আমাদের স্কুল

সেটিং

বহুনির্বাচনি প্রশ্নের দেখানোর অপশনঃ
শুধুমাত্র উত্তর 2 অপশন
3 অপশন 4 অপশন
বহুনির্বাচনি প্রশ্নের অপশন প্রদর্শনঃ
রো আকারে কলাম আকারে
বহুনির্বাচনি প্রশ্নের উত্তরঃ
লুকান বোল্ড করুন
দেখান দেখান ও বোল্ড করুন
বহুনির্বাচনি প্রশ্নের ব্যাখ্যাঃ
দেখান লুকান নিচে লুকান
থিম নির্বাচন করুনঃ
ফন্ট সাইজঃ
16

বিসিএস ২৮তম

পরীক্ষারঃ বিসিএস প্রিলিমিনারি টেস্ট

মোট বহুনির্বাচনি প্রশ্নঃ 100

মোট মার্কঃ 100

পরীক্ষার সময়ঃ 02:00:00

প্রকাশের তারিখঃ 28.11.2008

১. চা পাতায় কোন ভিটামিন থাকে?

[ বিসিএস ৩৭তম | বিসিএস ২৮তম ]

 ভিটামিন ‘ই’
 ভিটামিন ‘কে’
 ভিটামিন বি কমপ্লেক্স
 ভিটামিন ‘এ’
ব্যাখ্যাঃ

চা পাতায় ভিটামিন বি কমপ্লেক্স থাকে।

এছাড়াও, চা পাতায় ভিটামিন কে (K), ভিটামিন সি (C) এবং কিছু পরিমাণে অন্যান্য ভিটামিনও পাওয়া যায়, তবে ভিটামিন বি কমপ্লেক্সের উপাদানগুলো (যেমন রাইবোফ্ল্যাভিন, ফলিক অ্যাসিড) উল্লেখযোগ্য পরিমাণে থাকে।

২. Tiger : Zoology:: Mars:-

[ বিসিএস ৩৪তম | বিসিএস ২৮তম ]

 Astrology
 Cryptology
 Astronomy
 Telescopy
ব্যাখ্যাঃ

Astrology বলতে বোঝায় জ্যোতিষ, জ্যোতি তত্ত্ব। Cryptology হলো The art of writing or solving codes। Astronomy হলো গ্রহ, তারা, চাঁদ, সূর্য ইত্যাদির বিজ্ঞানসম্মত অধ্যয়ন। Telescopy হলো দূরের জিনিস সহজে অনুধাবনের বিজ্ঞান। প্রশ্নে Tiger প্রাণী যেমন Zoology অর্থাৎ প্রাণিবিজ্ঞানের সাথে সম্পৃক্ত, ঠিক তেমনি Mars অর্থাৎ মঙ্গলগ্রহ Astronomy-এর সাথে সম্পর্কিত।

৩. সুষম খাদ্যের উপাদান কয়টি?

[ বিসিএস ৩৪তম | বিসিএস ২৯তম | বিসিএস ২৮তম ]

 ৪টি
 ৬টি
 ৫টি
 ৮টি
ব্যাখ্যাঃ

মানবদেহের পুষ্টির চাহিদা সঠিকভাবে পূরণের জন্য সুষম খাদ্য গ্রহণ করা অপরিহার্য। সুষম খাদ্যের উপাদান ৬টি। এগুলো হলো: শর্করা বা শ্বেতসার, আমিষ বা প্রোটিন, ভিটামিন বা খাদ্যপ্রাণ, খনিজ লবণ, ফ্যাট বা চর্বি ও পানি।

 বাঁকুড়ার এক গৃহস্থের গোয়াল ঘর থেকে
 আরাকান রাজগ্রন্থাগার থেকে
 নেপালের রাজগ্রন্থশালা থেকে
 সুদূর চীন দেশ থেকে
ব্যাখ্যাঃ

বাংলা সাহিত্যের প্রাচীন যুগের একমাত্র নিদর্শন ‘চর্যাপদ’। ‘চর্যাপদ’ হলো গানের সংকলন, যা রচনা করেন বৌদ্ধ সহজিয়াগণ। মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী নেপালের রাজগ্রন্হশালা তথা নেপালের রয়েল লাইব্রেরি থেকে ১৯০৭ খ্রিষ্টাব্দে ‘চর্যাপদ’ আবিষ্কার করেন। অপরদিকে ১৯০৯ সালে বাঁকুড়ার এক গৃহস্থের গোয়াল ঘর থেকে ‘শ্রীকৃষ্ণকীর্তন’ কাব্য আবিষ্কার করেন বসন্তরঞ্জন রায় বিদ্বদ্বল্লভ।

 বিজয়গুপ্ত
 ভারতচন্দ্র রায়গুণাকর
 মুকুন্দরাম চক্রবর্তী
 কানাহরি দত্ত
ব্যাখ্যাঃ

বাংলা সাহিত্যের সময়কালকে তিন ভাগে ভাগ করা হয়েছে। এর মধ্যে মধ্যযুগ বলতে ১২০১ থেকে ১৮০০ খ্রিষ্টাব্দ পর্যন্ত সময়কালকে বোঝায়। ভারতচন্দ্র রায়গুণাকরের জীবনকাল ১৭১২ থেকে ১৭৬০ খ্রিষ্টাব্দ। তিনি আঠারো শতকের মঙ্গলকাব্য ধারার শ্রেষ্ঠ কবি। তিনি ছিলেন নবদ্বীপের রাজা কৃষ্ণচন্দ্রের সভাকবি। তার শ্রেষ্ঠ কীর্তি ‘অন্নদামঙ্গল’ কাব্য (১৭৫২-৫৩) রচনা। তাকে মধ্যযুগের শেষ বড় কবি বলা হয়।

 নবদ্বীপের
 মিথিলার
 বৃন্দাবনের
 বর্ধমানের
ব্যাখ্যাঃ

মিথিলার কবি বিদ্যাপতি (১৩৭৪-১৪৬০) বৈষ্ণব সহজিয়া সাধকদের নবরসিকের অন্যতম। তিনি বাংলায় একটি পঙ্‌ক্তি না লিখেও বাঙালিদের কাছে একজন শ্রদ্ধেয় কবি। ‘মৈথিলী কোকিল’ ও ‘অভিনব জয়দেব’ নামে খ্যাত বিদ্যাপতি বৈষ্ণব কবি ও পদসঙ্গীত ধারার রূপকার। তিনি মিথিলার সীতাময়ী মহকুমার বিসফি গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর কবিখ্যাতি মূলত “ব্রজবুলি” ভাষায় রচিত রাধাকৃষ্ণের প্রণয়নমূলক পদ (পদাবলী) এর জন্য। তবে তিনি মৈথিলী, অবহটঠ ও সংস্কৃত ভাষায়ও পদ রচনা করেন। তাঁর বিখ্যাত পঙক্তি- “এ সখি হামারি দুখের নাহি ওর। এ ভরা বাদর মাহ ভাদর শূন্য মন্দির মোর।।”

 শ্রী রাধার ননদিনী
 শ্রী রাধার শাশুড়ি
 রাধাকৃষ্ণের প্রেমের দূতী
 জনৈক গোপবালা
ব্যাখ্যাঃ

মধ্যযুগের আদি কবি বড়ু চণ্ডীদাস লোকসমাজে প্রচলিত রাধাকৃষ্ণ প্রেম-সম্পর্কিত গ্রাম্য গল্প অবলম্বনে ‘শ্রীকৃষ্ণকীর্তন’ কাব্য রচনা করেন। ১৯০৯ খ্রিস্টাব্দে বসন্তরঞ্জন রায় বিদ্বদ্বল্লভ পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার কাঁকিল্য গ্রামের এক গৃহস্থ বাড়ির গোয়ালঘর থেকে পুঁথি আকারে অযত্নে রক্ষিত এ কাব্য আবিষ্কার করেন। ১৯১৬ সালে বসন্তরঞ্জন রায়ের সম্পাদনায় গ্রন্হটি বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে প্রকাশিত হয়। পুরো কাব্যটি আবর্তিত হয়েছে রাধা-কৃষ্ণের প্রেমনিবেদন, দেহসম্ভোগ, দুঃখভোগ ইত্যাদির মধ্য দিয়ে। আর বড়াই চরিত্রটিকে কবি সৃষ্টি করেছেন রাধা-কৃষ্ণের প্রেমের সংবাদ আদান-প্রদানকারিণী বা দূতী হিসেবে।

 গ্রামীণ নরনারীর প্রণয় সংবলিত উপাখ্যানকে
 লোক সাধারণের কল্যাণে দেবতার স্তুতিমুলক রচনাকে
 লোকের মুখে মুখে প্রচলিত কাহিনি, গান, ছড়া ইত্যাদিতে
 গ্রামীণ অশিক্ষিত ও অখ্যাত লোকের সৃষ্ট রচনাকে
ব্যাখ্যাঃ

আবহমান কাল ধরে জনসাধারণের মুখে মুখে প্রচলিত গাঁথা, কাহিনী, গান, ছড়া, প্রবাদ ইত্যাদি নিয়ে যে সাহিত্যের সৃষ্টি তাকে লোকসাহিত্য বলে। এটি পল্লি বাংলার অমূল্য সম্পদ। বিশ শতকের গোড়ায় লোকসাহিত্য সংগ্রহ ও সংকলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার, দীনেশচন্দ্র সেন প্রমুখ। লোকসাহিত্য বিশ্লেষণে প্রথম এগিয়ে আসেন রবীন্দ্রনাথ ঠাকুর। এছাড়াও লোকসাহিত্য সংগ্রহে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন চন্দ্রকুমার দে, আশুতোষ চৌধুরী, জসীমউদ্‌দীন প্রমুখ।

 নবম শতকে
 ত্রয়োদশ শতকে
 ষোড়শ শতকে
 উনিশ শতকে
ব্যাখ্যাঃ

গবেষকদের মতে, ষোল থেকে আঠারো শতক অবধি বাংলা গদ্যের নিদর্শন প্রধানত চিঠিপত্রে ও দলিল-দস্তাবেজে আবদ্ধ ছিল। কিন্তু বাংলা সাহিত্যে গদ্যের সূচনা হয় উনিশ শতকে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে ‘বাংলা গদ্যের জনক’ বলা হয়।

 দিকদর্শন
 সংবাদ প্রভাকর
 তত্ত্ববোধিনী
 বঙ্গদর্শন
ব্যাখ্যাঃ

বাংলা ভাষায় প্রথম সাময়িকপত্র ‘দিকদর্শন’; প্রকাশকাল ১৮১৮। সম্পাদক জন ক্লার্ক মার্শম্যান। বাংলা সংবাদপত্রের ইতিহাসে ১৮১৮ খ্রিস্টাব্দে যে তিনটি গুরুত্বপূর্ণ (দিকদর্শন, সমাচার দর্পণ, বেঙ্গল গেজেট) পত্রিকা প্রকাশিত হয় হুগলি জেলার শ্রীরামপুরের খ্রিস্টান মিশনারিদের তত্ত্বাবধানে, তার মধ্যে ‘দিকদর্শন’ অন্যতম।

১১. ইয়ং বেঙ্গল কি?

