বিসিএস ১৬তম
১. বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত-
[ বিসিএস ২৬তম | বিসিএস ১৬তম ]
অর্থাৎ, যে কোনও বৃত্তের পরিধিকে তার ব্যাস দিয়ে ভাগ করলে সর্বদা π পাওয়া যাবে। এই অনুপাতটি বৃত্তের আকার বা আয়তনের উপর নির্ভর করে না।
# গাণিতিকভাবে,
পরিধি / ব্যাস = π
অথবা,
পরিধি = π × ব্যাস
এই সূত্রটি ব্যবহার করে, বৃত্তের পরিধি বা ব্যাস জানা থাকলে অন্যটি সহজেই নির্ণয় করা যায়।
∴ বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত =
২. Which of the following sentences is correct?
[ বিসিএস ১৬তম ]
The verb "forbid" is typically followed by an infinitive (to + verb). Therefore, "I forbade him to go" is the grammatically correct construction. The other options do not follow the standard usage of "forbid."
৩. Which of the following is a correct proverb?
[ বিসিএস ১৬তম ]
proverb টিতে parallesim ব্যবহার হয়েছে। সে কারণে প্রথম verb plural হলে পরের verb ও plural হয়।
৪. Which of the following sentences is correct ?
[ বিসিএস ১৬তম ]
প্রশ্নবোধক বাক্যে interrogative, প্রথমে auxiliary verb, এর পর subject এবং তার পর মূল verb বসে। why question + auxiliary + sub + base from.
৫. Which of the following sentences is correct?
[ বিসিএস ১৬তম ]
কেননা, the shirt এখানে Relative Pronoun (which) টির antecedent (পূর্বক)। কিন্তু যদি পূর্বক হিসেবে that shirt ব্যবহার করা হয় তবে এর পরে Which ব্যবহার করা যায় না। বরং That ব্যবহার করা আবশ্যক হয়ে পড়ে । কারণ Who, Which, That, Whom প্রভৃতি দ্বারা শুরু হওয়া শব্দ গুচ্ছে sentence- এর পরে Relative pronoun ব্যবহার করতে চাইলে শুধুমাত্র That ব্যবহার করা যায়। অতএব choice (ক) ও (গ) কে বর্জন করা যায়। অন্যদিকে (খ) তে পাশাপাশি that ও which থাকায় এটিও গ্রহণযোগ্য নয়।
৬. The correct passive of ‘Sheila was writing a letter’ is–
[ বিসিএস ১৬তম ]
বাক্যটি past continuous tense বলে এর passive রূপ হবে sub (ob) + was + being + v. (p.p) by + ob (sub). Structure অনুযায়ী সঠিক রূপটি রয়েছে (গ) তে।
৭. কোন গ্রন্থটি ঢাকা হতে প্রথম প্রকাশিত হয়েছিল?
[ বিসিএস ১৬তম ]
ঢাকা থেকে প্রকাশিত প্রথম বাংলা গ্রন্হ দীনবন্ধু মিত্রের ‘নীলদর্পণ’ নাটক। ১৮৬০ সালে প্রকাশিত নাটকটিতে বাংলাদেশের মেহেরপুর অঞ্চলের নীলকরদের অত্যাচার ও নীলচাষীদের দুঃখ-কষ্ট বর্ণিত হয়েছে। ১৮৬১ সালে মাইকেল মধুসূদন দত্ত A Native ছদ্মনামে নাটকটি The Indigo Planting Mirror নামে অনুবাদ করেন। দীনবন্ধু মিত্র রচিত অন্যান্য নাটকের মধ্যে কমলে কামিনী, লীলাবতী, নবীন তপস্বিনী, জামাই বারিক, উল্লেখযোগ্য।
৮. ‘পথিক তুমি কি পথ হারাইয়াছ?’ কথাটি কার?
[ বিসিএস ১৬তম ]
চরণটি বাংলা সাহিত্যের প্রথম সার্থক ঔপন্যাসিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত বাংলা সাহিত্যের প্রথম রোমান্টিক উপন্যাস ‘কপালকুণ্ডলা’ থেকে সংগৃহীত। উপন্যাসের নায়িকা কপালকুণ্ডলা নায়ক নবকুমারকে উদ্দেশ্য করে কথাটি বলেছিল। এটি বাংলা সাহিত্যের প্রথম রোমান্টিক সংলাপ। বঙ্কিমচন্দ্র রচিত বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস ‘দুর্গেশনন্দিনী’ ১৮৬৫ সালে প্রকাশিত হয়।
৯. প্রত্যয়গত ভাবে শুদ্ধ কোনটি?
[ বিসিএস ১৬তম ]
প্রত্যয়গতভাবে শুদ্ধ হলো: খঃ উৎকর্ষ
এখানে বাকি শব্দগুলো প্রত্যয়গতভাবে ভুল।
উৎকর্ষতা - "উৎকর্ষ" শব্দের সাথে "তা" প্রত্যয় যুক্ত করে এই শব্দটি তৈরি করা হয়েছে, যা ব্যাকরণগতভাবে শুদ্ধ নয়।
উৎকৃষ্ট - "উৎকৃষ্ট" শব্দটি একটি বিশেষণ পদ, যা "উৎকর্ষ" শব্দের বিশেষণ রূপ। প্রত্যয়গতভাবে এটি ভিন্ন অর্থ প্রকাশ করে।
* উৎকৃষ্টতা - "উৎকৃষ্ট" শব্দের সাথে "তা" প্রত্যয় যুক্ত করে এই শব্দটি তৈরি করা হয়েছে, যা ব্যাকরণগতভাবে শুদ্ধ নয়।
১০. ‘অচিন’ শব্দের ‘অ’ উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত?
[ বিসিএস ১৬তম ]
‘অচিন’ শব্দের ‘অ’ উপসর্গটি নঞর্থক অর্থে ব্যবহৃত হয়েছে। ‘অ’ উপসর্গটি অভাব অর্থে প্রকাশ পেয়েছে অচিন, অজানা, অথৈ শব্দগুলো।
১১. বাংলায় ইউরোপীয় বণিকদের মধ্যে কারা প্রথম এসেছিল?
[ বিসিএস ১৬তম ]
পঞ্চদশ শতকের শেষভাগে পর্তুগিজ দেশীয় নাবিক ভস্কো-দা-গামা আফ্রিকার পশ্চিম পূর্ব উপকূল ঘুরে বরাবর সমুদ্রপথে ভারতবর্ষে আসার পথ আবিষ্কার করেন। ১৫১৪ খ্রিষ্টাব্দে পর্তুগিজ বণিকগণ উড়িষ্যার অন্তর্গত পিপলি নামক স্থানে সর্বপ্রথম বাণিজ্য কুঠি স্থাপন করে । উল্লেখ্য, ১৬০২ সালে ওলন্দাজরা, ১৬০০ সালে ইংরেজরা এবং ১৬৬৪ সালে ফরাসিরা বাংলায় আগমন করেন।
১২. জিয়া সার কারখানায় উৎপাদিত সারের নাম কি?
