আমাদের স্কুল

সেটিং

বহুনির্বাচনি প্রশ্নের দেখানোর অপশনঃ
শুধুমাত্র উত্তর 2 অপশন
3 অপশন 4 অপশন
বহুনির্বাচনি প্রশ্নের অপশন প্রদর্শনঃ
রো আকারে কলাম আকারে
বহুনির্বাচনি প্রশ্নের উত্তরঃ
লুকান বোল্ড করুন
দেখান দেখান ও বোল্ড করুন
বহুনির্বাচনি প্রশ্নের ব্যাখ্যাঃ
দেখান লুকান নিচে লুকান
থিম নির্বাচন করুনঃ
ফন্ট সাইজঃ
15

প্রশ্নঃ দুই ব্যক্তি একটি কাজ একত্রে ৮টি দিনে করতে পারে। প্রথম ব্যক্তি একা কাজটি ১২ দিনে করতে পারে। দ্বিতীয় ব্যক্তি একা ঐ কাজটি কত দিনে করতে পারবে?

[ বিসিএস ৩৮তম ]

ক. ২০ দিনে
খ. ২৫ দিনে
গ. ২৪ দিনে
ঘ. ৩০ দিনে
উত্তরঃ ২৪ দিনে
ব্যাখ্যাঃ মনে করি,
সম্পূর্ণ কাজ = $1$ অংশ।

দুই ব্যক্তি একত্রে কাজটি ৮ দিনে করতে পারে।
অতএব, দুই ব্যক্তি ১ দিনে করে = $\frac{1}{8}$ অংশ কাজ।

প্রথম ব্যক্তি একা কাজটি ১২ দিনে করতে পারে।
অতএব, প্রথম ব্যক্তি ১ দিনে করে = $\frac{1}{12}$ অংশ কাজ।

দ্বিতীয় ব্যক্তি একা কাজটি কত দিনে করতে পারবে তা বের করতে হবে।
ধরি, দ্বিতীয় ব্যক্তি একা কাজটি $x$ দিনে করতে পারে।
অতএব, দ্বিতীয় ব্যক্তি ১ দিনে করে = $\frac{1}{x}$ অংশ কাজ।

আমরা জানি, (প্রথম ব্যক্তির ১ দিনের কাজ) + (দ্বিতীয় ব্যক্তির ১ দিনের কাজ) = (দুই ব্যক্তির একত্রে ১ দিনের কাজ)
$\frac{1}{12} + \frac{1}{x} = \frac{1}{8}$

এখন $x$ এর মান বের করি:
$\frac{1}{x} = \frac{1}{8} - \frac{1}{12}$

ভগ্নাংশ দুটির সাধারণ হর নির্ণয় করি, ৮ এবং ১২ এর ল.সা.গু. হলো ২৪।
$\frac{1}{x} = \frac{3}{24} - \frac{2}{24}$
$\frac{1}{x} = \frac{3 - 2}{24}$
$\frac{1}{x} = \frac{1}{24}$

সুতরাং, $x = 24$।

অতএব, দ্বিতীয় ব্যক্তি একা ঐ কাজটি ২৪ দিনে করতে পারবে।