প্রশ্নঃ ইয়াল্টা কনফারেন্স কবে অনুষ্ঠিত হয়?
[ বিসিএস ১৬তম ]
১৯৪৫ সালের ফেব্রুয়ারি মাসে সোভিয়েত ইউনিয়নের ক্রিমিয়ার ইয়াল্টা শহরে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে তৎকালীন রুশ নেতা স্ট্যালিন, মার্কিন প্রেসিডেন্ট রুজভেল্ট ও ব্রিটিশ নেতা চার্চিল অংশগ্রহণ করেন।
Related MCQ
World Economic Forum-এর বাৎসরিক অধিবেশন সাধারণত সুইজারল্যান্ডের দাভোসে (Davos) অনুষ্ঠিত হয়। প্রতি বছর জানুয়ারি মাসের মাঝামাঝি সময়ে এই অধিবেশন বসে, যেখানে বিশ্বজুড়ে বিভিন্ন রাষ্ট্র ও সরকারপ্রধান, আন্তর্জাতিক সংস্থার শীর্ষ কর্মকর্তা, ব্যবসায়ী নেতা, শিক্ষাবিদ, এবং সুশীল সমাজের প্রতিনিধিরা একত্রিত হন এবং গুরুত্বপূর্ণ বৈশ্বিক সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করেন।
দাভোস সুইজারল্যান্ডের গ্রাউবুন্ডেন ক্যান্টনের একটি পর্বত রিসোর্ট শহর। বহু বছর ধরে এই শহরটিই ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সভার কেন্দ্রস্থল হিসেবে পরিচিত।
প্রশ্নঃ বিগত কপ-২৬ কোন শহরে অনুষ্ঠিত হয়?
[ বিসিএস ৪৪তম ]
বিগত কপ-২৬ গ্লাসগো শহরে অনুষ্ঠিত হয়।
এটি ২০২১ সালের ৩১ অক্টোবর থেকে ১২ নভেম্বর পর্যন্ত স্কটল্যান্ডের এই শহরে অনুষ্ঠিত হয়েছিল।
প্রশ্নঃ কখন এবং কোথায় International Union for Conservation of Nature (IUCN) প্রতিষ্ঠিত হয়?
[ বিসিএস ৪৪তম ]
The International Union for Conservation of Nature (IUCN) প্রতিষ্ঠিত হয়েছিল ৫ অক্টোবর ১৯৪৮ সালে, ফ্রান্সের ফন্টেইনব্লু শহরে।
২০২৩ সালে জি-২০ বাৎসরিক সম্মেলন ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠিত হয়েছিল। এই শীর্ষ সম্মেলনটি ৯-১০ সেপ্টেম্বর, ২০২৩ তারিখে অনুষ্ঠিত হয়।
সর্বশেষ মিউনিখ নিরাপত্তা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে ২০২৪ সালের ফেব্রুয়ারি মাসে।
এই সম্মেলনটি ছিল ৬০তম মিউনিখ নিরাপত্তা সম্মেলন এবং এটি ১৬ থেকে ১৮ ফেব্রুয়ারি, ২০২৪ তারিখে জার্মানির মিউনিখে অনুষ্ঠিত হয়েছিল।
প্রশ্নঃ ২০১৮ সালের বিশ্ব পরিবেশ দিবসের প্রতিপাদ্য বিষয় কোনটি?
[ বিসিএস ৩৯তম ]
২০১৮ সালের বিশ্ব পরিবেশ দিবসের (World Environment Day) প্রতিপাদ্য বিষয় ছিল: "Beat Plastic Pollution" (প্লাস্টিক দূষণ বন্ধ করো)।
এই প্রতিপাদ্যটি প্লাস্টিক দূষণের বিরুদ্ধে বিশ্বব্যাপী সচেতনতা তৈরি এবং এর মোকাবিলায় পদক্ষেপ গ্রহণের উপর জোর দিয়েছিল। সে বছর ভারত ছিল বিশ্ব পরিবেশ দিবসের বৈশ্বিক আয়োজক দেশ।
প্রশ্নঃ ষোড়শ সার্ক সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?
[ বিসিএস ৩১তম ]
ষোড়শ সার্ক সম্মেলন ২৮-২৯ এপ্রিল, ২০১০ ভুটানের রাজধানী থিম্পুতে অনুষ্ঠিত হয়। সার্ক প্রতিষ্ঠার পর ২০১০ সালেই প্রথম ভুটানে সার্ক সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনের মূল প্রতিপাদ্য ছিল: ‘সবুজ ও সুখী দক্ষিণ এশিয়ার পথে’। ১৯তম সার্ক শীর্ষ সম্মেলন ২০১৬ সালে পাকিস্তানে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও ভারতসহ সার্কের অন্য রাষ্ট্রগুলো পাকিস্তানে সার্ক সম্মেলন বর্জনের ঘোষণা দেয়ায় সেটি স্থগিত রয়েছে। ২৩তম সার্ক সম্মেলন পাকিস্তানে হওয়ার কথা থাকলেও ভারতের অসম্মতিতে অনুষ্ঠিত হয়নি।
প্রশ্নে উল্লিখিত এ বছর বলতে ২০০৪ সালকে বোঝানো হয়েছে। ২০০৪ সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থার ৫৭তম সম্মেলনে সভাপতিত্ব করেন পাকিস্তানের স্বাস্থ্য মন্ত্রী মোহাম্মদ নাসের খান। ২০০৩ সালে ৫৬তম সম্মেলনের সভাপতি ছিলেন বাংলাদেশের তৎকালীন স্বাস্থ্যমন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন। ২০১৬ সালে ৬৯তম সভাপতি ছিলেন ওমানের স্বাস্থমন্ত্রী ড. আহমেদ মোহাম্মদ আল সাইদি। বর্তমানে সম্মেলনটি বন্ধ রয়েছে। Choose the correct alternative and mark its letter on your answer sheet.
