আমাদের স্কুল

সেটিং

বহুনির্বাচনি প্রশ্নের দেখানোর অপশনঃ
শুধুমাত্র উত্তর 2 অপশন
3 অপশন 4 অপশন
বহুনির্বাচনি প্রশ্নের অপশন প্রদর্শনঃ
রো আকারে কলাম আকারে
বহুনির্বাচনি প্রশ্নের উত্তরঃ
লুকান বোল্ড করুন
দেখান দেখান ও বোল্ড করুন
বহুনির্বাচনি প্রশ্নের ব্যাখ্যাঃ
দেখান লুকান নিচে লুকান
থিম নির্বাচন করুনঃ
ফন্ট সাইজঃ
15

প্রশ্নঃ বাস্তব সংখ্যায় $$\frac{1}{(3x – 5)} < \frac{1}{3}$$ অসমতাটির সমাধান-

[ বিসিএস ৪৩তম ]

ক. $$–~∞ < x < \frac{5}{3} $$
খ. $$\frac{8}{3} < x < ∞$$
গ. $$–~∞ < x < \frac{5}{3}$$ অথবা $$\frac{8}{3} < x < ∞$$
ঘ. $$–~∞ < x < \frac{5}{3}$$ এবং $$\frac{8}{3} < x < ∞$$
উত্তরঃ $$\frac{8}{3} < x < ∞$$
ব্যাখ্যাঃ আমরা প্রদত্ত অসমতা \( \frac{1}{(3x - 5)} < \frac{1}{3} \) ধাপে ধাপে সমাধান করবো।

ধাপ ১: পদের পারস্পরিক পরিবর্তন


আমরা উভয় পক্ষে প্রতিপাদক রাশির (Reciprocal) ব্যবহার করতে পারি, তবে চিহ্ন পরিবর্তনের কথা মনে রাখতে হবে।

যেহেতু \( 3x - 5 \) কোনো বাস্তব সংখ্যা হতে পারে, তাই আমাদের প্রকৃত ক্ষেত্রে \(3x - 5\) এর চিহ্ন বুঝতে হবে।

(ক) যখন \( 3x - 5 > 0 \), অর্থাৎ \( x > \frac{5}{3} \)


\[
(3x - 5) > 3
\]

\[
3x > 8
\]

\[
x > \frac{8}{3}
\]

(খ) যখন \( 3x - 5 < 0 \), অর্থাৎ \( x < \frac{5}{3} \)


এক্ষেত্রে অসমতার দিক বদলে যাবে, তাই
\[
(3x - 5) < 3
\]

\[
3x < 8
\]

\[
x < \frac{8}{3}
\]

ধাপ ২: সংযুক্ত সমাধান সেট


আমরা দেখতে পাচ্ছি, যখন \( x > \frac{5}{3} \), তখন \( x > \frac{8}{3} \) শর্ত প্রযোজ্য।
আর যখন \( x < \frac{5}{3} \), তখন \( x < \frac{8}{3} \) শর্ত প্রযোজ্য।

অতএব, চূড়ান্ত সমাধান সেট:
\[
x < \frac{5}{3} ~~\text{or}~~ x > \frac{8}{3}
\]

চূড়ান্ত উত্তর:


\[
(-\infty, \frac{5}{3}) \cup (\frac{8}{3}, \infty)
\]