নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:
এই আলোতে নয়ন রেখে মুদব নয়ন শেষে।
দেশপ্রেম
প্রকৃতিপ্রেম
মানবপ্রেম
পুনর্জন্ম
৩. লক্ষ্মীপেঁচা কোথায় ডাকছে?
[ Chit-16 | Bari-16,19 ]
বটের ডালে
হিজলের ডালে
শিমুলের ডালে
কাঁঠালের ডালে
৪. "রাঙা মেঘ সাঁতরায়ে অন্ধকারে আসিতেছে নীড়ে"— এখানে "রাঙা মেঘ" দ্বারা কী বোঝানো হয়েছে?
[ Mym-19 ]
সন্ধ্যার আবহ
মেঘের ভয়ানক রূপ
মেঘের গর্জন
পাখিদের নীড়ে ফেরার সংকেত
অমরত্ব
স্বদেশপ্রেম
আধ্যাত্মিকতা
মননশীলতা
নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:
“এবার মরে সোনা হব
স্বর্ণকারের দোকানে রব।”
স্বর্ণকারের দোকানে রব।”
বঙ্গভূমির প্রতি
আবার আসিব ফিরে
দুই বিঘা জমি
রুপাই
নবান্নের দেশে
শিমুলের ডালে
সবুজ ডাঙায়
কাঁঠাল ছায়ায়
জসীমউদ্দীন
জীবনানন্দ দাস
রবীন্দ্রনাথ ঠাকুর
সুফিয়া কামাল
১১. কবি জীবনানন্দ দাশ মারা যান কত সালে?
[ Raj-17 | মাইলস্টোন স্কুল এন্ড কলেজ, ঢাকা ]
১৯৫৪
১৯৬৪
১৯৭৪
১৯৮৪
পুনর্জন্মের বিশ্বাসে
নিরুপায় হয়ে
বিশেষ ভালোলাগায়
স্বদেশপ্রেমের জন্য
দেশপ্রেমের বিশ্বাস
প্রকৃতিপ্রেমের বিশ্বাস
পুনর্জন্মের বিশ্বাস
অন্ধবিশ্বাস
আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে
বেদনার যুগ, মানুষের যুগ, সাম্যের যুগ আজি
আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি
সুধার ধারা গড়িয়ে পরে গঞ্জ-নগর ছায়
১৮. হয়তো খইয়ের ধান ছড়াতেছে শিশু এক উঠানের ঘাসে; উদ্ধৃতাংশে প্রকাশ পেয়েছে শিশুর-
[ Comi-15,16 | Bari-14 ]
আনন্দ
স্বাধীনতা
দুরন্তপনা
একাগ্রতা
সৌন্দর্য চেতনা
স্মৃতিকাতরতা
স্বদেশের প্রতি মমত্ববোধ
দেশে ফেরার আকুতি
হাঁস
পানকৌড়ি
লক্ষ্মীপেঁচা
বক
২৪. সুদর্শন কিসের বাতাসে উড়বে?
[ Jess-15 | Syl-15 ]
সন্ধ্যার বাতাসে
পূবালী বাতাসে
দক্ষিণা হাওয়ায়
ভোরের আলোয়
২৫. "আবার আসিব ফিরে" কবিতায় কোন নদীর কথা উল্লেখ আছে?
[ Jess-15 | Chit-14 ]
পদ্মা
সুগন্ধা
রুপসা
কীর্তনখোলা
বাংলার সবুজ করুণ ডাঙায়
কলমির গন্ধভরা জলে ভেসে ভেসে
কুয়াশার বুকে ভেসে
বাংলার নদী মাঠ খেত ভালোবেসে
বাংলার হাওয়া
বাংলার নদ-নদী
বাংলার প্রকৃতি
বাংলার গণমানুষ
সম্পদের কথা
পাখ-পাখালির কথা
প্রাকৃতিক সৌন্দর্যের কথা
নদ-নদীর কথা
হয়তো বা হাঁস হবো কিশোরীর খুঙুর রহিবে লাল পায়
কুয়াশার বুকে ভেসে একদিন আসিব এ কাঁঠাল ছায়ায়
আবার আসিব আমি বাংলার নদী মাঠ ক্ষেত ভালোবেসে
হয়তো দেখিবে চেয়ে সুদর্শন উড়িতেছে সন্ধ্যার বাতাসে
৩৩. "কার্তিকের নবান্নের দেশ" বলতে জীবনানন্দ দাশ কোনটির কথা বলেছেন?