[ বিসিএস ১৬তম ]
জিয়া সার কারখানা (বর্তমান নাম আশুগঞ্জ ফার্টিলাইজার অ্যান্ড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লি.) ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জে অবস্থিত। তিতাস গ্যাস ব্যবহার করে পরিচালিত এ কারখানাতে ইউরিয়াসহ প্যাকিং -এর লাইনিং এবং পলিথিন পেপার উৎপাদন করা হয়।
১৩. ‘সব কটা জানালা খুলে দাও না’ এর গীতিকার কে?
[ বিসিএস ১৬তম ]
নজরুল ইসলাম বাবু রচিত ‘সব কটা জানালা খুলে দাও না’ গানটির কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিন।
১৪. বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার কে?
[ বিসিএস ১৬তম ]
মানচিত্র খচিত প্রথম জাতীয় পতাকার নকশা তৈরি করেন শিবনারায়ণ দাস। বর্তমান জাতীয় পতাকার ডিজাইন করেন বাংলাদেশের প্রখ্যাত চিত্রশিল্পী কামরুল হাসান। কামরুল হাসান বাংলাদেশের জাতীয় প্রতীকেরও ডিজাইন করেন। বাংলাদেশের জাতীয় পতাকা প্রথম উত্তোলন করা হয় ঢাকা বিশ্ববিদ্যায়ের বটতলায় এক ছাত্রসভায় ২ মার্চ, ১৯৭১।
১৫. বাংলাদেশের রাষ্ট্রপতি শাসিত সরকারের পরিবর্তে সংসদীয় শাসনব্যবস্থা চালু হয় সংবিধানের কত নম্বর সংশোধনীর মাধ্যমে?
[ বিসিএস ১৬তম ]
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাসনামলে ১৯৭৫ সালে বাংলাদেশের সংবিধানের চতুর্থ সংশোধনীর মাধ্যমে সংসদীয় শাসন ব্যবস্থার পরিবর্তে রাষ্ট্রপতি শাসিত শাসন ব্যবস্থা প্রবর্তন করা হয়। ১৯৯১ সালের ১৮ সেপ্টেম্বর রাষ্ট্রপতির অনুমোদন লাভের মাধ্যমে সংসদীয় শাসন ব্যবস্থা পুনঃপরিবর্তিত হয়।
১৬. Asia Pacific Economic Co-operation (APEC) ফোরামের নভেম্বর, ১৯৯৩-এ অনুষ্ঠিত বৈঠকে কোন সদস্য দেশের সরকার প্রধান অনুপস্থিত ছিলেন?
[ বিসিএস ১৬তম ]
১৯৯৩ সালে অ্যাপেকের শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় যুক্তরাষ্ট্রের সিয়াটলে। অন্যসব সদস্য দেশ এতে উপস্থিত থাকলেও জাপান অনুপস্থিত ছিল। উল্লেখ্য, APEC- এর সর্বশেষ সম্মেলন অনুষ্ঠিত হয় ১৬-১৯ নভেম্বর ২০২২; ব্যাংকক, থাইল্যান্ড।
গিরিজা প্রাসাদ কৈরালা নেপালি কংগ্রেস পার্টির (NCP) প্রধানমন্ত্রী ছিলেন। ১৯৯১ থেকে NCP- এর অভ্যন্তরীণ কোন্দল শুরু হয় এবং ১৯৯৪ সালের ১০ জুলাই দলের সিনিয়র নেতা গণেশ মনসিং তার অনুসারীরাসহ কৈরালার ওপর থেকে সমর্থন প্রত্যাহার করেন। উল্লেখ্য, বর্তমানে নেপালের প্রধানমন্ত্রী পুষ্পকমল দাহাল প্রচন্ড (২৫ ডিসেম্বর ২০২২ থেকে বর্তমান)।
১৮. Hubble Telescope – এর ত্রুটি সংশোধনকল্পে মহাশূন্যে কোন নভোযানে নভোচারীগণকে প্রেরণ করা হয়েছিল?
[ বিসিএস ১৬তম ]
হাবল টেলিস্কোপের ত্রুটি সংশোধনকল্পে মহাশূন্যে এন্ডেভার নভোযানে নভোচারীদের প্রেরণ করা হয়েছিল।
১৯. রুয়ান্ডার প্যাট্রিয়টিক ফ্রন্ট সরকার কবে শপথ গ্রহণ করেন?
[ বিসিএস ১৬তম ]
রুয়ান্ডার হুতু ও তুতসি সম্প্রদায়ের বিরোধ ১৯৯৪ সালের এপ্রিল থেকে চরমে ওঠে। এপ্রিল থেকে জুলাইয়ের মধ্যে কমপক্ষে ৫ লক্ষ রুয়ান্ডার অধিবাসী নিহত হয় । ১৯ জুলাই, ১৯৯৪ হুতু নেতা প্যাস্তুইর বিজিমুংগু রাজধানী দখল করে পরবর্তী ৫ বছরের জন্য নিজেকে প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করেন।
২০. পিএলও চেয়ারম্যান ইয়াসির আরাফাত তিউনিসিয়ায় নির্বাসিত জীবন ছেড়ে স্থায়ীভাবে বসবাসের উদ্দেশ্যে কবে গাজা ভূখণ্ডে আসেন?
[ বিসিএস ১৬তম ]
কায়রো চুক্তি অনুসারে ১৭ মে, ১৯৯৪ পিএলও পশ্চিম তীর ও গাজা এলাকার নিয়ন্ত্রণ পায়। ১ জুলাই, ১৯৯৪ ইয়াসির আরাফাত গাজা ভূখণ্ডে আসেন। ফিলিস্তিনি মুক্তি সংগ্রামের অবিসংবাদিত নেতা ইয়াসির আরাফাত ১১ নভেম্বর, ২০০৪ মৃত্যুবরণ করেন প্যারিসের পার্সি মিলিটারি ট্রেনিং হাসপাতালে।
২১. উপকূলে কোনো একটি স্থানে পরপর দুটি জোয়ারের মধ্যে ব্যবধান হলো–
[ বিসিএস ১৬তম ]
উপকূলে একটি জোয়ারের সময়সীমা ৬ ঘণ্টা এবং ভাটার সময়সীমা ৬ ঘণ্টা। সুতরাং একটি জোয়ারের আর একটি জোয়ারের মধ্যে সময়ের ব্যবধান ১২ ঘণ্টা।
২২. নাড়ীর স্পন্দন প্রবাহিত হয়–
[ বিসিএস ১৬তম ]
হৃৎপিণ্ড থেকে অক্সিজেনবাহী রক্ত শরীরের বিভিন্ন স্থানে পৌঁছে ধমনির মধ্য দিয়ে। এর গতি থাকে বেশি। তাই ধমনির মধ্যেই নাড়ির স্পন্দন অনুভূত হয়। শিরার ভিতর দিয়ে কার্বন ডাই-অক্সাইডবাহী রক্ত হৃৎপিণ্ডে ফিরে আসে।
২৩. চাঁদে কোনো শব্দ করলে তা শোনা যাবে না কেন?
