প্রশ্নঃ কৃষ্ণগহ্বর নিয়ে কোন বাঙালি বিজ্ঞানী গবেষণা করেছেন?
[ বিসিএস ৪৬তম ]
কৃষ্ণগহ্বর (Black Hole) নিয়ে অনেক বাঙালি বিজ্ঞানী গুরুত্বপূর্ণ গবেষণা করেছেন। তাঁদের মধ্যে সবচেয়ে বিখ্যাত এবং পথিকৃৎ হলেন অধ্যাপক জামাল নজরুল ইসলাম।
তিনি ছিলেন একজন বিখ্যাত পদার্থবিজ্ঞানী ও গণিতবিদ। কৃষ্ণগহ্বর এবং আপেক্ষিকতা তত্ত্বের উপর তাঁর গবেষণা আন্তর্জাতিকভাবে অত্যন্ত সমাদৃত। তিনি "দ্য আলটিমেট ফেট অফ দ্য ইউনিভার্স" (The Ultimate Fate of the Universe) এবং "স্কাইস্ক্র্যাপার অ্যান্ড বাটারফ্লাইস: দ্য কনফ্লিকটিং লজিক অফ গ্লোবালাইজেশন" (Scyscrapers and Butterflies: The Conflicting Logic of Globalisation) এর মতো বিখ্যাত বইয়ের লেখক।
প্রশ্নঃ মাদার তেরেসা কোন দেশে জন্মগ্রহণ করেন?
[ বিসিএস ৩৬তম ]
রোমান ক্যাথলিক সম্প্রদায়ভুক্ত বিশ্বখ্যাত সমাজসেবী মাদার তেরেসা ১৯১০ সালের ২৬ আগস্ট তৎকালীন যুগোস্লাভিয়ার দক্ষিণ অঞ্চলে (বর্তমান উত্তর মেসিডোনিয়ার রাজধানী স্কোপজে) একটি আলবেনীয় পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ১৯২৮ সালে আয়ারল্যান্ডের ডাবলিন শহরে যান। সেখানে লরোটো কনভেন্টে সন্ন্যাসব্রত গ্রহণ করে ১৯২৯ সালে তিনি কলকাতায় আসেন।
প্রশ্নঃ চীনা পরিব্রাজক হিউয়েন সাঙ এর দীক্ষাগুরু কে ছিলেন?
[ বিসিএস ৩৫তম ]
চীনা পরিব্রাজক হিউয়েন সাঙ (Xuanzang)-এর প্রধান দীক্ষাগুরু ছিলেন শীলভদ্র (Shilabhadra)।
শীলভদ্র ছিলেন তৎকালীন ভারতের বিখ্যাত নালন্দা মহাবিহারের (নালন্দা বিশ্ববিদ্যালয়) অধ্যক্ষ এবং একজন অত্যন্ত প্রখ্যাত বৌদ্ধ পণ্ডিত। হিউয়েন সাঙ নালন্দায় অবস্থানকালে তাঁর কাছেই বৌদ্ধধর্মের বিভিন্ন দিক সম্পর্কে গভীর জ্ঞান অর্জন করেন।
প্রশ্নঃ মহাস্থবীর শিলভদ্র কোন মহাবিহারের আচার্য ছিলেন?
[ বিসিএস ৩৫তম ]
মহাস্থবির শীলভদ্র ছিলেন প্রাচীন ভারতের বিখ্যাত বৌদ্ধ শিক্ষাকেন্দ্র নালন্দা মহাবিহারের আচার্য (অধ্যক্ষ)। তিনি বিখ্যাত চীনা পরিব্রাজক হিউয়েন সাঙ-এরও দীক্ষাগুরু ছিলেন।
প্রশ্নঃ নেপালের সর্বশেষ রাজা ছিলেন-
[ বিসিএস ৩৫তম ]
নেপালের সর্বশেষ রাজা ছিলেন জ্ঞানেন্দ্র বীর বিক্রম শাহ দেব।
২০০৮ সালের ২৮শে মে নেপালে রাজতন্ত্রের বিলুপ্তি ঘটিয়ে প্রজাতন্ত্র ঘোষণা করা হয় এবং এর মধ্য দিয়ে ২৪০ বছরের শাহ রাজবংশের শাসনের অবসান ঘটে।
প্রশ্নঃ ‘জুলিয়াস সীজার’ কেন বিখ্যাত?
[ বিসিএস ৩২তম ]
প্রশ্নঃ নোবেল পুরস্কার বিজয়ী ‘তাওয়াকুল কারমান’ কোন দেশের নাগরিক?
