প্রশ্নঃ ‘বেল্ট অ্যান্ড রোড’ কার্যক্রম শুরু হয় :
[ বিসিএস ৪৫তম ]
ক. ২০০০ সাল
খ. ২০০১ সাল
গ. ২০১৩ সাল
ঘ. ২০১৬ সাল
উত্তরঃ ২০১৩ সাল
ব্যাখ্যাঃ
‘বেল্ট অ্যান্ড রোড’ কার্যক্রম ২০১৩ সালের সেপ্টেম্বর মাসে চীনের রাষ্ট্রপতি সি জিনপিং কর্তৃক আনুষ্ঠানিকভাবে শুরু হয়।
তিনি প্রথমে কাজাখস্তানে "সিল্ক রোড ইকোনমিক বেল্ট" এবং পরবর্তীতে ইন্দোনেশিয়ায় "২১ শতকের মেরিটাইম সিল্ক রোড" প্রতিষ্ঠার প্রস্তাবনার মাধ্যমে এই বিশাল উদ্যোগের সূচনা করেন।