[ বিসিএস ১৬তম ]
পৃথিবীতে বায়ুস্তর শব্দ সঞ্চালনের মাধ্যম হিসেবে কাজ করে। শব্দ সঞ্চালনার জন্য মাধ্যম প্রয়োজন। চাঁদে বায়ুস্তর নেই, যার ফলে পাশাপাশি অবস্থিত দুজন লোক যত জোরেই কথা বলুক না কেন চাঁদে তা শুনতে পাবে না।
২৪. রঙিন টেলিভিশন হতে ক্ষতিকর কোন রশ্মি বের হয়?
[ বিসিএস ১৬তম ]
রঙিন টেলিভিশন থেকে মূলত এক্স-রে (X-ray) রশ্মি বের হয়। তবে আধুনিক টেলিভিশনগুলোতে এই রশ্মির পরিমাণ খুবই কম থাকে।
২৫. যা চিরস্থায়ী নয়–
[ বিসিএস ১৬তম ]
যা চিরস্থায়ী নয় = নশ্বর, যা স্থায়ী নয় = অস্থায়ী, যা ক্ষণকাল ব্যাপিয়া স্থায়ী = ক্ষণস্থায়ী।
২৬. Intellectual শব্দের বাংলা অর্থ–
[ বিসিএস ১৬তম ]
Intellectual- শব্দের অর্থ বুদ্ধিজীবী, মনীষী। ‘বুদ্ধিমান’, ও ‘মেধাবী’-এর ইংরেজি intelligent, learned, wise। ‘মননশীল’-এর ইংরেজি thoughtful, reflective ।
২৭. কোন নগরীতে মুঘল আমলে সুবা বাংলার রাজধানী ছিল?
[ বিসিএস ১৬তম ]
সম্রাট জাহাঙ্গীর সিংহাসনে আরোহণ করে ইসলাম খান চিশতীকে বাংলা অধিকারে প্রেরণ করেন। ইসলাম খান ১৬১০ সালে মুসা খানকে পরাজিত করে বাংলা অধিকার করেন এবং ঢাকার নামকরণ করেন ‘জাহাঙ্গীর নগর’। তিনি এ সময় রাজমহল থেকে ঢাকায় রাজধানী স্থানান্তর করেন। উল্লেখ্য, ঢাকাকে ১৬১০ সালের পর ১৯০৫ সালে দ্বিতীয় বার, ১৯৪৭ সালে তৃতীয় বার ও ১৯৭১ সালে চতুর্থ বার রাজধানী করা হয়।
একই উপসর্গ শব্দের সামনে বসে বিভিন্ন রূপ অর্থ প্রকাশ করে। যেমন- অব উপসর্গ অবমূল্যায়ন শব্দে হীনতা অর্থে এবং অবদান শব্দে সম্যক অর্থে ব্যবহৃত হয়েছে।
২৯. ‘জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি যেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব।’ -এই উক্তিটি কোন পত্রিকার প্রতি সংখ্যায় লেখা থাকতো?
[ বিসিএস ১৬তম ]
১৯২৬ সালে ঢাকায় মুক্তবুদ্ধি সম্পন্ন লেখকরা গঠন করেন ‘ঢাকা মুসলিম সাহিত্য সমাজ’। তারা মনে করতেন ‘জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি যেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব। সংগঠনটির মুখপাত্র হিসেবে প্রকাশিত হয় ‘শিখা’ পত্রিকা। তাই পত্রিকার প্রতিটি সংখ্যায় কথাটি লেখা থাকত। পত্রিকাটির সম্পাদক ছিলেন বুদ্ধির মুক্তি আন্দোলনের প্রাণপুরুষ আবুল হোসেন।
প্রশ্নে দেয়া শর্ত অনুযায়ী দোকানদার
৩১. দু ব্যক্তি একত্রে একটি কাজ ৮দিনে করত পারে। প্রথম ব্যক্তি একাকী কাজটি ১২ দিনে করতে পারে। দ্বিতীয় ব্যক্তি একাকি কাজটি কত দিনে করতে পারবে?
[ বিসিএস ১৬তম ]
ধরি:
- প্রথম ব্যক্তির কাজের হার =
দুজনের একত্রে কাজের হার হলো তাদের পৃথক কাজের হারের সমষ্টি। তাই:
৩২. ৫০০ টাকার ৪ বছরের সুদ এবং ৬০০ টাকার ৫ বছরের সুদ একত্রে ৫০০ টাকা হলে সুদের হার কত?
[ বিসিএস ১৬তম ]
৫০০ টাকার ৪ বছরের সুদ হলো:
### ধাপ ১: ২৪, ৩৬ এবং ৪৮ এর লঘিষ্ঠ সাধারণ গুণিতক (LCM) বের করা প্রথমে ২৪, ৩৬ এবং ৪৮ এর LCM বের করব।
- ২৪ এর মৌলিক উৎপাদক:
- ৩৬ এর মৌলিক উৎপাদক:
- ৪৮ এর মৌলিক উৎপাদক:
LCM হলো সর্বোচ্চ ঘাতের মৌলিক উৎপাদকগুলোর গুণফল:
যেহেতু
৩৪. নিম্নলিখিত চারটি সংখ্যার মধ্যে কোনটির ভাজক সংখ্যা বিজোড়?
[ বিসিএস ১৬তম ]
যদি সংখ্যা পূর্ণ বর্গসংখ্যা হয় তবে সেটির ভাজক সংখ্যা বিজোড় হবে।
তাহলে আসুন আবার দেখি কোন সংখ্যার ভাজক সংখ্যা আসলেই বিজোড়।
আসুন বিশ্লেষণ করি:
- ক: ২০৪৮: ২০৪৮ = 2^11, 2 এর যেকোন গুণনীয়ক পূর্ণ বর্গসংখ্যা নয়।
- খ: ৫১২: ৫১২ = 2^9, এটি ও পূর্ণ বর্গসংখ্যা নয়।
- গ: ১০২৪: ১০২৪ = 2^10, এটি পূর্ণ বর্গসংখ্যা।
- ঘ: ৪৮: ৪৮ এর কোনও গুণনীয়ক পূর্ণ বর্গসংখ্যা নয়।
তাহলে: গ: ১০২৪ এর ভাজক সংখ্যা বিজোড় কারণ এটি পূর্ণ বর্গসংখ্যা।
৩৫. বি-৫২ কি?
[ বিসিএস ১৬তম ]
বি-৫২ একটি বৃহদাকার বোমারু বিমান। বিমানটি ভেতরে ৮টি এবং ডানায় ২২টি ক্রুজ ক্ষেপণাস্ত্র নিয়ে উড়তে পারে। এটি শত্রুপক্ষের রাডারকে ফাঁকি দিতে পারে। ব্যাপক আক্রমণের ক্ষেত্রে এটি ব্যবহৃত হয়। এর প্রস্তুতকারী দেশ যুক্তরাষ্ট্র।
৩৬. ‘Straw vote’ বলতে কি বোঝায়?