[ বিসিএস ২৮তম ]

 বাংলাভাষা শিক্ষার্থী ইংরেজ
 ইংরেজি ভাবধারাপুষ্ট বাঙালি যুবক
 একটি সাহিত্যিক গোষ্ঠীর নাম
 একটি সাময়িক পত্রের নাম
ব্যাখ্যাঃ

ইয়ং বেঙ্গল উনিশ শতকের বাংলার নবজাগরণ বা রেনেসাঁসের বার্তাবাহী পাশ্চাত্য শিক্ষা, সভ্যতা ও সংস্কৃতির আলোকে আলোকিত বাঙালি যুবসমাজ। এই দলের প্রায় সকলেই ছিলেন হিন্দু কলেজের ছাত্র এবং অধ্যাপক ডিরোজিওর শিষ্য। ইয়ং বেঙ্গলদের মুখপত্র ছিল এনকোয়ারার, জ্ঞানান্বেষণ, পার্থেনন প্রভৃতি।

 বুড়ো শালিকের ঘাড়ে রোঁ
 বিয়ে পাগলা বুড়ো
 কিঞ্চিত জলযোগ
 কল্কি অবতার
ব্যাখ্যাঃ

"বিয়ে পাগলা বুড়ো" দীনবন্ধু মিত্র রচিত একটি প্রহসন। এটি বাংলা সাহিত্যে সামাজিক ব্যঙ্গধর্মী নাটকের অন্যতম উদাহরণ। এই প্রহসনে সমাজের বিভিন্ন কুসংস্কার, বিশেষ করে বয়স্ক ব্যক্তিদের অযৌক্তিকভাবে বিয়ের প্রতি আসক্তি এবং সামাজিক অনিয়মকে তীক্ষ্ণভাবে ব্যঙ্গ করা হয়েছে।

 নটির পূজা
 বেহুলা গীতাভিনয়
 নবীন তপস্বিনী
 কৃষ্ণকুমারী
ব্যাখ্যাঃ

"বেহুলা গীতাভিনয়" মীর মশাররফ হোসেন রচিত একটি গীতিনাট্য। এটি বাংলার লোককাহিনি মনসামঙ্গল অবলম্বনে লেখা হয়েছিল। নাটকটি বিশেষভাবে বেহুলা-লখিন্দরের কাহিনিকে কেন্দ্র করে রচিত, যেখানে বেহুলার অটল ভালোবাসা ও সংগ্রামের গল্প তুলে ধরা হয়েছে।
মীর মশাররফ হোসেন বাংলা সাহিত্যে গীতিনাট্যের প্রচলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন, এবং "বেহুলা গীতাভিনয়" তার অন্যতম উল্লেখযোগ্য নাট্যকর্ম।

 ১৮১৭ সালে
 ১৮৩২ সালে
 ১৮৫২ সালে
 ১৭৫৩ সালে
ব্যাখ্যাঃ

কলকাতায় প্রথম রঙ্গমঞ্চ তথা নাট্যমঞ্চ প্রতিষ্ঠিত হয় ১৭৫৩ সালে। নাটক ও নৃত্যকর্মকে উৎসাহিত করতে ব্রিটিশরা ‘প্লে হাউস’ নামক এ রঙ্গমঞ্চটি প্রতিষ্ঠা করে। কলকাতার লালদিঘীর পূর্ব পাশে লালবাজার রোডে এটি অবস্থিত।

 একরাত্রি
 নষ্টনীড়
 ক্ষুধিত পাষাণ
 মধ্যবর্তিনী
ব্যাখ্যাঃ

রবীন্দ্রনাথ ঠাকুরের বেশ কিছু গল্পে অতিপ্রাকৃত বা অলৌকিক উপাদান পাওয়া যায়। তার মধ্যে অন্যতম হলো "ক্ষুধিত পাষাণ"
এই গল্পে একটি পুরনো, নির্জন ডাকবাংলো এবং তার অতিপ্রাকৃত পরিবেশকে ঘিরে রহস্যময় ও ভৌতিক অনুভূতি সৃষ্টি করা হয়েছে। গল্পের বর্ণনায় অতীতের স্মৃতি, অদ্ভুত কল্পনা এবং রহস্যময় আবহ ফুটে উঠেছে, যা পাঠকদের এক ধরনের ভৌতিক অনুভূতির সম্মুখীন করে।
এছাড়াও রবীন্দ্রনাথের "নিশীথে", "মনিহারা", এবং "দুইবোন" গল্পগুলোতেও অতিপ্রাকৃত উপাদানের উপস্থিতি লক্ষ্য করা যায়।

 মোতাহের হোসেন
 ইসমাইল হোসেন সিরাজী
 মীর মশাররফ হোসেন
 ফররুখ আহমদ
ব্যাখ্যাঃ

বাংলা সাহিত্যের প্রথম মুসলিম ঔপন্যাসিক মীর মশাররফ হোসেন ‘রত্নবতী’ উপন্যাসটি রচনা করেন ১৮৬৯ সালে, যা বাংলা সাহিত্যে মুসলিম রচিত প্রথম উপন্যাস। মীর মশাররফ হোসেনের জন্ম কুষ্টিয়ার লাহিনীপাড়া গ্রামে ১৩ নভেম্বর, ১৮৪৭ খ্রিস্টাব্দে। তিনি ঔপন্যাসিক, নাট্যকার ও প্রাবন্ধিক। তার বিখ্যাত উপন্যাস ‘বিষাদ-সিন্ধু’ (১৮৮৫-১৮৯১)।

 মাহে নও
 সওগাত
 ধূমকেতু
 কালিকলম
ব্যাখ্যাঃ

কাজী নজরুল ইসলাম সম্পাদিত পত্রিকার নাম "ধূমকেতু""ধূমকেতু" ছিল একটি দেশপ্রেমমূলক ও বিদ্রোহাত্মক পত্রিকা, যা ১৯২২ সালে প্রকাশিত হয়। এটি ব্রিটিশ শাসনের বিরুদ্ধে সোচ্চার ছিল এবং এই পত্রিকায় প্রকাশিত লেখার জন্য নজরুলকে কারাবরণও করতে হয়েছিল। এছাড়াও, তিনি "লাঙল""গণবাণী" পত্রিকারও সম্পাদনার সঙ্গে যুক্ত ছিলেন।

 ধূসর পাণ্ডুলিপি
 কবিতার কথা
 ঝরা পালকের কবি
 দুর্দিনের যাত্রী
ব্যাখ্যাঃ

তিমির হননের কবি জীবনানন্দ দাশ (১৮৯৯-১৯৫৪)-এর প্রবন্ধগ্রন্হ ‘কবিতার কথা’ (১৯৫৪)। তার রচিত কাব্যগ্রন্হ: ‘ঝরাপালক’ (১৯২৭), ‘ধূসর পাণ্ডুলিপি’ (১৯৩৬), ‘বনলতা সেন’ (১৯৪২), ‘সাতটি তারার তিমির’ (১৯৪৮) ‘রূপসী বাংলা’ (১৯৫৭)। উপন্যাস : ‘মাল্যবান’ (১৯৭৩), ‘সতীর্থ’ (১৯৭৪)। ‘দুর্দিনের যাত্রী’ (১৯২২) এবং ‘যুগবাণী’ (১৯২৬) কাজী নজরুল ইসলাম রচিত প্রবন্ধ গ্রন্হ।

 কাজী নজরুল ইসলাম
 ফররুখ আহমদ
 আব্দুল কাদির
 বন্দে আলী মিয়া
ব্যাখ্যাঃ

বাংলা সাহিত্যে ‘মুসলিম রেনেসাঁর কবি’ হিসেবে পরিচিত ফররুখ আহমদ সাত সাগরের মাঝি কাব্য গ্রন্হটি রচনা করেন। ১৯৪৪ সালে প্রকাশিত এই কাব্য গ্রন্হের উল্লেখযোগ্য কিছু কবিতা হলো: পাঞ্জেরী, সিন্দবাদ, আকাশ-নাবিক, ডাহুক, এইসব রাত্রি ইত্যাদি।

 অগ্নিসাক্ষী
 চিলেকোঠার সেপাই
 আরেক ফাল্গুন
 অনেক সূর্যের আশা
ব্যাখ্যাঃ

"আরেক ফাল্গুন" ভাষা আন্দোলনভিত্তিক একটি বিখ্যাত বাংলা উপন্যাস, যা জহির রায়হান রচিত।
এই উপন্যাসে ১৯৫২ সালের ভাষা আন্দোলনের প্রেক্ষাপট চিত্রিত হয়েছে, যেখানে ছাত্রদের আত্মত্যাগ, প্রতিবাদ ও সংগ্রামের চিত্র ফুটে উঠেছে। এটি বাংলা ভাষা আন্দোলনের অন্যতম গুরুত্বপূর্ণ সাহিত্যিক দলিল হিসেবে গণ্য করা হয়।

 শঙ্খনীল কারাগার
 কাঁটাতারে প্রজাপতি
 জাহান্নম হইতে বিদায়
 আর্তনাদ
ব্যাখ্যাঃ

"জাহান্নম হইতে বিদায়" একটি মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস, যা সেলিনা হোসেন রচিত। এই উপন্যাসে বাংলাদেশের মুক্তিযুদ্ধের বাস্তব চিত্র, মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগ, যুদ্ধের ভয়াবহতা ও মানবিক সংকট গভীরভাবে ফুটে উঠেছে। এটি মুক্তিযুদ্ধভিত্তিক বাংলা সাহিত্যের অন্যতম গুরুত্বপূর্ণ রচনা হিসেবে বিবেচিত হয়।

