আমাদের স্কুল

সেটিং

বহুনির্বাচনি প্রশ্নের দেখানোর অপশনঃ
শুধুমাত্র উত্তর 2 অপশন
3 অপশন 4 অপশন
বহুনির্বাচনি প্রশ্নের অপশন প্রদর্শনঃ
রো আকারে কলাম আকারে
বহুনির্বাচনি প্রশ্নের উত্তরঃ
লুকান বোল্ড করুন
দেখান দেখান ও বোল্ড করুন
বহুনির্বাচনি প্রশ্নের ব্যাখ্যাঃ
দেখান লুকান নিচে লুকান
থিম নির্বাচন করুনঃ
ফন্ট সাইজঃ
15

প্রশ্নঃ নিচের কোনটি নিত্য সমাস?

[ 18th ntrca (স্কুল পর্যায়) (15-03-2024) ]

ক. পঞ্চনদ
খ. বেয়াদব
গ. দেশান্তর
ঘ. ভালমন্দ
উত্তরঃ দেশান্তর
ব্যাখ্যাঃ

নিত্য সমাস হলো সেই সমাস, যার ব্যাসবাক্য হয় না বা ব্যাসবাক্য করতে গেলে অন্য পদের সাহায্য নিতে হয়।

অর্থাৎ, এই সমাসে সমস্যমান পদগুলো সবসময় সমাসবদ্ধ থাকে এবং কোনো ব্যাসবাক্যের মাধ্যমে এদের সম্পর্ক দেখানো যায় না।

উদাহরণ:

  • গ্রামান্তর (অন্য গ্রাম)
  • কালান্তর (অন্য কাল)
  • দেশান্তর (অন্য দেশ)
  • অন্যান্য (অন্য ও অন্য)
  • কেবল দর্শন (দর্শনমাত্র)
  • গৃহস্থ (গৃহ থাকে যার)
  • জীবনান্তর (অন্য জীবন)

এই সমাসগুলোতে ব্যাসবাক্য করতে গেলে 'অন্য', 'মাত্র', 'পূর্বে' ইত্যাদি নতুন পদের সাহায্য নিতে হয়। তাই এটি একটি ব্যতিক্রমধর্মী সমাস।