আমাদের স্কুল

সেটিং

বহুনির্বাচনি প্রশ্নের দেখানোর অপশনঃ
শুধুমাত্র উত্তর 2 অপশন
3 অপশন 4 অপশন
বহুনির্বাচনি প্রশ্নের অপশন প্রদর্শনঃ
রো আকারে কলাম আকারে
বহুনির্বাচনি প্রশ্নের উত্তরঃ
লুকান বোল্ড করুন
দেখান দেখান ও বোল্ড করুন
বহুনির্বাচনি প্রশ্নের ব্যাখ্যাঃ
দেখান লুকান নিচে লুকান
থিম নির্বাচন করুনঃ
ফন্ট সাইজঃ
16

ক. রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়
খ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
গ. হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়
ঘ. ঈশ্বরচন্দ্র গুপ্ত
ব্যাখ্যাঃ

‘তুমি মা কল্পতরু, আমরা সব পোষাগরু’- এই কবিতাংশটির রচয়িতা হলেন ঈশ্বরচন্দ্র গুপ্ত

এটি তার বিখ্যাত কবিতা ‘মাতৃভাষা’-র অংশ। এই কবিতায় তিনি মাতৃভাষার প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা প্রকাশ করেছেন এবং নিজেকে ও অন্যান্য বাঙালিদের মাতৃরূপ কল্পতরুর আশ্রিত পোষা গরুরূপে কল্পনা করেছেন।

ক. রজনীকান্ত সেন
খ. ইসমাইল হােসেন সিরাজী
গ. কামিনী রায়
ঘ. দ্বিজেন্দ্রলাল রায়
ব্যাখ্যাঃ

‘সকলের তরে সকলে আমরা/প্রত্যেকে আমরা পরের তরে।’ – এই বিখ্যাত পংক্তি দুটি কবি কামিনী রায় রচিত।

এটি তার "পরের তরে" কবিতার অংশ। কবিতাটি মানুষের মধ্যে সহানুভূতি, সহযোগিতা ও পরোপকারের গুরুত্ব তুলে ধরে।

ক. চণ্ডীচরণ মুনশী
খ. কাজী নজরুল ইসলাম
গ. রবীন্দ্রনাথ ঠাকুর
ঘ. মদনমোহন তর্কালঙ্কার
ব্যাখ্যাঃ

এই চরণ দুটির রচয়িতা হলেন মদনমোহন তর্কালঙ্কার

এই কবিতাটি তার বিখ্যাত "প্রভাত চিন্তা" নামক কবিতা থেকে নেওয়া হয়েছে। শিশুদের নীতিবোধ ও আদর্শ গঠনের লক্ষ্যে তিনি এই কবিতাটি রচনা করেন, যা আজও অত্যন্ত জনপ্রিয়।

প্রশ্নঃ Ode কী?

[ বিসিএস ৩৭তম ]

ক. শোককবিতা
খ. পত্রকাব্য
গ. খণ্ড কবিতা
ঘ. কোরাসগান
ব্যাখ্যাঃ

Ode-এর আভিধানিক অর্থ গীতিকবিতা বা গাথাকবিতা। অনেকে Ode-কে স্তোত্র কবিতা বা স্তুতি বা গুণকীর্তন জাতীয় কবিতা বলেছেন। গ্রিক Ode এক বা একাধিক কণ্ঠে গাওয়ার জন্য কোরাস ও নৃত্যের লয় অনুসরণ করে রচনা করা হতো। যেহেতু এটি কোরাস করে গাওয়া হতো তাই (ঘ) সঠিক। Elegy অর্থ শোককবিতা।

ক. আল মাহমুদ
খ. আব্দুল মান্নান সৈয়দ
গ. অমিয় চক্রবর্তী
ঘ. শামসুর রাহমান
ব্যাখ্যাঃ

'আসাদের শার্ট' কবিতার লেখক হলেন শামসুর রাহমান

এই কবিতাটি ১৯৬৯ সালের গণঅভ্যুত্থানের শহীদ আসাদুজ্জামানের রক্তমাখা শার্টকে নিয়ে রচিত, যা তৎকালীন স্বৈরাচারী শাসক আইয়ুব খানের বিরুদ্ধে প্রতিরোধের প্রতীক হয়ে উঠেছিল। কবিতাটি শামসুর রাহমানের 'নিজ বাসভূমে' (১৯৭০) কাব্যগ্রন্থে অন্তর্ভুক্ত।

ক. শামসুর রাহমান
খ. আল মাহমুদ
গ. আবুল ফজল
ঘ. আবু জাফর ওবায়দুল্লাহ
ব্যাখ্যাঃ

‘আমি কিংবদন্তীর কথা বলছি’ কবিতাটি লিখেছেন আবু জাফর ওবায়দুল্লাহ

এটি তাঁর অন্যতম বিখ্যাত এবং বহুল পঠিত কবিতা।

ক. আবুল হাসান
খ. আবুল হোসেন
গ. মহাদেব সাহা
ঘ. নির্মলেন্দু গুণ
ব্যাখ্যাঃ

‘হুলিয়া’ কবিতাটি আধুনিক বাংলা সাহিত্যের অন্যতম জনপ্রিয় কবি নির্মলেন্দু গুণ-এর রচনা। এটি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের পূর্ববর্তী সময়ের রাজনৈতিক অস্থিরতা ও গণজাগরণকে প্রতিফলিত করে লেখা একটি বিখ্যাত কবিতা।

ক. সুভাষ মুখোপাধ্যায়
খ. দ্বিজেন্দ্রলাল রায়
গ. শামসুর রাহমান
ঘ. কামিনী রায়
ব্যাখ্যাঃ

'ফুল ফুটুক আর না ফুটুক, আজ বসন্ত'- এই বিখ্যাত উদ্ধৃতিটি কবি সুভাষ মুখোপাধ্যায়-এর।

এটি তাঁর "ফুল ফুটুক" নামক কবিতার একটি চরণ। এই পঙ্ক্তিটি প্রকৃতির স্বাভাবিক নিয়মের বাইরেও সময়ের আগমনকে জোরের সাথে ঘোষণা করে।

ক. ফররুখ আহমদ
খ. আহসান হাবীব
গ. শামসুর রাহমান
ঘ. অমিয় চক্রবর্তী
ব্যাখ্যাঃ

সঠিক উত্তর : অমিয় চক্রবর্তী

ক. আব্দুল মান্নান সৈয়দ
খ. অমীয় চক্রবর্তী
গ. আল মাহমুদ
ঘ. শামসুর রাহমান
ব্যাখ্যাঃ

'আসাদের শার্ট' কবিতাটির লেখক হলেন শামসুর রাহমান

এটি শামসুর রাহমানের বিখ্যাত কবিতাগুলোর মধ্যে অন্যতম এবং ১৯৬৯ সালের গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে রচিত। কবিতাটি আসাদ নামক এক শহীদের শার্টকে কেন্দ্র করে তৎকালীন রাজনৈতিক পরিস্থিতি ও জনগণের আকাঙ্ক্ষাকে তুলে ধরে।