 বনী আদম
 জননী
 চৌরসন্ধি
 ক্রীতদাসের হাসি
ব্যাখ্যাঃ

শওকত ওসমান তার বিখ্যাত উপন্যাস "ক্রীতদাসের হাসি" জন্য আদমজী সাহিত্য পুরস্কার লাভ করেন। উপন্যাসটি ১৯৬২ সালে প্রকাশিত হয় এবং এতে পাকিস্তানি শাসনামলের শোষণ ও স্বৈরাচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ উঠে এসেছে। এটি রাজনৈতিক ব্যঙ্গাত্মক উপন্যাস হিসেবে বাংলা সাহিত্যে বিশেষভাবে গুরুত্বপূর্ণ।

 প্রতিরোধ
 উপস্থাপন
 অনুরোধ
 উপযোগী
ব্যাখ্যাঃ

‘উপরোধ’ শব্দের অর্থ : বিশেষ অনুরোধ, সুপারিশ, খাতির। ‘উপরোধে ঢেকি গেলা’ বাগধারাটিতে এ শব্দের ব্যবহার দেখা যায়, যার অর্থ অনুরোধ এড়াতে না পেরে অনিচ্ছা সত্ত্বেও কোনো কাজ করা।

২৪. Dhaka is becoming one of the ____ cities in Asia.

[ বিসিএস ২৮তম ]

 more busy
 busy
 busiest
 most busiest
ব্যাখ্যাঃ

২ এর অধিক ব্যক্তি বা বস্তুর দোষ-গুণের তারতম্য প্রকাশে superlative degree হয়। seperlative degree এর পূর্বে the বসে। Positive degree কে superlative degree করতে one of the ব্যবহৃত হয়। এরপর adjective এর superlative form বসে।

২৫. He had written the book before he-

[ বিসিএস ২৮তম ]

 retired
 had retired
 has retired
 will be retired
ব্যাখ্যাঃ

Tense-এর ব্যবহার করে বাক্যটি সম্পূর্ণ করতে হবে। Before conjunction যুক্ত Past Perfect Tense-এর ব্যবহার হলো Before-এর পূর্বের বাক্য Past Perfect Tense হবে এবং Before-এর পরের অংশ Past Indefinite বা Simple Past Tense হবে।

 over
 through
 with
 by
ব্যাখ্যাঃ

ওপরের বাক্যটিতে রিজভী রিনিকে টেলিফোনের মাধ্যমে মিটিংয়ে উপস্থিত থাকতে অনুরোধ করছে। কোনো কিছুর ব্যবহার যখন কোনো কিছুর মাধ্যমে বা উপায়ে সম্পন্ন হয় তখন 'Over' preposition ব্যবহৃত হয়। যেমন রেডিও, টেলিগ্রাফ, টেলিফোন ইত্যাদি।

২৭. The word 'precedence' means-

[ বিসিএস ২৮তম ]

 example
 priority
 elderly
 case
ব্যাখ্যাঃ

Precedence শব্দটি noun. এর অর্থ অগ্রাধিকার বা অগ্রগণ্যতা। যেমন Order of Precedence. এই অর্থে Priority সঠিক উত্তর। কেননা Priority শব্দটি দ্বারাও অগ্রগণ্য বা অগ্রাধিকার mean করে। আবার শব্দটি যদি Precedent হতো তাহলে example সঠিক উত্তর হতো। কারণ Precedent শব্দের অর্থ নজির, পূর্ব নিদর্শন, উদাহরণ, দৃষ্টান্ত ইত্যাদি। Elderly শব্দটি adjective, যার অর্থ বয়োজ্যেষ্ঠ, প্রৌঢ়, প্রবীণ ইত্যাদি। ‘case’ noun টির দু ধরনের অর্থ আছে ১. ঘটনা, ব্যাপার ইত্যাদি এবং ২. বাক্স, খাপ, আবরণ ইত্যাদি।

২৮. The prices of rice are -

[ বিসিএস ২৮তম ]

 raising
 risen
 rising
 raised
ব্যাখ্যাঃ

Rise অর্থ ঘুম থেকে ওঠা, জেগে ওঠা, বৃদ্ধি পাওয়া। এর Past ও Past Participle Form যথাক্রমে rose, risen. Raise দ্বারা কোনো কিছুকে ওঠানো বোঝায়। এর Past Form ও Past Participle Form হবে raised. ‘Rise’ verb টির Present Participle হবে rising. উপর্যুক্ত বাক্যটিতে rice-এর মূল্য বৃদ্ধি একটি চলমান প্রক্রিয়া অর্থাৎ Continuous Process. অতএব বাক্যটিতে ‘rise’ verb-এর Continuous Tense হবে। অর্থাৎ ing যোগ হয়ে হবে rising.

২৯. 'To get along with' means-

[ বিসিএস ২৮তম ]

 to adjust
 to accompany
 to interest
 to walk
ব্যাখ্যাঃ

Get along with একটি Phrasal verb, যার অর্থ good relationship with someone. আবার Deal with বা handle অর্থেও get along with ব্যবহার হয়ে থাকে। যেমন How are you getting along with the training course. To adjust অর্থ কোনো কিছুর সাথে নিজেকে খাপ খাওয়ানো, good relationship না থাকলে তার সাথে নিজেকে খাপ খাওয়ানো যায় না। To accompany অর্থ কারো সঙ্গী/সহগামী হওয়া। To interest বলতে কোনো কিছুতে আগ্রহ, অনুরাগ, আকর্ষণ, আসক্তি, স্পৃহা ইত্যাদি বোঝায়। To walk অর্থ হাঁটা, চলাফেরা করা ইত্যাদি।

 Keats
 Frost
 Eliot
 Shelley
ব্যাখ্যাঃ

Percy Bysshe Shelley (1792-1822) ছিলেন ইংল্যান্ডের বিখ্যাত কবি। তার বিখ্যাত রচনাগুলোর মধ্যে রয়েছে ‘Queen Mab: A Philosophical Poem’, ‘The Revolt of Islam’, ‘Prometheus’. তার বিখ্যাত উক্তি “If winter cames, can spring be far behind?” নেয়া হয়েছে ‘Ode to The West Wind’ কবিতা থেকে। উল্লেখ্য, লাইনটি কবিতার শেষ লাইন। ইংরেজি সাহিত্যে Great Romantic Poet হলেন John Keats (1795-1821)। তাকে বলা হয় ‘Poet of Beauty’. Robert Lee Frost (1874-1963) আমেরিকার একজন বিখ্যাত কবি ও নাট্যকার। Thomas Stearns Eliot (1888-1965) ছিলেন ইংল্যান্ডের বিখ্যাত কবি। তার বিখ্যাত গ্রন্হ ‘The Waste Land’.

৩১. The verb of the word 'short' is -

[ বিসিএস ২৮তম ]

 enshort
 shorten
 shorted
 shorting
ব্যাখ্যাঃ

Short শব্দটি adjective. এর verb form ‘shorten’ (সংক্ষিপ্ত করা), adverb ‘shortly’ (সংক্ষিপ্তভাবে), noun 'shortness' (সংক্ষেপ)।

৩২. 'Light' is to 'dark' as 'cold' is to-

[ বিসিএস ২৮তম ]

 hot
 heat
 cool
 winter
ব্যাখ্যাঃ

Light এর বিপরীত শব্দ dark. তেমনি cold এর বিপরীত শব্দ hot.

 than
 but
 to
 without
ব্যাখ্যাঃ

Prefer to একটি Prepositional verb-এর অর্থ অধিকতর পছন্দ করা, শ্রেয় মনে করা ইত্যাদি। উপর্যুক্ত বাক্যটির অর্থ হলো অনেকে বস্ত্র সামগ্রীর চেয়ে টাকা দান করাকে অধিকতর পছন্দ বা শ্রেয় মনে করে। সুতরাং এক্ষেত্রে ‘Prefer’ verb-এর সাথে preposition ‘to’ বসবে।

৩৪. Julia has been ill ____ three months.

[ বিসিএস ২৮তম ]

 since
 about
 in
 for
ব্যাখ্যাঃ

Preposition ‘for’ সাধারণত word বা phrases-এর পূর্বে ‘period of time’ বোঝাতে ব্যবহার হয়ে থাকে। যেমন For three months. এটি simple present tense ছাড়া অন্য যে কেনো tense-এর সাথে ব্যবহার হতে পারে। অন্যদিকে ‘since’ prepositionটি ‘Point of time’ নির্দেশ করে এমন word বা phrases-এর পূর্বে বসে। যেমন-since monday. এটি সাধারণত present perfect tense- এর ক্ষেত্রে ব্যবহার হয়। তবে past perfect tense-এর ক্ষেত্রেও এটি ব্যবহৃত হয়।

 a noun phrase
 an infinitive phrase
 a prepositional phrase
 a verb phrase
ব্যাখ্যাঃ

Noun phrase এমন একটি group of words, যা বাক্যে ব্যবহৃত হয়ে noun-এর কাজ করে। যেমনWe enjoy playing cricket. Infinitive phrase-এ head word হিসেবে থাকে একটি infinitive অর্থাৎ to + verb. যেমন To read newspaper is good habit. এরূপ phrase noun, modifier বা verb-এর complement হিসেবে ব্যবহৃত হয়। Preposition + noun phrase মিলে prepositional phrase গঠিত হয়। যেসব Prepositional phrase-এর প্রথমে এবং শেষে Preposition থাকে সেগুলো sentence-এ Preposition-এর কাজ করে। যেমন in case of. Prepositional phrase কেবল গঠনের দিক থেকে prepositional কিন্তু এরা sentence-এ adjective বা adverb-এর কাজ করে। verb phrase হলো lexical বা মূল verb এবং auxiliary verb-এর সমন্বয়ে গঠিত phrase, যার head word হলো মূল verb. যেমন I shall go there. প্রশ্নে উল্লিখিত বাক্যে 'wait' verb-এর modifier হিসেবে for the bus বসেছে। অর্থাৎ verb-এর পরে noun বসেছে। সুতরাং for the bus অংশটি noun phrase.

