আমাদের স্কুল

সেটিং

বহুনির্বাচনি প্রশ্নের দেখানোর অপশনঃ
শুধুমাত্র উত্তর 2 অপশন
3 অপশন 4 অপশন
বহুনির্বাচনি প্রশ্নের অপশন প্রদর্শনঃ
রো আকারে কলাম আকারে
বহুনির্বাচনি প্রশ্নের উত্তরঃ
লুকান বোল্ড করুন
দেখান দেখান ও বোল্ড করুন
বহুনির্বাচনি প্রশ্নের ব্যাখ্যাঃ
দেখান লুকান নিচে লুকান
থিম নির্বাচন করুনঃ
ফন্ট সাইজঃ
15

প্রশ্নঃ এক ব্যক্তি স্রোতের অনুকূলে নৌকা বেয়ে ঘণ্টায় ১০ কি.মি. বেগে চলে কোনো স্থানে গেলো এবং ঘন্টায় ৬ কি.মি. বেগে স্রোতের প্রতিকূলে চলে যাত্রারম্ভের স্থানে ফিরে এলাে। যাতায়তে তার গড় গতিবেগ ঘন্টায় কত কিলোমিটার ?

[ প্রা.বি.স.শি. 27-06-2019 ]

ক. ৬.৫
খ. ৮.৫
গ. ৭.৫
ঘ. ৫.৫
উত্তরঃ ৭.৫
ব্যাখ্যাঃ ধরি, যাত্রার এক পাশের দূরত্ব \( d \) কিলোমিটার।
সময় নির্ণয়:
স্রোতের অনুকূলে যাওয়ার সময়: \( \frac{d}{10} \) ঘণ্টা
স্রোতের প্রতিকূলে ফেরার সময়: \( \frac{d}{6} \) ঘণ্টা

মোট সময়: \[ \frac{d}{10} + \frac{d}{6} = \frac{3d}{30} + \frac{5d}{30} = \frac{8d}{30} \] মোট দূরত্ব: \[ 2d \] গড় গতিবেগ: \[ \frac{\text{মোট দূরত্ব}}{\text{মোট সময়}} = \frac{2d}{\frac{8d}{30}} \] \[ = \frac{2d \times 30}{8d} \] \[ = \frac{60}{8} = 7.5 \] সুতরাং, গড় গতিবেগ হবে ৭.৫ কিলোমিটার প্রতি ঘণ্টা