অসংখ্য-লালসা
অধীর প্রতীক্ষা
সুখের নিশানা
বিরহের ব্যথা
২. "অগ্নিপিন্ড" শব্দটির অর্থ নিচের কোনটি?
[ Jess-17 ]
আগুনের উত্তাপ
আগুনের গোলা
আগুনের শিখা
আগুনের ধোঁয়া
৩. "প্রার্থী" কবিতার মূল সুর-
(i) গরিবদের প্রতি মমত্ব
(ii) ধনীদের প্রতি বিদ্বেষ
(iii) শীতার্তকে রক্ষা করা
[ Chit-17 ]
i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii
৭. "প্রার্থী" কবিতাটি কে লিখেছেন?
[ Raj-16 ]
জসীমউদ্দীন
সুফিয়া কামাল
বুদ্ধদেব বসু
সুকান্ত ভট্টাচার্য
১০. সুকান্ত ভট্টাচার্যের পৈতৃক নিবাস কোথায়?
[ Chit-16 | Syl-16 ]
গোপালগঞ্জের কাশিয়ানিতে
যশোরের সাগরদাঁড়িতে
গোপালগঞ্জের কোটালিপাড়ায়
কুমারখালির শিলাইদহে
স্বাধীনতা
কবিতা
বিজলী
প্রগতি
১২. সকালের এক টুকরা রোদকে কবি "প্রার্থী" কবিতায় কিসের সাথে তুলনা করেছেন?
[ Jess-15 | Chit-14 ]
হীরা
সোনা
কৃষক
গরম কাপড়
১৩. "চকোর চায় চন্দ্রমায়" চরণে "চন্দ্রমা" "প্রার্থী" কবিতার কোনটির সাথে তুলনীয়?
[ Comi-15 | Bari-14 ]
সকালের রোদ
পথশিশু
শীতের রাত
স্যাঁতসেঁতে ঘর
মানসিক অস্থিরতা দূর করতে
বৈষম্য দূর করতে
পীড়িতদের সাহায্য করতে
নিচুতলার মানুষের প্রতি গভীর মমতা থেকে
১৫. "বামপন্থি বিপ্লবী" কবি বলা হয় কাকে?
[ Bari-15 ]
কামিনী রায়
সুকান্ত ভট্টাচার্য
বুদ্ধদেব বসু
সুফিয়া কামাল
১৬. কষ্টে আমরা শীত আটকাই কীভাবে?
(i) খড়কুটো জ্বালানি
(ii) কাপড়ে কান ঢেকে
(iii) চুলার আগুনে
[ Raj-16 ]
i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:
মাঘ মাসের এক সকালে বাসার গেটের পাশে ছেঁড়া কাপড় পরা এক বৃদ্ধ ভিখারিকে শীতে ঠকঠক করে কাপড়ে দেখে সুমন তার মার কাছে ভিখারিটার জন্য একটা চাদর চায়-
i
ii
iii
i, ii ও iii
i ও ii
ii ও iii
i ও iii
i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:
বিশ্ববিদ্যালয় পড়ুয়া কয়েকজন তরুণ-তরুণী রমনা এলাকার পথশিশুদের লেখাপড়ার ব্যবস্থা করে। নিজেদের খরচের টাকা বাঁচিয়ে তাদের চিকিৎসারও ব্যবস্থা করো।
i
i ও ii
ii ও iii
i, ii ও iii
এইসব মূঢ়ম্লান মুখে দিতে হবে ভাষা
হে মহাজীবন, আর কাব্য নয়
খুনের নেশায় আর করিব না আখেরের পথরোধ
আনন্দধারা বহিছে ভুবনে
কৃষকের চঞ্চল চোখ
এক টুকরো সোনা
এক টুকরো গরম কাপড়
এক জ্বলন্ত অগ্নিপিণ্ড
i
iii
ii
i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:
লিয়াকতের বাবা অর্থাভাবে বিনাচিকিৎসায় মারা যায়। সেই থেকে সে প্রচণ্ড শোক বুকে নিয়ে ঢাকা শহরে রিকশা চালিয়ে তিল তিল করে সঞ্জয় করে কিছু টাকা। আর সে টাকা দিয়ে তার গ্রামের বাড়িতে গড়ে তোলে একটি হাসপাতাল; যাতে কোনো অসহায়, দুঃস্থ মানুষ বিনা চিকিৎসায় মারা না যায়।
i
iii
ii
i, ii ও iii
i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii