আমাদের স্কুল

সেটিং

বহুনির্বাচনি প্রশ্নের দেখানোর অপশনঃ
শুধুমাত্র উত্তর 2 অপশন
3 অপশন 4 অপশন
বহুনির্বাচনি প্রশ্নের অপশন প্রদর্শনঃ
রো আকারে কলাম আকারে
বহুনির্বাচনি প্রশ্নের উত্তরঃ
লুকান বোল্ড করুন
দেখান দেখান ও বোল্ড করুন
বহুনির্বাচনি প্রশ্নের ব্যাখ্যাঃ
দেখান লুকান নিচে লুকান
থিম নির্বাচন করুনঃ
ফন্ট সাইজঃ
16

Model Test2

শ্রেণীঃ সপ্তম শ্রেণি

বিষয়ঃ বাংলা ব্যাকরণ ও নির্মিতি

অধ্যায়ঃ সকল অধ্যায়

মোট বহুনির্বাচনি প্রশ্নঃ 40

প্রকাশের তারিখঃ 3-2-2023

পরীক্ষার সময়ঃ 00:30:00

১। মনের ভাব প্রকাশের প্রধান বাহন কোনটি?

ভাষা
চিত্র
ইঙ্গিত
আচরণ

২। প্রত্যেক ভাষারই চারটি মৌলিক অংশ থাকে। অংশগুলি কী কী?

শব্দ, সন্ধি, সমাস, ধ্বনি
ধ্বনি, শব্দ, বাক্য, অর্থ
অনুসর্গ, উপসর্গ, শব্দ, সন্ধি
ধ্বনি, শব্দ, বর্ণ, বাক্য

৩। ভাষাকে রূপদান করতে কিসের সাহায্য নিতে হয়?

বাগধারার
অঙ্গ-প্রত্যঙ্গের
বাগযন্ত্রের
চক্ষু ও কর্ণের

৪। বাংলা ভাষা ও সাহিত্যের প্রাচীন নিদর্শন কোনটি?

মহাভারত
চর্যাপদ
রামায়ণ
বৈষ্ণব পদাবলী

৫। এক এক গোষ্ঠীর মধ্যে নিয়ম শৃঙ্খলাজাত ধ্বনিপুঞ্জকে বলা হয় এক একটি -

শব্দ
বর্ণ
অর্থ
ভাষা

৬। কিসের ভেদে ভাষার পার্থক্য ও পরিবর্তন ঘটে?

দেশ, কাল ও পরিবেশ ভেদে
পরিবেশ ও দেশ ভেদে
কাল ও পরিবেশ ভেদে
দেশ ও কাল ভেদে

৭। পৃথিবীর আদি ভাষার নাম কী?

ইন্দো-এশিয়ান
ইন্দো-ইউরোপীয়
ইন্দো-আফ্রিকান
ইন্দো-মালয়েশিয়ান

৮। কোন্ ভাষা থেকে বাংলা ভাষার জন্ম হয়?

পালি
হিন্দি
উড়িষ্যা
বঙ্গকামরূপী

৯। বাংলা ভাষা ও সাহিত্যের মধ্যযুগের প্রথম নিদর্শন কোনটি?

মধুমালতী
সেকান্দরনামা
শ্রীকৃষ্ণকীর্তন
বৈষ্ণব পদাবলী

১০। বাংলা গদ্য কোন যুগের ভাষার নিদর্শন?

প্রচীন যুগের
মধ্য যুগের
বর্তমান যুগের
আধুনিক যুগের

১১। বাংলা ভাষার মূল উৎস কী?

কানাড়ী ভাষা
বৈদিক ভাষা
হিন্দি ভাষা
অনার্য ভাষা

১২। মানুষের কণ্ঠনিঃসৃত বাক্ সংকেতের সংগঠনকে কী বলে?

ধ্বনি
শব্দ
বাক্য
ভাষা

১৩। বিভিন্ন ক্ষুদ্র ক্ষুদ্র অঞ্চলের জনগণ যে ভাষায় কথা বলে তার নাম কি?

মৌলিক ভাষা
সাধুভাষা
উপভাষা/ আঞ্চলিক কথ্যভাষা
ব্যবহারিক ভাষা

১৪। বর্তমান পৃথিবীতে প্রচলিত ভাষার সংখ্যা কত?

আড়াই হাজারের ওপর
তিন হাজারের ওপর
সাড়ে তিন হাজারের ওপর
চার হাজারের ওপর

১৫। বাংলা ভাষার প্রধান রূপ দুইটি কী কী?

কথ্য ও লেখ্য
কথ্য ও আঞ্চলিক
লেখ্য ও আঞ্চলিক
আঞ্চলিক ও সর্বজনীন

১৬। সাধু ভাষার বৈশিষ্ট্য কোনটি?

গুরুগম্ভীর
কৃত্রিমতা বর্জিত
অবোধ্য
দুর্বোধ্য

১৭। কোন্ ভাষারীতির গদবিন্যাস সুনিয়ন্ত্রিত ও সুনির্দিষ্ট?

কথ্য ভাষা
লেখ্য ভাষা
চলিত ভাষা
সাধু ভাষা

১৮। বাংলা ভাষার চলিত রীতির বিশেষ বৈশিষ্ট্য কোনটি?

আভিজাত্যপূর্ণ
কৃত্রিমতা বর্জিত
পদবিন্যাস সুনির্দিষ্ট
কাঠামো অপরিবর্তনীয়

১৯। বাংলা সাহিত্যে চলিত রীতির প্রবর্তক কে?

ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
রবীন্দ্রনাথ ঠাকুর
প্যারীচাঁদ মিত্র
প্রমথ চৌধুরী

২০। কোনটি চলিত ভাষার নিজস্ব বিশেষ বৈশিষ্ট্য?

তৎসম শব্দবহুলতা
তদ্ভব শব্দবহুলতা
প্রাচীনতা
অমার্জিততা

২১। সাধু ভাষা কোথায় অনুপযোগী?

গানের কলিতে
কবিতার পংক্তিতে
নাটকের সংলাপে
গল্পের বর্ণনায়

২২। চলিত ভাষায় ক্রিয়াপদ ও সর্বনাম পদ সংকুচিত হয়। এ কথাটি-

অবাস্তব
ভিত্তিহীন
সম্পূর্ণ সত্য
আংশিক সত্য

২৩। বাংলা লেখ্য সাধুরীতির প্রকৃত বাংলা গদ্যরূপ কখন বিকাশ লাভ করে?

মধ্যযুগের শুরুতে
মধ্যযুগের মাঝামাঝি
ইংরেজদের আগমনের পূর্বে
ইংরেজদের আগমনের পরে

২৪। কথোপকথন, বক্তৃতা ও নাটকের সংলাপের জন্য বেশি উপযোগী—

চলিত ভাষা
সাধু ভাষা
আঞ্চলিক ভাষা
কথ্য ভাষা

২৫। মধ্যযুগে বাংলা লেখ্য সাধুরীতির সামান্য নমুনা পাওয়া যায়—

কাব্য সাহিত্যে
পুঁথি সাহিত্যে
দলিল দস্তাবেজে
চিঠিপত্রে

২৬। চলিত ভাষারীতির ক্ষেত্রে কোন বৈশিষ্ট্য প্রয়োজ্য ?

গুরুগম্ভীর
তৎসম শব্দবহুল
পরিবর্তনশীল
কৃত্রিম

২৭। প্রাচীন গদ্য সাহিত্য কোন ভাষায় রচিত?

সংস্কৃত ভাষায়
আঞ্চলিক ভাষায়
সাধু ভাষায়
চলিত ভাষায়

২৮। "ব্যাকরণ" শব্দের সঠিক অর্থ কোনটি?

বিশেষভাবে বিভাজন
বিশেষভাবে বিশ্লেষণ
বিশেষভাবে বিয়োজন
বিশেষভাবে সংযোজন

২৯। ব্যাকরণের মূল ভিত্তি কী?

ভাব
ভাষা
ধ্বনি
বাক্য

৩০। ক্রিয়ার কাল ও পুরুষ ব্যাকরণের কোন্ অংশে আলোচিত হয়?

ধ্বনিতত্ত্বে
রূপতত্ত্বে
বাক্যতত্ত্বে
ভাষাতত্ত্বে

৩১। বচন, লিঙ্গ, কারক ও সমাস ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়?

ধ্বনিতত্ত্বে
শব্দতত্ত্বে
বাক্যতত্ত্বে
রূপতত্ত্বে

৩২। ব্যাকরণের প্রকৃতি কয় প্রকার?

চার প্রকার
পাঁচ প্রকার
তিন প্রকার
দুই প্রকার

৩৩। ব্যাকরণের কাজ কী?

ভাষার বিশ্লেষণ
ভাষার উন্নতি
ভাষার নিয়ম-শৃঙ্খলা
বিশেষভাবে সংযোজন

৩৪। কী কারণে ব্যাকরণ পাঠের প্রয়োজন?

ভাষা শিক্ষার জন্য
ভাষার শুদ্ধাশুদ্ধি নির্ণয়ের জন্য
ভাষা বিষয়ের জ্ঞানদানের জন্য
ভাষা বিকাশের জন্য

৩৫। বাংলা ব্যাকরণ রচনা করেন কে?

উইলিয়াম কেরী
ডঃ মুহম্মদ শহীদুল্লাহ
ডঃ সুনীতিকুমার চট্টোপাধ্যায়
মিঃ এন.বি. হ্যালহেড

৩৬। বাংলা ব্যাকরণ গ্রন্থ প্রথম কোন্ বাঙালি রচনা করেন?

রামরাম বসু
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
রামনারায়ণ তর্করত্ন
রাজা রামমোহন রায়

৩৭। রাজা রামমোহন রায়ের রচিত ব্যাকরণের নাম কী?

গৌড়ীয় ব্যাকরণ
মাগধীয় ব্যাকরণ
মাতৃভাষার ব্যাকরণ
ভাষা ও ব্যাকরণ

৩৮। কপাল ও কপোল শব্দ যুগলের অর্থ কী কী?

ললাট ও গাল
ললাট ও ঠোট
গাল ও শিশুর ঠোট
কাপালিক ও কপালকুণ্ডলা

৩৯। ভারতীয় চিত্রলিপির দুটি প্রাচীন রূপ হল-

ব্রাহ্মী ও খরোষ্ঠী
ব্রাহ্মী ও দেবনাগরী
ব্রাহ্ম ও কুটীল
ব্রাহ্মী ও তিব্বতী

৪০। ‘শ্বাসনালির’ অবস্থান কোথায়?

মুখবিবরের মাঝে
খাদ্যনালির পরে
ফুসফুস ও মুখবিবরের মাঝে
কোনোটিই নয়