৩৬. The word 'disinterested' means-

[ বিসিএস ২৮তম ]

 lack of interest
 indifferent
 callous
 neutral
ব্যাখ্যাঃ

Lack of interest দ্বারা বোঝায় কোনো কিছুতে উৎসাহ বোধের অভাব। Indifferent শব্দের অর্থ উদাসীনতা, অনীহা, বিতৃষ্ণা, বৈরাগ্য ইত্যাদি। Callous শব্দের অর্থ- নির্বোধ কঠিন, নির্মম, উদাসীন, অসাড় ইত্যাদি। Neutral শব্দের অর্থ কোনো পক্ষকেই সমর্থন করে না এমন, নিরপেক্ষ। Disinterested শব্দের অর্থ নিরপেক্ষ। অর্থাৎ neutral-এর সমার্থক। তবে Disinterest হলে সঠিক উত্তর হতো Lack of interest. অতএব সঠিক উত্তর neutral.

৩৭. Who did write first engligh dictionary?

[ বিসিএস ২৮তম ]

 Boswell
 Ben Jonson
 Samuel Johnson
 Milton
ব্যাখ্যাঃ

James Boswell (1740-1795) ছিলেন স্কটল্যান্ডের একজন আইনজীবী ও লেখক। তিনি Samuel Johnson -এর Biography লেখার কারণে বিখ্যাত। Ben Jonson (1572-1637) ছিলেন ইংলিশ রেনেসাঁর নাট্যকার, কবি ও অভিনেতা। Samuel Johnson (1709-1784) ছিলেন ইংলিশ লেখক। তিনি ১৭৫৫ সালে প্রথম 'Dictionary of the English Language' নামে একটি Dictionary প্রকাশ করেন। এটা ছিল তার নয় বছর সাধনার ফল। এজন্য তাকে 'Father of the English Dictionary' বলা হয়। John Milton (1608-1674) ছিলেন একজন বিখ্যাত ইংরেজ মহাকাব্য রচয়িতা। তার বিখ্যাত মহাকাব্য হলো 'Paradise Lost', 'Paradise Regained'।

 telecast
 published
 telecasted
 broadecasted
ব্যাখ্যাঃ

Verb হিসেবে telecast সাধারণত passive sense-এ ব্যবহার হয়ে থাকে। উল্লিখিত বাক্যটিও রয়েছে passive sense-এ। এর অর্থ কোনো কিছু টেলিভিশনে সম্প্রচার করা। published অর্থ কোনো কিছু প্রকাশ করা। যেমন বই, পত্রিকা ইত্যাদি। telecasted শব্দটির প্রয়োগ ভুল। কারণ telecast-এর passive use-এ ও telecast ব্যবহার হয়।

৩৯. The word 'electorate' means-

[ বিসিএস ২৮তম ]

 election office
 a body of voters
 many elections
 candidates
ব্যাখ্যাঃ

Electorate শব্দটি noun, যার অর্থ নির্বাচকমণ্ডলী। Election office সাধারণত election সংশ্লিষ্ট কার্যক্রম পরিচালনা করে। A body of voters বলতে বোঝায় নির্বাচকমণ্ডলী, যারা voter-দের দ্বারা নির্বাচিত। অনেকগুলো election বোঝাতে many elections ব্যবহৃত হয়। Candidate বলতে প্রার্থী বোঝায়। Candidate শব্দটি নির্বাচনের ক্ষেত্রে, পরীক্ষার ক্ষেত্রে ব্যবহৃত হতে পারে। তবে সাধারণত candidate দ্বারা নির্বাচনের প্রার্থী বোঝানো হয়ে থাকে।

৪০. 'Animal Farm' was written by-

[ বিসিএস ২৮তম ]

 Geogre Orwell
 Stevenson
 Swift
 Mark Twain
ব্যাখ্যাঃ

Eric Arthur Blair (1903-1950)-এর pen name ছিল George Orwell. তিনি ভারতের বর্তমান বিহারে জন্মগ্রহণ করেছিলেন। পরে তিনি ব্রিটিশ নাগরিকত্ব লাভ করেন। তার উল্লেখযোগ্য অবদান হলো 'Animal Farm' (1945) ও 'Nineteen Eighty-Four' (1949) নামের দুটি উপন্যাস।

৪১. There is no alternative ____ training.

[ বিসিএস ২৮তম ]

 to
 for
 than
 of
ব্যাখ্যাঃ

Appropriate preposition অনুযায়ী alternative nounটি সব সময় 'to' preposition অনুসরণ করে। এর অর্থ বিকল্প।

৪২. Which sentence is correct?

[ বিসিএস ২৮তম ]

 This is an unique case
 This is a unique case
 This is a very unique case
 This is the most unique case
ব্যাখ্যাঃ

সাধারণত noun-এর প্রথম অক্ষর a, e, i, o, u হলে বা vowel-এর মতো উচ্চারণ হলে তার আগে article 'an' বসে। যেমন He is an MA. কিন্তু noun-এর প্রথম অক্ষর vowel থাকা সত্ত্বেও তার উচ্চারণ যদি ew (ইউ)-এর মতো হয় (যেমন unique, university) তবে ঐ noun-এর আগে a বসে।

৪৩. I cannot _____ to pay such high prices.

[ বিসিএস ২৮তম | প্রা.বি.স.শি. 27-06-2019 ]

 able
 but
 try
 afford
ব্যাখ্যাঃ

'Able' adjective-এর দুই ধরনের অর্থ আছে। ১. কোনো কিছু করতে সমর্থ/সক্ষম। ২. বিচক্ষণ, যোগ্য, দক্ষ, সামর্থ্য। 'But' adv রূপে ব্যবহৃত হলে অর্থ দাঁড়ায় শুধু, কেবল, মাত্র ইত্যাদি। যেমন- You cnn't but request. 'Try' verb টির অর্থ চেষ্টা করা। 'Afford' verbটির অর্থ (সময় বা অর্থ ব্যয়ের) সামর্থ্য থাকা। যেমন We cann't afford such a luxury life. প্রশ্নের বাক্যটিতেও high price-এর সাথে ক্রয়ের/অর্থ ব্যায়ের সামর্থ্য বোঝায়। সুতরাং সঠিক উত্তর afford.

 নেগ্রিটো
 ভোটচীন
 দ্রাবিড়
 অস্ট্রিক
ব্যাখ্যাঃ

বাঙালি একটি সংকর জাতি। বিভিন্ন জাতির সংমিশ্রণে সময়ের পরিক্রমায় বাঙালি জাতির উদ্ভব হয়। এ দেশে অনার্য, আর্য, মঙ্গল, দ্রাবিড়, পর্তুগিজ, ইংরেজ প্রভৃতি জাতির আগমন ঘটে। এ দেশ প্রথমে অনার্য তথা অস্ট্রিক গোষ্ঠীর প্রভাবাধীন ছিল। অস্ট্রিক গোষ্ঠীর আগমনের অন্তত চৌদ্দশ বছর পর বঙ্গদেশে আর্য ও পরে দ্রাবিড় জাতির আগমন ঘটে। আর্যগণ সভ্যতা ও সংস্কৃতিতে অনার্য অপেক্ষা উন্নততর হওয়ায় আর্যদের ভাষা ও সংস্কৃতি কালক্রমে বঙ্গদেশে সুপ্রতিষ্ঠিত হয়েছিল। নৃতাত্ত্বিক বিচারে অনার্য ভাষাভাষী কোল, শবর, পুলিন্দ, হাড়ি, ডোম, চণ্ডাল প্রভৃতি বাংলার আদিম অধিবাসী, যারা অস্ট্রিক বা অস্ট্রো-এশিয়াটিক গোষ্ঠীর অন্তর্ভুক্ত। আনুমানিক পাঁচ-ছয় হাজার বছর পূর্বে ইন্দোচীন থেকে আসাম হয়ে এ অস্ট্রিক গোষ্ঠীর বঙ্গদেশে আগমন ঘটে। এরা চাষাবাদ, লোহা-তামা প্রভৃতির ব্যবহার জানতো। কাজেই বাঙালি জাতির প্রধান অংশ গড়ে উঠেছে অস্ট্রিক বা অনার্য গোষ্ঠী থেকে।

 ১২০৬ খ্রিস্টাব্দে
 ১৩১০ খ্রিস্টাব্দে
 ১৬১০ খ্রিস্টাব্দে
 ১৫২৬ খ্রিস্টাব্দে
ব্যাখ্যাঃ

ঢাকায় সর্বপ্রথম বাংলার রাজধানী স্থাপিত হয় ১৬১০ খ্রিস্টাব্দে। সুবেদার ইসলাম খান বিহারের রাজমহল থেকে ঢাকায় সর্বপ্রথম রাজধানী স্থানান্তর করেন এবং নামকরণ করেন জাহাঙ্গীরনগর। স্বাধীনতার পূর্বে ঢাকায় সর্বমোট চারবার রাজধানী স্থাপিত হয় ১৬১০, ১৬৬০, ১৯০৫, ১৯৪৭ খ্রিস্টাব্দে।

 বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা
 প্রাদেশিক স্বায়ত্তশাসন
 পূর্ববাংলার অর্থনৈতিক বৈষম্য দূরীকরণ
 বিনা ক্ষতিপূরণে জমিদারী উচ্ছেদ
ব্যাখ্যাঃ

১৯৫৪ সালে পূর্ববঙ্গ প্রাদেশিক নির্বাচনে অংশগ্রহণের জন্য ৪ ডিসেম্বর মাওলানা ভাষানীর নেতৃত্ত্বে আওয়ামীলীগ, এ.কে ফজলুল হকের নেতৃত্বে কৃষক শ্রমিক পার্টি, মাওলানা আতাহার আলী এর নেতৃত্বে নেজাম-ই-ইসলামী এবং হাজী দানেশ এর নেতৃত্বে বামপন্থী গণতন্ত্র দল যুক্তফ্রন্ট নামে নির্বাচনী মোর্চা গঠন করে। যুক্তফ্রন্ট থেকে ২১টি প্রতিশ্রুতি সম্বলিত যে নির্বাচনী মেনিফেস্টো ঘোষণা করা হয় তাই ২১ দফা নামে পরিচিত। উক্ত দফায় ১ম দফা: বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেয়া। ২য় দফা: বিনা ক্ষতিপূরণে জমিদারী উচ্ছেদ। ‘প্রাদেশিক স্বায়ত্তশাসন’ দাবীটি ৫-৬ ফেব্রুয়ারি, ১৯৬৬ সালে লাহোরে বিরোধী দলের সম্মেলনে বঙ্গবন্ধু কর্তৃক পেশকৃত ছয় দফা দাবীর ১ম দফা।