জোট নিরপেক্ষ আন্দোলনের ত্রয়োদশ সম্মেলন ঢাকায় অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও বাংলাদেশ সরকার এ সম্মেলন অনুষ্ঠানে অপারগতা প্রকাশ করলে সম্মেলন পিছিয়ে যায় এবং ২০০৩ সালের ২০-২৫ ফেব্রুয়ারি এ সম্মেলন মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে অনুষ্ঠিত হয়। চতুর্দশ সম্মেলন ১১-১৬ সেপ্টেম্বর ২০০৬ কিউবার রাজধানী হ্যাভানায়, পঞ্চদশ সম্মেলন ১১-১৬ জুলাই ২০০৯ মিশরের কায়রোতে, ষোড়শ সম্মেলন ২৬-৩১ আগস্ট ২০১২ ইরানের তেহরানে এবং সপ্তদশ সম্মেলন ১৩-১৮ সেপ্টেম্বর ২০১৬ ভেনিজুয়েলার কারাকাসে অনুষ্ঠিত হয়। অষ্টাদশ সম্মেলন ২০১৯ সালে আজারবাইজানের বাকুতে অনুষ্ঠিত হয়। ২০২৩ সালে জোট নিরপেক্ষ আন্দোলন উগান্ডার রাজধানী কাম্পালায় অনুষ্ঠিত হবে।
১৯৯৫ সালের সেপ্টেম্বর মাসে চীনের বেইজিংয়ে অনুষ্ঠিত চতুর্থ বিশ্ব নারী সম্মেলন গৃহীত হয় বেইজিং কর্মপরিকল্পনা।
প্রশ্নঃ ধরিত্রী সম্মেলন কোন শহরে অনুষ্ঠিত হয়?
[ বিসিএস ২১তম ]
প্রথম ধরিত্রী সম্মেলন ১৯৯২ সালে ব্রাজিলের রিও ডি জেনেরিওতে অনুষ্ঠিত হয়। ২০০২ সালের ২৬ আগস্ট দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে অনুষ্ঠিত হয় দ্বিতীয় ধরিত্রী সম্মেলন।
১৯৫৫ সালে ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত সম্মেলনে NAM এর ভিত্তি প্রতিষ্ঠিত হলেও ১৯৬১ সালে যুগোশ্লাভিয়ার রাজধানী বেলগ্রেডে প্রথম সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিক যাত্রা সূচিত হয়। সর্বশেষ অষ্টাদশ সম্মেলন অনুষ্ঠিত হয় ২৫-২৬ অক্টোবর ২০১৯ আজারবাইজানের বাকুতে। পরবর্তী উনিশতম সম্মেলন ২০২৩ অনুষ্ঠিত হবে উগান্ডা।
প্রশ্নঃ সার্ক- এর ষষ্ঠ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল
[ বিসিএস ১৭তম ]
সার্ক- এর ষষ্ঠ সম্মেলন ১৯৯১ সালের ২১ ডিসেম্বর শ্রীলঙ্কার কলম্বোতে অনুষ্ঠিত হয়। পাকিস্তানে ২০১৬ সালে ১৯ তম সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল । কিন্তু সেপ্টেম্বর ২০১৬ ভারতের জম্মু ও কাশ্মীর রাজ্যের উরি এলাকায় পাকিস্তান জঙ্গিবাহিনীর হামলার প্রতিবাদে ভারত, বাংলাদেশ, আফগানিস্তান ও ভুটান ১৯তম সার্ক সম্মেলনে অংশগ্রহণ না করার ঘোষণা দেয়।
প্রশ্নঃ Asia Pacific Economic Co-operation (APEC) ফোরামের নভেম্বর, ১৯৯৩-এ অনুষ্ঠিত বৈঠকে কোন সদস্য দেশের সরকার প্রধান অনুপস্থিত ছিলেন?
[ বিসিএস ১৬তম ]
১৯৯৩ সালে অ্যাপেকের শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় যুক্তরাষ্ট্রের সিয়াটলে। অন্যসব সদস্য দেশ এতে উপস্থিত থাকলেও জাপান অনুপস্থিত ছিল। উল্লেখ্য, APEC- এর সর্বশেষ সম্মেলন অনুষ্ঠিত হয় ১৬-১৯ নভেম্বর ২০২২; ব্যাংকক, থাইল্যান্ড।
প্রশ্নঃ রিওডি জেনিরিওতে অনষ্ঠিত ‘ধরিত্রী সম্মেলন’ –এ কত দেশের প্রতিনিধি অংশগ্রহণ করেছিল?
[ বিসিএস ১৫তম ]
ব্রাজিলের সাবেক রাজধানী রিও ডি জেনেরিও গুয়ানাবার উপসাগরের তীরে অবস্থিত। ১৯৯২ সালের বিশ্বের ১৭৯ দেশের অংশগ্রহণে ধরিত্রী সম্মেলন অনুষ্ঠিত হয়।