আমাদের স্কুল

সেটিং

বহুনির্বাচনি প্রশ্নের দেখানোর অপশনঃ
শুধুমাত্র উত্তর 2 অপশন
3 অপশন 4 অপশন
বহুনির্বাচনি প্রশ্নের অপশন প্রদর্শনঃ
রো আকারে কলাম আকারে
বহুনির্বাচনি প্রশ্নের উত্তরঃ
লুকান বোল্ড করুন
দেখান দেখান ও বোল্ড করুন
বহুনির্বাচনি প্রশ্নের ব্যাখ্যাঃ
দেখান লুকান নিচে লুকান
থিম নির্বাচন করুনঃ
ফন্ট সাইজঃ
15

প্রশ্নঃ $$2^x + 2^{1-x} =3$$ হলে, $$x =$$ কত?

[ বিসিএস ৩৮তম ]

ক. (1, 2)
খ. (0, 2)
গ. (1, 3)
ঘ. (0, 1)
উত্তরঃ (0, 1)
ব্যাখ্যাঃ দেওয়া আছে, $2^x + 2^{1-x} = 3$।

আমরা $2^{1-x}$ কে এভাবে লিখতে পারি: $2^{1-x} = \frac{2^1}{2^x} = \frac{2}{2^x}$।

এখন সমীকরণটিকে পুনরায় লিখি:
$2^x + \frac{2}{2^x} = 3$

ধরি, $y = 2^x$। তাহলে সমীকরণটি দাঁড়ায়:
$y + \frac{2}{y} = 3$

এখন উভয় পক্ষকে $y$ দ্বারা গুণ করি (যেহেতু $y = 2^x$, $y$ এর মান কখনো ০ হতে পারে না):
$y^2 + 2 = 3y$

সমীকরণটিকে একটি দ্বিঘাত সমীকরণের আকারে সাজিয়ে লিখি:
$y^2 - 3y + 2 = 0$

এই দ্বিঘাত সমীকরণটিকে উৎপাদকে বিশ্লেষণ করি:
$y^2 - 2y - y + 2 = 0$
$y(y - 2) - 1(y - 2) = 0$
$(y - 1)(y - 2) = 0$

সুতরাং, $y - 1 = 0$ অথবা $y - 2 = 0$।

কেস ১: $y - 1 = 0$
$y = 1$
আমরা ধরেছিলাম $y = 2^x$।
$2^x = 1$
আমরা জানি $2^0 = 1$।
সুতরাং, $x = 0$।

কেস ২: $y - 2 = 0$
$y = 2$
আমরা ধরেছিলাম $y = 2^x$।
$2^x = 2$
আমরা জানি $2^1 = 2$।
সুতরাং, $x = 1$।

অতএব, $x$ এর মান হলো $0$ অথবা $1$।