 ১৬ ডিসেম্বর, ১৯৭৯
 ২৬ ডিসেম্বর, ১৯৭৯
 ১ জানুয়ারি, ১৯৮০
 ২১ ফেব্রুয়ারি, ১৯৮০
ব্যাখ্যাঃ

ত্রিভুজাকৃতি ভূমির সামান্য কিছু ওপরে বন্দুক কাঁধে নারী ও পুরুষের সম্মিলিতভাবে মুক্তিযুদ্ধে অংশগ্রহণের ও বিজয়ের প্রতীক ‘অপরাজেয় বাংলা’ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবন চত্বরে অবস্থিত। দেশের সর্বস্তরের মানুষের স্বাধীনতার সংগ্রামে অংশগ্রহণের প্রতীকী চিহ্ন অপরাজেয় বাংলা উদ্বোধন করা হয়, ১৬ ডিসেম্বর, ১৯৭৯। এর স্থপতি সৈয়দ আব্দুল্লাহ খালেদ।

 ৪৬.৫ মি
 ৪৬ মি
 ৪৫.৫ মি
 ৪৫ মি
ব্যাখ্যাঃ

ঢাকার সাভারের নবীনগরে অবস্থিত জাতীয় স্মৃতিসৌধকে বলা হয় ‘সম্মিলিত প্রয়াস’। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৬ ডিসেম্বর, ১৯৭২ এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন এবং ১৬ ডিসেম্বর, ১৯৮২ তৎকালীন রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ এটি উদ্বোধন করেন। এর স্থপতি সৈয়দ মাইনুল হোসেন। ১০৯ একর জমির ওপর প্রতিষ্ঠিত এ সৌধে ৭টি ফলক রয়েছে। বাংলাপিডিয়া ৪র্থ খণ্ড, পৃষ্ঠা-১২ এর তথ্য মতে, জাতীয় স্মৃতিসৌধের উচ্চতা ১৫০ ফুট বা ৪৭.২ মিটার। তবে প্রচলিত তথ্য মতে, এর উচ্চতা ৪৬.৫ মিটার।

 ময়মনসিংহ ও নেত্রকোণা
 কক্সবাজার ও রামু
 রংপুর ও দিনাজপুর
 সিলেট ও মণিপুর
ব্যাখ্যাঃ

হাজংদের অধিবাস ময়মনসিংহ, নেত্রকোণা, শেরপুর ও সিলেট অঞ্চলে। হাজংরা পিতৃতান্ত্রিক সমাজের অন্তর্ভুক্ত। ধর্মবিশ্বাসের দিক থেকে হাজংদের মোটামুটিভাবে হিন্দু বলা যায়, যদিও কোনো কোনো দিক থেকে কিছু পার্থক্য লক্ষ্য করা যায়।

 ৭ মার্চ, ১৯৭৩
 ৫ মার্চ, ১৯৭৩
 ৬ এপ্রিল, ১৯৭৩
 ১১ এপ্রিল, ১৯৭৩
ব্যাখ্যাঃ

বাংলাদেশের প্রথম জাতীয় সংসদ নির্বাচন ১৯৭৩ সালের ৭ মার্চ অনুষ্ঠিত হয়। এই নির্বাচনের মাধ্যমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগ বিশাল জয় লাভ করে এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

 ৯৯
 ১০০
 ১০১
 ১০২
ব্যাখ্যাঃ

যুক্তরাষ্ট্রের সিনেটের মোট আসন সংখ্যা ১০০টি। প্রতিটি রাজ্য থেকে দুইজন করে সিনেটর নির্বাচিত হন, এবং মোট ৫০টি রাজ্য থাকার কারণে সিনেটের মোট আসন সংখ্যা ১০০টি।

৫২. ফেয়ার ফ্যাক্স কি?

[ বিসিএস ২৮তম ]

 সংবাদ সংস্থা
 পরিবেশ সংস্থা
 গোয়েন্দা সংস্থা
 মানবাধিকার সংস্থা
ব্যাখ্যাঃ

ফেয়ার ফ্যাক্স (Fairfax) মার্কিন যুক্তরাষ্ট্রের একটি বেসরকারি অর্থনৈতিক গোয়েন্দা সংস্থা। এছাড়া ফেয়ার ফ্যাক্স নামে অস্ট্রেলিয়ায় একটি বহুমুখী মিডিয়া কোম্পানি রয়েছে। এ গ্রুপ অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে খবরের কাগজ, ম্যাগাজিন, রেডিও, ইন্টারনেট ও ডিজিটাল মিডিয়া পরিচালনা করে থাকে। এর সদর দপ্তর অস্ট্রেলিয়ার সিডনিতে অবস্থিত।

 ৩০০ বছর
 ৩৩৫ বছর
 ৩৪২ বছর
 ৫০০ বছর
ব্যাখ্যাঃ

আফ্রিকা মহাদেশের সবচেয়ে সম্পদশালী দেশ দক্ষিণ আফ্রিকা ৩৪২ বছর শ্বেতাঙ্গ শাসনে ছিল। ১৯৯২ সালে দক্ষিণ আফ্রিকার বর্ণবাদ নীতিকে সরকারিভাবে বিলোপ করা হয়। দক্ষিণ আফ্রিকার শেষ শ্বেতাঙ্গ প্রেসিডেন্ট এফ ডব্লিউ ডি ক্লার্ক (F.W.De Klerk)।

 বিল ক্লিনটন
 জিমি কার্টার
 নিক্সন
 রিগান
ব্যাখ্যাঃ

বসনিয়া-হার্জেগোভিনা প্রাক্তন ফেডারেল যুগোশ্লাভিয়ার একটি প্রজাতন্ত্র। ১৯৯২ সালের ১ মার্চ দেশটি স্বাধীনতা ঘোষণা করে এবং ১৯৯২ সালের ২২ মে জাতিসংঘের সদস্য পদ লাভ করে। কিন্তু স্বাধীনতা ঘোষণার পরপরই দেশটির সার্ব ও ক্রোট সম্প্রদায় এর বিরোধিতা করতে থাকে। অবস্থার প্রেক্ষিতে বসনিয়া হার্জেগোভিনায় দেখা দেয় জাতিগত দ্বন্দ্ব যা পরবর্তীতে মারাত্মক গৃহযুদ্ধে রূপ নেয়। এ প্রেক্ষিতে মার্কিন ‍যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রপতি জিমি কার্টারের মধ্যস্থতায় ২৩ ডিসেম্বর ১৯৯৪ বসনিয়ার মুসলিম সরকার ও সার্ববাহিনীর মধ্যে একটি ‍যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হয়।

 হিমালয়
 কুয়েনলুন পর্বত
 ব্ল্যাক ফরেস্ট
 আল্‌পস
ব্যাখ্যাঃ

হোয়াংহো নদী চীনে অবস্থিত। এর দৈর্ঘ্য ৫,৪৬৪ কিমি; উৎপত্তিস্থল কুয়েনলুন পর্বত। এটি পতিত হয়েছে পীত সাগরে। হোয়াংহো নদীর তীরবর্তী শহর বেইজিং। হোয়াংহোকে বলা হয় হলদে নদ বা পীত নদী।

 সনোরা লাইন
 ম্যাকনামারা লাইন
 ডুরান্ড লাইন
 হিন্ডারবার্গ লাইন
ব্যাখ্যাঃ

সনোরা লাইন (Sonora Line) হচ্ছে মেক্সিকো এবং যুক্তরাষ্ট্র এর একটি সীমান্ত রেখা, যা মেক্সিকোর সোনোরা রাজ্য এবং যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা রাজ্যের মধ্যে অবস্থিত। এটি মেক্সিকো-যুক্তরাষ্ট্র সীমান্তের অংশ এবং বিশেষভাবে সোনোরা রাজ্য ও অ্যারিজোনা রাজ্যকে পৃথক করে।

 বেলজিয়াম
 ফ্রান্স
 জার্মানী
 ফিনল্যান্ড
ব্যাখ্যাঃ

প্রায়স যুদ্ধ সংঘটিত হয়েছে এরূপ স্থানকে ককপিট বলা হয়। বেলজিয়ামকে ইউরোপের ককপিট বা ইউরোপের সমরক্ষেত্র বা রণক্ষেত্র বলা হয়, কারণ এখানে এডেন আর্দে, রামিল্লিস, ফন্টেনোই ফ্লেউরাস, জেম্মাপেস, লিগনি কোয়াটেরে ব্রাস এবং বিখ্যাত ওয়াটার লু যুদ্ধ সংঘটিত হয়।

 পোল্যান্ড
 লিথুয়ানিয়া
 কাজাকিস্তান
 স্লোভাকিয়া
ব্যাখ্যাঃ

World Population review অনুসারে পৃথিবীর যে সকল দেশের সাক্ষরতার হার ১০০% এর কাছাকাছি সে দেশগুলো হলো: ইউক্রেন, উজবেকিস্তান, লাটভিয়া, লিথুয়ানিয়া, এস্তোনিয়া, চেকরিপাব্লিক ইত্যাদি।

 ফ্রেয়নকে ঘনীভূত করা
 ফ্রেয়নকে বাষ্পে পরিণত করা
 ফ্রেয়নকে সংকুচিত করে এর তাপ ও তাপমাত্রা বাড়ানো
 ফ্রেয়নকে ঠাণ্ডা করা
ব্যাখ্যাঃ রেফ্রিজারেটরের মধ্যে একটি শীতলীকরণ প্রকোষ্ঠ থাকে, যাকে ঘিরে থাকে ফাঁপা নলের তৈরি বাষ্পীভবন কুণ্ডলী। এই কুণ্ডলীর মধ্যে উদ্বায়ী পদার্থ ফ্রেয়ন থাকে এবং একে একটি সংকোচন পাম্প বা কমপ্রেসরের (Compressor) সাথে যুক্ত করা হয়। এই সংকোচন পাম্প বা কমপ্রেসর চালু করা হলে নলের ভিতরের চাপ কমে যাওয়ায় ফ্রেয়ন দ্রুত বাষ্পীভূত হয়। ফ্রেয়ন বাষ্পীভূত হওয়ার সময় বাষ্পীভবনের জন্য প্রয়োজনীয় সুপ্ততাপ শীতলীকরণ প্রকোষ্ঠ থেকে নেয় বলে এখানে শীতলীকরণ ঘটে। পরবর্তীকালে বাষ্পীভূত ফ্রেয়নকে ঘনীভূবন কুণ্ডলীর মধ্যে এনে কমপ্রেসরের সাহায্যে সঙ্কুচিত বা ঘনীভূত করে পুনরায় তরলে পরিণত করা হয়। কাজেই বলা যায় যে, ফ্রেয়নকে বাষ্পে পরিণত করা এবং ফ্রেয়নকে ঘনীভূত করা এই উভয় কাজই কমপ্রেসর করে থাকে। তবে কমপ্রেসরের প্রধান কাজ হলো ফ্রেয়নকে ঘনীভূত করা। ফ্রেয়নের রাসায়নিক নাম ডাইক্লোরো ডাইফ্লোরো মিথেন (Cl2CF2)
 ১ সেকেন্ড
 ০.১ সেকেন্ড
 ০.০১ সেকেন্ড
 ০.০০১ সেকেন্ড
ব্যাখ্যাঃ

