আমাদের স্কুল

সেটিং

বহুনির্বাচনি প্রশ্নের দেখানোর অপশনঃ
শুধুমাত্র উত্তর 2 অপশন
3 অপশন 4 অপশন
বহুনির্বাচনি প্রশ্নের অপশন প্রদর্শনঃ
রো আকারে কলাম আকারে
বহুনির্বাচনি প্রশ্নের উত্তরঃ
লুকান বোল্ড করুন
দেখান দেখান ও বোল্ড করুন
বহুনির্বাচনি প্রশ্নের ব্যাখ্যাঃ
দেখান লুকান নিচে লুকান
থিম নির্বাচন করুনঃ
ফন্ট সাইজঃ
16

ক. সকাল ০৯:০০ টা
খ. বিকাল ০৩:০০ টা
গ. সন্ধ্যা ০৬:০০ টা
ঘ. রাত ০৯:০০ টা
ব্যাখ্যাঃ একটি স্থানের স্থানীয় সময় নির্ণয়ের জন্য দ্রাঘিমার পার্থক্যকে ব্যবহার করা যায়। সাধারণত, প্রতি ১৫° দ্রাঘিমার পার্থক্যে সময়ের পার্থক্য ১ ঘণ্টা হয়।

ঢাকা থেকে পূর্বদিকে ৪৫° দ্রাঘিমার পার্থক্য থাকলে, সময়ের পার্থক্য হবে: 45°15°=3 ঘণ্টা অর্থাৎ, ঐ স্থানের সময় ঢাকার তুলনায় ৩ ঘণ্টা এগিয়ে থাকবে। যদি ঢাকার মধ্যাহ্ন সময় ১২:০০ টা হয়, তাহলে ঐ স্থানের স্থানীয় সময় হবে: 12:00+3:00=15:00 (বা ৩:০০ PM) সুতরাং, ঐ স্থানের স্থানীয় সময় ৩:০০ PM হবে
ক. ১৮০°
খ. ৩৬০°
গ. ৯০°
ঘ. ০°
ব্যাখ্যাঃ

নিরক্ষীয় তল থেকে উত্তর মেরুর কৌণিক দূরত্ব বা উৎপন্ন কোণ হল ৯০°

পৃথিবীর কেন্দ্র থেকে নিরক্ষীয় তলের সাথে উত্তর মেরু যে কোণ উৎপন্ন করে, তাই উত্তর মেরুর অক্ষাংশ এবং এর মান ৯০° উত্তর।

ক. ২৩°৩০′ দক্ষিণ অক্ষাংশ
খ. ২৩°৩০′ উত্তর অক্ষাংশ
গ. ২৩°৩০′ পূর্ব দ্রাঘিমাংশ
ঘ. ২৩°৩০′ পশ্চিম দ্রাঘিমাংশ
ব্যাখ্যাঃ

সঠিক উত্তর হলো কঃ ২৩°৩০′ দক্ষিণ অক্ষাংশ।

মকরক্রান্তি রেখা হলো পৃথিবীর দক্ষিণ গোলার্ধে অবস্থিত একটি কল্পিত রেখা। এটি বিষুবরেখার ২৩°৩০′ দক্ষিণে অবস্থিত। এই রেখাটি সেই অক্ষাংশকে নির্দেশ করে যেখানে ২১শে জুন তারিখে সূর্য সরাসরি মাথার উপর কিরণ দেয়।

অন্যান্য বিকল্পগুলো ভুল:

  • ২৩°৩০′ উত্তর অক্ষাংশ (খ): এটি কর্কটক্রান্তি রেখা নামে পরিচিত এবং উত্তর গোলার্ধে অবস্থিত।
  • ২৩°৩০′ পূর্ব দ্রাঘিমাংশ (গ) এবং ২৩°৩০′ পশ্চিম দ্রাঘিমাংশ (ঘ): এগুলো দ্রাঘিমাংশ রেখা এবং কোনো নির্দিষ্ট তাপীয় অঞ্চল নির্দেশ করে না। দ্রাঘিমাংশ সময় নির্ধারণের সাথে সম্পর্কিত।

