল পর্যন্ত নোবেল পুরস্কার বিজয়ী নারীর সংখ্যা ৬২ জন

বিভিন্ন ক্ষেত্রে এই নারীরা তাদের অসামান্য অবদানের জন্য নোবেল পুরস্কারে ভূষিত হয়েছেন। এর মধ্যে সাহিত্য, শান্তি, পদার্থবিজ্ঞান, রসায়ন, চিকিৎসা বিজ্ঞান এবং অর্থনীতিতে নোবেল পুরস্কার বিজয়ী নারীরা অন্তর্ভুক্ত।

নোবেল পুরস্কারের ইতিহাসে মেরি ক্যুরি প্রথম নারী যিনি নোবেল পুরস্কার লাভ করেন এবং তিনিই একমাত্র ব্যক্তি যিনি দুটি ভিন্ন বিজ্ঞান বিভাগে (পদার্থবিজ্ঞান ও রসায়ন) নোবেল পুরস্কার জিতেছেন।

ক. আলভা মায়ারডাল
খ. অং সান সুচি
গ. শিরিন এবাদি
ঘ. মাদার তেরেসা
উত্তরঃ কোনটি সঠিক নয়।
ব্যাখ্যাঃ

শান্তিতে প্রথম মহিলা নোবেল বিজয়ী বার্থাভন সুটনার (অস্ট্রিয়া, ১৯০৫ সালে)। তবে উল্লিখিত চারজনের মধ্যে প্রথম নোবেল জয়ী মাদার তেরেসা। মাদার তেরেসা (আলবেনীয় বংশোদ্ভুত ) ১৯৭৯ সালে, আলভা মায়ারডাল (সুইডেন) ১৯৮২ সালে, অং সান সুচি (মিয়ানমার) ১৯৯০ সালে এবং শিরিন এবাদি (ইরান) ২০০৩ সালে নোবেল বিজয়ী হন।

ক. ফিজি
খ. কানাডা
গ. অস্ট্রিয়া
ঘ. অস্ট্রেলিয়া
উত্তরঃ ফিজি
ব্যাখ্যাঃ

যুক্তরাজ্য সহ সাবেক ব্রিটিশ উপনিবেশভুক্ত ১৫টি দেশ ব্রিটেনের রাজা/রানীকে তাদের প্রতীকী রাষ্ট্রপ্রধান হিসেবে মান্য করে। দেশগুলো হলো- ১. কানাডা ২. অস্ট্রেলিয়া ৩. নিউজিল্যান্ড ৪. জ্যামাইকা, ৫. বার্বাডোস, ৬. বাহামা দ্বীপপুঞ্জ ৭. গ্রানাডা ৮. পাপুয়া নিউগিনি ৯. সলোমন দ্বীপপুঞ্জ, ১০. টুভ্যালু, ১১. সেন্ট লুসিয়া, ১২. সেন্ট ভিনসেন্ট অ্যান্ড দ্য গ্রানাডাইন্স, ১৩. বেলিজ, ১৪. এন্টিগুয়া অ্যান্ড বারমুডা ১৫. সেন্ট কিটস অ্যান্ড নেভিস।

ক. ব্রাজিল
খ. ইরান
গ. সুইডেন
ঘ. কেনিয়া
উত্তরঃ কেনিয়া
ব্যাখ্যাঃ

২০০৪ সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন কেনিয়ার ওয়ানগারি মাথাই। পরিবেশ রক্ষায় Green belt movement, এর জন্য প্রথম আফ্রিকান নারী হিসেবে তিনি নোবেল পুরস্কার পান। শান্তিতে ২০২৩ সালে নোবেল পুরস্কার পেয়েছেন ইরানের কারাবন্দি মানবাধিকারকর্মী নার্গিস মোহাম্মদী।

ক. আলবেনিয়া
খ. মেসেডোনিয়া
গ. সার্বিয়া
ঘ. ইতালি
উত্তরঃ মেসেডোনিয়া
ব্যাখ্যাঃ

মাদার তেরেসা ১৯১০ সালের ২৬ আগস্ট দক্ষিণ -পূর্ব ইউরোপের যুগোশ্লাভিয়ার স্কোপজে (বর্তমানে মেসিডোনিয়া) শহরে জন্মগ্রহণ করেন। ১৯৭৯ সালে শান্তিতে প্রথম ভারতীয় হিসেবে নোবেল পুরস্কার পান।

ক. ১৯৭৫ সালে
খ. ১৯৭৬ সালে
গ. ১৯৭৯ সালে
ঘ. ১৯৮৯ সালে
উত্তরঃ ১৯৭৯ সালে
ব্যাখ্যাঃ

জাতিসংঘের সাধারণ পরিষদ ১৯৭৯ সালে নারীর বিরুদ্ধে সকল প্রকার বৈষম্য দূরীকরণ সনদ (Convention on the Elimination of all Forms of Discrimination Against Women, CEDAW) অনুমোদন করে। এটি ১৯৮১ সাল থেকে কার্যকর করা হয়।

ক. অস্ট্রিয়া
খ. গ্রিস
গ. সুইডেন
ঘ. ইতালি
উত্তরঃ ইতালি
ব্যাখ্যাঃ

ইতালীয় ভাস্কর, চিত্রকর, স্থাপত্যবিদ, প্রকৌশলী ও কবি মাইকেল অ্যাঞ্জেলো বুওনারোত্তি ছিলেন ইতালীয় রেনেসাঁসেরও অন্যতম পুরোধা। তার বিশ্ববিখ্যাত ভাস্কর্য ও স্থাপত্যকর্মের মধ্যে উল্লেখযোগ্য হলো রোমের সেন্ট পিটারের ‘পিয়েতো’, ফ্লোরেন্সের আকাদেমিতে রক্ষিত ‘ডেভিট’, দ্বিতীয় পোপ জুলিয়াসের সমাধিসৌধ ইত্যাদি। তিনি জন্মগ্রহণ করনে ৬ মার্চ, ১৪৭৫ সালে এবং ১৫৬৪ সালে মৃত্যুবরণ করেন।