[ বিসিএস ৩২তম ]
প্রশ্নঃ কার্ল মার্কস কোন দেশে মৃত্যুবরণ করেন?
[ বিসিএস ৩১তম ]
সমাজতন্ত্রের প্রবর্তক কার্ল মার্কস ১৮৮৩ সালে যুক্তরাজ্যে মৃত্যুবরণ করে। তিনি ১৮১৮ সালে জার্মানিতে জন্মগ্রহণ করেন। ‘ডাস ক্যাপিটাল’ তার রচিত কালজয়ী গ্রন্থ।
প্রশ্নঃ মার্কিন যুক্তরাষ্ট্রের বর্তমান পররাষ্ট্রমন্ত্রীর নাম কি?
[ বিসিএস ২৯তম ]
মার্কিন যুক্তরাষ্ট্রের বর্তমান পররাষ্ট্রমন্ত্রী হলেন অ্যান্টনি জে. ব্লিঙ্কেন। তিনি ২০২১ সালের ২৬ জানুয়ারি এই পদে দায়িত্ব গ্রহণ করেন। তবে, সাম্প্রতিক নির্বাচনের পর ডোনাল্ড ট্রাম্প পুনরায় প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায়, ফ্লোরিডার সিনেটর মার্কো রুবিওকে নতুন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে মনোনীত করেছেন। তিনি ২০২৫ সালের জানুয়ারিতে দায়িত্ব গ্রহণ করবেন।
প্রশ্নঃ ভারতের বর্তমান প্রধানমন্ত্রীর নাম কি?
[ বিসিএস ২৯তম ]
ভারতের বর্তমান প্রধানমন্ত্রী হলেন শ্রী নরেন্দ্র মোদী। তিনি ২০১৪ সালের ২৬ মে প্রথমবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন এবং পরবর্তীতে ২০১৯ সালে পুনরায় নির্বাচিত হন। সর্বশেষ ২০২৪ সালের লোকসভা নির্বাচনে জয়ের পর, তিনি ২০২৪ সালের ৯ জুন তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন।
প্রশ্নঃ অন্ধদের জন্য লিখনরীতির উদ্ভাবন করেন -
[ বিসিএস ২৯তম ]
ফ্রান্সের নাগরিক লুইস ব্রেইল (Louis Braille) অন্ধ লোকদের লেখা-পড়ার সুবিধার জন্য ব্রেইল (Braille) নামক বিশ্বব্যাপী ব্যবহৃত একটি পদ্ধতি উদ্ভাবন করেন। লুইস ব্রেইল নিজেও একজন অন্ধ ব্যক্তি ছিলেন। তিনি তিন বছর বয়সে একটি দুর্ঘটনার কারণে অন্ধ হয়ে যান এবং অন্ধ হিসেবে সারা জীবন অতিবাহিত করেন।
প্রশ্নঃ কোন মুসলিম মনীষী সর্বপ্রথম নোবেল পুরস্কার পান?
[ বিসিএস ২৭তম ]
১৯৭৮ সালে মিশরের প্রেসিডেন্ট আনোয়ার সাদাত প্রথম মুসলিম হিসেবে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন। পাকিস্তানের প্রফেসর আবদুস সালাম পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার পান ১৯৭৯ সালে। মিসরের নাগীব মাহফুজ সাহিত্যে ১৯৮৮ সালে এবং ফিলিস্তিনের প্রেসিডেন্ট ইয়াসির আরাফাত ১৯৯৪ সালে শান্তিতে এই পুরস্কার লাভ করেন।
প্রশ্নঃ ফ্রান্সের মহান সম্রাট নেপোলিয়নের জীবনাবসান হয় কোথায়?