[ বিসিএস ১৬তম ]
Straw vote’ বলতে সাধারণত Unofficial poll of public opinion-কে বুঝায়। Poll based on random representations বলতে প্রতিনিধি নির্বাচনের ভোট। Yes-No vote-দ্বারা হ্যাঁ-না ভোট এবং Manipulated elections বলতে নিয়ন্ত্রিত বা প্রভাব বিস্তার করা নির্বাচন।
৩৭. ‘Rotary International’ কবে প্রতিষ্ঠিত হয়েছিল?
[ বিসিএস ১৬তম ]
মানবকল্যাণমুখী সমাজ উন্নয়নমূলক আন্তর্জাতিক সংস্থা রোটারি ইন্টারন্যাশনাল ২৩ ফেব্রুয়ারি, ১৯০৫ সালে প্রতিষ্ঠিত হয়। মার্কিন আইনজীবী পল পার্সি হ্যারিস যুক্তরাষ্ট্রের শিকাগোতে এটি প্রতিষ্ঠা করেন। বর্তমানে এর সদর দপ্তর যুক্তরাষ্ট্রের ইলিনয় রাজ্যে।
৩৮. বার্লিনের দেয়াল কত সালে নির্মিত হয়েছিল?
[ বিসিএস ১৬তম ]
দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর ১৯৪৯ সালে আনুষ্ঠানিকভাবে দুই জার্মানির প্রকাশ ঘটে। ১৯৬১ সালে দুই জার্মানিকে বিভক্তকারী দেয়াল নির্মাণ করা হয়। সাবেক সোভিয়েত সরকারের আর্থিক সহায়তায় পূর্ব জার্মানি সরকার এ দেয়াল নির্মাণ করে। এর উচ্চতা ছিল ১০ ফুট। দুই জার্মানির একত্রীকরণের পদক্ষেপ হিসেবে ১৯৮৯ সালে এ দেয়াল ভেঙে ফেলা হয়।
৩৯. Which of the following sentences correct?
[ বিসিএস ১৬তম ]
One of the এর পর সব সময় plural countable noun বসে। কিন্তু one শব্দটির কারণে পরবর্তী verbটি singular হয়ে যায়। কারণ এর অর্থ দাঁড়ায় ‘অনেকের মধ্যে একজন’। যে কারণে সঠিক উত্তর (খ)।
৪০. The word ‘ecological’ is related to –
[ বিসিএস ১৬তম ]
Ecological- অর্থ বাস্তুবিদ্যা সংক্রান্ত/পরিবেশ দূষণ সংক্রান্ত। সুতরাং বিষয়টি অবশ্যই পরিবেশের সাথে সম্পৃক্ত।
৪১. The synonym of ‘genesis’ is–
[ বিসিএস ১৬তম ]
Genesis- সূচনা, প্রারম্ভিক বিন্দু। কাজেই এর synonym হবে beginning.
৪২. The word ‘homogeneous’ means–
[ বিসিএস ১৬তম ]
Homogeneous- সমজাতীয়/সমজাতিক।
৪৩. The word ‘imbibe’ means–
[ বিসিএস ১৬তম ]
Imbibe- পান করা, শুষে নেওয়া, হজম করা। যার অন্য অর্থ to drink.
৪৪. স্বাধীন বাংলাদেশে ১০০ টাকার নোট কবে প্রথম চালু করা হয়?
[ বিসিএস ১৬তম ]
বাংলাদেশে প্রথম নোট চালু হয় ৪ মার্চ, ১৯৭২। এ সময় প্রথম ১ টাকা ও ১০০ টাকার নোট বাজারে ছাড়া হয়।
বাংলাদেশকে প্রথম স্বীকৃতিদানকারী দেশ ভুটান। ভুটান এবং ভারত ৬ ডিসেম্বর, ১৯৭১ সালে বাংলাদেশকে স্বীকৃতি দেয়। তবে ভুটান ভারতের দুই-তিন ঘণ্টা আগে বাংলাদেশকে স্বীকৃতি দিয়ে তারবার্তা পাঠায়। এছাড়াও আরব ভূখণ্ড মধ্যে প্রথম ইরাক, প্রথম মুসলিম দেশ হিসেবে স্বীকৃতি দেয় সেনেগাল এবং প্রথম ইউরোপীয় দেশ হিসেবে স্বীকৃতি দেয় পূর্ব জার্মানি (১১ জানুয়ারি, ১৯৭২)।
৪৬. বাংলাদেশ জাতীয় সংসদে ‘উপজেলা বাতিল’ বিলটি কখন পাস হয়েছিল?
[ বিসিএস ১৬তম ]
৭ নভেম্বর, ১৯৮২ সাল থেকে কার্যকরী স্থানীয় সরকার (উপজেলা পরিষদ ও উপজেলা পুনর্গঠন) অধ্যাদেশ ১৯৮২ বলে প্রথমে উন্নীত থানা পরিষদ গঠন করা হয় এবং থানা পর্যায়ে বিকেন্দ্রীভূত প্রশাসনিক ব্যবস্থা প্রবর্তিত হয়। পরবর্তীতে অবশ্য উন্নীত থানা পরিষদকে উপজেলা পরিষদে রূপান্তরিত করা হয়। ১৯৯১ সালে বিএনপি সরকার ক্ষমতায় এসে ১৯৯২ সালে উপজেলা ব্যবস্থার বিলুপ্তি ঘোষণা করে। ৩০ জুন, ২০০৮ রাষ্ট্রপতি স্থানীয় সরকার (উপজেলা পরিষদ) অধ্যাদেশ জারি করেন। এ অধ্যাদেশের আলোকেই ২২ জানুয়ারি, ২০০৯ অনুষ্ঠিত হয় তৃতীয় উপজেলা পরিষদ নির্বাচন। দেশে সর্বশেষ পঞ্চম উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হয় ২০১৯ সালে।
৪৭. ঢাকা পৌরসভা কোন সালে প্রতিষ্ঠিত হয়েছিল?
[ বিসিএস ১৬তম ]
মুঘল আমলে কোতোয়ালের এবং ব্রিটিশ আমলে পৌরসভার ওপর ঢাকা শহর পরিচালনা ও ব্যবস্থাপনার ভার ন্যস্ত হয়। এ লক্ষ্যে ১ আগস্ট, ১৮৬৪ সালে ঢাকা পৌরসভা প্রতিষ্ঠিত হয়। পরবর্তীতে ঢাকা পৌরসভাকে ৩০ সেপ্টেম্বর, ১৯৭৮ সালে ‘পৌর কর্পোরেশন’ এবং ১৯৯০ সালে ‘সিটি কর্পোরেশন’ নামকরণ করা হয়।
৪৮. লালবাগের কেল্লা স্থাপন করেন কে?
