৭. "পাছে লোকে কিছু বলে" কবিতার শিক্ষা অনুযায়ী কোনো মহৎ কাজ করতে কোনটিকে উপেক্ষা করতে হবে?
[ Jess-18 | Syl-15 ]
১৬. আমাদের মনের সংকল্প নড়বড়ে হয়ে যায় কেন?
[ Chit-16 ]
১৭. "পাছে লোকে কিছু বলে" এমন মনোভাব মানুষকে কী করে?
[ Syl-16 | গভর্নমেন্ট ল্যাবরেটরী হাই স্কুল, ময়মনসিংহ ]
নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:
জীর্ণ জরা ঝরিয়ে দিয়ে
প্রাণ অফুরান ছড়িয়ে দেদার দিবি।
২০. বিধাতা প্রাণ দিয়েছেন কেন?
[ Jess-15 ]
২১. আমাদের মনের সংকল্প নড়বড়ে হয়ে যায় কেন ?
[ Jess-15 ]
২২. "পাছে লোকে কিছু" বলে কবিতায় কবি কেন নিজেকে সংগোপনে রাখেন?
[ Jess-15 | Chit-14 ]
২৫. কামিনী রায়ের কবিতায় কার প্রভাব স্পষ্ট?
[ Syl-15 | কাদিরাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল, নাটোর ]
নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:
পদাঘাতে চায় ভাঙতে পাথর বাধা"
৩০. উদ্দীপকের বিপরীত ভাব আছে কোন চরণে?
[ Bari-14 ]
৩১. হৃদয় থেকে জেগে ওঠা ভাবনা হৃদয়েই থেকে যায় কেন?
[ সকল বোর্ড-12 | Din-14 ]
নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:
৩২. রূপকের মাঝে "পাছে লোকে কিছু বলে" কবিতার ফুটে ওঠা দিকটি হচ্ছে—
(i) সংশয়
(ii) সমালোচনার ভয়
(iii) লোকলজ্জা
[ সকল বোর্ড-13 ]
নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:
তুমি যখন সাহস করে হবে হার না মানা।
নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:
নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:
নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:
নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:
৪২. কবির দৃষ্টিতে জলিল সফল হতে পারবে-
(i) দৃঢ়সংকল্প থাকলে
(ii) সংশয় দূর করতে পারলে
(iii) সাহসী হলে
[ Raj-16 ]
৪৩. "পাছে লোকে কিছু বলে"— এখানে "পাছের লোকের" বলতে কাকে বোঝানো হয়েছে?
[ আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল, ঢাকা ]
৪৪. "পাছে লোকে কিছু বলে" কবিতায় কবি কেমন থাকার কথা বলেছেন?
[ মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয়, ঢাকা ]
৪৫. "পাছে লোকে কিছু বলে" কবিতার মূল উদ্দেশ্য হলো-
[ মতিঝিল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, ঢাকা ]
৪৬. কামিনী রায়ের কবিতায় কিসের সহজ-সরল প্রকাশ লক্ষ করা যায়?
[ ন্যাশনাল আইডিয়াল স্কুল, ঢাকা ]
৪৭. আর্তের পাশে দাঁড়াতে গিয়ে কেউ কেউ কেন উপেক্ষা করে না-
[ মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ, ঢাকা ]
৪৮. কামিনী রায়ের মতে, কোনটি ব্যথা প্রশমন করে?
[ বগুড়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ]
৪৯. "পরশ তাহার মায়ের স্নেহের মতো/ ভুলায় খানিক মনের ব্যথা যতো!"- চরণদ্বয়ের বক্তব্যে "পাছে লোকে কিছু বলে" কবিতার কোনটির গুরুত্ব ফুটে উঠেছে?
[ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, যশোর ]
৫০. "পাছে লোকে কিছু বলে" কবিতার মূল মর্মবাণী কী?
[ বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয়, টাঙ্গাইল ]