প্রশ্নঃ আন্তর্জাতিক সম্পর্কের কোন তত্ত্বটি আন্তর্জাতিক প্রতিষ্ঠানের কার্যকরী ভূমিকার বিষয়ে ইতিবাচক ধারণা প্রদান করে?
[ বিসিএস ৪৬তম ]
ক. উদারবাদ
খ. বাস্তববাদ
গ. মার্ক্সবাদ
ঘ. কোনোটিই নয়
উত্তরঃ উদারবাদ
ব্যাখ্যাঃ
আন্তর্জাতিক সম্পর্কের যে তত্ত্বটি আন্তর্জাতিক প্রতিষ্ঠানের কার্যকরী ভূমিকার বিষয়ে ইতিবাচক ধারণা প্রদান করে, সেটি হলো উদারতাবাদ (Liberalism) এবং এর একটি গুরুত্বপূর্ণ শাখা নব্য-উদারতাবাদ বা উদারনৈতিক প্রাতিষ্ঠানবাদ (Neoliberal Institutionalism)।
উদারতাবাদ মনে করে যে রাষ্ট্রগুলো কেবল ক্ষমতা maximization-এর দিকে ধাবিত হয় না, বরং তারা সহযোগিতা করতে এবং পারস্পরিক লাভের জন্য কাজ করতে সক্ষম। এই তত্ত্বে আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোকে সহযোগিতা বৃদ্ধি, সংঘাত হ্রাস এবং একটি নিয়ম-ভিত্তিক আন্তর্জাতিক ব্যবস্থা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী হিসেবে দেখা হয়।