সুতরাং, মকরক্রান্তি রেখা হলো ২৩°৩০′ দক্ষিণ অক্ষাংশ।

ক. ১ : ১০,০০০
খ. ১ : ১০০,০০০
গ. ১ : ১০০০,০০০
ঘ. ১ : ২৫,০০০
ব্যাখ্যাঃ

বৃহৎ স্কেল মানচিত্র হলো সেই মানচিত্র যেখানে ভূপৃষ্ঠের একটি ছোট এলাকা বিস্তারিতভাবে দেখানো হয়। স্কেলের অনুপাত যত ছোট হবে, মানচিত্রের স্কেল তত বড় হবে এবং তত বেশি বিস্তারিত তথ্য সেখানে উপস্থাপন করা যাবে।

এখানে প্রদত্ত স্কেলগুলোর মধ্যে:

  • ১ : ১০,০০০ মানে হলো মানচিত্রের ১ একক দূরত্ব ভূপৃষ্ঠের ১০,০০০ একক দূরত্বের সমান।
  • ১ : ১০০,০০০ মানে হলো মানচিত্রের ১ একক দূরত্ব ভূপৃষ্ঠের ১০০,০০০ একক দূরত্বের সমান।
  • ১ : ১০০০,০০০ মানে হলো মানচিত্রের ১ একক দূরত্ব ভূপৃষ্ঠের ১,০০০,০০০ একক দূরত্বের সমান।
  • ১ : ২৫,০০০ মানে হলো মানচিত্রের ১ একক দূরত্ব ভূপৃষ্ঠের ২৫,০০০ একক দূরত্বের সমান।

এই অনুপাতগুলোর মধ্যে ১ : ১০,০০০ সবচেয়ে ছোট। সুতরাং, এই স্কেলের মানচিত্রে সবচেয়ে ছোট এলাকাকে সবচেয়ে বেশি বিস্তারিতভাবে দেখানো যাবে।

ক. সনোরা লাইন
খ. ম্যাকনামারা লাইন
গ. ডুরান্ড লাইন
ঘ. হিন্ডারবার্গ লাইন
ব্যাখ্যাঃ

সনোরা লাইন (Sonora Line) হচ্ছে মেক্সিকো এবং যুক্তরাষ্ট্র এর একটি সীমান্ত রেখা, যা মেক্সিকোর সোনোরা রাজ্য এবং যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা রাজ্যের মধ্যে অবস্থিত। এটি মেক্সিকো-যুক্তরাষ্ট্র সীমান্তের অংশ এবং বিশেষভাবে সোনোরা রাজ্য ও অ্যারিজোনা রাজ্যকে পৃথক করে।

ক. মেরু অঞ্চলে
খ. নিরক্ষরেখায়
গ. উত্তর গোলার্ধে
ঘ. দক্ষিণ গোলার্ধে
ব্যাখ্যাঃ

২১ মার্চ ও ২৩ সেপ্টেম্বর পৃথিবীর সর্বত্র দিন রাত্রি সমান থাকে। ডিসেম্বর মাসে দক্ষিণ গোলার্ধে সূর্যের দিকে এবং উত্তর গোলার্ধে সূর্যের বিপরীত দিকে থাকায় উত্তর গোলার্ধে দিন সবচেয়ে ছোট এবং দক্ষিণ গোলার্ধে দিন সবচেয়ে বড় হয়। জুন মাসে উত্তর গোলার্ধ সূর্যের দিকে এবং দক্ষিণ গোলার্ধ সূর্যের বিপরীত দিকে থাকায় উত্তর গোলার্ধে বড় দিন ছোট রাত এবং দক্ষিণ গোলার্ধে ছোট দিন বড় রাত পরিলক্ষিত হয়। কিন্তু নিরক্ষরেখায় অবস্থিত অঞ্চলসমূহ সূর্য থেকে সবসময় সমদূরত্বে থাকায় এই সকল অঞ্চলসমূহে দিন রাত্রি সবর্দা সমান হয়।

