প্রশ্নঃ মীর মশাররফ হোসেন রচিত গ্রন্থ হচ্ছে:
[ বিসিএস ৩৯তম ]
ক. গাজী মিয়াঁর বস্তানী
খ. আলালের ঘরের দুলাল
গ. হুতোম প্যাঁচার নক্সা
ঘ. কলিকাতা কমলালয়
উত্তরঃ গাজী মিয়াঁর বস্তানী
ব্যাখ্যাঃ
মীর মশাররফ হোসেন রচিত বিখ্যাত গ্রন্থ 'গাজী মিয়াঁর বস্তানী'। এটি একটি ব্যঙ্গাত্মক রচনা।
অন্যান্য বিকল্পগুলো অন্যান্য লেখকদের রচনা:
- খঃ আলালের ঘরের দুলাল - প্যারীচাঁদ মিত্র (টেকচাঁদ ঠাকুর) রচিত।
- গঃ হুতোম প্যাঁচার নক্সা - কালীপ্রসন্ন সিংহ রচিত।
- ঘঃ কলিকাতা কমলালয় - ভবানীচরণ বন্দ্যোপাধ্যায় রচিত।