প্রশ্নঃ ‘মাতৃভাষায় যাহার ভক্তি নাই সে মানুষ নহে’- উক্তিটি কার?
[ প্রা.বি.স.শি. 22-04-2022 ]
ক. মুনীর চৌধরী
খ. হুমায়ন আজাদ
গ. মীর মশাররফ হোসেন
ঘ. স্বর্ণকুমারী দেবী
উত্তরঃ মীর মশাররফ হোসেন
ব্যাখ্যাঃ
"মাতৃভাষায় যাহার ভক্তি নাই সে মানুষ নহে" উক্তিটি মীর মশাররফ হোসেনের।
মীর মশাররফ হোসেন উনিশ শতকের একজন বাঙালি ঔপন্যাসিক, নাট্যকার ও প্রাবন্ধিক ছিলেন। তিনি তাঁর সাহিত্যকর্মের মাধ্যমে তৎকালীন বাঙালি সমাজের চিত্র তুলে ধরেছেন। মাতৃভাষার প্রতি তাঁর গভীর শ্রদ্ধা ও ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটেছে এই উক্তিতে।