[ বিসিএস ১৬তম ]
ঢাকার ঐতিহ্যবাহী দর্শনীয় স্থানগুলোর অন্যতম হলো লালবাগ দুর্গ। এর পূর্বনাম ছিল আওরঙ্গবাদ দুর্গ। সম্রাট আওরঙ্গজেবের পুত্র সুবাদার শাহাজাদা আজম ১৬৭৮ খ্রিষ্টাব্দে এ দুর্গের নির্মাণ কাজ শুরু করেন এবং সুবাদার শায়েস্তা খান ১৬৮২ সালে তা সম্পন্ন করেন।
৪৯. আন্তর্জাতিক অর্থ তহবিল (IMF) কবে হতে এর কার্যক্রম শুরু করে?
[ বিসিএস ১৬তম ]
১৯৪৪ সালের ব্রেটন উড্স (Bretton) সম্মেলনের সিদ্ধান্ত মোতাবেক আনুষ্ঠানিভাবে ১৯৪৫ সালে IMF প্রতিষ্ঠিত হয়। পরবর্তীতে ১৯৪৭ সালের ১ মার্চ IMF এর কার্যক্রম শুরু হয়। এটির সদর দপ্তর ওয়াশিংটনে।
৫০. NATO কবে প্রতিষ্ঠিত হয়?
[ বিসিএস ১৬তম ]
কমিউনিজম তথা ওয়ারশ জোট রোধকল্পে ধনতান্ত্রিক দেশসমূহের সামরিক জোট NATO ১৯৪৯ সালের ৪ এপ্রিল গঠিত হয়। বর্তমানে এর সদস্য সংখ্যা ৩১। এর প্রতিষ্ঠাকালীন সদর দপ্তর ছিল যুক্তরাজ্যের লন্ডনে। NATO-এর বর্তমান সদর দপ্তর ব্রাসেলস (বেলজিয়াম)।
৫১. ইয়াল্টা কনফারেন্স কবে অনুষ্ঠিত হয়?
[ বিসিএস ১৬তম ]
১৯৪৫ সালের ফেব্রুয়ারি মাসে সোভিয়েত ইউনিয়নের ক্রিমিয়ার ইয়াল্টা শহরে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে তৎকালীন রুশ নেতা স্ট্যালিন, মার্কিন প্রেসিডেন্ট রুজভেল্ট ও ব্রিটিশ নেতা চার্চিল অংশগ্রহণ করেন।
ধুমকেতু শুমেকার লেভী-৯ (Shoemaker-Levy 9) এর ভাঙা টুকরোগুলো ১৯৯৪ সালের ১৬ থেকে ২২ জুলাই এর মধ্যে বৃহস্পতি গ্রহে আঘাত হানে। এই ঘটনাটি প্রথমবারের মতো ছিল যখন মহাকাশ গবেষকরা আমাদের সৌরজগতের কোনো গ্রহে ধুমকেতুর সরাসরি প্রভাব প্রত্যক্ষ করেন।
৫৪. Something which is obnoxious means that it is-
[ বিসিএস ১৬তম ]
Obnoxious- আপত্তিকর, নোংরা, অস্বস্তিকর। এখানে (ঘ) very unpleasant এর অর্থও অস্বস্তিকর।
৫৫. A pilgrim is a person who undertakes a journey to a-
[ বিসিএস ১৬তম ]
pilgrim- শব্দটির অর্থ ‘তীর্থযাত্রী’। আর তীর্থযাত্রা কোনো পবিত্র স্থানের লক্ষ্যেই হয়। এই উত্তর holy place বা পবিত্র স্থান হবে।
৫৬. Shakespeare is known mostly for his-
[ বিসিএস ১৬তম ]
Shakespeare যে পরিচয়ে সবচেয়ে বেশি পরিচিত তা হলো তিনি একজন নাট্যকার । নাট্যকার হিসেবেই তিনি সাহিত্য জগতে সবচেয়ে খ্যাত।
৫৭. A person who writes about his own life writes-
[ বিসিএস ১৬তম ]
Autobiography এর অর্থ আত্মজীবনী। কোনো লেখক যখন তার নিজ জীবন সম্পর্কে লিখেন তখন সেটা হবে autobiography.
৫৮. In which century was the Victorian period?
[ বিসিএস ১৬তম ]
ইংরেজি সাহিত্যে victorian age শুরু হয়েছে ১৮৩২ সালে, সে কারণে এর সমস্ত লেখাই 19th century এর অন্তর্গত।
৫৯. কবি কাজী নজরুল ইসলাম ‘সঞ্চিতা’ কাব্যটি কাকে উৎসর্গ করেছিলেন?
[ বিসিএস ১৬তম ]
কাজী নজরুল ইসলাম তার ‘সঞ্চিতা’ কাব্যগ্রন্হটি রবীন্দ্রনাথ ঠাকুরকে উৎসর্গ করেন।
৬০. কোন উপন্যাসটির রচয়িতা রবীন্দ্রনাথ?
[ বিসিএস ১৬তম ]
রবীন্দ্রনাথ ঠাকুর রচিত অন্যান্য উপন্যাসগুলি হলো- করুণা, বৌ-ঠাকুরাণীর হাট, রাজর্ষি, চোখের বালি, নৌকাডুবি, গোরা, চতুরঙ্গ, যোগাযোগ, শেষের কবিতা, দুই বোন, চার অধ্যায় ও মালঞ্চ। বিষবৃক্ষ, গণদেবতা ও আরণ্যক উপন্যাসের রচয়িতা যথাক্রমে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় এবং বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়।
৬১. ‘একুশে ফেব্রুয়ারি’ গ্রন্হের সম্পাদক কে ছিলেন?
[ বিসিএস ১৬তম ]
হাসান হাফিজুর রহমানের সম্পাদনায় একুশের প্রথম সাহিত্য সংকলন ‘একুশে ফেব্রুয়ারি’ ১৯৫৩ সালে প্রকাশিত হয়। ১৬ খণ্ডে প্রকাশিত ‘বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ: দলিল পত্র’ টিও তার সম্পাদনায় প্রকাশিত হয়। তাঁর রচিত কাব্যগ্রন্হগুলো হলো- আর্ত শব্দাবলী, অন্তিম শরের মতো, যখন উদ্যত সঙ্গীন, শোকার্ত তরবারী, বিমুখ প্রান্তর ইত্যাদি।
৬২. ‘রোহিণী’ চরিত্রটি কোন উপন্যাসে পাওয়া যায়?
[ বিসিএস ১৬তম ]
উপন্যাস | লেখক | চরিত্র |
---|---|---|
কৃষ্ণকান্তের উইল | বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় | রোহিণী, ভ্রমর, গোবিন্দলাল |
সংশপ্তক | শহীদুল্লা কায়সার | রাবু, রমজান, হুরমতি, জাহেদ |
গৃহদাহ | শরৎচন্দ্র চট্টোপাধ্যায় | সুরেশ, অচলা, মহিম |
চরিত্রহীন | শরৎচন্দ্র চট্টোপাধ্যায় | সতীশ, কিরণময়ী |
৬৩. বাংলাদেশের জাতীয় সঙ্গীতে কোন বিষয়টি প্রধানভাবে আছে?