কোনো শব্দ শোনার পর প্রায় ০.১ সেকেন্ড পর্যন্ত এর রেশ আমাদের মস্তিষ্কে থাকে। এই সময়কে শব্দানুভূতির স্থায়িত্বকাল বলে। কোনো শব্দ শোনার পর যদি ০.১ সেকেন্ডের মধ্যে আরেকটি শব্দ আমাদের কানে এসে পৌঁছায় তবে আমাদের মস্তিষ্ক দুটি শব্দ আলাদাভাবে শনাক্ত করতে বা বুঝতে পারে না।

 স্থায়ী চুম্বক
 অস্থায়ী চুম্বক
 সংকর চুম্বক
 প্রাকৃতিক চুম্বক
ব্যাখ্যাঃ

টেপ রেকর্ডার এবং কম্পিউটারের স্মৃতির ফিতায় সিরামিক ‍চুম্বক ব্যবহৃত হয়। এই সিরামিক চুম্বক হচ্ছে এক ধরনের স্থায়ী চুম্বক যা আয়রন অক্সাইড ও বেরিয়াম অক্সাইডের মিশ্রণে তৈরি ফেরাইট (Ferrite) নামক যৌগিক পদার্থ দ্বারা গঠিত।

 ১টি
 ২টি
 ৩টি
 ৪টি
ব্যাখ্যাঃ

আমাদের চারপাশে প্রতিনিয়ত যে অসংখ্য রঙের বস্তু দেখতে পাই, সেই রঙগুলোর প্রতিটিই তিনটি মূল বা মৌলিক রঙ দ্বারা সৃষ্ট। এ রঙ তিনটি হচ্ছে : লাল, সবুজ ও নীল এবং এ তিনটি রঙকে বিভিন্ন অনুপাতে মিশিয়ে আমাদের চারপাশে দৃশ্যমান সকল রঙই তৈরি করা সম্ভব। এজন্যই টেলিভিশনে বিভিন্ন রঙের রঙিন ছবি উৎপাদনের জন্য এই তিনটি মৌলিক রঙ ব্যবহার করা হয়।

 কমপ্যাক, ১৯৮৫
 এপসন, ১৯৮১
 আইবিএম, ১৯৮৩
 অ্যাপল, ১৯৭৭
ব্যাখ্যাঃ

পৃথিবীর প্রথম ল্যাপটপ নির্মাণ করে জাপানের ‘সেইকো ইপসন’ কোম্পানি, যার নাম ছিলো Epson HX-20। এই ল্যাপটপটিতে একটি LCD স্ত্রিন, রিচার্জেবল ব্যাটারি এবং ছোট আকারের প্রিন্টার ছিলো। পুরো ল্যাপটটির ওজন ছিলো প্রায় দেড় কেজি।

 ট্রান্সফর্মার
 মোটর
 জেনারেটর
 ডায়নামো
ব্যাখ্যাঃ

যে যন্ত্রের সাহায্যে পরিবর্তী উচ্চ বিভবকে নিম্ন বিভবে এবং নিম্ন বিভবকে উচ্চ বিভবে রূপান্তর করা হয়, তাকে ট্রান্সফর্মার (Transformer) বা রূপান্তরক বলে। আবার যে যন্ত্রের সাহায্যে বিদ্যুৎ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তর করা যায়, তাকে বৈদ্যুতিক মটর বলে। অপরদিকে, যে যন্ত্রের সাহায্যে যান্ত্রিক শক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তর করা যায়, তাকে জেনারেটর (Generator) বা ডায়নামো (Dynamo) বলে।

 ওয়াট আওয়ারে
 ওয়াটে
 ভোল্টে
 কিলোওয়াট ঘণ্টায়
ব্যাখ্যাঃ বিদ্যুৎ বিলের হিসাব সাধারণত নিম্নলিখিত উপায়ে করা হয়: ইউনিট (কিলোওয়াট-আওয়ার, kWh) হিসাব: বিদ্যুৎ বিলের মূল হিসাব করা হয় ইউনিটের ভিত্তিতে। ১ ইউনিট = ১ কিলোওয়াট-আওয়ার (kWh)। অর্থাৎ, যদি আপনি ১ কিলোওয়াট ক্ষমতার কোনো যন্ত্র ১ ঘণ্টা ব্যবহার করেন, তাহলে ১ ইউনিট বিদ্যুৎ খরচ হবে। সূত্র: ইউনিট=ওয়াট×ব্যবহারের সময় (ঘণ্টা)1000 লাইনে বা মোবাইল অ্যাপের মাধ্যমে বিদ্যুৎ বিলের হিসাব সহজেই করা যায়।
 গ্লিসারিন
 ফিটকিরি
 সোডিয়াম ক্লোরাইড
 ক্যালসিয়াম কার্বনেট
ব্যাখ্যাঃ

রসায়ন বিদ্যা থেকে আমরা জানি যে, ক্ষার ধাতু ব্যতীত অন্যান্য ধাতুসমূহের কার্বনেট লবণ পানিতে অদ্রবণীয়। ক্যালসিয়াম (Ca) ক্ষার ধাতু নয়, এটি একটি মৃৎক্ষার ধাতু। সুতরাং ক্যালসিয়ামের কার্বনেট লবণ বা ক্যালসিয়াম কার্বনেট পানিতে অদ্রবণীয় অর্থাৎ পানিতে দ্রবীভূত হয় না। অপরদিকে গ্লিসারিন, ফিটকিরি ও সোডিয়াম ক্লোরাইড (NaCl) বা খাবার লবণ এদের প্রত্যেকেই পানিতে দ্রবণীয়।

 সোডিয়াম
 পটাসিয়াম
 ম্যাগনেসিয়াম
 কোনোটিই নয়
ব্যাখ্যাঃ

পারমাণবিক চুল্লিতে তাপ পরিবাহক হিসেবে ক্ষার ধাতু ব্যবহার করা হয়। কারণ ক্ষার ধাতুসমূহের তাপ পরিবাহকতা ও তাপ স্থানান্তর করার ক্ষমতা বেশি। এছাড়াও ক্ষার ধাতুসমূহ নিম্ন গলনাঙ্ক ও অতি উচ্চতাপ স্থানান্তর সহগ বিশিষ্ট। সোডিয়াম একটি ক্ষার ধাতু যা পারমাণবিক চুল্লির জন্য অতি উপযোগী তাপ স্থানান্তরকারী বা তাপ পরিবাহক পদার্থ। তাই পারমাণবিক চুল্লিতে উৎপাদিত তাপকে পরিবাহিত করার জন্য সোডিয়াম ধাতু ব্যবহার করা হয়।

 নাইট্রোজেনের
 ফসফরাসের
 ইউরিয়ার
 পটাসিয়ামের
ব্যাখ্যাঃ

উদ্ভিদের পাতা হলদে হয়ে যাওয়ার প্রক্রিয়াকে ‘ক্লোরোসিস’ বলা হয়। নাইট্রোজেনের (N) অভাব হলে ক্লোরোফিল সৃষ্টিতে ব্যাঘাত ঘ টে, ফলে উদ্ভিদের পাতা হলদে হয়ে যায়। ইউরিয়া সারের ভিতর নাইট্রোজেন বিদ্যমান। এজন্য নাইট্রোজেনের অভাব পূরণ করতে গাছের গোড়ায় ইউরিয়া সার প্রয়োগ করা হয়। অপরদিকে, ফসফরাসের (P) অভাব হলে পাতা বেগুনি রং ধারণ করে। আবার পটাসিয়ামের (K) অভাবে পাতার শীর্ষ ও কিনারা হলুদ হয় এবং মৃত অঞ্চল সৃষ্টি হয়।

 ১৫ ইঞ্চি (প্রায়)
 ১৭ ইঞ্চি (প্রায়)
 ১৮ ইঞ্চি (প্রায়)
 ২০ ইঞ্চি (প্রায়)
ব্যাখ্যাঃ

সুষুম্না কাণ্ড বা Spinal Cord কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের একটি অংশ। Spinal Cord বা স্নায়ু রঞ্জু মস্তিষ্ক থেকে মেরুদণ্ডের ভেতরে অবস্থিত। Spinal Cord প্রায় ১৮ ইঞ্চি লম্বা। এখান থেকে ৩১ জোড়া স্নায়ু (Spinal nerve) উৎপন্ন হয়।

 কোষের অস্বাভাবিক মৃত্যু
 কোষের অস্বাভাবিক বৃদ্ধি
 কোষের অস্বাভাবিক জমাট বাঁধা
 উপরের সবগুলো
ব্যাখ্যাঃ

গবেষণায় দেখা গেছে, বিভিন্ন প্রকার ‘প্যাপিলোমা ভাইরাস’ ক্যান্সার কোষ সৃষ্টিতে সহায়তা করে। এ ভাইরাসের ই৬ ও ই৭ নামের দুটি জিন পোষক কোষের জিনের সাথে একীভূত হয়ে যায় এবং কোষের বৃদ্ধি নিয়ন্ত্রণকারী প্রোটিন অণূসমূহের কাজ বন্ধ করে দেয়। এর ফলে শুরু হয় অস্বাভাবিক কোষ বিভাজন অর্থাৎ কোষ সংখ্যার অস্বাভাবিক বৃদ্ধি। কোষ সংখ্যার এই অস্বাভাবিক বৃদ্ধির ফলেই ক্যান্সার রোগের সৃষ্টি হয়।

৭১. ইনসুলিন নিঃসৃত হয় কোথা থেকে?

