প্রশ্নঃ কীসের স্রোতে নদীখাত গভীর হয়?
[ বিসিএস ৩৫তম ]
ক. সমুদ্রস্রোত
খ. নদীস্রোত
গ. বানের স্রোত
ঘ. জোয়ার-ভাটার স্রোত
উত্তরঃ জোয়ার-ভাটার স্রোত
ব্যাখ্যাঃ
নদীখাত হলো প্রবাহিত পানির শক্তির ফলে গঠিত একটি সরু বা চওড়া , গভীর বা অগভীর প্রাকৃতিক সুষম ঢালু যার মধ্য দিয়ে ধীর বা প্রবলবেগে পানি প্রবাহিত হয়। জোয়ার - ভাটার ফলে সৃষ্ট স্রোতের সাহায্যে এই নদীখাত গভীর হয়।