[ বিসিএস ১৬তম ]
রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ‘আমার সোনার বাংলা’ কবিতা ১৯০৫ সালে ‘বঙ্গদর্শন’ পত্রিকায় প্রথম প্রকাশিত হয়। ২৫ চরণবিশিষ্ট এ কবিতাটির প্রথম ১০ চরণ বাংলাদেশের জাতীয় সংগীত হিসেবে গৃহীত হয় ১৯৭১ সালের এপ্রিলে যা জাতীয় সংসদে পাস হয় ১৩ জানুয়ারি, ১৯৭২।
একটি চতুর্ভুজের সব কোণের যোগফল ৩৬০°।
অতএব,
৬৫. দুটি ত্রিভুজের মধ্যে কোন উপাদানগুলো সমান হওয়া সত্ত্বেও ত্রিভুজ দুটি সর্বসম নাও হতে পারে?
[ বিসিএস ১৬তম ]
দুটি ত্রিভুজ সর্বসম হতে নাও পারে এমন উপাদানগুলোর মধ্যে হলো:
1. দুটি কোণ এবং একটি বাহু: দুই ত্রিভুজের দুটি কোণ এবং একটি বাহু সমান হলেও, যদি সমান বাহু দুটি সমান কোণের মাঝখানে না থাকে, তবে ত্রিভুজ দুটি সর্বসম নাও হতে পারে। (এটি "এএসএ" নিয়মে পতিত হয় না)
2. দুটি বাহু এবং একটি কোণ: দুই ত্রিভুজের দুটি বাহু এবং একটি কোণ সমান হলেও, যদি সমান কোণ দুটি সমান বাহুর মাঝে না থাকে, তবে ত্রিভুজ দুটি সর্বসম নাও হতে পারে। (এটি "এসএএস" নিয়মে পতিত হয় না)
এই দুটি ক্ষেত্রে ত্রিভুজ সমান হওয়ার জন্য শুধু উল্লেখিত উপাদানগুলো যথেষ্ট নয়; সেইসব উপাদানগুলি উপযুক্ত ক্রমে না থাকলে ত্রিভুজ দুটি সর্বসম হতে নাও পারে।
৬৬. এবং হলে কত?
[ বিসিএস ১৬তম ]
এখন,
৬৮. হলে এর মান কত?
[ বিসিএস ১৬তম ]
আমরা নিচের পরিচিত পরিচয়ের ব্যবহার করিঃ
৬৯. বাংলাদেশের লাগা উত্তরে অবস্থিত-
[ বিসিএস ১৬তম ]
বাংলাদেশের লাগা উত্তরে পশ্চিমবঙ্গ, মেঘালয় ও আসাম অবস্থিত। এছাড়াও দক্ষিণে বঙ্গোপসাগর; পূর্বে আসাম, ত্রিপুরা, মিজোরাম, এবং পশ্চিমে পশ্চিমবঙ্গ অবস্থিত।
৭০. উপমহাদেশের সর্বশেষ গভর্নর জেনারেল কে ছিলেন?
[ বিসিএস ১৬তম ]
উপমহাদেশের সর্বশেষ গভর্নর জেনারেল লর্ড মাউন্টব্যাটেন। তিনি ২১ ফেব্রুয়ারি, ১৯৪৭ সাল থেকে ১৫ আগস্ট, ১৯৪৭ সাল পর্যন্ত শেষ ব্রিটিশ ‘ভাইসরয়’ এবং ১৫ আগস্ট, ১৯৪৭ থেকে ২১ জুন, ১৯৪৮ পর্যন্ত বিভাগোত্তর ভারত ডোমিনিয়নের প্রথম ‘গভর্নর জেনারেল’ পদে দায়্ত্বি পালন করেন। উল্লেখ্য, উপমহাদেশের প্রথম গভর্নর জেনারেল হিসেবে ওয়ারেন হেস্টিংস ২০ অক্টোবর, ১৮৭৪ থেকে ১ ফেব্রুয়ারি, ১৮৭৫ পর্যন্ত দায়িত্ব পালন করেন।
৭১. অভ্যন্তরীন কন্টেইনার ডিপো কোথায় অবস্থিত?
[ বিসিএস ১৬তম ]
বাংলাদেশের প্রথম ও বৃহত্তম অভ্যন্তরীণ কন্টেইনার ডিপো (Inland Container Depot) চট্টগ্রামে অবস্থিত। ১৯৮৭ সালে ঢাকার কমলাপুরে দ্বিতীয় ICD প্রতিষ্ঠা করা হয়। সে হিসেবে চট্টগ্রাম ও ঢাকা দুটি উত্তরই সঠিক।
৭২. জাতিসংঘের জনসংখ্যা সংক্রান্ত ১৯৯৪ সালের রিপোর্ট অনুযায়ী জনসংখ্যার দিক দিয়ে বাংলাদেশের স্থান-
[ বিসিএস ১৬তম ]
UNFPA- এর জনসংখ্যা বিষয়ক রিপোর্ট ১৯৯৪ অনুযায়ী বাংলাদেশ বিশ্বের নবম জনসংখ্যার দেশ ছিল। UNFPA- এর জনসংখ্যা রিপোর্টে ২০২২ অনুযায়ী বাংলাদেশের অবস্থান অষ্টম।
৭৩. কর্কটক্রান্তি রেখা–
[ বিসিএস ১৬তম ]
বাংলাদেশের মানচিত্র অনুযায়ী ঝিনাইদহ, ঢাকা, কুমিল্লার উপর দিয়ে কর্কটক্রান্তি রেখা চলে গিয়েছে যা দেশের মোটামুটি মধ্যভাগে অবস্থিত। কর্কটক্রান্তি রেখার অবস্থান ২৩.৫° উত্তর অক্ষাংশে।
৭৪. পানির জীব হয়েও বাতাসে নিশ্বাস নেয়-
[ বিসিএস ১৬তম ]
‘শুশুক’ বা ‘ডলফিন’ পানিতে বাস করলেও অন্যান্য মাছের মতো ফুলকার সাহায্যে পানি থেকে অক্সিজেন গ্রহণ করতে পারে না। এটি পানি থেকে ভেসে উঠে বাতাস থেকে অক্সিজেন গ্রহণ করে। পটকা মাছ, হাঙ্গর ও জেলী ফিস পানিতে ফুলকার সাহায্যে শ্বাস-প্রশ্বাস গ্রহণ করে।
৭৫. পিট কয়লার বৈশিষ্ট হলো–
[ বিসিএস ১৬তম ]
‘পিট কয়লা’ তুলনামূলকভাবে নিম্নমানের কয়লা। এর বৈশিষ্ট্য হচ্ছে এটি ভেজা ও নরম। বিটুমিনাস কয়লা সবচেয়ে উন্নতমানের।
মুদ্রণ একটা প্রক্রিয়া যার মাধ্যমে একটি প্রধান গঠন বা মাপদণ্ড থেকে লেখা ও ছবির প্রতিলিপি তৈরি করা হয়। কাঠের টুকরোয় মুদ্রণের সূচনা ঘটে চীনে প্রায় ২২০ খ্রিষ্টাব্দে। মুদ্রণ করার সবচেয়ে সাধারণ উপাদন কাগজ। এছাড়াও প্রায়শই ধাতু, প্লাস্টিক, কাপড় ও যৌগিক পদার্থের ওপর ও করা হয়। তাই ধাতুনির্মিত অক্ষরের প্রয়োজন ফুরিয়ে যায়।
৭৭. ডিজিটাল টেলিফোনের প্রধান বৈশিষ্ট্য-
[ বিসিএস ১৬তম ]
ডিজিটাল টেলিফোনের প্রধান বৈশিষ্ট্যগুলো হলো:
ডিজিটাল সিগন্যালে বার্তা প্রেরণ: ডিজিটাল টেলিফোনের প্রধান বৈশিষ্ট্য হলো ডিজিটাল সিগন্যালে বার্তা প্রেরণ।
অপটিক্যাল ফাইবারের ব্যবহার: ডিজিটাল টেলিফোনে অপটিক্যাল ফাইবারের ব্যবহার করা হয়।
বোতাম টিপে ডায়াল করা: ডিজিটাল টেলিফোনে বোতাম টিপে ডায়াল করা যায়।
নতুন ধরনের মাইক্রোফোন: ডিজিটাল টেলিফোনে নতুন ধরনের মাইক্রোফোন ব্যবহার করা হয়।
৭৮. আবহাওয়া ৯০% আর্দ্রতা মানে–
[ বিসিএস ১৬তম ]
কোনো এলাকার বায়ুমণ্ডলে প্রকৃতপক্ষে যতখানি জলীয় বাষ্প আছে এবং যতখানি জলীয় বাষ্প থাকতে পারে তার শতকরা অনুপাতই হলো আপেক্ষিক আর্দ্রতা। আবহাওয়ায় ৯০% আর্দ্রতা বলতে বুঝায় বায়ু যতখানি জলীয় বাষ্প ধারণ করতে পারে তার ৯০% জলীয় বাষ্প রয়েছে।
৭৯. ১৯৯৩ সালের ডিসেম্বরে অনুষ্ঠিত রাশিয়ার পার্লামেন্টের নির্বাচনে কোন রাজনৈতিক দলটি সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে আত্মপ্রকাশ করে?
[ বিসিএস ১৬তম ]
১৯৯৩ সালের ডিসেম্বরে অনুষ্ঠিত রাশিয়ার পার্লামেন্টের নির্বাচনে লিবারেল ডেমোক্রেটিক পার্টি অফ রাশিয়া (Liberal Democratic Party of Russia) সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে আত্মপ্রকাশ করে। এই নির্বাচনে ভ্লাদিমির জিরিনোভস্কির নেতৃত্বাধীন এই দলটি অপ্রত্যাশিতভাবে সবচেয়ে বেশি আসন লাভ করে।
১৯৬৫ সালের আগে নিরাপত্তা পরিষদের সদস্য ছিল ১১টি (৫টি স্থায়ী ও ৬টি অস্থায়ী)। ১৯৬৩ সালে সনদের ২৩ নং ধারা সংশোধন করে অস্থায়ী সদস্য ১০- এ উন্নীত করা হয় যা ১৯৬৫ সালে কার্যকর করা হয়। বর্তমানে নিরাপত্তা পরিষদের সদস্য ১৫।
গাম্বিয়ার সেনাবাহিনী ১৯৯৪ সালের ২২ জুলাই অভ্যুত্থানের মাধ্যমে দেশের ক্ষমতা দখল করে। ২৬ জুলাই ক্যাপ্টেন (অব.) ইয়াহিয়া এ.জে.জে জাম্মেহ নিজেকে দেশের প্রধান হিসেবে ঘোষণা করেন এবং বিদ্যমান ১৯৭০ সালের সংবিধান স্থগিত করেন।
৮২. নাইজেরিয়ার বিরোধী নেতা মাসুদ আবিওলা কবে নিজেকে নাইজেরিয়ার প্রেসিডেন্ট বলে ঘোষণা করেন?
[ বিসিএস ১৬তম ]
জেনারেল সানি আবাচা ১৯৯৩ সালের ১৭ নভেম্বর নাইজেরিয়ার ক্ষমতা দখল করেন। ১৯৯৪ সালের ৭ জুন বিরোধী নেতা মাসুদ আবিওলা একটি বিশাল জনসভায় সানি আবাচাকে অস্বীকার করে নিজেকে প্রেসিডেন্ট বলে ঘোষণা করেন। এই মাসেই তিনি গ্রেফতার হন এবং ট্রায়ালের পর ডিসেম্বরে দেশটির ফেডারেল কোর্ট দেশের জাতীয় ও নিরাপত্তার স্বার্থে আবিওলাকে জেলে প্রেরণ করেন।
৮৩. ১৪ ডিসেম্বর, ১৯৯৩ তারিখে শহীদ বুদ্ধিজীবীদের স্মৃতিকে স্মরণীয় করে রাখার জন্য ঢাকার মোট কতগুলো সড়কের নামকরণ করা হয়?
[ বিসিএস ১৬তম ]
শহীদ বুদ্ধিজীবীদের স্মৃতিকে স্মরণীয় করে রাখার জন্য ১৯৯৩ সালের ১৪ ডিসেম্বর ঢাকার ৫টি সড়কের নতুন নামকরণ করা হয়। তাছাড়াও বুদ্ধিজীবীদের স্মরণে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ নির্মিত হয়েছে ঢাকার মিরপুরে। এর স্থপতি মোস্তাফা হারুন কুদ্দুস হিলি।
২০২২-২৩ অর্থবছরে শিক্ষা ও প্রযুক্তি খাতে বরাদ্দ দেয়া হয় ৮১,৪৪৯ কোটি টাকা, যা মোট বাজেটের ১২.১ শতাংশ।
৮৫. বাংলাদেশের দীর্ঘতম রেলসেতু কোনটি?
[ বিসিএস ১৬তম ]
১৯৯৮ সালের ২৩ জুন যমুনা বহুমুখী সেতুর উদ্বোধনের পর থেকে এটি বাংলাদেশের সড়ক সহ দীর্ঘতম রেল সেতুর মর্যাদা লাভ করে। এ সেতুতে মিটার গেজ ও ব্রড গেজ উভয় ট্রেন চলাচলের ব্যবস্থা রয়েছে। এ সেতুর দৈর্ঘ্য ৪.৮ কি.মি.। তবে একক দীর্ঘতম রেলসেতু হলো হার্ডিঞ্জ ব্রিজ। পাবনা জেলায় অবস্থিত হার্ডিঞ্জ সেতুর দৈর্ঘ্য ৫৮৯৪ ফুট (১৭৯৮.৩২ মিটার)। হার্ডিঞ্জ ব্রিজ নির্মাণ শুরু হয় ১৯১২ সালে এবং নির্মাণকাজ শেষ হয় ১৯১৫ সালে।
৮৬. চাকমা শরণার্থীদের দ্বিতীয় দফায় ১ম দিন অর্থাৎ ২১ জুলাই, ১৯৯৪ তারিখে কতজন বাংলাদেশে প্রত্যাবর্তন করেন?