ক. ছয় ঘণ্টা
খ. আট ঘণ্টা
গ. দশ ঘণ্টা
ঘ. পাঁচ ঘণ্টা
ব্যাখ্যাঃ

বাংলাদেশের অবস্থান ৯০° দ্রাঘিমা রেখায় এবং গ্রিনিচের অবস্থান ০° দ্রাঘিমায় হওয়ায় উভয়ের মধ্যে ৯০° অর্থাৎ (৪×৯০) ৩৬০ মিনিট বা ৬ ঘণ্টা সময়ের ব্যবধান রয়েছে। বাংলাদেশের অবস্থান গ্রিনিচ মান মন্দিরের পূর্ব দিকে হওয়ায় বাংলাদেশের স্থানীয় সময়= গ্রিনিচ মান +৬ ঘণ্টা।

ক. জ্যামিতিক সীমারেখা
খ. ঔপনিবেশিক সীমারেখা
গ. উপজাতিক ভিত্তিক সীমারেখা
ঘ. অচিহ্নিত সীমারেখা
ব্যাখ্যাঃ

আলজেরিয়া, তিউনিশিয়া, মিশর, সুদান, লিবিয়া ইত্যাদি দেশগুলো উত্তর আফ্রিকা অঞ্চলে অবস্থিত। বিস্তীর্ণ এ অঞ্চলে বৈশিষ্ট্যমণ্ডিত পর্বত বা নদী না থাকায় মরুভূমির ওপর দিয়ে জ্যামিতিক সরলরেখা টেনে সীমা নির্ধারণ করা হয়। এটাই এ অঞ্চলের ভৌগোলিক সীমারেখার প্রধান বৈশিষ্ট্য।

ক. বাংলাদেশের উত্তর সীমান্ত দিয়ে গিয়েছে
খ. বাংলাদেশের দক্ষিণ সীমান্ত দিয়ে গিয়েছে
গ. বাংলাদেশের মধ্যখান দিয়ে গিয়েছে
ঘ. বাংলাদেশ থেকে অনেক দূরে অবস্থিত
ব্যাখ্যাঃ

বাংলাদেশের মানচিত্র অনুযায়ী ঝিনাইদহ, ঢাকা, কুমিল্লার উপর দিয়ে কর্কটক্রান্তি রেখা চলে গিয়েছে যা দেশের মোটামুটি মধ্যভাগে অবস্থিত। কর্কটক্রান্তি রেখার অবস্থান ২৩.৫° উত্তর অক্ষাংশে।

ক. ৬ ঘণ্টা
খ. সাড়ে ৫ ঘণ্টা
গ. সাড়ে ৬ ঘণ্টা
ঘ. ৫ ঘণ্টা
ব্যাখ্যাঃ

গ্রিনিচ মানমন্দির লন্ডনে অবস্থিত শহর। বাংলাদেশের অবস্থান ৮৮°১' - ৯২°৪১' দ্রাঘিমায় হওয়ায় এর স্থানীয় সময় গ্রিনিচ সময় থেকে ৪ × ৯০ = ৩৬০ মিনিট বা ৬ ঘণ্টা আগে।

ক. পঞ্চগড়
খ. ঠাকুরগাঁও
গ. দিনাজপুর
ঘ. লালমনিরহাট
ব্যাখ্যাঃ
জেলা উপজেলা স্থান
সর্ব উত্তরের পঞ্চগড় তেতুঁলিয়া বাংলাবান্ধা
সর্ব দক্ষিণের কক্সবাজার টেকনাফ ছেঁড়াদ্বীপ
সর্ব পূর্বের বান্দরবান থানচি আখাইনঠং
সর্ব পশ্চিমের চাপাইনবাবগঞ্জ শিবগঞ্জ মনাকশা