[ সকল বোর্ড-13 ]
নিজ জন্মভূমি
আপ্যায়নের দেশ
নদীমাতৃক দেশ
ফসলের দেশ
মাইকেল মধুসূদন দত্ত
বুদ্ধদেব বসু
জীবনানন্দ দাশ
সুফিয়া কামাল
i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:
বাংলা আমার তৃষ্ণার জল তৃপ্ত শেষ চুমুক
আমি একবার দেখি বারবার দেখি,
দেখি বাংলা মুখ।
আমি একবার দেখি বারবার দেখি,
দেখি বাংলা মুখ।
বঙ্গভূমির প্রতি
আবার আসিব ফিরে
দুই বিঘা জমি
একুশের গান
i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:
আমার দেশেরও মাটির গন্ধে
ভরে আছে সারা মন
শ্যামল কোমল পরশ ছায়াতে
নেই কিছু প্রয়োজন।
ভরে আছে সারা মন
শ্যামল কোমল পরশ ছায়াতে
নেই কিছু প্রয়োজন।
এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম
বাংলা নববর্ষ
আবার আসিব ফিরে
বঙ্গভূমির প্রতি
i ও ii
ii ও iii
i ও iii
i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:
শীতকালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সবুজ বনানীতে সমাগম ঘটে সাইবেরিয়া থেকে আসা নানা জাতের পাখি। সৌন্দর্য প্রেমিক মানুষও ঘুরে বেড়ায় সবুজের অভয়ারণ্যে।
দেখিবে ধবল বক, আমারেই পাবে তুমি ইহাদের ভিড়ে
কুয়াশার বুকে ভেসে একদিন আসিব এ কাঁঠাল ছায়ায়
আবার আসিব আমি বাংলার নদী মাঠ খেত ভালোবেসে
জলাঙ্গীর ঢেউয়ে ভেজা বাংলার এ সবুজ করুণ ডাঙায়
স্বদেশপ্রীতি
মানবপ্রীতি
প্রকৃতিপ্রীতি
পক্ষীপ্রীতি
নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:
দূরে সরে গেছে হিমজর্জর
কুয়াশায় ঢাকা বেদনা নিথর
মর্মরি ওঠে মধুর রাগিণী বন নিকুঞ্জ তলে
সুন্দর সে যে হাসিতে তাহার নিখিল ভুবন ভোলে।
কুয়াশায় ঢাকা বেদনা নিথর
মর্মরি ওঠে মধুর রাগিণী বন নিকুঞ্জ তলে
সুন্দর সে যে হাসিতে তাহার নিখিল ভুবন ভোলে।
প্রকৃতিপ্রেমে
দেশাত্মবোধে
ঋতুবৈচিত্র্যে
চিত্রকল্পে
i
ii
i ও iii
i, ii ও iii
ধূসর পাণ্ডুলিপি
রূপসী বাংলা
ঝড়াপালক
বনলতা সেন
হাঁসের
কিশোরীর
কাকের
কবির
নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:
"গোধূলি লগনে জগদীশে স্মরে বিদায় লইব জনমের তরে লুকাইব আমি সন্ধ্যার আঁধারে বাংলা মায়ের ক্রোড়ে।"
স্বদেশচেতনা
মৃত্যুচেতনা
প্রকৃতিচেতনা
ধর্মচেতনা
i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii
৪৯. "আবার আসিব ফিরে" কবিতায় শিমুলের ডালে কে ডাকছে?
[ রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা ]
শালিক
শঙ্খচিল
ধবল বক
লক্ষ্মীপেঁচা