আমাদের স্কুল

সেটিং

বহুনির্বাচনি প্রশ্নের দেখানোর অপশনঃ
শুধুমাত্র উত্তর 2 অপশন
3 অপশন 4 অপশন
বহুনির্বাচনি প্রশ্নের অপশন প্রদর্শনঃ
রো আকারে কলাম আকারে
বহুনির্বাচনি প্রশ্নের উত্তরঃ
লুকান বোল্ড করুন
দেখান দেখান ও বোল্ড করুন
বহুনির্বাচনি প্রশ্নের ব্যাখ্যাঃ
দেখান লুকান নিচে লুকান
থিম নির্বাচন করুনঃ
ফন্ট সাইজঃ
15

প্রশ্নঃ পারসনাল কম্পিউটার যুক্ত করে নিচের কোনটি তৈরি করা যায়?

[ বিসিএস ৩৫তম ]

ক. Super Computer
খ. Network
গ. Server
ঘ. Enterprise
উত্তরঃ Network
ব্যাখ্যাঃ

পার্সোনাল কম্পিউটার যুক্ত করে নেটওয়ার্ক (Network) তৈরি করা যায়।

অনেকগুলো পার্সোনাল কম্পিউটারকে যখন তার (cable) বা তারবিহীন (wireless) প্রযুক্তির মাধ্যমে একে অপরের সাথে যুক্ত করা হয়, তখন তারা একটি নেটওয়ার্ক তৈরি করে। এই নেটওয়ার্কের মাধ্যমে কম্পিউটারগুলো ফাইল, প্রিন্টার বা ইন্টারনেট সংযোগের মতো রিসোর্স ভাগাভাগি করতে পারে এবং একে অপরের সাথে যোগাযোগ করতে পারে।

অন্যান্য বিকল্পগুলো হলো:

  • সুপার কম্পিউটার (Super Computer): এটি বিশেষভাবে ডিজাইন করা অত্যন্ত শক্তিশালী কম্পিউটার, যা পার্সোনাল কম্পিউটার যুক্ত করে তৈরি হয় না।
  • সার্ভার (Server): সার্ভার একটি শক্তিশালী কম্পিউটার, যা নেটওয়ার্কে অন্য কম্পিউটারগুলোকে (ক্লায়েন্ট) বিভিন্ন সেবা প্রদান করে। যদিও একটি পার্সোনাল কম্পিউটারকে সার্ভার হিসেবে কনফিগার করা যেতে পারে, তবে "পার্সোনাল কম্পিউটার যুক্ত করে" বলতে সাধারণত নেটওয়ার্ককেই বোঝানো হয়, সার্ভারকে নয়। সার্ভার নিজে একটি কম্পিউটার, এটি একাধিক পিসি যুক্ত করে তৈরি হয় না।
  • এন্টারপ্রাইজ (Enterprise): এটি একটি বৃহৎ সংস্থা বা ব্যবসায়ী প্রতিষ্ঠানকে বোঝায়, কোনো কম্পিউটার সিস্টেম নয়।