আমাদের স্কুল

সেটিং

বহুনির্বাচনি প্রশ্নের দেখানোর অপশনঃ
শুধুমাত্র উত্তর 2 অপশন
3 অপশন 4 অপশন
বহুনির্বাচনি প্রশ্নের অপশন প্রদর্শনঃ
রো আকারে কলাম আকারে
বহুনির্বাচনি প্রশ্নের উত্তরঃ
লুকান বোল্ড করুন
দেখান দেখান ও বোল্ড করুন
বহুনির্বাচনি প্রশ্নের ব্যাখ্যাঃ
দেখান লুকান নিচে লুকান
থিম নির্বাচন করুনঃ
ফন্ট সাইজঃ
15

প্রশ্নঃ মডেম এর মধ্যে যা থাকে তা হলো-

[ বিসিএস ৩২তম ]

ক. একটি মডুলেটর
খ. একটি মডুলেটর ও একটি ডিমডুলেটর
গ. একটি কোডেক
ঘ. একটি এনকোডার
উত্তরঃ একটি মডুলেটর ও একটি ডিমডুলেটর
ব্যাখ্যাঃ

মডেম (MODEM) হলো একটি ইলেকট্রনিক ডিভাইস, যার পূর্ণরূপ হলো Modulator-Demodulator। এর প্রধান কাজ হলো কম্পিউটার বা ডিজিটাল ডিভাইস থেকে আসা ডিজিটাল সিগন্যালকে অ্যানালগ সিগন্যালে রূপান্তর করা (Modulation) এবং টেলিফোন লাইন বা ক্যাবল থেকে আসা অ্যানালগ সিগন্যালকে আবার ডিজিটাল সিগন্যালে রূপান্তর করা (Demodulation)।

মডেমের ভেতরে মূলত যে প্রধান অংশগুলো থাকে, তা হলো:

১. মডুলেটর এবং ডিমডুলেটর

মডেমের মূল কার্যকারিতা এই দুটি অংশে নিহিত। মডুলেটর অংশটি ডিজিটাল ডেটাকে অ্যানালগ সিগন্যালে রূপান্তরিত করে, যা টেলিফোন লাইন বা অন্য কোনো মাধ্যমে পাঠানো যায়। আর ডিমডুলেটর অংশটি তার বিপরীত কাজ করে, অর্থাৎ দূর থেকে আসা অ্যানালগ সিগন্যালকে ডিজিটাল ডেটায় রূপান্তরিত করে কম্পিউটারকে বোঝার জন্য উপযোগী করে তোলে।