আমাদের স্কুল

সেটিং

বহুনির্বাচনি প্রশ্নের দেখানোর অপশনঃ
শুধুমাত্র উত্তর 2 অপশন
3 অপশন 4 অপশন
বহুনির্বাচনি প্রশ্নের অপশন প্রদর্শনঃ
রো আকারে কলাম আকারে
বহুনির্বাচনি প্রশ্নের উত্তরঃ
লুকান বোল্ড করুন
দেখান দেখান ও বোল্ড করুন
বহুনির্বাচনি প্রশ্নের ব্যাখ্যাঃ
দেখান লুকান নিচে লুকান
থিম নির্বাচন করুনঃ
ফন্ট সাইজঃ
15

ক. চীন
খ. জাপান
গ. ডেনমার্ক
ঘ. সুইডেন
উত্তরঃ চীন
ব্যাখ্যাঃ

চীন বৈশ্বিক উন্নয়ন উদ্যোক্তা হিসেবে পরিচিত গ্লোবাল ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ (GDI)-এর প্রস্তাবক।

চীনা রাষ্ট্রপতি শি জিনপিং ২০২১ সালের সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৬তম অধিবেশনে এই উদ্যোগের প্রস্তাব করেন। এর লক্ষ্য হলো আন্তর্জাতিক সহযোগিতা জোরদার করা এবং ২০৩০ সালের মধ্যে জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDGs) অর্জনে সহায়তা করা। এই উদ্যোগের অধীনে উন্নয়নশীল দেশগুলোতে দারিদ্র্য বিমোচন, খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য, শিক্ষা, ডিজিটাল সংযোগ এবং শিল্পায়নের মতো ক্ষেত্রগুলোতে সহযোগিতা প্রদানের কথা বলা হয়েছে।

ক. ২ বৎসর
খ. ৩ বৎসর
গ. ৬ বৎসর
ঘ. ৯ বৎসর
উত্তরঃ ৩ বৎসর
ব্যাখ্যাঃ

আন্তর্জাতিক আদালতের (International Court of Justice - ICJ) সভাপতির মেয়াদ ৩ বছর
এই মেয়াদ শেষে, আদালতের সদস্যরা নতুন সভাপতি নির্বাচন করেন। তবে, কোনো বিশেষ কারণে যদি সভাপতির দায়িত্বে পরিবর্তন আনা প্রয়োজন হয়, তাহলে নতুন সভাপতি নির্বাচিত হতে পারে।

ক. উদারবাদ
খ. বাস্তববাদ
গ. মার্ক্সবাদ
ঘ. কোনোটিই নয়
উত্তরঃ উদারবাদ
ব্যাখ্যাঃ

আন্তর্জাতিক সম্পর্কের যে তত্ত্বটি আন্তর্জাতিক প্রতিষ্ঠানের কার্যকরী ভূমিকার বিষয়ে ইতিবাচক ধারণা প্রদান করে, সেটি হলো উদারতাবাদ (Liberalism) এবং এর একটি গুরুত্বপূর্ণ শাখা নব্য-উদারতাবাদ বা উদারনৈতিক প্রাতিষ্ঠানবাদ (Neoliberal Institutionalism)

উদারতাবাদ মনে করে যে রাষ্ট্রগুলো কেবল ক্ষমতা maximization-এর দিকে ধাবিত হয় না, বরং তারা সহযোগিতা করতে এবং পারস্পরিক লাভের জন্য কাজ করতে সক্ষম। এই তত্ত্বে আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোকে সহযোগিতা বৃদ্ধি, সংঘাত হ্রাস এবং একটি নিয়ম-ভিত্তিক আন্তর্জাতিক ব্যবস্থা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী হিসেবে দেখা হয়।

ক. তিন বছর
খ. সাত বছর
গ. চার বছর
ঘ. নয় বছর
উত্তরঃ নয় বছর
ব্যাখ্যাঃ

আন্তর্জাতিক আদালতের একজন বিচারক নয় বছরের জন্য নির্বাচিত হন।

আন্তর্জাতিক বিচার আদালতের (International Court of Justice - ICJ) ১৫ জন বিচারক জাতিসংঘের সাধারণ পরিষদ (UN General Assembly) এবং নিরাপত্তা পরিষদ (UN Security Council) কর্তৃক নির্বাচিত হন। তাদের মেয়াদকাল ৯ বছর হয়ে থাকে। প্রতি তিন বছর পর পর পাঁচজন বিচারকের পদ পূরণের জন্য নির্বাচন অনুষ্ঠিত হয়, যাতে আদালতের ধারাবাহিকতা বজায় থাকে। কোনো বিচারকের মৃত্যু হলে বা পদত্যাগ করলে, সেই শূন্য পদে বাকি মেয়াদের জন্য বিশেষ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে।

আন্তর্জাতিক বিচার আদালত নেদারল্যান্ডের হেগে অবস্থিত পিস প্যালেসে (Peace Palace) তাদের কার্যক্রম পরিচালনা করে।

ক. রাজনীতিবিদ
খ. ক্রীড়াবিদ
গ. ব্যবসায়ী
ঘ. কূটনীতিবিদ
উত্তরঃ কূটনীতিবিদ
ব্যাখ্যাঃ

এটি একটি স্প্যানিশ শব্দ। এর দ্বারা অবাঞ্ছিত ব্যক্তি বোঝানো হয়। অবাঞ্ছিত ব্যক্তি শব্দটি সাধারণত কূটনৈতিক ক্ষেত্রে ব্যবহৃত হয়। দেশে দেশে প্রেরিত ব্যক্তি বা নিযুক্ত দূত যদি সে দেশের আস্থাভাজন না হয় তবে তাকে অবাঞ্ছিত ব্যক্তি হিসেবে ঘোষণা করা হয়।