আমাদের স্কুল

সেটিং

বহুনির্বাচনি প্রশ্নের দেখানোর অপশনঃ
শুধুমাত্র উত্তর 2 অপশন
3 অপশন 4 অপশন
বহুনির্বাচনি প্রশ্নের অপশন প্রদর্শনঃ
রো আকারে কলাম আকারে
বহুনির্বাচনি প্রশ্নের উত্তরঃ
লুকান বোল্ড করুন
দেখান দেখান ও বোল্ড করুন
বহুনির্বাচনি প্রশ্নের ব্যাখ্যাঃ
দেখান লুকান নিচে লুকান
থিম নির্বাচন করুনঃ
ফন্ট সাইজঃ
16

প্রশ্নঃ এক ব্যক্তি ব্যাংকে ৫১০ টাকার চেক দিয়ে ২০ টাকার এবং ৫০ টাকার নোট প্রদানের জন্য অনুরোধ করলেন। কত প্রকারে তাঁর অনুরোধ রক্ষা করা সম্ভব?

[ বিসিএস ৪২তম ]

ক. ৩ প্রকারে
খ. ৪ প্রকারে
গ. ৬ প্রকারে
ঘ. ৫ প্রকারে
উত্তরঃ ৫ প্রকারে
ব্যাখ্যাঃ ধরি:
x = ৫০ টাকার নোটের সংখ্যা
y = ২০ টাকার নোটের সংখ্যা

তাহলে, আমাদের সমীকরণ দাঁড়ায়:
50x+20y=510
5x+2y=51

সম্ভাব্য x এর মান খুঁজে বের করা


x এবং y উভয়ই ধনাত্মক পূর্ণসংখ্যা হতে হবে।
আমরা x কে বিভিন্ন পূর্ণসংখ্যা ধরে y বের করার চেষ্টা করব।
x=1 হলে,
5(1)+2y=512y=46y=23
x=2 হলে,
5(2)+2y=512y=41y=20.5(অগ্রহণযোগ্য)
x=3 হলে,
5(3)+2y=512y=36y=18
x=4 হলে,
5(4)+2y=512y=31y=15.5(অগ্রহণযোগ্য)
x=5 হলে,
5(5)+2y=512y=26y=13
x=6 হলে,
5(6)+2y=512y=21y=10.5(অগ্রহণযোগ্য)
- x=7 হলে,
5(7)+2y=512y=16y=8
- x=8 হলে,
5(8)+2y=512y=11y=5.5(অগ্রহণযোগ্য)
x=9 হলে,
5(9)+2y=512y=6y=3
x=10 হলে,
5(10)+2y=512y=1y=0.5(অগ্রহণযোগ্য)

সুতরাং, গ্রহণযোগ্য সমাধান রয়েছে ৪টি উপায়ে:
  1. (x=1,y=23)
  2. (x=3,y=18)
  3. (x=5,y=13)
  4. (x=7,y=8)
  5. (x=9,y=3)

ব্যক্তির অনুরোধ ৫ প্রকারে রক্ষা করা সম্ভব।