[ বিসিএস ১৬তম ]
৮৭. জীবনানন্দ দাশের জন্মস্থান কোন জেলায়?
[ বিসিএস ১৬তম ]
রবীন্দ্র-উত্তর আধুনিক বাংলা কবিতায় পঞ্চপাণ্ডবের একজন ছিলেন জীবনানন্দ দাশ। তাঁর জন্ম ১৮৯৯ সালের ১৭ ফেব্রুয়ারি বরিশাল জেলার ধানসিঁড়ি নদীর তীরে এক ব্রাহ্ম পরিবারে। প্রতিভাবান এই কবি কলকাতায় ট্রামের নিচে পড়ে আহত হন এবং ২২ অক্টোবর ১৯৫৪ মারা যান।
৮৮. The antonym of ‘indifference’ is–
[ বিসিএস ১৬তম ]
Indifference - অনীহা, নিস্পৃহা, উদাসীনতা। ardour - উৎসাহ, ব্যাকুলতা, আবেগ, স্পৃহা। compassion - করুণা, সমবেদনা। anxiety- উদ্বেগ, উৎকণ্ঠা। concern - উদ্বেগ, সম্পৃক্ততা। কাজেই অর্থগত দিক থেকে বিপরীতধর্মী বলে। difference এর antonym হবে ardour.
৮৯. Three Score is–
[ বিসিএস ১৬তম ]
Three Score - ষাট, ৬০। thirty times - ৩০ গুণ। three hundred times - ৩০০ গুণ। three times twenty- ষাট, ৬০(২০ + ২০ + ২০)। more than three- ৩ এর অধিক।
৯০. An Ordinance is–
[ বিসিএস ১৬তম ]
Ordinance - অধ্যাদেশ, বিশেষ ক্ষমতা বলে প্রণীত আইন। কাজেই এটি (ঘ) এর law বা আইন এর সমার্থক।
৯১. A fantasy is–
[ বিসিএস ১৬তম ]
Fantasy - অলিক, অবাস্তব, কাল্পনিক গল্প। কাজেই এটি ‘an imaginary story’-এর সমার্থক। কারণ imaginary অর্থও কাল্পনিক।
৯২. Something that is ‘fresh’ is something–
[ বিসিএস ১৬তম ]
Fresh- টাটকা, তাজা, ভালো অবস্থা, সমৃদ্ধ। in fairly good condition বলতেও বেশ ভালো অবস্থাকেই বুঝায়।
হিন্দু-মুসলমানের সম্প্রীতিতে বিশ্বাসী লেখক হিসেবে পরিচিত শেখ ফজলুল করিমের (১৮৮২-১৯৩৬) ‘স্বর্গ-নরক’, কবিতার চরণ এটি।
৯৪. বাংলা একাডেমি কোন বছর প্রতিষ্ঠিত হয়?
[ বিসিএস ১৬তম ]
বাংলা ভাষা সংক্রান্ত সর্ববৃহৎ গবেষণা প্রতিষ্ঠান বাংলা একাডেমি ১৯৫৫ সালের ৩ ডিসেম্বর (১৩৬২ বঙ্গাব্দের ১৭ অগ্রহায়ণ) ঢাকার বর্ধমান হাউজে প্রতিষ্ঠিত হয়।
৯৫. সাধু ভাষা ও চলিত ভাষার পার্থক্য–
[ বিসিএস ১৬তম ]
সাধু রীতিতে ব্যবহৃত সর্বনাম ও ক্রিয়াপদ চলিত রীতিতে পরিবর্তিত ও সহজতর রূপ লাভ করে । যেমন- ভাষা রীতি সর্বনাম বিশেষ্য ক্রিয়া সাধু: তাহারা ভাত খাইতেছিল চলিত: তারা ভাত খাচ্ছিল সাধুরীতি তৎসম শব্দবহুল এবং চলিতরীতি তদ্ভব শব্দবহুল।
৯৬. সমগ্র পবিত্র কুরআনের প্রথম বাংলা অনুবাদ কে করেন?
[ বিসিএস ১৬তম ]
ভাই গিরিশচন্দ্র সেন দীর্ঘ ছয় বছর (১৮৮১-৮৬) পরিশ্রম করে কুরআন শরীফের প্রথম বঙ্গানুবাদ করেন। তার রচিত অন্যান্য গ্রন্থের মধ্যে ‘তাপসমালা’ (৯৬ জন মুসলিম সাধকের জীবনচরিত) ও ‘তত্ত্বরত্নমালা’ উল্লেখযোগ্য তিনি ১৮৩৫ সালে বর্তমান নরসিংদী জেলার পাঁচদোনা গ্রামে জন্মগ্রহণ করেন এবং ১৮৭১ সালে ব্রাহ্মমতে দীক্ষিত হন।
৯৭. ‘সমকাল’ পত্রিকার সম্পাদক কে ছিলেন?
[ বিসিএস ১৬তম ]
সম্পাদক | পত্রিকা |
---|---|
মোহাম্মদ আকরম খাঁ | সাপ্তাহিক মোহাম্মদী (১৯০৮), দৈনিক মোহাম্মদী (১৯২২), মাসিক মোহাম্মদী (১৯২৭), দৈনিক সেবক (১৯২১), আল এসলাম (১৯১৫), দৈনিক আজাদ (১৯৩৫) |
তফাজ্জল হোসেন মানিক মিয়া | দৈনিক ইত্তেফাক |
মোহাম্মদ নাসিরউদ্দীন | সওগাত |
সিকান্দার আবু জাফর | সমকাল |
৯৮. ‘সওগাত’ পত্রিকার সম্পাদক কে ছিলেন?
[ বিসিএস ১৬তম ]
সম্পাদক | পত্রিকা |
---|---|
খান মোহাম্মদ মঈনুদ্দীন | সাম্যবাদী |
কাজী নজরুল ইসলাম | নবযুগ, ধুমকেতু, লাঙ্গল |
মোহাম্মদ নাসিরউদ্দীন | সওগাত (সাপ্তাহিক) |
৯৯. ফুটবল বিশ্বকাপ ২০১৮ এর সর্বোচ্চ গোলদাতা কে?
[ বিসিএস ১৬তম ]
২০১৮ সালের ফুটবল বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতা ছিলেন ইংল্যান্ডের হ্যারি কেন। তিনি ৬টি গোল করে "গোল্ডেন বুট" জিতেছিলেন।