[ বিসিএস ৩৪তম | বিসিএস ২৮তম ]

 অগ্ন্যাশয় হতে
 প্যানক্রিয়াস হতে
 লিভার হতে
 পিটুইটারী গ্ল্যান্ড হতে
ব্যাখ্যাঃ

‘প্যানক্রিয়াস’ (Pancreas)-এর বাংলা প্রতিশব্দ ‘অগ্ন্যাশয়’। মানব দেহের ‘প্যানক্রিয়াস’ নামক গ্রন্থির ‘আইলেট্‌স অব ল্যাঙ্গারহ্যান্স’ নামক অংশ হতে রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণকারী হরমোন ‘ইনসুলিন’ নিঃসৃত হয়।

 আলট্রা-ভায়োলেট রশ্মি
 বিটা রশ্মি
 আলফা রশ্মি
 গামা রশ্মি
ব্যাখ্যাঃ

আলট্রা-ভায়োলেট রশ্মি, বিটা রশ্মি, আলফা রশ্মি, গামা রশ্মি জীবদেহের জন্য ক্ষতিকর। এদের মধ্যে আল্ট্রা-ভায়োলেট রশ্মি ও গামা রশ্মি তুলনামূলকভাবে অধিক ক্ষতিকারক কিন্তু সবচেয়ে ক্ষতিকারক হচ্ছে গামা রশ্মি, কারণ গামা রশ্মির তরঙ্গদৈর্ঘ্য অন্য সব রশ্মির তরঙ্গদৈর্ঘ্যের তুলনায় অনেক ক্ষুদ্র। গামা রশ্মির ভেদন ক্ষমতা অত্যন্ত বেশি। এ রশ্মি মানবদেহে ক্যান্সারসহ বিভিন্ন জটিল রোগের সৃষ্টি করে।

 প্রাকৃতিক পরিবেশ
 সামাজিক পরিবেশ
 বায়বীয় পরিবেশ
 সাংস্কৃতিক পরিবেশ
ব্যাখ্যাঃ

জনসংখ্যা বৃদ্ধির ফলে প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে। প্রাকৃতিক পরিবেশের প্রধান তিনটি উপাদান হচ্ছে মাটি, বায়ু ও পানি। জনসংখ্যা বৃদ্ধির ফলে মাটি, বায়ু ও পানিই সবচেয়ে বেশি মাত্রায় দূষিত হচ্ছে। কাজেই বলা যায় যে, জনসংখ্যা বৃদ্ধির ফলে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে প্রাকৃতিক পরিবেশ।

 মেরু অঞ্চলে
 নিরক্ষরেখায়
 উত্তর গোলার্ধে
 দক্ষিণ গোলার্ধে
ব্যাখ্যাঃ

২১ মার্চ ও ২৩ সেপ্টেম্বর পৃথিবীর সর্বত্র দিন রাত্রি সমান থাকে। ডিসেম্বর মাসে দক্ষিণ গোলার্ধে সূর্যের দিকে এবং উত্তর গোলার্ধে সূর্যের বিপরীত দিকে থাকায় উত্তর গোলার্ধে দিন সবচেয়ে ছোট এবং দক্ষিণ গোলার্ধে দিন সবচেয়ে বড় হয়। জুন মাসে উত্তর গোলার্ধ সূর্যের দিকে এবং দক্ষিণ গোলার্ধ সূর্যের বিপরীত দিকে থাকায় উত্তর গোলার্ধে বড় দিন ছোট রাত এবং দক্ষিণ গোলার্ধে ছোট দিন বড় রাত পরিলক্ষিত হয়। কিন্তু নিরক্ষরেখায় অবস্থিত অঞ্চলসমূহ সূর্য থেকে সবসময় সমদূরত্বে থাকায় এই সকল অঞ্চলসমূহে দিন রাত্রি সবর্দা সমান হয়।

 সৌর বছর
 কসমিক ইয়ার
 আলোক বর্ষ
 পলিসার
ব্যাখ্যাঃ

ছায়াপথ তার নিজ অক্ষকে কেন্দ্র করে ঘুরে আসতে যে সময় লাগে তাকে গ্যালাকটিক বছর (Galactic Year) বা কসমিক বছর (Cosmic Year) বলে। আমাদের মিল্কি ওয়ে (Milky Way) ছায়াপথ তার কেন্দ্রকে একবার ঘুরে আসতে প্রায় ২২৫ থেকে ২৫০ মিলিয়ন বছর সময় নেয়।

 it has no engine
 space has too much dust
 it has no engine
 space has too much dust
ব্যাখ্যাঃ

রকেট চলে নিউটনের গতির তৃতীয় সূত্র দ্বারা। সূত্রটি হলো ‘প্রত্যেক ক্রিয়ারই একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে’। সূত্র অনুযায়ী রকেটের জ্বালানি হিসেবে তরল গ্যাসোলিন ও তরল অক্সিজেন দহন কক্ষে পাম্পের সাহায্যে প্রবেশ করিয়ে জ্বালানো হয়। মিশ্রণটি জ্বললেই অতি উচ্চচাপে গ্যাস উৎপন্ন হয়ে রকেটের নিচের দিকে মুখ দিয়ে বের হতে থাকে। তখন প্রতিক্রিয়া বলের দরুন রকেটটি ভরবেগের সংরক্ষণ সূত্রানুযায়ী গ্যাস নিষ্ক্রমণের অভিমুখের বিপরীত দিকে একটি সমান ভরবেগ লাভ করে। ফলে রকেটের ওপর ঊর্ধ্বমুখী বল প্রযুক্ত হয় এবং রকেট দ্রুততার সাথে ওপরে উঠতে থাকে। এ কারণে রকেটের পাখা প্রয়োজন হয় না।

৭৭. Rubber is notable for its-

[ বিসিএস ২৮তম ]

 lightness
 heaviness
 elasticity
 viscosity
ব্যাখ্যাঃ

প্রতিটি বস্তুর একটি বিশেষত্ব আছে। Rubber-এর বিশেষত্ব হলো এর স্থিতিস্থাপকতা।

৭৮. Julius Caesar was the ruler of Rome about-

[ বিসিএস ২৮তম ]

 1000 years ago
 1500 years ago
 2000 years ago
 3000 years ago
ব্যাখ্যাঃ

জুলিয়াস সিজার ছিলেন বিখ্যাত রোমান সম্রাট, দুর্ধর্ষ সেনানায়ক ও লেখক। খ্রিস্টপূর্ব ১০০ অব্দে তিনি রোমের সাবুরা নামক স্থানে জন্মগ্রহণ করেন। তিনি খ্রিস্টপূর্ব ৪৯ অব্দ থেকে ৪৪ অব্দ পর্যন্ত রোমান একনায়ক ছিলেন। খ্রিস্টপূর্ব ৪৪ অব্দের ১৫ মার্চ ক্ষমতা ও সম্পদের লোভে তার প্রিয়জনেরাই তাকে হত্যা করে।

৭৯. The South Pole is located in the-

[ বিসিএস ২৮তম ]

 Arctic
 Antarctic
 Antipodes
 Occident
ব্যাখ্যাঃ

Arctic হলো উত্তর মেরু বা সুমেরু অঞ্চল বিষয়ক। Antarctic বলতে বোঝায় দক্ষিণ মেরু বা কুমেরু অঞ্চল বিষয়ক। সুতরাং সঠিক উত্তর Antarctic বা খ।

৮০. Break : Repair : : Wound:

[ বিসিএস ২৮তম ]

 Heal
 Hurt
 Fix
 Plaster
ব্যাখ্যাঃ

Break শব্দটির অর্থ ভেঙ্গে যাওয়া, ভেঙ্গে ফেলা। Break হলে ভেঙে গেলে Repair করতে হবে। সুতরাং শব্দটি হবে Repair. অনুরূপভাবে Wound বা আহত হলে Plaster করতে হবে। Heal অর্থ উপশম। Hurt অর্থ আঘাত। Fix শব্দের অর্থ নিবদ্ধ/নিবিষ্ট করা। সুতরাং সঠিক উত্তর হবে Plaster.

৮১. Frightened : Scream : : Angry : ?

[ বিসিএস ২৮তম ]

 Cry
 Shiver
 Shout
 Sneer
ব্যাখ্যাঃ

'Frighten' ভীত, আতঙ্কিত অর্থে ব্যবহৃত হয়। Scream অর্থ ভয়ে চিৎকার বা আর্তনাদ করা। অর্থাৎ আমরা ভয় পেলে তারপর আর্তনাদ বা তীব্র চিৎকার করি। Angry অর্থ রাগান্বিত। কিন্তু রাগান্বিত হলে আমরা Shout অর্থ চিৎকার করা, চেঁচানি।

 failed
 broke
 lost
 passed
ব্যাখ্যাঃ

ইংরেজি বাক্যের গঠন অনুযায়ী subject-এর পরে verb বসে। কিন্তু verb-এর অর্থ বাক্যের সাথে সামঞ্জস্যপূর্ণ কিনা তাও দেখতে হবে। Failed অর্থ অকৃতকার্য হওয়া বা ব্যর্থ হওয়া। Broke অর্থ ভেঙে গেল। Lost অর্থ হারানো বা হারিয়ে ফেল, মৃত্যু হওয়া। Accident-এর ফলে কোনো কিছুর সাথে মানুষ ধাক্কা খেলে সাধারণত জ্ঞান হারিয়ে ফেলে বা মৃত্যু হয়। Passed অর্থ অতিক্রম করে যাওয়া, অগ্রসর হওয়া।

 going
 go
 went
 gone
ব্যাখ্যাঃ

Complex Sentence-এর নিয়ম অনুযায়ী একটি clause যে tense-এ থাকবে পরবর্তী clauseও সেই tense অনুযায়ী হবে। প্রশ্নে উল্লিখিত বাক্যটির 'did I remember my doctor's' clauseটি simple past form-এ আছে। সুতরাং পরের clause টির verbও simple past form হবে। সুতরাং নিয়ম অনুযায়ী সঠিক উত্তর (গ) went।

 aside
 beside
 outside
 under
ব্যাখ্যাঃ

Put aside একটি phrasal verb, যার অর্থ সরিয়ে রাখা বা সঞ্চয় করা। Beside শব্দের অর্থ পাশে। Outside অর্থ বহির্দেশ বা বাইরের অংশ। Under শব্দের অর্থ নিচে বা অধীনে। প্রশ্নে উল্লিখিত বাক্যের অর্থ অনুযায়ী aside উত্তরটি সঠিক। কারণ বাক্যটির অর্থ হলো ‘যখন তাদের প্রথম সন্তান জন্ম নিল তখন তারা সন্তানের ভবিষ্যৎ শিক্ষার জন্য আয়ের একটি বড় অংশ সঞ্চয় করত’।

 0
 9
 8
 16
ব্যাখ্যাঃ

This question's answer is given in the question. The second line says 'all but 9 died'. That means 9 hens live were left.

