আমাদের স্কুল

সেটিং

বহুনির্বাচনি প্রশ্নের দেখানোর অপশনঃ
শুধুমাত্র উত্তর 2 অপশন
3 অপশন 4 অপশন
বহুনির্বাচনি প্রশ্নের অপশন প্রদর্শনঃ
রো আকারে কলাম আকারে
বহুনির্বাচনি প্রশ্নের উত্তরঃ
লুকান বোল্ড করুন
দেখান দেখান ও বোল্ড করুন
বহুনির্বাচনি প্রশ্নের ব্যাখ্যাঃ
দেখান লুকান নিচে লুকান
থিম নির্বাচন করুনঃ
ফন্ট সাইজঃ
15

প্রশ্নঃ যে সমাসে সমস্যমান প্রত্যেকটি পদের অর্থের সমান প্রাধান্য থাকে তাকে কোন সমাস বলে?

[ 18th ntrca (স্কুল পর্যায়) (15-03-2024) ]

ক. দ্বন্দ্ব
খ. দ্বিগু
গ. তৎপুরুষ
ঘ. বহুব্রীহি
উত্তরঃ দ্বন্দ্ব
ব্যাখ্যাঃ

যে সমাসে সমস্যমান প্রত্যেকটি পদের অর্থের সমান প্রাধান্য থাকে তাকে দ্বন্দ্ব সমাস বলে।

বৈশিষ্ট্য:

  • উভয় পদের প্রাধান্য: সমস্যমান পদ দুটির কোনোটিরই অর্থ অপ্রধান হয় না।
  • সম্বন্ধসূচক অব্যয়: এই সমাসে সাধারণত 'ও', 'এবং', 'আর' এই ধরনের অব্যয় পদ দিয়ে পদগুলো যুক্ত থাকে। সমাসবদ্ধ পদ গঠনের সময় এই অব্যয়গুলো লোপ পায়।
  • বিভিন্ন প্রকার সম্পর্ক: দ্বন্দ্ব সমাস বিভিন্ন ধরনের সম্পর্ক প্রকাশ করতে পারে, যেমন:
    • মিলনার্থক: মা-বাবা, ভাই-বোন, স্বামী-স্ত্রী।
    • বিরোধার্থক: দা-কুমড়া, অহিনকুল, স্বর্গ-নরক।
    • বিপরীতার্থক: আয়-ব্যয়, জমা-খরচ, ছোট-বড়।
    • অঙ্গবাচক: হাত-পা, নাক-কান, বুক-পিঠ।
    • সংখ্যাবাচক: সাত-পাঁচ, উনিশ-বিশ।
    • সমার্থক: কাজ-কর্ম, কাগজ-পত্র, হাট-বাজার।
    • প্রায়-সমার্থক: দেখা-শোনা, বলা-কওয়া।
    • ক্রিয়াপদবাচক: আসা-যাওয়া, চলা-ফেরা।