[ বিসিএস ২৬তম ]
সম্রাট নেপোলিয়ন ১৮১৫ সালে ওয়াটার লু যুদ্ধে ইংরেজ সেনাপতি লর্ড ওয়েলিংটনের নেতৃত্বে সম্মিলিত বাহিনীর নিকট পরাজিত হয়ে আত্মসমর্পণ করেন। মিত্রবাহিনী তাকে সেন্ট হেলেনা দ্বীপে নির্বাসন দেয় এবং সেখানে তিনি ১৮২১ সালে মারা যান।
ফিলিস্তিনের প্রেসিডেন্ট ইয়াসির আরাফাত ১১ নভেম্বর ২০০৪ প্যারিসের পার্সি সামরিক হাসপাতালে ইন্তেকাল করেন। ইসরায়েলের নিষেধাজ্ঞার কারণে তার অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠিত হয় মিশরের কায়রোতে এবং সেখানে বিশ্বের বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানগণ অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানে যোগদান করেন। অনুষ্ঠান শেষে তাকে রামাল্লায় দাফন করা হয়।
প্রশ্নঃ IAEA- এর নির্বাহী প্রধান হলেন-
[ বিসিএস ২৬তম ]
IAEA-এর নির্বাহী প্রধান হলেন রাফায়েল মারিয়ানো গ্রোসি (Rafael Mariano Grossi)। তিনি ২০১৯ সালের ডিসেম্বর মাসে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (International Atomic Energy Agency - IAEA)-এর মহাপরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। গ্রোসি আর্জেন্টিনার একজন কূটনীতিক এবং পরমাণু শক্তি বিষয়ে বিশেষজ্ঞ। তিনি IAEA-এর পূর্ববর্তী মহাপরিচালক ইউকিয়া আমানো (Yukiya Amano)-এর স্থলাভিষিক্ত হন।
প্রশ্নঃ নিচের কোন পর্যটক সোনারগাঁও এসেছিলেন?
[ বিসিএস ২৫তম ]
জগদ্বিখ্যাত পর্যটক ইবনে বতুতা (১৩০৪-১৩৭৮ খ্রি) ছিলেন মরক্কোর অধিবাসী। ইবনে বতুতা সোনারগাঁওয়ে আসেন ১৩৪৬ সালে। মধ্যযুগের আর যেসব বিখ্যাত পরিব্রাজক সোনারগাঁও পরিভ্রমণ করেন, তারা হচ্ছেন চীনের মা হুয়ান ১৪০৬ সালে এবং হৌ হিয়েন ১৪১৫ সালে। অন্যদিকে ফা-হিয়েন (আনুমানিক ৩৫৮-৪৩৫ খ্রি) ভারত পরিভ্রমণকারী চীনদেশীয় বৌদ্ধ ভিক্ষু ও পণ্ডিত। মার্কো পোলো (১২৫৪-১৩২৪ খ্রি.) মধ্যযুগের ইউরোপীয় ভূ-পর্যটকদের একজন। তার বর্ণনাকৃত ভ্রমণবৃত্তান্ত থেকেই ইউরোপবাসী চীন, তিব্বত, ভারত, সিংহল, ব্রহ্মদেশ ও শ্যামদেশসহ এশিয়ার বিভিন্ন অঞ্চলের জীবনযাপন সম্পর্কে প্রথম জানতে পারে। আর হিউয়েন সাং (৬০২-৬৬৪ খ্রি.) হলেন ভারত পরিভ্রমণকারী প্রাচীন চীন দেশীয় বৌদ্ধ ভিক্ষু ও পণ্ডিত।
প্রশ্নঃ ‘ডিজ আর্মিং ইরাক’ গ্রন্থটির রচয়িতা কে?
[ বিসিএস ২৫তম ]
সুইডেনের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হ্যান্স ব্লিক্স ইরাকে তদন্ত কমিশন পরিচালনা এবং এতদসম্পর্কিত আন্তর্জাতিক সংগঠন ও পরাশক্তি রাষ্ট্রের কূটনৈতিক তৎপরতার অভিজ্ঞতার উপর ভিত্তি করে লিখেন ‘ডিজ আর্মিং ইরাক’ নামক বইটি। উল্লেখ্য, সালমান রুশদীর ‘স্যাটানিক ভার্সেস’ এবং হিলারী ক্লিনটনের ‘লিভিং হিস্ট্রি’ আলোচিত দুটি বই।
প্রশ্নঃ A Long Walk to Freedom বইটির লেখক কে?
[ বিসিএস ২৪তম ]
বইটির প্রকৃত নাম ‘Long Walk to Freedom’। এটি আফ্রিকার বর্ণবাদবিরোধী আন্দোলনের অন্যতম পথিকৃৎ নেলসন ম্যান্ডেলার (১৯১৮-২০১৩) আত্মজীবনীমূলক বই। নেলসন ম্যান্ডেলা এই বইয়ে তার ১৯৬৩ হতে ১৯৯০ সাল পর্যন্ত দীর্ঘ ২৭ বছরের কারাজীবনসহ নানা ঘটনা বর্ণনা করেছেন।
প্রশ্নঃ ‘যুদ্ধই জীবন, যুদ্ধই সর্বজনীন’ -এটি কার উক্তি?
