প্রশ্নঃ গ্রিনিচ মানমন্দির অবস্থিত-
[ বিসিএস ৩৩তম ]
ক. যুক্তরাজ্যে
খ. যুক্তরাষ্ট্রে
গ. ফ্রান্সে
ঘ. জার্মানিতে
ক. ঊষা
খ. গোধূলি
গ. গুরুবৃত্ত
ঘ. ছায়াবৃত্ত
প্রশ্নঃ পৃথিবীর প্রথম বাণিজ্যিক যোগাযোগ কৃত্রিম উপগ্রহ কোনটি?
[ বিসিএস ২৯তম ]
ক. আর্লিবার্ড হল
খ. এস্ট্রোলার হল
গ. ওবেরী হল
ঘ. কসমস
ব্যাখ্যাঃ
পৃথিবীর প্রথম বাণিজ্যিক যোগাযোগ কৃত্রিম উপগ্রহ হলো ইনটেলসেট-1, যার আরেক নাম আর্লি বার্ড (Early Bird)। এই কৃত্রিম উপগ্রহটি ৬ এপ্রিল, ১৯৬৫ সালে মহাশূন্যে উৎক্ষেপণ করা হয়। এটি বর্তমানে কক্ষপথে অবস্থান করলেও নিষ্ক্রিয় (inactive) অবস্থায় আছে।