১. লিঙ্গান্তর হয় না এমন শব্দ কোনটি?
[ বিসিএস ১৮তম ]
সাহেব
বেয়াই
সঙ্গী
কবিরাজ
ব্যাখ্যাঃ
লিঙ্গান্তর হয় না এমন পুরুষবাচক শব্দ: কাজী, কুস্তিগীর, পুরোহিত, জামাতা, কবিরাজ, ঢাকী, কৃতদার, অকৃতদার, মৃতদার । অন্য শব্দগুলোর লিঙ্গান্তর হলো : সাহেব–বিবি, বেয়াই–বেয়াইন, সঙ্গী–সঙ্গিনী।
২. দুটি পুরুষবাচক শব্দ রয়েছে কোনটির?
[ বিসিএস ১৮তম ]
ননদ
প্রিয়া
শিষ্যা
আয়া
ব্যাখ্যাঃ
ননদের দুটি পুরুষবাচক শব্দ আছে। ননদ–দেবর/ ননদাই। প্রিয়–প্রিয়া, শিষ্য–শিষ্যা,খানসামা–আয়া।