 3
 6
 9
 18
ব্যাখ্যাঃ আমরা ধাপে ধাপে সমস্যাটির সমাধান করবো। ### ধাপ ১: দেওয়া তথ্য বিশ্লেষণ - ২ জন টাইপিস্ট ২ মিনিটে ২ পৃষ্ঠা টাইপ করতে পারে। - অর্থাৎ, ২ জন টাইপিস্ট ১ মিনিটে টাইপ করতে পারে: 2 পৃষ্ঠা2 মিনিট=1 পৃষ্ঠা প্রতি মিনিট সুতরাং, ২ জন টাইপিস্ট একসাথে ১ মিনিটে ১ পৃষ্ঠা টাইপ করতে পারে। ### ধাপ ২: ১ জন টাইপিস্ট কত টাইপ করে তা বের করা যেহেতু ২ জন টাইপিস্ট ১ মিনিটে ১ পৃষ্ঠা টাইপ করতে পারে, তাই ১ জন টাইপিস্ট টাইপ করবে: 1 পৃষ্ঠা প্রতি মিনিট2=0.5 পৃষ্ঠা প্রতি মিনিট ### ধাপ ৩: প্রয়োজনীয় টাইপিং হার নির্ণয় করা আমাদের ৬ মিনিটে ১৮ পৃষ্ঠা টাইপ করতে হবে। সুতরাং, প্রয়োজনীয় টাইপিং হার হবে: 18 পৃষ্ঠা6 মিনিট=3 পৃষ্ঠা প্রতি মিনিট ### ধাপ ৪: প্রয়োজনীয় টাইপিস্ট সংখ্যা নির্ণয় করা যেহেতু ১ জন টাইপিস্ট ১ মিনিটে ০.৫ পৃষ্ঠা টাইপ করতে পারে, তাই ৩ পৃষ্ঠা প্রতি মিনিট টাইপ করতে প্রয়োজন হবে: 3 পৃষ্ঠা প্রতি মিনিট0.5 পৃষ্ঠা প্রতি মিনিট প্রতি টাইপিস্ট=6 টাইপিস্ট ### উত্তর: ৬ জন টাইপিস্ট লাগবে ১৮ পৃষ্ঠা টাইপ করতে ৬ মিনিটে।
 i
 e
 a
 t
ব্যাখ্যাঃ

From the beginning of that sentence 1st letter is 'T' (consonant), 2nd is 'h' (consonant), 3rd is 'e' (vowel), 4th is 'f' (consonant), 5th is 'i' (vowel), 6th is 'f' (consonant) and 7th is 't' (consonant). So the fifth consonant is 't'.

 Sunday
 Tuesday
 Wednesday
 Monday
ব্যাখ্যাঃ

ধাপে ধাপে ব্যাখ্যা করি: - মাসের ২ তারিখ যদি সোমবার হয়, - তাহলে ১৪ দিন যোগ করলে আমরা ১৬ তারিখে পৌঁছাবো, যা আবার সোমবার হবে (কারণ ১৪ দিন মানে ঠিক ২ সপ্তাহ, অর্থাৎ একই বার থাকবে)। - ১৭ তারিখ হবে মঙ্গলবার। - ১৮ তারিখ হবে বুধবার। সুতরাং, ১৮ তারিখ হবে বুধবার। ✅

 7 meters
 14 meters
 10 meters
 6 meters
ব্যাখ্যাঃ আমরা ধাপে ধাপে সমস্যাটির সমাধান করবো। ### ধাপ ১: চলার বিবরণ বিশ্লেষণ - দুটি ব্যক্তি একই স্থান থেকে শুরু করে বিপরীত দিকে ৪ মিটার করে হাঁটলেন। - এরপর উভয়েই বাম দিকে ঘুরে ৩ মিটার করে হাঁটলেন। ### ধাপ ২: চলার দিক নির্ধারণ - প্রথম ব্যক্তি ৪ মিটার পূর্ব দিকে গেলেন, তারপর বামে (উত্তর) ঘুরে ৩ মিটার হাঁটলেন। - দ্বিতীয় ব্যক্তি ৪ মিটার পশ্চিম দিকে গেলেন, তারপর বামে (দক্ষিণ) ঘুরে ৩ মিটার হাঁটলেন। এখন, আমাদের এই দুই ব্যক্তির মধ্যকার দূরত্ব নির্ণয় করতে হবে। ### ধাপ ৩: পিথাগোরাস সূত্র প্রয়োগ দুই ব্যক্তির অবস্থান একটি সমকোণী ত্রিভুজের বিপরীত কোণে অবস্থান করছে, যেখানে— - অনুভূমিক দূরত্ব = 4+4=8 মিটার - উল্লম্ব দূরত্ব = 3+3=6 মিটার এখন, পিথাগোরাস সূত্র ব্যবহার করি: দূরত্ব=(অনুভূমিক দূরত্ব)2+(উল্লম্ব দূরত্ব)2 =(8)2+(6)2 =64+36 =100 =10 মিটার ### চূড়ান্ত উত্তর: দুই ব্যক্তির মধ্যকার দূরত্ব ১০ মিটার। ✅

৯০. 30% of 10 is 10% of which?

[ বিসিএস ২৮তম ]

 30
 60
 30
 600
ব্যাখ্যাঃ আমরা ধাপে ধাপে সমস্যাটির সমাধান করবো। ### ধাপ ১: প্রশ্নটি বিশ্লেষণ আমাদের বলা হয়েছে: 30% of 10=10% of X এখানে, X নির্ণয় করতে হবে। ### ধাপ ২: ৩০% এর মান নির্ণয় করা 30% of 10=30100×10=3 ### ধাপ ৩: সমীকরণ তৈরি করা 3=10% of X 3=10100×X ### ধাপ ৪: X এর মান নির্ণয় করা X=3×10010 X=30010=30 ### উত্তর: অর্থাৎ, ৩০% এর ১০ হলো ১০% এর ৩০। ✅
 15 years
 16 years
 17 years
 18 years
ব্যাখ্যাঃ ধরা যাক, বর্তমান সময়ে রাহিমের বয়স ১২ বছর এবং সে কারিমের থেকে তিনগুণ বড়। অর্থাৎ, কারিমের বয়স হবে: = বছর এখন, প্রশ্নে বলা হচ্ছে, রাহিম তখন দুইগুণ বড় হবে কারিমের থেকে। তাহলে, সেই অবস্থায় রাহিমের বয়স হবে ২ গুণ কারিমের বয়সের। ধরা যাক, কিছু সময় পরে রাহিমের বয়স হবে x বছর এবং কারিমের বয়স হবে y বছর। আমরা জানি, বর্তমান সময়ে রাহিমের বয়স ১২ বছর এবং কারিমের বয়স ৪ বছর। এখন, সময়ের সাথে তাদের বয়সে বৃদ্ধি হবে, এবং তাদের বয়সের পার্থক্য একটিই থাকবে। অতএব, রাহিমের বয়সের ও কারিমের বয়সের মধ্যে পার্থক্য থাকবে ৮ বছর। তাহলে, রাহিমের বয়স হবে: x=2y এবং, xy= এখন, প্রথম সমীকরণে x = 2y বসিয়ে দ্বিতীয় সমীকরণে দিয়ে সমাধান করি: 2yy= y= তাহলে, কারিমের বয়স হবে ৮ বছর। আর রাহিমের বয়স হবে: x=2×= বছর ### উত্তর: রাহিমের বয়স হবে ১৬ বছর, যখন সে কারিমের থেকে দুইগুণ বড় হবে। ✅

৯২. Divide 30 by half and add 10. What do you get?

[ বিসিএস ২৮তম ]

 25
 45
 55
 70
ব্যাখ্যাঃ আমরা ধাপে ধাপে সমস্যাটির সমাধান করবো। ### ধাপ ১: "৩০ কে অর্ধেক দিয়ে ভাগ করা" এখানে "অর্ধেক দিয়ে ভাগ করা" মানে 12 দ্বারা ভাগ করা, যা গুণনের বিপরীত। অতএব, 30÷12=30×2=60 ### ধাপ ২: ১০ যোগ করা 60+10=70 ### উত্তর: সঠিক উত্তর ৭০। ✅
 0.8 mph
 1.6 mph
 2.4 mph
 3.2 mph
ব্যাখ্যাঃ আমরা ধাপে ধাপে সমস্যাটির সমাধান করবো। ### ধাপ ১: দেওয়া তথ্য বিশ্লেষণ - উজানে (Upstream) গতি = 1 mph - ভাটিতে (Downstream) গতি = 4 mph - উজানে এবং ভাটিতে যাত্রার সমান দূরত্ব = 4 মাইল আমাদের গড় গতি (Average Speed) নির্ণয় করতে হবে। ### ধাপ ২: গড় গতি নির্ণয়ের সূত্র গড় গতি (Average Speed) নির্ণয়ের সাধারণ সূত্র: Average Speed=Total DistanceTotal Time ### ধাপ ৩: মোট দূরত্ব নির্ণয় - উজানের দূরত্ব = 4 মাইল - ভাটির দূরত্ব = 4 মাইল - মোট দূরত্ব = 4+4=8 মাইল ### ধাপ ৪: মোট সময় নির্ণয় - উজানে সময় = দূরত্বগতি=41=4 ঘণ্টা - ভাটিতে সময় = দূরত্বগতি=44=1 ঘণ্টা - মোট সময় = 4+1=5 ঘণ্টা ### ধাপ ৫: গড় গতি নির্ণয় Average Speed=8 মাইল5 ঘণ্টা=1.6 mph ### উত্তর: গড় গতি হবে 1.6 mph