প্রশ্নঃ বাংলাদেশের এফ, সি, ডি, আই প্রকল্পের উদ্দেশ্য:
[ বিসিএস ৩৮তম ]
ক. বন্যা নিয়ন্ত্রণ
খ. পানি নিষ্কাশন
গ. পানি সেচ
ঘ. উপরের তিনটি (ক, খ, গ)
উত্তরঃ উপরের তিনটি (ক, খ, গ)
ব্যাখ্যাঃ
বাংলাদেশের এফ. সি. ডি. আই. প্রকল্পের পূর্ণরূপ হলো Flood Control, Drainage, and Irrigation Projects। অর্থাৎ, বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন এবং সেচ প্রকল্প।
তাই, এই প্রকল্পের উদ্দেশ্যগুলো হলো:
- বন্যা নিয়ন্ত্রণ (Flood Control)
- পানি নিষ্কাশন (Drainage)
- পানি সেচ (Irrigation)
এই তিনটি উদ্দেশ্যই বাংলাদেশের কৃষি উৎপাদন বৃদ্ধি এবং বন্যা ও জলাবদ্ধতা প্রতিরোধে অত্যন্ত গুরুত্বপূর্ণ।