[ বিসিএস ২০তম ]
‘যুদ্ধই জীবন, যুদ্ধই সর্বজনীন’ -এই উক্তিটি অ্যাডলফ হিটলারের। তিনি ছিলেন একজন অস্ট্রীয় বংশোদ্ভূত জার্মান রাজনীতিবিদ, যিনি ন্যাশনাল সোশ্যালিস্ট জার্মান ওয়ার্কার্স পার্টির নেতৃত্ব দিয়েছিলেন। হিটলার ১৯৩৩ থেকে ১৯৪৫ সাল পর্যন্ত জার্মানির চ্যান্সেলর এবং ১৯৩৪ থেকে ১৯৪৫ সাল পর্যন্ত সে দেশের ফিউরার ছিলেন।
প্রশ্নঃ আমলাতন্ত্রের প্রধান প্রবক্তা কে?
[ বিসিএস ২০তম ]
নির্বাচিত জনপ্রতিনিধিদের ব্যর্থতা বা অযোগ্যতার প্রেক্ষিতে সরকারের আমলাদের দ্বারা পরোক্ষভাবে রাষ্ট্র চালনাকে আমলাতন্ত্র বলে। এ আমলাতন্ত্রের প্রধান প্রবক্তা ম্যাক্সওয়েবার। অন্যদিকে কার্ল মার্কস কে বলা হয় কমিউনিজম বা গণসাম্যবাদের প্রবক্তা।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট আব্রহাম লিংকন ১৮৬৩ সালে ক্রীতদাস প্রথা বিলুপ্ত করেন। তিনি যুক্তরাষ্ট্রে ১৬তম প্রেসিডেন্ট এবং দাস প্রথার চরম বিরোধী। ১৮৬৩ সালে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের দাস প্রথাকে কেন্দ্র করে মার্কিন যুক্তরাষ্ট্রের গৃহযুদ্ধের সময় তিনি উত্তরাঞ্চলীয় ইউনিয়ন বাহিনীর নেতৃত্ব দেন এবং দক্ষিণের কনফেভারেট জোটকে পরাজিত করেন।
প্রশ্নঃ নোবেল পুরস্কারের প্রবর্তক আলফ্রেড নোবেল ধনী হয়েছিলেন-
[ বিসিএস ১৮তম ]
আলফ্রেড নোবেল জন্মগ্রহণ করেন সুইডেনের স্টকহোমের এক সম্ভ্রান্ত পরিবারে ১৮৩৩ সালের ২১ অক্টোবর। তিনি তার বাবার আবিষ্কৃত নাইট্রোগ্লিসারিনের সাথে ‘কিজেলগুর’ মিশিয়ে তৈরি করেন ‘ডিনামাইট’। এ ডিনামাইট আবিষ্কার করেই তিনি অর্জন করেন প্রচুর অর্থ। বিজ্ঞানী আলফ্রেড নোবেল মারা যান ১৮৯৬ সালের ১০ ডিসেম্বর । তার মৃত্যু দিবসে ঘোষণা করা হয় নোবেল পুরস্কার।
প্রশ্নঃ স্টিফেন হকিং বিশ্বের একজন খুব বিখ্যাত–
[ বিসিএস ১৮তম ]
বর্তমান বিশ্বের বিখ্যাত পদার্থবিদ স্টিফেন হকিং ১৯৪২ সালের ৮ জানুয়ারি জন্মগ্রহণ করেন। তার লেখা ‘এ ব্রিফ হিস্ট্রি অফ টাইম’ একটি আলোচিত বই।
প্রশ্নঃ ‘মোনালিসা’ চিত্রটির চিত্রকর কে?
[ বিসিএস ১৮তম ]
চিত্রকর | বিখ্যাত চিত্রকর্ম |
---|---|
মাইকেল এঞ্জেলো | মোজেস, পিয়েতা, ডেভিড |
লিওনার্দো দ্যা ভিঞ্চি | মোনালিসা, দ্য লাস্ট সাপার, দ্য ক্যাপটিজম অব খ্রিস্ট |
ভ্যানগগ | সানফ্লাওয়ার |
পাবলো পিকাসো | দ্য ব্লু রুম, গোয়ের্নিকা, পালোমা বা শান্তিকপোত |
প্রশ্নঃ বিশ্বখ্যাত ‘মোনালিসা’ চিত্রটির চিত্রকর কে?
[ বিসিএস ১৪তম ]
লিওনার্দো দ্য ভিঞ্চি ইতালির বিখ্যাত চিত্রকর। তার জগদ্বিখ্যাত ‘মোনালিসা’ চিত্রকর্মটি বর্তমানে ফ্রান্সের ল্যুভর মিউজিয়ামে সংরক্ষিত আছে। তার আরেকটি নামকরা চিত্রকর্ম হলো ‘দ্য লাস্ট সাপার’।